📚ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন(উত্তরসহ):তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ📚
✍️ সঠিক উত্তরটি নির্বাচন করো:(প্রশ্নের মান-১):
- প্রদত্ত কোন্ গ্যাসটি নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? – (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন।
- একটি লব্ধ রাশি হল – (a) দৈর্ঘ্য, (b) ভর, (c) ঘনত্ব।
- প্রদত্ত কোটি চৌম্বক পদার্থ নয়? – (a) নিকেল, (b) সোনা, (c) কোবাল্ট।
- প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার নয়? – (a) কাঁচি, (b) জাঁতি, (c) বোতল খোলার যন্ত্র।
- প্রদত্ত কোন্ উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? – (a) আম, (b) বট, (c) শ্যাওলা।
- ঢেঁকিশাক এক প্রকার – (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন জাতীয় উদ্ভিদ।
- প্রদত্ত কোন্ প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? – (a) কেউটে, (b) কালাচ, (c) চন্দ্রবোড়া।
- তিমির চামড়ার নীচে অবস্থিত পুরু চর্বির স্তর হল – (a) ফ্লিপার, (b) রোহোল, (c) রাবার।
- চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল – (a) প্লাস্টিক, (b) তুলো, (c) ডিডিটি।
- শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে – (a) মাংসল পদ, (b) ফ্ল্যাজেলা, (c) সিলিয়া ।
- মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণির লিভার ?-(a) প্রথম শ্রেণি, (b) দ্বিতীয় শ্রেণি, (c) তৃতীয় শ্রেণি, (d) কোনোটিই নয়।
- স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা হল - (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড।
- প্রাথমিক বা মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল, (b) সময়, (c) আয়তন, (d) বেগ।
- SI-তে তীব্রতার একক- (a) ক্যান্ডেলা, (b) অ্যাম্পিয়ার, (c) মোল, (d) কেলভিন।
- স্পর্শহীন বল হল-(a) চাপ, (b) আয়তন, (c) টান, (d) ওজন।
- একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল-(a) সৌরশক্তি, (b) কয়লা, (c) পেট্রোলিয়াম, (d) প্রাকৃতিক গ্যাস।
- Ca যে মৌলের চিহ্ন, সেটি হল-- (a) কোবাল্ট, (b) ক্যালশিয়াম, (c) ক্লোরিন, (d) ক্রোমিয়াম।
- হাইড্রোজেন সালফাইডের সংকেত হল - (a) H2S, (b) HI, (c) CH4 (d) PH3 |
- সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রুপান্তরিত হয় তা হল-(a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) আলোকশক্তি।
- নততল যত হেলানো হয়, তার যান্ত্রিক সুবিধা-(a) তত বাড়ে, (b) তত কমে, (c) বাড়তেও পারে আবার কমতেও পারে, (d) অপরিবর্তিত থাকে।
- আগুন জ্বলতে সাহায্য করে- (a) O2, (b) CO2, (c) N2 (d) H2
- চিনির অণুতে যে মৌলটি থাকে না, তা হল (a) কার্বন, (b) নাইট্রোজেন, (c) হাইড্রোজেন, (d) অক্সিজেন।
- কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় -- (a) গ্যাস, (b) বারুদ, (c) সোডা ওয়াটার, (d) জল।
- চুনজাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয় – (a) মোলাস্কার, (b) অ্যানিলিডার, (c) প্ল্যাটিহেলমিনথেসের, (d) আর্থ্রোপোডার।
- মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন – (a) চার্লস ডারউইন, (b) জেন গুডাল, (c) কার্ল ফন ফ্রিশ, (d) গোপালচন্দ্র ভট্টাচার্য।
- টিকটিকি হল এক ধরনের - (a) পাখি, (b) সরীসৃপ, (c) স্তন্যপায়ী, (d) উভচর।
- আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হল – (a) প্রোটিস্টা, (b) প্ল্যান্টি, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়
- ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় (a) কিউলেক্স মশা, (b) এডিস মশা, (c) অ্যানোফিলিস মশা, (d) মাছি।
- ছোলা হল একটি (a) সপুষ্পক উদ্ভিদ, (b) অপুষ্পক উদ্ভিদ, (c) দ্বিবীজপত্রী উদ্ভিদ, (d) a ও c উভয়ই।
- গ্যাসীয় বর্জ্য হল – (a) ছাই, (b) মিথেন গ্যাস, (c) কলকারখানার দূষিত জল, (d) বোতল (শিশি)।
- গমনে অক্ষম প্রাণী হল-(a) স্পঞ্জ, (b) তারামাছ, (c) অ্যামিবা, (d) কেঁচো।
- দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল - (a) ছত্রাক, (b) প্রোটোজোয়া, (c) ভাইরাস, (d) ব্যাকটেরিয়া।
- তিমি কোন্ গোষ্ঠীভুক্ত প্রাণী? – (a) পক্ষী, (b) উভচর, (c) স্তন্যপায়ী, (d) মৎস্য।
- কোন্ রাশিটি মৌলিক রাশি নয়?-(a) ভর, (b) দৈর্ঘ্য, (c) সময়, (d) আয়তন।
- প্রদত্ত কোটি মৌল নয়?-(a) তামা, (b) সোনা, (c) সালফার, (d) অ্যামোনিয়া ।
- একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী-(a) বলটির উপরিতলের ক্ষেত্রফল, (b) বলটির গতি, (c) ঘর্ষণ বল, (d) বলটির আকৃতি।
- কোনটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ? – (a) ছুরি, (b) কাঁচি, (c) জাঁতি, (d) বোতল খোলার যন্ত্র ।
- মিথেনের রাসায়নিক সংকেত-(a) CH4, (b) CCl4, (C) NH3, (d) PH3
- কোন্ রাশির একক ডাইন? – (a) বল, (b) শক্তি, (c) কাজ, (d) ক্ষমতা।
- বল প্রয়োগের দিককে উলটো করে দেয় – (a) নততল, (b) হাতুড়ি, (c) পুলি, (d) ছুরি।
- অ্যামিবার রাজ্য হল – (a) মোনেরা, (b) প্রোটিস্টা, (c) অ্যানিমালিয়া, (d) ছত্রাক।
- টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল একপ্রকার-(a) ভাইরাস,. (b) ব্যাকটেরিয়া, (c) শৈবাল, (d) প্রোটোজোয়া।
- প্রদত্ত কোটি পরিযায়ী পাখি নয় ? – (a) খঞ্জনা, (b) বুনো হাঁস, (c) রাজহাঁস, (d) কাজল পাখি ।
- বর্জ্য পদার্থ DDT পাওয়া যায় – (a) বাড়িতে, (b) কারখানায়, (c) কৃষিজমিতে, (d) পুকুরে ।
- বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন -(a) সেলিম আলি, (b) এম. কে. চন্দ্রশেখর, (c) গোপালচন্দ্র ভট্টাচার্য, (d) রাঘবেন্দ্র গড়াগকর।
- DDT নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায় –(a) বাড়ি থেকে, (b) কারখানা থেকে, (c) চাষের জমি থেকে, (d) পুকুর থেকে।
- বাঘের কোন্ দাঁত তুলনামূলকভাবে বড়ো ও ধারালো ? – (a) মোলার, (b) প্রিমোলার, (c) ক্যানাইন, (d) ইনসিজার।
- মাছের হালের কাজ করে যে পাখনা সেটি হল – (a) পুচ্ছ পাখনা, (b) শ্রোণি পাখনা, (c) পায়ু পাখনা, (d) বক্ষ পাখনা।
- প্রদত্ত কোটির পুনর্ব্যবহার সম্ভব নয়? – (a) লোহা, (b) তামা, (c) প্লাস্টিক, (d) পচা সবজি।
- ছত্রাক চাষ করে – (a) চাষি পিঁপড়ে, (b) কালো পিঁপড়ে, (c) মৌমাছি, (d) লাল পিঁপড়ে।
- জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল – (a) মস, (b) শ্যাওলা, (c) ফার্ন, (d) ছত্রাক।
- প্রদত্ত কোটি মেরুদণ্ডী প্রাণী ? – (a) কেঁচো, (b) জোঁক, (c) সাপ, (d) তারামাছ।
- কণ্টকত্বকবিশিষ্ট প্রাণীদের পর্বটি হল – (a) একাইনোডার্মাটা, (b) মোলাস্কা, (c) অ্যানিলিডা, (d) আর্থোপোড়া।
- দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা – - এটি 4R পদ্ধতির কোন্ দিককে তুলে ধরে? -(a) Reduce, (b) Reuse, (c) Refuse, (d) Recycle I
- রেডিয়োর নব হল এক ধরনের – (a) কপিকল, (b) লিভার, (c) স্ক্রু, (d) চক্র ও অক্ষদণ্ড।
- কোনটি প্রথম শ্রেণির লিভার ? – (a) চিমটা, (b) জাঁতি, (c) সাঁড়াশি, (d) মানুষের হাত।
- হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা -- (a) 1, (b) 2, (c) 3, (d) 4।
- যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় – (a) জল, (b) মাটি, (c) পিচ্ছিলকারক তেল, (d) ময়দার লেই।
- বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা, সেটি হল – (a) O2, (b) N2, (c) H2, (d) CO2
- কার্বন হল – (a) ধাতু, (b) অধাতু, (c) ধাতুকল্প, (d) ধাতু-সংকর।
- SI-তে অণু-পরমাণুর পরিমাণ পরিমাপের একক হল – (a) গ্রাম, (b) মিলিগ্রাম, (c) ঘনসেমি, (d) মোল।
- প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হয় – (a) 9 : 1, (b) 1 : 9, (c) 10:9, (d) 1: 61
- সৌরশক্তি হল - (a) অনবীকরণযোগ্য, (b) নবীকরণযোগ্য, (c) প্রচলিত, (d) চিরাচরিত শক্তি।
- কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হল – (a) আয়তন, (b) উচ্চতা, (c) ঘনত্ব, (d) পার্শ্বতলের ক্ষেত্রফল।
- প্রথম শ্রেণির খাদক হল – (a) ব্যাং, (b) খরঘোশ, (c) সাপ, (d) বাঘ।
- কেরোসিন পাওয়া যায় – (a) পেট্রোলিয়াম, (b) কয়লা, (c) ডিজেল, (d) পেট্রোল থেকে।
- একটি সরল যন্ত্রের উদাহরণ হল – (a) সেলাই মেশিন, (b) ছাপার যন্ত্র, (c) শাবল, (d) ড্রিল মেশিন।
- একটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ হল –(a) সুপারি কাটার জাঁতি, (b) মানুষের হাত, (c) পেরেক তোলার হাতুড়ি, (d) নৌকার দাঁড়।
- কুয়ো থেকে জল তোলার কাজে কোন্ যন্ত্র ব্যবহার করা হয়? – (a) চক্র ও অক্ষদণ্ড, (b) কপিকল, (c) লিভার, (d) নততল।
- চ্যাপটা কৃমি কোন্ গোষ্ঠীর প্রাণী ? – (a) আর্থ্রোপোডা, (b) মোলাস্কা, (c) অ্যাস্কহেলমিনথেস, (d) প্ল্যাটিহেলমিনথেস।
- কোন্ বীজটিতে দুটি বীজপত্র থাকে? – (a) কুমড়ো, (b) ধান, (c) ভুট্টা, (d) গম।
- ব্যাকটেরিয়া কোন্ রাজ্যের জীব বলে তোমার মনে হয়? – (a) মোনেরা, (b) প্রোটিস্টা, (c) ফানজাই, (d) কোনোটিই নয়।
- কোন্ প্রাণীর দেহে ‘রোহোল' থাকে? – (a) বাঘ, (b) মৌমাছি, (c) তিমি, (d) শিম্পাঞ্জি।
- সী-হর্স হল একধরনের – (a) ঘোড়া, (b) মাছ, (c) ব্যাং, (d) সরীসৃপ।
- কোন্ প্রাণীটি ‘সমাজবদ্ধ জীব' নয়? – (a) মশা, (b) পিঁপড়ে, (c) মৌমাছি, (d) উইপোকা ।
- চাষের জমি থেকে কোন্ প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়? – (a) পচা সবজি, (b) প্লাস্টিক, (c) কাঠের গুঁড়ো, (d) ডিডিটি।
- কোন্ প্রকার বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? – (a) গ্লাভস, (b) প্লাস্টিকের প্যাকেট, (c) লোহার ছাঁট, (d) সবজির খোসা।
- জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্যের উদাহরণ হল – (a) ইনজেকশনের সিরিঞ্জ, (b) অ্যাসবেসটস, (c) পচা সবজি, (d) খালি প্লাস্টিক বোতল।
- সোডিয়াম মৌলটির চিহ্ন হল – (a) S, (b) C, (c) Na, (d) Sil
- একটি মিশ্র পদার্থের উদাহরণ হল – (a) জল, (b) বায়ু, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) মিথেন।
- Au চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হল – (a) সিলভার, (b) আর্গন, (c) গোল্ড, (d) মারকারি।
- বস্তুর ভর মাপার যন্ত্রটি হল – (a) মাপনি চোঙ, (b) স্টপওয়াচ, (c) সাধারণ তুলাদণ্ড, (d) সাধারণ স্কেল।
- SI-তে আয়তনের একক হল – (a) ঘন সেন্টিমিটার, (b) লিটার, (c) ঘন মিলিমিটার, (d) ঘনমিটার।
- লব্ধ রাশির উদাহরণ হল – (a) আয়তন, (b) ভর, (c) সময়, (d) দৈর্ঘ্য।
- ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ? – (a) শব্দশক্তি, (b) যান্ত্রিক শক্তি, (c) চৌম্বকশক্তি, (d) তাপশক্তি।
- নবীকরণযোগ্য শক্তির উৎস হল – (a) প্রাকৃতিক গ্যাস, (b) বায়ুশক্তি, (c) কয়লা, (d) পেট্রোলিয়াম।
- কোনো শক্তিশৃঙ্খলে উৎপাদক হল – (a) প্রথম শ্রেণির খাদক, (b) ব্যাকটেরিয়া, (c) উদ্ভিদ, (d) দ্বিতীয় শ্রেণির খাদক।
- স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল- (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড।
- আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে-(a) প্রথম শ্রেণির লিভার, (b) দ্বিতীয় শ্রেণির লিভার, (c) তৃতীয় শ্রেণির লিভার, (d) সবকটিই।
- একটি সরল যন্ত্রের উদাহরণ হল - (a) সেলাই মেশিন, (b) কম্পিউটার, (c) শাবল, (d) ড্রিল মেশিন।
- ভাইরাস হল – (a) জড় পদার্থ, (b) উদ্ভিদ, (c) প্রাণী, (d) জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা।
- কোন্ প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? – (a) উইপোকা, (b) মৌমাছি, (c) পিঁপড়ে, (d) সবকটি।
- সব শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? – (a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) আলোকশক্তি।
- যে-সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয় –(a) উৎপাদক, (b) প্রথম শ্রেণির খাদক, (c) দ্বিতীয় শেণির খাদক, (d) সর্বভুক জীব।
- কোনটি মৌলিক রাশি? – (a) দৈর্ঘ্য, (b) ভর, (c) সময়, (d) প্রদত্ত সবকটিই।
- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন্ যন্ত্র ব্যবহার করা হয়? - (a) স্প্রিং তুলা, (b) অক্সানোমিটার, (c) দাঁড়িপাল্লা, (d) সবকটি।
- প্রদত্ত কোটি লোহার চিহ্ন ? – (a) CI, (b) Fe, (c) Ag, (d) Be
- জিয়ার্ডিয়া হল একপ্রকার - (a) ব্যাকটেরিয়া, (b) ফানজাই, (c) প্রোটোজোয়া, (d) প্ল্যান্টি।
- উইপোকার প্রধান খাদ্য হল – (a) প্রোটিন, (b) ফ্যাট, (c) সেলুলোজ, (d) ফুলের মধু।
- একটি তরল ধাতু হল – (a) জল, (b) ব্রোমিন, (c) পারদ, (d) পিতল।
- একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় – (a) গণ, (b) প্রজাতি, (c) গোত্র, (d) শ্রেণি।
- বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে – (a) সী-হর্স, (b) শোল, (c) প্যারাডাইস, (d) তেলাপিয়া মাছ।
- একটি চৌম্বক পদার্থ হল – (a) তামা, (b) সোনা, (c) নিকেল, (d) দস্তা।
- নততল যত হেলানো হয়, তার যান্ত্রিক সুবিধা – (a) তত বাড়ে, (b) তত কমে, (c) একই থাকে, (d) বলা সম্ভব নয়।
- অণু-পরমাণুর পরিমাপের একক হল(a) ক্যান্ডেলা, (b) মোল, (c) অ্যাম্পিয়ার, (d) মিটার।
- একটি জটিল যন্ত্রের উদাহরণ হল – (a) শাবল, (b) ঢেঁকি, (c) কাঁচি, (d) সেলাই মেশিন।
- কোনো গাছের বীজ ফলের মধ্যে থাকলে, সেটি হল – (a) ফার্নজাতীয় উদ্ভিদ, (b) অপুষ্পক উদ্ভিদ, (c) গুপ্তবীজী উদ্ভিদ,(d) ব্যক্তবীজী উদ্ভিদ।
- বাঘেরা কীভাবে মুত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে, সেই বিষয়ে গবেষণা করেছেন-(a) রতনলাল ব্রহ্মচারী, (b) এম কে চন্দ্রশেখর, (c) সালিম আলি, (d) রাঘবেন্দ্র গাড়াগকার।
- একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল – (a) খড়, (b) পুরোনো কাগজ, (c) ইনজেকশনের সিরিঞ্জ, (d) ফলের খোসা।
- প্রদত্ত কোটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? – (a) তামা, (b) পারদ, (c) লোহা, (d) গ্রাফাইট।
- কোন্ রাশিটি মৌলিক রাশি নয় ? (a) ভর, (b) দৈর্ঘ্য, (c) আয়তন, (d) সময়।
- সৌরকুকার চালু করা হল। এখানে কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? —(a) তাপশক্তি আলোকশক্তিতে, (b) আলোকশক্তি তাপশক্তিতে, (c) রাসায়নিক শক্তি তাপশক্তিতে, (d) পারমাণবিক শক্তি রাসায়নিক শক্তিতে।
- বেরিয়ামের চিহ্ন হল – (a) B, (b) Ba, (c) Be, (d) Bri
- স্প্রিং তুলা দ্বারা মাপা হয় – (a) গতিবেগ, (b) ভর, (c) আয়তন, (d) ওজন!
- গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়-(a) 1 মিনিট, (b) 1 ঘণ্টা, (c) 1 সেকেন্ড, (d) 1 দিন।
- একটি স্পর্শহীন বল হল (a) চৌম্বক বল, (b) ঘর্ষণ বল, (c) ঠেলা বল, (d) টানা বল।
- একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল – (a) কয়লা, (b) প্রাকৃতিক গ্যাস, (c) পেট্রোলিয়াম, (d) সূর্য।
- কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় – (a) নততল, (b) লিভার, (c) কপিকল, (d) কেন।
- একটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ হল – (a) চিমটা, (b) মাছ ধরার ছিপ, (c) সুপারি কাটার জাঁতি, (d) কাঁচি ।