✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
🌍 1. প্রদত্ত কোন্ দুটি ভৌতরাশির মাত্রীয় সংকেত একই?
Ⓐ দ্রুতি, বেগ Ⓑ সরণ, কার্য Ⓒ বল, ভরবেগ Ⓓ বেগ, ত্বরণ
✔ উত্তর: Ⓒ বল, ভরবেগ।
⚡ 2. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল –
Ⓐ 14m Ⓑ 16m Ⓒ 22m Ⓓ 25m
✔ উত্তর: Ⓐ 14m।
💧 3. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ –
Ⓐ সান্দ্রতা Ⓑ পৃষ্ঠটান Ⓒ প্লবতা Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ সান্দ্রতা।
🔬 4. ¹⁴C6 নিউক্লিয়াসটির নিউট্রন সংখ্যা কত?
Ⓐ 6 Ⓑ 14 Ⓒ 8 Ⓓ 12
✔ উত্তর: Ⓒ 8।
🔥 5. কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি?
Ⓐ 18 g H₂O Ⓑ 18 g O₂ Ⓒ 18 g CO₂ Ⓓ 18 g CH₄
✔ উত্তর: Ⓓ 18 g CH₄।
⚙️ 6. 10 kg ভরের একটি বস্তু 1m উচ্চতা থেকে নীচে পড়ল। g = 10m/s² হলে স্থিতিশক্তির হ্রাস –
Ⓐ 10 J Ⓑ 100 J Ⓒ 1000 J Ⓓ 50 J
✔ উত্তর: Ⓑ 100 J।
🌫 7. প্রকৃত দ্রবণ (A), কোলয়েড দ্রবণ (B) ও প্রলম্বনের (C) কণাগুলির আকারের ক্রম হল –
Ⓐ A > B > C Ⓑ B > A > C Ⓒ C > B > A Ⓓ A < B > C
✔ উত্তর: Ⓒ C > B > A।
🧪 8. পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় তা হল –
Ⓐ HNO₃ Ⓑ H₂SO₄ Ⓒ HCl Ⓓ H₂CO₃
✔ উত্তর: Ⓒ HCl।
☁️ 9. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল –
Ⓐ CH₄ Ⓑ NO₂ Ⓒ N₂O Ⓓ O₃
✔ উত্তর: Ⓑ NO₂।
🧭 10. স্ফুটনাঙ্কের পার্থক্য 10°C অপেক্ষা কম হলে উপাদান পৃথক করা যাবে –
Ⓐ সাধারণ পাতন Ⓑ পরিস্রাবণ Ⓒ আংশিক পাতন Ⓓ বিয়োজী ফানেল
✔ উত্তর: Ⓒ আংশিক পাতন।
🌡 11. জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন্ উষ্ণতার পাল্লার মধ্যে?
Ⓐ 4°C থেকে 4°C Ⓑ 0°C থেকে 10°C Ⓒ 0°C থেকে 4°C Ⓓ 0°C থেকে 2°C
✔ উত্তর: Ⓒ 0°C থেকে 4°C।
🔊 12. শব্দ হল –
Ⓐ অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ Ⓑ তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ Ⓒ তড়িৎচুম্বকীয় তরঙ্গ Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ।
🚰 13. পানীয় জলের ক্ষেত্রে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত?
Ⓐ 0 Ⓑ 1 Ⓒ 2 Ⓓ 7
✔ উত্তর: Ⓐ 0।
⚖️ 14. কোনো বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি হবে –
Ⓐ দ্বিগুণ Ⓑ চারগুণ Ⓒ অর্ধেক Ⓓ একই থাকে
✔ উত্তর: Ⓑ চারগুণ।
🧮 15. একটি যন্ত্র 10 সেকেন্ডে 60 জুল কাজ করে, যন্ত্রটির ক্ষমতা হবে –
Ⓐ 6 জুল Ⓑ 600 ওয়াট Ⓒ 6 ওয়াট Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ 6 ওয়াট।
🎧 16. শব্দের তীব্রতার নিরাপদ সীমা হল –
Ⓐ 65 dB Ⓑ 60 dB Ⓒ 90 dB Ⓓ 100 dB
✔ উত্তর: Ⓐ 65 dB।
📡 17. শব্দ একপ্রকার –
Ⓐ তির্যক তরঙ্গ Ⓑ তড়িৎচুম্বকীয় তরঙ্গ Ⓒ অনুদৈর্ঘ্য তরঙ্গ Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ অনুদৈর্ঘ্য তরঙ্গ।
🧊 18. যে উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় তা হল –
Ⓐ 0°C Ⓑ 100°C Ⓒ -4°C Ⓓ 4°C
✔ উত্তর: Ⓓ 4°C।
🔥 19. বস্তুর অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন –
Ⓐ উষ্ণতা বাড়ে Ⓑ উষ্ণতা কমে Ⓒ অপরিবর্তিত থাকে Ⓓ প্রথমে বাড়ে পরে কমে
✔ উত্তর: Ⓒ অপরিবর্তিত থাকে।
📏 20. SI-তে ঘাতের একক হল –
Ⓐ Nm⁻² Ⓑ Nm² Ⓒ N Ⓓ Nm⁻¹
✔ উত্তর: Ⓐ Nm⁻²।
💦 21. সূক্ষ্ম সূচ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য তা হল –
Ⓐ সান্দ্রতা Ⓑ পৃষ্ঠটান Ⓒ ঘনত্ব Ⓓ স্থিতিস্থাপকতা
✔ উত্তর: Ⓑ পৃষ্ঠটান।
📐 22. বিকৃতির মাত্রা হল –
Ⓐ ML⁻¹ Ⓑ ML⁻¹T⁻² Ⓒ L Ⓓ M⁰L⁰T⁰
✔ উত্তর: Ⓓ M⁰L⁰T⁰।
🌫 23. 10 সেমি ব্যাসবিশিষ্ট কণা উৎপন্ন করে –
Ⓐ প্রকৃত দ্রবণ Ⓑ কলয়েড দ্রবণ Ⓒ প্রলম্বন Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ প্রলম্বন।
💨 24. গ্যাসীয় বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশা হল –
Ⓐ ইমালসন Ⓑ সল Ⓒ জেল Ⓓ এরোসল
✔ উত্তর: Ⓓ এরোসল।
🔥 25. উষ্ণতা বৃদ্ধিতে জলে দ্রাব্যতা কমে এমন পদার্থ হল –
Ⓐ KNO₃ Ⓑ Ca(OH)₂ Ⓒ NaCl Ⓓ সবগুলি
✔ উত্তর: Ⓑ Ca(OH)₂।
⚗️ 26. প্রদত্ত কোন্ দুটি ধাতু HNO₃-এর সঙ্গে বিক্রিয়ায় H₂ উৎপন্ন করে?
Ⓐ Zn, Fe Ⓑ Al, Zn Ⓒ Mg, Mn Ⓓ Ca, Na
✔ উত্তর: Ⓓ Ca, Na।
🛢 27. ক্রুড পেট্রোলিয়াম বিশোধনে ব্যবহৃত পদার্থ হল –
Ⓐ NaOH Ⓑ H₂SO₄ Ⓒ HNO₃ Ⓓ HCl
✔ উত্তর: Ⓑ H₂SO₄।
☠️ 28. আর্সেনিক যুক্ত জল পান করলে যে রোগ হয় তা হল –
Ⓐ মিনামাটা Ⓑ ব্ল্যাক ফুট ডিজিজ Ⓒ ইটাই-ইটাই Ⓓ ফ্লুরোসিস
✔ উত্তর: Ⓑ ব্ল্যাক ফুট ডিজিজ।
🔋 29. ¹⁴C6-এর পারমাণবিক সংখ্যা কত?
Ⓐ 6 Ⓑ 8 Ⓒ 14 Ⓓ 12
✔ উত্তর: Ⓐ 6।
⚗️ 30. 1 মোল জলে কতটি অণু থাকে?
Ⓐ 3.01×10²³ Ⓑ 6.02×10²³ Ⓒ 1.5×10²³ Ⓓ 9.11×10²³
✔ উত্তর: Ⓑ 6.02×10²³।
⚛️ 31. একটি বল ছুঁড়ে দেওয়া হল। বলটির নিজের চারদিকে ঘূর্ণন উপেক্ষা করো। বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?
Ⓐ মিশ্রগতি Ⓑ বৃত্তীয় গতি Ⓒ সরলরৈখিক গতি Ⓓ সরলরৈখিক দোলগতি
✔ উত্তর: Ⓒ সরলরৈখিক গতি।
⚙️ 32. সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u, অন্তিমবেগ v। কণার গড় বেগ হল –
Ⓐ (u²+v²)/4 Ⓑ (u+v)/2 Ⓒ (v²–u²)/2 Ⓓ (v–u)/2
✔ উত্তর: Ⓑ (u+v)/2।
💧 33. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল –
Ⓐ MT⁻² Ⓑ MT⁻¹ Ⓒ M⁻¹T⁻² Ⓓ MLT⁻²
✔ উত্তর: Ⓐ MT⁻²।
📏 34. 1 N/m = x dyn/cm হলে, x এর মান হল –
Ⓐ 10000 Ⓑ 100 Ⓒ 1000 Ⓓ 100000
✔ উত্তর: Ⓐ 10000।
🔬 35. পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হল –
Ⓐ নিউট্রন Ⓑ প্রোটন Ⓒ ইলেকট্রন Ⓓ পজিট্রন
✔ উত্তর: Ⓐ নিউট্রন।
🧪 36. নিউট্রন অনুপস্থিত যে পরমাণুতে, সেটি হল –
Ⓐ প্রোটিয়াম Ⓑ ডয়টেরিয়াম Ⓒ হিলিয়াম Ⓓ ট্রিটিয়াম
✔ উত্তর: Ⓐ প্রোটিয়াম।
💠 37. 18 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা –
Ⓐ 3.011 × 10²³ Ⓑ 6.022 × 10²³ Ⓒ 12.044 × 10²³ Ⓓ 9.034 × 10²³
✔ উত্তর: Ⓑ 6.022 × 10²³।
🌬️ 38. প্রদত্ত কোটির যে-কোনো পরিমাণের মধ্যে গ্রাম-অণু ও গ্রাম-পরমাণুর সংখ্যা সমান –
Ⓐ অক্সিজেন Ⓑ হাইড্রোজেন Ⓒ ক্লোরিন Ⓓ হিলিয়াম
✔ উত্তর: Ⓓ হিলিয়াম।
⚡ 39. যে রাশিটির মান কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব নয়, সেটি হল –
Ⓐ কার্য Ⓑ ক্ষমতা Ⓒ গতিশক্তি Ⓓ স্থিতিশক্তি
✔ উত্তর: Ⓒ গতিশক্তি।
🧲 40. SI এককে কার্যের একক হল –
Ⓐ ওয়াট Ⓑ জুল Ⓒ আর্গ Ⓓ ডাইন
✔ উত্তর: Ⓑ জুল।
🔥 41. লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে আপেক্ষিক তাপ সর্বাধিক –
Ⓐ জল Ⓑ পারদ Ⓒ বায়ু Ⓓ লোহা
✔ উত্তর: Ⓐ জল।
🎵 42. যে রাশিটি অনুভূতিমূলক নয়, সেটি হল –
Ⓐ প্রাবল্য Ⓑ তীব্রতা Ⓒ তীক্ষ্ণতা Ⓓ জাতি
✔ উত্তর: Ⓑ তীব্রতা।
⚖️ 43. পরমাণু ও নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত প্রায় –
Ⓐ 10⁵ Ⓑ 10⁻⁵ Ⓒ 10⁻¹⁰ Ⓓ 10¹⁰
✔ উত্তর: Ⓐ 10⁵।
🔫 44. বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ –
Ⓐ বুলেটের গতিবেগের সমান Ⓑ বুলেটের গতিবেগের থেকে অনেক বেশি Ⓒ বুলেটের গতিবেগের থেকে অনেক কম Ⓓ কম বা বেশি যা কিছু হতে পারে
✔ উত্তর: Ⓒ বুলেটের গতিবেগের থেকে অনেক কম।
⚛️ 45. তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এককবিশিষ্ট একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হল –
Ⓐ দ্রুতি, বেগ Ⓑ কার্য, ত্বরণ Ⓒ কার্য, বল Ⓓ ক্ষমতা, ত্বরণ
✔ উত্তর: Ⓒ কার্য, বল।
☢️ 46. সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব –
Ⓐ কমে Ⓑ বাড়ে Ⓒ অপরিবর্তিত থাকে Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ অপরিবর্তিত থাকে।
⚙️ 47. ক্ষমতা/প্রযুক্ত বল = কত? –
Ⓐ সরণ Ⓑ বেগ Ⓒ ত্বরণ Ⓓ শক্তি
✔ উত্তর: Ⓑ বেগ।
🔊 48. শব্দের প্রতিফলনের ফলে –
Ⓐ কম্পাঙ্ক পরিবর্তিত হয় Ⓑ তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় Ⓒ শক্তি পরিবর্তিত হয় Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓓ কোনোটিই নয়।
💧 49. জলের বাষ্পীভবনের লীনতাপ 540 cal/g হলে, SI-তে এর মান হল –
Ⓐ 22.68 × 10⁵ J/kg Ⓑ 22.68 × 10⁶ J/kg Ⓒ 5.4 × 10⁶ J/kg Ⓓ 5.4 × 10⁵ J/kg
✔ উত্তর: Ⓒ 5.4 × 10⁶ J/kg।
⚛️ 50. NTP-তে 22.4 লিটার অ্যামোনিয়া ও 22.4 লিটার CO₂-এর মধ্যে –
Ⓐ CO₂-এর পরমাণুর সংখ্যা বেশি Ⓑ অ্যামোনিয়ার পরমাণুর সংখ্যা বেশি Ⓒ পরমাণুর সংখ্যা সমান Ⓓ বলা সম্ভব নয়
✔ উত্তর: Ⓒ পরমাণুর সংখ্যা সমান।
🧪 51. কোলয়েড দ্রবণে দশার সংখ্যা হল –
Ⓐ 1 Ⓑ 2 Ⓒ 3 Ⓓ 4
✔ উত্তর: Ⓑ 2।
⚗️ 52. অ্যান্টাসিড রূপে কোন্ যৌগটি ব্যবহৃত হয় না ? –
Ⓐ সোডিয়াম বাইকার্বনেট Ⓑ ক্যালশিয়াম কার্বনেট Ⓒ সোডিয়াম হাইড্রক্সাইড Ⓓ অ্যালুমিনিয়াম সিলিকেট
✔ উত্তর: Ⓒ সোডিয়াম হাইড্রক্সাইড।
🌈 53. কস্টিক সোডা দ্রবণে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ হবে –
Ⓐ কমলা Ⓑ হলুদ Ⓒ নীল Ⓓ বেগুনি
✔ উত্তর: Ⓑ হলুদ।
💦 54. জলের স্থায়ী ও অস্থায়ী খরতা একই সঙ্গে দূর করা যায় –
Ⓐ স্ফুটন পদ্ধতিতে Ⓑ ক্লোরিনেশন পদ্ধতিতে Ⓒ অতিবেগুনি রশ্মির সাহায্যে Ⓓ আয়ন বিনিময় পদ্ধতিতে
✔ উত্তর: Ⓓ আয়ন বিনিময় পদ্ধতিতে।
🔥 55. ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি –
Ⓐ সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক Ⓑ সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন Ⓒ সব বিন্দুতে সমান Ⓓ যে-কোনো বিন্দুতে সর্বাধিক হতে পারে
✔ উত্তর: Ⓑ সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন।
🎵 56. সুরযুক্ত শব্দের গুণ বা জাতি নির্ভর করে স্বরে উপস্থিত —
Ⓐ সমমেলের Ⓑ উপসুরের Ⓒ মূলসুরের Ⓓ সুরের সংখ্যার ওপর
✔ উত্তর: Ⓑ উপসুরের।
🌤️ 57. কোনো একদিন কলকাতা ও দিল্লিতে তাপমাত্রা একই, কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৪০% ও ৬০%। নীচের উক্তিগুলির মধ্যে সঠিক হল –
Ⓐ কলকাতার আবহাওয়া অধিকতর আরামপ্রদ Ⓑ দিল্লির আবহাওয়া অধিকতর আরামপ্রদ Ⓒ উভয়স্থানের আবহাওয়াই সমান আরামপ্রদ Ⓓ বলা সম্ভব নয়
✔ উত্তর: Ⓑ দিল্লির আবহাওয়া অধিকতর আরামপ্রদ।
⚛️ 58. স্থিত অবস্থায় কোন্ ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সমান? –
Ⓐ Na, K Ⓑ Li⁺, He Ⓒ F⁻, Na⁺ Ⓓ Ne, Ar⁺
✔ উত্তর: Ⓒ F⁻, Na⁺।
🧮 59. 9.6 g O₂ (g) = কত মোল O₂ ? –
Ⓐ 0.3 মোল Ⓑ 0.6 মোল Ⓒ 22.4 মোল Ⓓ 6.022 মোল
✔ উত্তর: Ⓑ 0.6 মোল।
🧫 60. কোনটি pH এর সঠিক ক্রম? –
Ⓐ টম্যাটোর রস < জল < টুথপেস্ট Ⓑ জল < টুথপেস্ট < টম্যাটোর রস Ⓒ জল < টম্যাটোর রস < টুথপেস্ট Ⓓ টুথপেস্ট < টম্যাটোর রস < জল
✔ উত্তর: Ⓒ জল < টম্যাটোর রস < টুথপেস্ট।
⚗️ 61. বেঞ্জিন (bp = 80°C) এবং টলুইন (bp = 110°C) মিশ্রণকে যে প্রক্রিয়ায় পৃথক করা যায় তা হল –
Ⓐ পরিস্রাবণ Ⓑ সেপারেটরি ফানেলের সাহায্যে Ⓒ আংশিক পাতন Ⓓ পাতন
✔ উত্তর: Ⓒ আংশিক পাতন।
🧪 62. প্রদত্ত লবণগুলির মধ্যে কোন্ লবণটি আম্লিক লবণ ? –
Ⓐ CH₃COONa Ⓑ Na₂HPO₃ Ⓒ NaHSO₄ Ⓓ (Ⓑ) এবং (Ⓒ) উভয়ই
✔ উত্তর: Ⓓ (Ⓑ) এবং (Ⓒ) উভয়ই।
💧 63. জলের অস্থায়ী খরতার জন্য দায়ী —
Ⓐ CaCl₂ Ⓑ MgCO₃ Ⓒ CaCO₃ Ⓓ Fe(HCO₃)₂
✔ উত্তর: Ⓓ Fe(HCO₃)₂।
🔥 64. SO₂, N₂O₅, NO₂, SO₃, O₂, CO₂, H₂O, CO, BaO₂, P₂O₅ — কতগুলি আম্লিক অক্সাইডের সংকেত দেওয়া আছে? –
Ⓐ 6 Ⓑ 8 Ⓒ 4 Ⓓ 7
✔ উত্তর: Ⓐ 6।
⚙️ 65. প্রদত্ত কোন্ রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
Ⓐ বেগ Ⓑ ত্বরণ Ⓒ দ্রুতি Ⓓ বল
✔ উত্তর: Ⓓ বল।
⚖️ 66. প্রদত্ত কোটি সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত নয় –
Ⓐ তুলাযন্ত্রের বাহুটি দীর্ঘ হবে Ⓑ তুলাযন্ত্রটি হালকা হবে Ⓒ সূচকটি ছোটো হবে Ⓓ তুলাযন্ত্রের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে
✔ উত্তর: Ⓒ সূচকটি ছোটো হবে।
🏃 67. একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10 m/sec ও মন্দন 2 m/sec²। কণাটি কতক্ষণ পরে থামবে?
Ⓐ 2 sec Ⓑ 4 sec Ⓒ 5 sec Ⓓ 6 sec
✔ উত্তর: Ⓒ 5 sec।
💥 68. ভরবেগের SI এককটি হল –
Ⓐ গ্রাম-সেমি/সে Ⓑ কিগ্রা-মিটার/সে Ⓒ নিউটন Ⓓ জুল
✔ উত্তর: Ⓑ কিগ্রা-মিটার/সে।
🧪 69. গ্রীন ভিট্রিয়ল হল –
Ⓐ Na₂SO₄·10H₂O Ⓑ CuSO₄·5H₂O Ⓒ FeSO₄·7H₂O Ⓓ MgCl₂
✔ উত্তর: Ⓒ FeSO₄·7H₂O।
🌧️ 70. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ –
Ⓐ সান্দ্রতা Ⓑ পৃষ্ঠটান Ⓒ প্লবতা Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ সান্দ্রতা।
⚖️ 71. কোনো পদার্থের ঘনত্ব 8000 kg/m³ হলে আপেক্ষিক গুরুত্ব হবে –
Ⓐ 6 Ⓑ 16 Ⓒ 4 Ⓓ 8
✔ উত্তর: Ⓓ 8।
⚛️ 72. ¹⁴C নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত?
Ⓐ 6 Ⓑ 14 Ⓒ 8 Ⓓ 12
✔ উত্তর: Ⓒ 8।
🧮 73. 2 মোল অ্যামোনিয়ার ভর –
Ⓐ 17 গ্রাম Ⓑ 8.5 গ্রাম Ⓒ 34 গ্রাম Ⓓ 12 গ্রাম
✔ উত্তর: Ⓒ 34 গ্রাম।
🔬 74. নিউক্লিয় বলের জন্য দায়ী –
Ⓐ আলফা কণা Ⓑ মেসন Ⓒ বিটা কণা Ⓓ গামা রশ্মি
✔ উত্তর: Ⓑ মেসন।
🧫 75. উন্নতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা হ্রাস পায় তা হল –
Ⓐ KNO₃ Ⓑ Ca(OH)₂ Ⓒ NaCl Ⓓ NH₄Cl
✔ উত্তর: Ⓑ Ca(OH)₂।
🩸 76. পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় তা হল –
Ⓐ HNO₃ Ⓑ H₂SO₄ Ⓒ HCl Ⓓ H₂CO₃
✔ উত্তর: Ⓒ HCl।
🌊 77. সমুদ্র জল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি হল –
Ⓐ পাতন Ⓑ বাষ্পীভবন Ⓒ আংশিক পাতন Ⓓ পরিস্রাবণ
✔ উত্তর: Ⓑ বাষ্পীভবন।
⚡ 78. m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে, ভরবেগ হবে –
Ⓐ √2mE Ⓑ 2E/m Ⓒ √(2E/m) Ⓓ √(2mE)
✔ উত্তর: Ⓓ √(2mE)।
🏋️ 79. কোনো বস্তুর গতিশক্তি ৪ গুণ হলে, অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত হবে –
Ⓐ 1 : 2 Ⓑ 4 : 1 Ⓒ 1 : 4 Ⓓ 2 : 1
✔ উত্তর: Ⓓ 2 : 1।
🔥 80. প্রদত্ত কোটি নিম্ন অবস্থান্তর –
Ⓐ গলন Ⓑ বাষ্পীভবন Ⓒ ঘনীভবন Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ ঘনীভবন।
🌡️ 81. তাপ হল একপ্রকার –
Ⓐ পদার্থ Ⓑ শক্তি Ⓒ উষ্ণতা Ⓓ বল
✔ উত্তর: Ⓑ শক্তি।
🔊 82. WHO নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর কত?
Ⓐ 30 dB Ⓑ 45 dB Ⓒ 60 dB Ⓓ 65 dB
✔ উত্তর: Ⓒ 60 dB।
📏 83. মূল একক হল –
Ⓐ ক্ষেত্রফল Ⓑ আয়তন Ⓒ প্রস্থ Ⓓ ঘনত্ব
✔ উত্তর: Ⓐ ক্ষেত্রফল।
⚙️ 84. 1 kg ও 10 kg ভরের দুটি লোহার গোলকের মধ্যে জড়তা বেশি –
Ⓐ প্রথম গোলকের Ⓑ দ্বিতীয় গোলকের Ⓒ উভয়ের জড়তা সমান Ⓓ নির্দিষ্ট করে বলা যায় না
✔ উত্তর: Ⓑ দ্বিতীয় গোলকের।
🧮 85. অণুর সংখ্যা সর্বোচ্চ –
Ⓐ 7 গ্রাম N₂ তে Ⓑ 2 গ্রাম H₂ তে Ⓒ 16 গ্রাম O₂ তে Ⓓ 1 গ্রাম H₂O তে
✔ উত্তর: Ⓑ 2 গ্রাম H₂ তে।
🧫 86. গাঢ় H₂SO₄ হল একটি –
Ⓐ উদ্গ্রাহী পদার্থ Ⓑ উদত্যাগী পদার্থ Ⓒ কেলাসাকার পদার্থ Ⓓ জলাকর্ষী পদার্থ
✔ উত্তর: Ⓓ জলাকর্ষী পদার্থ।
🧪 87. pH সবচেয়ে কম –
Ⓐ NaHCO₃-এর Ⓑ HCl-এর Ⓒ KOH-এর Ⓓ Na₂CO₃-এর
✔ উত্তর: Ⓑ HCl-এর।
🌦️ 88. দার্জিলিং-এ জলের স্ফুটনাঙ্ক 100°C-এর –
Ⓐ কম Ⓑ সমান Ⓒ বেশি Ⓓ সমান অথবা বেশি
✔ উত্তর: Ⓐ কম।
💧 89. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি –
Ⓐ অ্যালকোহলের Ⓑ জলের Ⓒ গ্লিসারিনের Ⓓ কেরোসিনের
✔ উত্তর: Ⓑ জলের।
🔈 90. শব্দ একপ্রকার –
Ⓐ তির্যক তরঙ্গ Ⓑ অনুদৈর্ঘ্য তরঙ্গ Ⓒ তড়িৎচুম্বকীয় তরঙ্গ Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ অনুদৈর্ঘ্য তরঙ্গ।
🔥 91. নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয় সেটি হল –
Ⓐ অ্যাংস্ট্রম Ⓑ X-একক Ⓒ ফার্মি Ⓓ আলোকবর্ষ
✔ উত্তর: Ⓓ আলোকবর্ষ।
🌊 92. যদি কোনো গতিশীল কণার সরণ-সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল হয় তাহলে –
Ⓐ কণাটি সমবেগে চলছে Ⓑ কণাটি স্থির Ⓒ কণাটি সমত্বরণে চলছে Ⓓ কণাটি সমদ্রুতিতে চলছে
✔ উত্তর: Ⓑ কণাটি স্থির।
⚙️ 93. একটি স্প্রিং-এর বল ধ্রুবক 200 N/m, স্প্রিংটিকে সমান দু-ভাগে ভাগ করলে প্রতিটি অংশের বল ধ্রুবক হবে –
Ⓐ 200 N/m Ⓑ 300 N/m Ⓒ 400 N/m Ⓓ 100 N/m
✔ উত্তর: Ⓒ 400 N/m।
🌗 94. 16 টি প্রোটন, 18 টি ইলেকট্রন ও 16 টি নিউট্রন সম্বলিত নমুনাটি চার্জসহ শনাক্ত করো –
Ⓐ S²⁻ Ⓑ Si⁺ Ⓒ P³⁻ Ⓓ S²⁺
✔ উত্তর: Ⓐ S²⁻।
🧮 95. একটি দ্বি-পরমাণুক গ্যাসের 0.1 mol-এ পরমাণুর সংখ্যা –
Ⓐ 6.023 × 10²³ Ⓑ 1.806 × 10²³ Ⓒ 3.600 × 10²³ Ⓓ 1.800 × 10²²
✔ উত্তর: Ⓒ 3.600 × 10²³।
💨 96. কলয়েড কণার ব্রাউনীয় গতি বলতে বোঝায় –
Ⓐ সরলরৈখিক গতি Ⓑ বৃত্তাকার গতি Ⓒ সর্পিলাকার গতি Ⓓ ইতস্তত বিক্ষিপ্ত গতি
✔ উত্তর: Ⓓ ইতস্তত বিক্ষিপ্ত গতি।
💧 97. জলের pH = 7। অর্থাৎ, জলের ক্ষেত্রে সত্য হচ্ছে –
Ⓐ H⁺ + OH⁻ ⇌ H₂O Ⓑ H₂O + H⁺ ⇌ H₃O⁺ Ⓒ H₂O + H₂O ⇌ H₃O⁺ + OH⁻ Ⓓ 2H₂O ⇌ H₄O₂
✔ উত্তর: Ⓒ H₂O + H₂O ⇌ H₃O⁺ + OH⁻।
🌿 98. Na₂CO₃-এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারকীয় কারণ –
Ⓐ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ Ⓑ মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ Ⓒ তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ Ⓓ মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ
✔ উত্তর: Ⓓ মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ।
⚗️ 99. আংশিক পাতন করতে লাগে –
Ⓐ শীতক Ⓑ লিবিগ শীতক Ⓒ অংশকারী স্তম্ভ Ⓓ Ⓑ ও Ⓒ উভয়ই
✔ উত্তর: Ⓓ Ⓑ ও Ⓒ উভয়ই।
♻️ 100. ডিটারজেন্টে উপস্থিত কোন্ জাতীয় যৌগ মূলত জলদূষণ ঘটায়? –
Ⓐ ক্লোরাইড Ⓑ ব্রোমাইড Ⓒ ফসফেট Ⓓ সালফেট
✔ উত্তর: Ⓒ ফসফেট।
⚡ 101. 100 dyne বল প্রয়োগ করে কোনো বস্তুকে 1m সরাতে কৃতকার্যের পরিমাণ হল –
Ⓐ 10⁴ erg Ⓑ 10 erg Ⓒ 10³ erg Ⓓ 10² erg
✔ উত্তর: Ⓐ 10⁴ erg।
🌈 102. λ তরঙ্গদৈর্ঘ্যের তির্যক তরঙ্গের পরপর দুটি তরঙ্গশীর্ষের মধ্যে ব্যবধান –
Ⓐ 2λ Ⓑ λ Ⓒ λ/2 Ⓓ λ/4
✔ উত্তর: Ⓑ λ।
🔥 103. কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে গৃহীত তাপ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে না? –
Ⓐ বস্তুর ভর Ⓑ বস্তুর উপাদান Ⓒ উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস Ⓓ তাপের বৃদ্ধি বা হ্রাস
✔ উত্তর: Ⓓ তাপের বৃদ্ধি বা হ্রাস।
💥 104. লীনতাপের মাত্রা হল –
Ⓐ [M⁰L²T⁻²] Ⓑ [MLT⁻²] Ⓒ [ML²T⁻²] Ⓓ [ML²T⁻¹]
✔ উত্তর: Ⓒ [ML²T⁻²]।
⚡ 105. তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কোণের মান –
Ⓐ 45° Ⓑ 0° Ⓒ 180° Ⓓ 90°
✔ উত্তর: Ⓒ 180°।
💧 106. একটি সরু সুচ জলে ভাসে যে ঘটনার জন্য তা হল –
Ⓐ প্লবতা Ⓑ সান্দ্রতা Ⓒ পৃষ্ঠটান Ⓓ ঘর্ষণ
✔ উত্তর: Ⓒ পৃষ্ঠটান।
🚀 107. 10 g ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি 2 J। বস্তুর ভরবেগ হল –
Ⓐ 0.1 kg m/s Ⓑ 0.5 kg m/s Ⓒ 0.2 kg m/s Ⓓ 0.3 kg m/s
✔ উত্তর: Ⓒ 0.2 kg m/s।
🔥 108. 10 g জলে 420 J তাপ সরবরাহ করা হলে জলের তাপমাত্রা বৃদ্ধি পাবে –
Ⓐ 1°C Ⓑ 4.2°C Ⓒ 10°C Ⓓ 32°C
✔ উত্তর: Ⓑ 4.2°C।
🦇 109. শব্দোত্তর শব্দ শুনতে পায় –
Ⓐ বাদুড় Ⓑ পায়রা Ⓒ কুকুর Ⓓ কাক
✔ উত্তর: Ⓐ বাদুড়।
⚛️ 110. আইসোবারগুলির –
Ⓐ ভৌত ধর্ম একই, রাসায়নিক ধর্ম আলাদা Ⓑ ভৌত ও রাসায়নিক ধর্ম একই Ⓒ ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা Ⓓ ভৌত ধর্ম আলাদা, রাসায়নিক ধর্ম এক
✔ উত্তর: Ⓐ ভৌত ধর্ম একই, রাসায়নিক ধর্ম আলাদা।
🍬 111. 9 কোটি অধিবাসীকে মাথাপিছু 342 g চিনি গণবণ্টন ব্যবস্থায় দিতে কত মোল চিনি প্রয়োজন হবে? (চিনির আণবিক ভর 342)
Ⓐ 9 × 10⁷ মোল Ⓑ 9 × 10⁵ মোল Ⓒ 9 × 10⁸ মোল Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ 9 × 10⁷ মোল।
🌡️ 112. উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে যে পদার্থের সেটি হল –
Ⓐ CaSO₄ Ⓑ KNO₃ Ⓒ NaCl Ⓓ KHSO₄
✔ উত্তর: Ⓒ NaCl।
🧪 113. প্রোটন গ্রাহক হল –
Ⓐ অ্যাসিড Ⓑ ক্ষারক Ⓒ লবণ Ⓓ অ্যালকোহল
✔ উত্তর: Ⓑ ক্ষারক।
💦 114. প্রদত্ত কোনটি জলের স্থায়ী খরতা সৃষ্টি করে? –
Ⓐ Ca(HCO₃)₂ Ⓑ MgSO₄ Ⓒ KCl Ⓓ NaCl
✔ উত্তর: Ⓑ MgSO₄।
🎨 115. তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহার করা যায় –
Ⓐ মিথাইল অরেঞ্জ Ⓑ লিটমাস Ⓒ ফেনলফথ্যালিন Ⓓ যে-কোনো নির্দেশক
✔ উত্তর: Ⓐ মিথাইল অরেঞ্জ।
🌫️ 116. কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় না? –
Ⓐ সাবানের দ্রবণ Ⓑ কালি Ⓒ স্টার্চ Ⓓ চিনির দ্রবণ
✔ উত্তর: Ⓓ চিনির দ্রবণ।
🌍 117. প্রাথমিক একক –
Ⓐ পাস্কাল Ⓑ নিউটন Ⓒ কুরি Ⓓ ক্যান্ডেলা
✔ উত্তর: Ⓓ ক্যান্ডেলা।
⚙️ 118. জাড্যের পরিমাপক হল বস্তুর –
Ⓐ আয়তন Ⓑ ভর Ⓒ ভার Ⓓ ক্ষেত্রফল
✔ উত্তর: Ⓑ ভর।
💧 119. বার্নৌলির উপপাদ্যে যে রাশির সংরক্ষণের কথা বলা হয় তা হল –
Ⓐ ভরবেগ Ⓑ শক্তি Ⓒ চাপ Ⓓ বেগ
✔ উত্তর: Ⓑ শক্তি।
🏔 120. স্থিতিশক্তি –
Ⓐ সর্বদাই ধনাত্মক Ⓑ সর্বদাই ঋণাত্মক Ⓒ ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে Ⓓ সর্বদাই গতিশক্তির অপেক্ষা ক্ষুদ্রতর
✔ উত্তর: Ⓒ ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে।
🔥 121. লীনতাপের CGS একক –
Ⓐ ক্যালোরি প্রতি কিগ্রা Ⓑ ক্যালোরি প্রতি গ্রাম Ⓒ জুল প্রতি কিগ্রা Ⓓ জুল প্রতি গ্রাম
✔ উত্তর: Ⓑ ক্যালোরি প্রতি গ্রাম।
🎵 122. শব্দের প্রাবল্য নির্ভর করে –
Ⓐ বিস্তারের ওপর Ⓑ তরঙ্গদৈর্ঘ্যের ওপর Ⓒ কম্পাঙ্কের ওপর Ⓓ বেগের ওপর
✔ উত্তর: Ⓐ বিস্তারের ওপর।
⚛️ 123. দুটি আইসোটোনের মধ্যে অভিন্ন থাকে –
Ⓐ নিউক্লিয়ন সংখ্যা Ⓑ নিউট্রন সংখ্যা Ⓒ প্রোটন সংখ্যা Ⓓ ইলেকট্রন সংখ্যা
✔ উত্তর: Ⓑ নিউট্রন সংখ্যা।
🧪 124. 1 মোল অ্যামোনিয়া (NH₃) গ্যাসে পরমাণুর সংখ্যা –
Ⓐ Nₐ Ⓑ 2Nₐ Ⓒ 4Nₐ Ⓓ 14Nₐ
✔ উত্তর: Ⓒ 4Nₐ।
🐠 125. মাছ চাষের জন্য জলে pH এর মান হওয়া উচিত –
Ⓐ 5.5–6.5 Ⓑ >8 Ⓒ 7.5 Ⓓ 7
✔ উত্তর: Ⓒ 7.5।
🌡 126. উত্তাপ বাড়ালে দ্রাব্যতা কমে –
Ⓐ NaOH Ⓑ Ca(OH)₂ Ⓒ Mg(OH)₂ Ⓓ Na₂CO₃
✔ উত্তর: Ⓒ Mg(OH)₂।
💊 127. অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় –
Ⓐ সাধারণ লবণ Ⓑ কলিচুন Ⓒ চিনি Ⓓ সোডা
✔ উত্তর: Ⓓ সোডা।
⚗️ 128. একটি তরল ও একটি অনুদ্বায়ী কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য ব্যবহার করা হয় –
Ⓐ আংশিক পাতন Ⓑ ঊর্ধ্বপাতন Ⓒ পাতন Ⓓ কেলাসন
✔ উত্তর: Ⓒ পাতন।
💧 129. ভারতে জলের মধ্যে আর্সেনিক যৌগের মাত্রা –
Ⓐ 0.05 ppm Ⓑ 0.02 ppm Ⓒ 0.03 ppm Ⓓ 0.04 ppm
✔ উত্তর: Ⓐ 0.05 ppm।
⚛️ 130. কোন্ দুটি ভৌতরাশির মাত্রিক সংকেত একই?
Ⓐ দ্রুতি, বেগ Ⓑ সরণ, কার্য Ⓒ বল, ভরবেগ Ⓓ বেগ, ত্বরণ
✔ উত্তর: Ⓐ দ্রুতি, বেগ।
⚖️ 131. লোহার ঘনত্ব 7.8 g/cm³ হলে, 100 cm³ লোহার ভর –
Ⓐ 0.78 kg Ⓑ 7.8 kg Ⓒ 0.078 kg Ⓓ 78 kg
✔ উত্তর: Ⓐ 0.78 kg।
🪢 132. দড়ি টানাটানি খেলায় উভয় প্রান্তে T টান প্রয়োগ করলে টান হবে –
Ⓐ T Ⓑ 2T Ⓒ T/2 Ⓓ √T
✔ উত্তর: Ⓐ T।
📏 133. একটি বস্তুর সরণ d ও অতিক্রান্ত দূরত্ব S হলে –
Ⓐ S = d Ⓑ S < d Ⓒ S ≥ d Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ S ≥ d।
🏃 134. বলের অধীনে গতিশীল বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি –
Ⓐ ত্বরণসহ চলতে থাকবে Ⓑ সমবেগে চলতে থাকবে Ⓒ থেমে যাবে Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ সমবেগে চলতে থাকবে।
🧬 135. কোন পদার্থে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি?
Ⓐ 18g H₂O Ⓑ 18g O₂ Ⓒ 18g CH₄ Ⓓ 18g CO₂
✔ উত্তর: Ⓒ 18g CH₄।
🔬 136. STP-তে 11.2 L কোনো গ্যাসের ওজন 14g হলে গ্যাসটির আণবিক সংকেত –
Ⓐ CO Ⓑ NH₃ Ⓒ SO₂ Ⓓ H₂
✔ উত্তর: Ⓒ SO₂।
⚡ 137. ক্যাথোড রশ্মির e/m অনুপাত –
Ⓐ 2.276×10¹¹ C/kg Ⓑ 3.76×10¹¹ C/kg Ⓒ 1.76×10¹¹ C/kg Ⓓ 4.276×10¹¹ C/kg
✔ উত্তর: Ⓒ 1.76×10¹¹ C/kg।
🧫 138. কার্বনের যে সমস্থানিকটি রেডিয়োকার্বন ডেটিং-এ ব্যবহৃত হয় সেটি –
Ⓐ ¹²C Ⓑ ¹³C Ⓒ ¹⁴C Ⓓ ¹⁵C
✔ উত্তর: Ⓒ ¹⁴C।
💧 139. কোন দ্রবণটির pH সর্বোচ্চ হবে?
Ⓐ 1 mol L⁻¹ HCl Ⓑ 0.1 mol L⁻¹ HCl Ⓒ 0.01 mol L⁻¹ HCl Ⓓ 0.001 mol L⁻¹ HCl
✔ উত্তর: Ⓓ 0.001 mol L⁻¹ HCl।
🧴 140. তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশক –
Ⓐ মিথাইল অরেঞ্জ Ⓑ লিটমাস Ⓒ ফেনলফথ্যালিন Ⓓ যে-কোনো নির্দেশক
✔ উত্তর: Ⓐ মিথাইল অরেঞ্জ।
⚗️ 141. কোন জোড়কে পৃথক করতে পৃথকীকরণ ফানেল ব্যবহৃত হয়?
Ⓐ জল ও সালফিউরিক অ্যাসিড Ⓑ জল ও কস্টিক পটাশ Ⓒ জল ও তুঁতের দ্রবণ Ⓓ জল ও কার্বন টেট্রাক্লোরাইড
✔ উত্তর: Ⓓ জল ও কার্বন টেট্রাক্লোরাইড।
💦 142. স্থায়ী খর জলে কোন আয়নটি থাকে না?
Ⓐ কার্বনেট Ⓑ বাইকার্বনেট Ⓒ ক্লোরাইড Ⓓ সালফেট
✔ উত্তর: Ⓐ কার্বনেট।
🧼 143. ডিটারজেন্টে উপস্থিত যে যৌগমূলক জলদূষণ ঘটায় –
Ⓐ ক্লোরাইড Ⓑ ব্রোমাইড Ⓒ ফসফেট Ⓓ সালফেট
✔ উত্তর: Ⓒ ফসফেট।
⚙️ 144. দুটি বস্তুর ভরের অনুপাত 2:1 এবং গতিশক্তির অনুপাত 1:2 হলে, ভরবেগের অনুপাত –
Ⓐ 1:2 Ⓑ 2:1 Ⓒ 1:4 Ⓓ 4:1
✔ উত্তর: Ⓑ 2:1।
🌀 145. স্প্রিং-এর মধ্যে সঞ্চিত শক্তি –
Ⓐ অভিকর্ষীয় স্থিতিশক্তি Ⓑ স্থিতিস্থাপক স্থিতিশক্তি Ⓒ গতিশক্তি Ⓓ আবর্ত গতিশক্তি
✔ উত্তর: Ⓑ স্থিতিস্থাপক স্থিতিশক্তি।
🔥 146. m ভর, θ তাপমাত্রা এবং s আপেক্ষিক তাপ হলে, তাপগ্রাহিতা K হবে –
Ⓐ K = msθ Ⓑ K = mθ Ⓒ K = ms/θ Ⓓ K = mS
✔ উত্তর: Ⓐ K = msθ।
🌫 147. 10°C উয়তায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাঙ্ক –
Ⓐ 10°C Ⓑ 100°C Ⓒ 90°C Ⓓ 0°C
✔ উত্তর: Ⓐ 10°C।
🔊 148. ‘CHEMISTRY’ শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব (বায়ুতে শব্দের বেগ 330 m/s) –
Ⓐ 16.5 m Ⓑ 33 m Ⓒ 66 m Ⓓ 99 m
✔ উত্তর: Ⓐ 16.5 m।
🎧 149. শব্দের যে বৈশিষ্ট্য অনুভূতিমূলক নয়, তা হল –
Ⓐ প্রাবল্য Ⓑ তীক্ষ্ণতা Ⓒ গুণ Ⓓ তীব্রতা
✔ উত্তর: Ⓐ প্রাবল্য।
💨 150. সাবসনিক বেগের ক্ষেত্রে ম্যাক সংখ্যার মান –
Ⓐ >1 Ⓑ ≤1 Ⓒ =1 Ⓓ =0
✔ উত্তর: Ⓑ ≤1।
⚙️ 151. প্রদত্ত পদার্থগুলির মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক পদার্থ কোনটি?
Ⓐ রবার Ⓑ কাচ Ⓒ ইস্পাত Ⓓ তামা
✔ উত্তর: Ⓒ ইস্পাত।
📐 152. 'স্টেরেডিয়ান' হল কোন রাশির একক?
Ⓐ কোণ Ⓑ ঘনকোণ Ⓒ বৃত্তের পরিধি Ⓓ বৃত্তচাপ
✔ উত্তর: Ⓑ ঘনকোণ।
📊 153. বেগ-সময় লেখচিত্রে একটি নির্দিষ্ট সময়ে কোনো বস্তুকণার অতিক্রান্ত ক্ষেত্রফল বোঝায় –
Ⓐ বেগ Ⓑ ত্বরণ Ⓒ কার্য Ⓓ সরণ
✔ উত্তর: Ⓓ সরণ।
⚡ 154. ‘m’ ভরের কোনো স্থির বস্তুর ওপর ‘t’ সময় ধরে P পরিমাণ বল প্রয়োগ করা হলে, ‘t’ সময় পরে বস্তুটির গতিশক্তি হবে –
Ⓐ ( \frac{P^2t^2}{2m} ) Ⓑ ( \frac{P^2t}{2m} ) Ⓒ ( \frac{P^2t^2}{m} ) Ⓓ ( \frac{Pt^2}{2m} )
✔ উত্তর: Ⓐ ( \frac{P^2t^2}{2m} )।
🔊 155. প্রদত্ত কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
Ⓐ জল Ⓑ বায়ু Ⓒ শূন্য মাধ্যম Ⓓ ইস্পাত
✔ উত্তর: Ⓓ ইস্পাত।
🔥 156. ‘m’ ভরের কোনো বস্তুর তাপমাত্রা ‘t’ বৃদ্ধি করতে যদি ‘H’ পরিমাণ তাপ লাগে, তবে –
Ⓐ H = mst Ⓑ H = t/m Ⓒ H = m/t Ⓓ H = t × s
✔ উত্তর: Ⓐ H = mst।
💡 157. ক্যাথোড রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, কারণ এগুলি –
Ⓐ তড়িৎ চুম্বকীয় বিকিরণ Ⓑ ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত Ⓒ তড়িৎহীন কণার স্রোত Ⓓ ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত
✔ উত্তর: Ⓓ ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত।
🧪 158. STP-তে 44 g ভরের কোনো গ্যাসের আয়তন 44.8 L হলে গ্যাসটি হল –
Ⓐ N₂ Ⓑ NH₃ Ⓒ O₂ Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ O₂।
🥛 159. প্রদত্ত কোনটি কোলয়েডীয় দ্রবণ নয়?
Ⓐ আইসক্রিম Ⓑ দুধ Ⓒ ধোঁয়া Ⓓ সোডিয়াম ক্লোরাইড-এর জলীয় দ্রবণ
✔ উত্তর: Ⓓ সোডিয়াম ক্লোরাইড-এর জলীয় দ্রবণ।
🛢 160. প্রদত্ত কোন পদার্থ অপরিশোধিত তেল থেকে আংশিক পাতনের দ্বারা পাওয়া যায় না?
Ⓐ পেট্রোল Ⓑ ডিজেল Ⓒ ইথানল Ⓓ কেরোসিন
✔ উত্তর: Ⓒ ইথানল।
💧 161. জলের অস্থায়ী খরতার জন্য দায়ী যৌগ –
Ⓐ NaCl Ⓑ CaSO₄ Ⓒ NaNO₃ Ⓓ Ca(HCO₃)₂
✔ উত্তর: Ⓓ Ca(HCO₃)₂।
🌧 162. বৃষ্টির জলের pH মান সাধারণত –
Ⓐ 4.2 Ⓑ 5.2 Ⓒ 6.2 Ⓓ 7.2
✔ উত্তর: Ⓑ 5.2।
🥯 163. বেকিং পাউডারে উপস্থিত যৌগটি হল –
Ⓐ Na₂CO₃ Ⓑ H₂CO₃ Ⓒ NaHCO₃ Ⓓ CaCO₃
✔ উত্তর: Ⓒ NaHCO₃।
🧠 164. প্রদত্ত কোন্ রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
Ⓐ বেগ Ⓑ ত্বরণ Ⓒ দ্রুতি Ⓓ বল
✔ উত্তর: Ⓓ বল।
💧 165. কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক?
Ⓐ 0°C Ⓑ 4°C Ⓒ 40°C Ⓓ 100°C
✔ উত্তর: Ⓑ 4°C।
⚙️ 166. কার্যের CGS একক হল –
Ⓐ আর্গ Ⓑ ডাইন Ⓒ ওয়াট Ⓓ নিউটন
✔ উত্তর: Ⓐ আর্গ।
🚶 167. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল –
Ⓐ 14m Ⓑ 16m Ⓒ 22m Ⓓ 25m
✔ উত্তর: Ⓐ 14m।
🎵 168. পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে –
Ⓐ 5 Hz Ⓑ 0.2 Hz Ⓒ 10 Hz Ⓓ 0.5 Hz
✔ উত্তর: Ⓐ 5 Hz।
💧 169. বহুমুখী দ্রাবক হল –
Ⓐ অ্যালকোহল Ⓑ জল Ⓒ ইথার Ⓓ সবকটি
✔ উত্তর: Ⓑ জল।
🔥 170. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা খুব কম বৃদ্ধি পায় কোনটির?
Ⓐ ZnSO4 Ⓑ CaSO4 Ⓒ NaCl Ⓓ Na2SO4·10H2O
✔ উত্তর: Ⓑ CaSO4।
🕯️ 171. ল্যাম্পের পলতের মধ্যে দিয়ে তেল উঠে জ্বলতে থাকে, তেলের কোন্ ধর্মের জন্য?
Ⓐ পৃষ্ঠটান Ⓑ ঘনত্ব Ⓒ সান্দ্রতা Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ পৃষ্ঠটান।
🧬 172.15 P31 এবং 16S32এদের মধ্যে সম্পর্ক হল –
Ⓐ আইসোটোপ Ⓑ আইসোবার Ⓒ আইসোমার Ⓓ আইসোটোন
✔ উত্তর: Ⓑ আইসোবার।
⚡ 173. ক্ষমতার মাত্রীয় সংকেত হল –
Ⓐ [ML²T⁻³] Ⓑ [ML²T⁻²] Ⓒ [M²L²T⁻²] Ⓓ [MLT⁻¹]
✔ উত্তর: Ⓐ [ML²T⁻³]।
🔥 174. উষ্ণতা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান –
Ⓐ কমে Ⓑ বাড়ে Ⓒ একই থাকে Ⓓ শূন্য হয়
✔ উত্তর: Ⓐ কমে।
🌌 175. ‘আলোকবর্ষ’ কীসের একক?
Ⓐ গতিবেগ Ⓑ সময় Ⓒ দূরত্ব Ⓓ আলোকপ্রাবল্য
✔ উত্তর: Ⓒ দূরত্ব।
⚙️ 176. বল (F), ভর (m) এবং ত্বরণের (a) মধ্যে সম্পর্ক –
Ⓐ F = ma Ⓑ F = m²a Ⓒ F = m½a Ⓓ F = ma²
✔ উত্তর: Ⓐ F = ma।
⚡ 177. ক্ষমতার একক হল –
Ⓐ জুল Ⓑ নিউটন Ⓒ কেজি Ⓓ ওয়াট
✔ উত্তর: Ⓓ ওয়াট।
🎵 178. কম্পাঙ্ক (n), তরঙ্গদৈর্ঘ্য (λ) এবং শব্দের বেগের (v) মধ্যে সম্পর্ক –
Ⓐ v = R Ⓑ v = n Ⓒ v = nλ Ⓓ v = n²λ
✔ উত্তর: Ⓒ v = nλ।
💧 179. প্রমাণ চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন্ তাপমাত্রায়?
Ⓐ 0°C Ⓑ 4°C Ⓒ 10°C Ⓓ 100°C
✔ উত্তর: Ⓑ 4°C।
🧪 180. 11Na-এর ইলেকট্রন-বিন্যাস হল –
Ⓐ 1, 2, 8 Ⓑ 2, 1, 8 Ⓒ 8, 2, 1 Ⓓ 2, 8, 1
✔ উত্তর: Ⓓ 2, 8, 1।
🔢 181. অ্যাভোগাড্রো সংখ্যার মান হল –
Ⓐ 6.023 × 10²¹ Ⓑ 6.023 × 10¹⁹ Ⓒ 6.023 × 10²³ Ⓓ 6.023 × 10⁻¹⁵
✔ উত্তর: Ⓒ 6.023 × 10²³।
🥛 182. দুধ হল একটি –
Ⓐ সল Ⓑ ইমালসন Ⓒ প্রকৃত দ্রবণ Ⓓ এরোসল
✔ উত্তর: Ⓑ ইমালসন।
⚗️ 183. লঘু অ্যাসিড দ্রবণের pH হবে –
Ⓐ 7 Ⓑ 7-এর কম Ⓒ 7-এর বেশি Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ 7-এর কম।
🧫 184. একটি আম্লিক লবণ হল –
Ⓐ NaCl Ⓑ NaHSO₄ Ⓒ NaNO₃ Ⓓ Na₂SO₄
✔ উত্তর: Ⓑ NaHSO₄।
🔥 185. জল (স্ফুটনাঙ্ক 100°C) ও মিথানলের (স্ফুটনাঙ্ক 65°C) মিশ্রণ পৃথক করা হবে –
Ⓐ আংশিক পাতন Ⓑ পরিস্রাবণ Ⓒ ঊর্ধ্বপাতন Ⓓ কেলাসন পদ্ধতিতে
✔ উত্তর: Ⓐ আংশিক পাতন।
🦷 186. দাঁতের ক্ষয় করে জলে উপস্থিত –
Ⓐ ফ্লুওরাইড Ⓑ আর্সেনিক Ⓒ ব্যাকটেরিয়া Ⓓ ভাইরাস
✔ উত্তর: Ⓐ ফ্লুওরাইড।
🌠 187. 1 ফেমটোমিটার সমান –
Ⓐ 10⁻¹⁰ m Ⓑ 10⁻¹⁵ cm Ⓒ 10⁻¹⁵ m Ⓓ 10⁻¹² m
✔ উত্তর: Ⓒ 10⁻¹⁵ m।
📈 188. বেগ-সময় লেখচিত্রের নতি নির্দেশ করে –
Ⓐ সরণ Ⓑ ত্বরণ Ⓒ দ্রুতি Ⓓ বল
✔ উত্তর: Ⓑ ত্বরণ।
💧 189. পৃষ্ঠটানের এসআই এককটি হল –
Ⓐ Nm Ⓑ dyne·cm Ⓒ dyne·cm⁻¹ Ⓓ N·m⁻¹
✔ উত্তর: Ⓓ N·m⁻¹।
⚡ 190. Joule এবং erg-এর মধ্যে সম্পর্কটি হল –
Ⓐ 1 Joule = 10⁷ erg Ⓑ 1 erg = 10⁷ Joule Ⓒ 1 Joule = 4.2 erg Ⓓ 1 erg = 4.2 Joule
✔ উত্তর: Ⓐ 1 Joule = 10⁷ erg।
❄️ 191. 0°C-এ জলের কঠিনীভবনের আপেক্ষিক লীনতাপের মান হল –
Ⓐ 80 J/kg Ⓑ 537 cal/g Ⓒ 3.36 × 10⁵ J/kg Ⓓ 2.26 × 10⁶ J/kg
✔ উত্তর: Ⓒ 3.36 × 10⁵ J/kg।
🎵 192. কম্পনের কম্পাঙ্ক (v) এবং পর্যায়কাল (T)-এর মধ্যে সম্পর্কটি হল –
Ⓐ v = T² Ⓑ v = 1/T Ⓒ T = √2 Ⓓ v = √T
✔ উত্তর: Ⓑ v = 1/T।
💦 193. প্রদত্ত কোন্ আয়নটি জলের স্থায়ী খরতার জন্য দায়ী?
Ⓐ Fe²⁺ Ⓑ Na⁺ Ⓒ HCO₃⁻ Ⓓ SO₄²⁻
✔ উত্তর: Ⓓ SO₄²⁻।
⚛️ 194. 0.012 kg C-12 আইসোটোপে কতগুলি C-12 পরমাণু আছে?
Ⓐ 12 Ⓑ 6.022 × 10²³ Ⓒ 1.66 × 10⁻²⁴ g Ⓓ 12 g atom
✔ উত্তর: Ⓑ 6.022 × 10²³।
💅 195. নেইল পলিশ তুলতে প্রদত্ত কোন্ দ্রাবকটি ব্যবহৃত হয়?
Ⓐ ইথাইল অ্যালকোহল Ⓑ মিথাইল অ্যালকোহল Ⓒ অ্যাসিটোন Ⓓ তারপিন তেল
✔ উত্তর: Ⓒ অ্যাসিটোন।
🌬 196. প্রদত্ত কোনটি অক্সিজেনের দ্বি-মৌল যৌগ কিন্তু অক্সাইড নয়?
Ⓐ OF₂ Ⓑ NO₂ Ⓒ SO₂ Ⓓ CO₂
✔ উত্তর: Ⓐ OF₂।
🧫 197. আয়োডিন ও ইথানলের মিশ্রণকে কীভাবে পৃথক করবে?
Ⓐ পরিশ্রুতকরণ Ⓑ বাষ্পীভবন Ⓒ পাতন Ⓓ আংশিক পাতন
✔ উত্তর: Ⓑ বাষ্পীভবন।
🧪 198. নীচের কোন্ জোড়াটি জলীয় দ্রবণে একত্রে মিশ্রিত অবস্থায় থাকতে পারে না?
Ⓐ Na₂CO₃ এবং NaHCO₃ Ⓑ Na₂CO₃ এবং NaOH Ⓒ NaHCO₃ এবং NaCl Ⓓ NaHCO₃ এবং NaOH
✔ উত্তর: Ⓓ NaHCO₃ এবং NaOH।
🔬 199. প্রদত্ত কোটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য নয়?
Ⓐ H Ⓑ H⁺ Ⓒ He⁺ Ⓓ Li²⁺
✔ উত্তর: Ⓑ H⁺।
⚙️ 200. রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র মান্যতা পায়, যখন বাহ্যিক বল –
Ⓐ খুব বেশি হয় Ⓑ শূন্য হয় Ⓒ খুব কম হয় Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ শূন্য হয়।
📏 201. যে রাশির একক তিনটি মূল একক দ্বারা গঠিত তা হল –
Ⓐ ত্বরণ Ⓑ ঘনত্ব Ⓒ ভরবেগ Ⓓ দ্রুতি
✔ উত্তর: Ⓒ ভরবেগ।
🧱 202. প্রদত্ত কোন্ পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি?
Ⓐ ইস্পাত Ⓑ তামা Ⓒ রবার Ⓓ স্পঞ্জ
✔ উত্তর: Ⓐ ইস্পাত।
⚡ 203. কার্যের SI একক –
Ⓐ আর্গ Ⓑ ওয়াট Ⓒ জুল Ⓓ নিউটন
✔ উত্তর: Ⓒ জুল।
⏰ 204. দোলক ঘড়ির পর্যায়কাল –
Ⓐ 1 সেকেন্ড Ⓑ ½ সেকেন্ড Ⓒ 2 সেকেন্ড Ⓓ ¼ সেকেন্ড
✔ উত্তর: Ⓐ 1 সেকেন্ড।
💧 205. 4°C উষ্ণতায় জলের ঘনত্ব –
Ⓐ 1 g/cc Ⓑ 1.05 g/cc Ⓒ 1.005 g/cc Ⓓ 0.99 g/cc
✔ উত্তর: Ⓐ 1 g/cc।
🧪 206. Be²⁺-এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত কোনটি?
Ⓐ H⁺ Ⓑ He Ⓒ He²⁺ Ⓓ Na⁺
✔ উত্তর: Ⓑ He।
⚖️ 207. 1 amu = কত গ্রাম?
Ⓐ 10⁻²⁴ g Ⓑ 6.022 × 10⁻²⁴ g Ⓒ 6.023 × 10⁻²³ g Ⓓ 1.66 × 10⁻²⁴ g
✔ উত্তর: Ⓓ 1.66 × 10⁻²⁴ g।
🥛 208. ইমালসন একটি কোলয়েডীয় দ্রবণ যা তৈরি হয় –
Ⓐ দুটো তরল দিয়ে যারা মিশে যায় Ⓑ দুটো তরল দিয়ে যারা মিশে যায় না Ⓒ দুটো গ্যাস দ্বারা Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ দুটো তরল দিয়ে যারা মিশে যায় না।
🔥 209. কোন্ অ্যাসিডটি নিরুদক?
Ⓐ গাঢ় H₃PO₄ Ⓑ গাঢ় H₂SO₄ Ⓒ গাঢ় HNO₃ Ⓓ গাঢ় HCl
✔ উত্তর: Ⓑ গাঢ় H₂SO₄।
🧂 210. প্রদত্ত কোটি ক্ষারকীয় লবণ?
Ⓐ NaOH Ⓑ NaHSO₄ Ⓒ Pb(OH)Cl Ⓓ Na₃PO₄
✔ উত্তর: Ⓓ Na₃PO₄।
⚗️ 211. বেঞ্জিন (bp = 80°C) এবং টলুইন (bp = 110°C) মিশ্রণকে যে প্রক্রিয়ায় পৃথক করা যায় তা হল –
Ⓐ পরিস্রাবণ Ⓑ সেপারেটরি ফানেলের সাহায্যে Ⓒ আংশিক পাতন Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓒ আংশিক পাতন।
🌧️ 212. কোনটি বিশুদ্ধতর?
Ⓐ নদীর জল Ⓑ কলের জল Ⓒ ঝর্ণার জল Ⓓ বৃষ্টির জল
✔ উত্তর: Ⓓ বৃষ্টির জল।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
🌍 1. CGS এবং SI-তে বলের পরম এককের মধ্যে সম্পর্ক কী?
✔ উত্তর: 1 N = 10⁵ dyne।
🚶 2. গতিশীল বস্তুর সরণের মান কি শূন্য হতে পারে?
✔ উত্তর: হ্যাঁ, বস্তুটি বৃত্তাকার পথে গিয়ে প্রারম্ভিক স্থানে ফিরলে সরণ শূন্য হয়।
💫 3. আলোকবর্ষ মূল একক না লব্ধ একক?
✔ উত্তর: আলোকবর্ষ একটি লব্ধ একক।
📏 4. একটি এককযুক্ত মাত্রাহীন রাশির নাম লেখো।
✔ উত্তর: কোণ একটি এককযুক্ত মাত্রাহীন রাশি।
🌀 5. বল ধ্রুবক স্প্রিং-এর কোন্ ধর্মকে প্রকাশ করে?
✔ উত্তর: এটি স্প্রিং-এর স্থিতিস্থাপক ধর্ম প্রকাশ করে।
🍂 6. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন্ শক্তি সংরক্ষিত হয়?
✔ উত্তর: মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে।
⚖️ 7. কার্যহীন বলের একটি উদাহরণ দাও।
✔ উত্তর: ভারবাহ বল কার্যহীন বলের একটি উদাহরণ।
📈 8. কম্পাঙ্কের একক কী?
✔ উত্তর: কম্পাঙ্কের একক হার্টজ (Hz)।
🔊 9. শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
✔ উত্তর: ইকো বা প্রতিধ্বনি শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ।
🔥 10. তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?
✔ উত্তর: তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 J/cal।
🌡️ 11. তাপমাত্রার CGS একক কী?
✔ উত্তর: তাপমাত্রার CGS একক সেলসিয়াস ডিগ্রি (°C)।
⚗️ 12. He ও Ne-এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে কত?
✔ উত্তর: He-এর ২টি ও Ne-এর ৮টি ইলেকট্রন রয়েছে।
🧬 13. জীবাশ্মের বয়স (<20,000 বছর) জানতে কার্বনের কোন্ আইসোটোপটি ব্যবহার করা হয়?
✔ উত্তর: কার্বন-14 (¹⁴C) আইসোটোপটি ব্যবহার করা হয়।
🌬️ 14. 6.023 × 10²³ সংখ্যক অক্সিজেন অণু = কত গ্রাম অক্সিজেন?
✔ উত্তর: 6.023 × 10²³ অক্সিজেন অণু = 32 গ্রাম অক্সিজেন।
💨 15. STP-তে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কত?
✔ উত্তর: STP-তে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার।
🧴 16. তরলের সঙ্গে তরলের দ্রবণের একটি উদাহরণ দাও।
✔ উত্তর: অ্যালকোহল ও জলের মিশ্রণ একটি তরল-তরল দ্রবণ।
🌫️ 17. চাপ কমালে জলে গ্যাসের দ্রাব্যতা বাড়ে না কমে?
✔ উত্তর: চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে যায়।
🧪 18. HNO₃ ও CH₃COOH-এর মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড?
✔ উত্তর: HNO₃ তীব্রতর অ্যাসিড।
💊 19. অ্যান্টাসিড আসলে কী?
✔ উত্তর: অ্যান্টাসিড হলো এমন পদার্থ যা অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করে।
☁️ 20. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো।
✔ উত্তর: সালফার ডাইঅক্সাইড (SO₂) অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী।
🖋️ 21. দুটি ভিন্ন বর্ণের পেনের কালি জলে মিশ্রিত থাকলে কোন্ পদ্ধতিতে এদের পৃথক করা যাবে?
✔ উত্তর: ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে এদের পৃথক করা যায়।
🏖️ 22. বালি ও নিশাদলের মিশ্রণ আলাদা করতে কোন্ পদ্ধতি ব্যবহার করবে?
✔ উত্তর: পরিস্রাবণ (Filtration) পদ্ধতি ব্যবহার করা হবে।
🧼 23. সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না কেন?
✔ উত্তর: কারণ শক্ত জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ উপস্থিত থাকে।
💧 24. ভারী জলের আণবিক ভর কত?
✔ উত্তর: ভারী জলের আণবিক ভর 20।
🌦️ 25. সাধারণত বৃষ্টির জলের pH-এর মান কত হয়?
✔ উত্তর: সাধারণত বৃষ্টির জলের pH প্রায় ৫.৬ হয়।
⚛️ 26. একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো।
✔ উত্তর: হাইড্রোজেন পরমাণু নিউট্রনবিহীন।
🌬️ 27. STP-তে 7g নাইট্রোজেনের আয়তন কত?
✔ উত্তর: STP-তে 7g নাইট্রোজেনের আয়তন 5.6 লিটার।
🧪 28. 10 g/L NaOH ও 10 মোলার NaOH দুটির মধ্যে কোনটির গাঢ়ত্ব বেশি?
✔ উত্তর: 10 মোলার NaOH-এর গাঢ়ত্ব বেশি।
⚗️ 29. একটি জটিল লবণ ও একটি দ্বি-লবণের উদাহরণ দাও।
✔ উত্তর: জটিল লবণ – K₄[Fe(CN)₆], দ্বি-লবণ – FeSO₄(NH₄)₂SO₄·6H₂O।
🧬 30. অক্সিজেনের তিনটি আইসোটোপের নাম লেখো।
✔ উত্তর: অক্সিজেন-16, অক্সিজেন-17 ও অক্সিজেন-18।
📊 31. আইসোটোন ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো।
✔ উত্তর: আইসোটোনে নিউট্রনের সংখ্যা সমান থাকে, কিন্তু আইসোবারে ভর সংখ্যা সমান থাকে।
⚙️ 32. Al₂O₃-এর অম্লগ্রাহিতা কত?
✔ উত্তর: Al₂O₃ একটি উভয়ধর্মী অক্সাইড, তাই এটি অম্লগ্রাহী ও ক্ষারগ্রাহী উভয়।
💧 33. জলে দ্রবীভূত হয় এমন দুটি জৈব যৌগের নাম লেখো।
✔ উত্তর: অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়।
🌡️ 34. ঊর্ধ্বপাতন কাকে বলে?
✔ উত্তর: কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হলে তাকে ঊর্ধ্বপাতন বলে।
🔥 35. অ্যাকোয়া রিজিয়া কাকে বলে?
✔ উত্তর: HCl ও HNO₃-এর ৩:১ অনুপাতে মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বলে।
🏥 36. MCI বলতে কী বোঝো?
✔ উত্তর: MCI বলতে Metal Carbonyl Ion বোঝানো হয়।
💊 37. জেলুসিল ও ডায়াজিনের রাসায়নিক সংযুক্তি কী কী?
✔ উত্তর: জেলুসিলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে, ডায়াজিনে সিমেথিকন থাকে।
🌌 38. জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দূরত্বের সবচেয়ে বড়ো একক কী?
✔ উত্তর: জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড়ো একক হল পারসেক (Parsec)।
⚙️ 39. দ্রুতি, বেগ, ত্বরণ – এদের মধ্যে কোন্ দুটি রাশির SI একক অভিন্ন?
✔ উত্তর: দ্রুতি ও বেগের SI একক অভিন্ন, উভয়ের একক হল মিটার/সেকেন্ড (m/s)।
🧮 40. নিউটন ও ডাইনের সম্পর্ক লেখো।
✔ উত্তর: 1 নিউটন = 10⁵ ডাইন।
📐 41. ভরবেগের মাত্রীয় সংকেত লেখো।
✔ উত্তর: ভরবেগের মাত্রীয় সংকেত [MLT⁻¹]।
🌀 42. কার্যহীন বল কাকে বলে?
✔ উত্তর: যে বলের দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় না, তাকে কার্যহীন বল বলে।
🏗️ 43. m ভরের বস্তুর h উচ্চতায় স্থিতিশক্তি কত হবে? (অভিকর্ষজ ত্বরণ = g)
✔ উত্তর: স্থিতিশক্তি হবে E = mgh।
💡 44. গতিশক্তির SI একক লেখো।
✔ উত্তর: গতিশক্তির SI একক হল জুল (Joule)।
🎵 45. শব্দের কম্পাঙ্কের একক কী?
✔ উত্তর: শব্দের কম্পাঙ্কের একক হল হার্টজ (Hz)।
🔊 46. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দাও।
✔ উত্তর: শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ।
🔥 47. ‘জলের আপেক্ষিক তাপ 1 cal·g⁻¹·°C⁻¹’ অর্থ কী?
✔ উত্তর: 1 g জলের তাপমাত্রা 1°C বাড়াতে 1 ক্যালোরি তাপ প্রয়োজন, এটাই এর অর্থ।
🧊 48. ক্যালোরি ও জুলের সম্পর্ক লেখো।
✔ উত্তর: 1 ক্যালোরি = 4.186 জুল।
🌡️ 49. 1g বরফকে 0°C উয়তায় রেখে 1g জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন?
✔ উত্তর: 80 ক্যালোরি তাপের প্রয়োজন।
⚛️ 50. পরমাণুতে নিস্তড়িৎ কণা কোটি?
✔ উত্তর: পরমাণুতে নিস্তড়িৎ কণা হল নিউট্রন।
🔬 51. কোন্ কণার সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয়?
✔ উত্তর: নিউট্রনের সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয়।
💧 52. একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো।
✔ উত্তর: হাইড্রোজেন পরমাণু নিউট্রনবিহীন।
⚙️ 53. 1 গ্রাম-পরমাণু অক্সিজেন = কত গ্রাম?
✔ উত্তর: 1 গ্রাম-পরমাণু অক্সিজেন = 16 গ্রাম।
🌬️ 54. STP-তে 44g CO₂-এর আয়তন কত?
✔ উত্তর: STP-তে 44g CO₂-এর আয়তন 22.4 লিটার।
🧪 55. উয়তা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এরকম একটি পদার্থের নাম লেখো।
✔ উত্তর: ক্যালসিয়াম সালফেট (CaSO₄)।
💧 56. একটি সম্পৃক্ত দ্রবণের উন্নতা কমালে কী হবে?
✔ উত্তর: কিছু দ্রব পদার্থ স্ফটিক আকারে বেরিয়ে আসবে।
☁️ 57. এরোসল কী?
✔ উত্তর: গ্যাসে কঠিন বা তরল কণার কোলয়েডীয় মিশ্রণকে এরোসল বলে।
🎨 58. লঘু NaOH দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে কী রং হবে?
✔ উত্তর: হলুদ রং হবে।
⚗️ 59. সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
✔ উত্তর: সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা ২।
💧 60. কোন্ পদ্ধতিতে দ্রবণ থেকে বিশুদ্ধ তরল পাওয়া যায়?
✔ উত্তর: পাতন পদ্ধতিতে।
🧴 61. জল ও সরষের তেল কী দিয়ে পৃথক করা যায়?
✔ উত্তর: সেপারেটরি ফানেলের সাহায্যে।
☠️ 62. পানীয় জলে আর্সেনিক থাকলে কী রোগ হয়?
✔ উত্তর: আর্সেনিকোসিস বা চর্মরোগ হয়।
🚱 63. পানীয় জলের কলিফর্ম কাউন্ট কত হওয়া উচিত?
✔ উত্তর: পানীয় জলে কলিফর্ম কাউন্ট শূন্য হওয়া উচিত।
🧂 64. কোন্ পদ্ধতিতে জলের স্থায়ী ও অস্থায়ী খরতা একসঙ্গে দূর করা যায়?
✔ উত্তর: আয়ন-বিনিময় পদ্ধতিতে।
💧 65. তরলের ভিতর কোনো বিন্দুতে তরলের চাপ হল—
✔ উত্তর: সব দিকেই সমান।
⚛️ 66. নিউক্লিয়াসের ব্যাস হল—
✔ উত্তর: প্রায় 10⁻¹⁵ মিটার।
🌀 67. M কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হল—
✔ উত্তর: ১৮টি ইলেকট্রন।
📏 68. চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
✔ উত্তর: চাপ একটি স্কেলার রাশি।
🧮 69. SI-তে পৃষ্ঠটানের একক কী?
✔ উত্তর: নিউটন প্রতি মিটার (N/m)।
🔬 70. আইসোটোপের জন্য কোন্ প্রাথমিক কণাটি দায়ী?
✔ উত্তর: নিউট্রন।
📘 71. পরমাণু-ক্রমাঙ্ক ও ভরসংখ্যার মধ্যে সম্পর্ক কী?
✔ উত্তর: ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা (অর্থাৎ A = Z + N)।
🎵 72. ঘনীভবন ও তনুভবন কোন্ ধরনের তরঙ্গে সৃষ্টি হয়?
✔ উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গে।
🧲 73. একটি রোলার টানা না ঠেলা – কোনটি সুবিধাজনক?
✔ উত্তর: রোলার টানা বেশি সুবিধাজনক।
🔥 74. তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও।
✔ উত্তর: যে পরিমাণ কাজ করলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে।
⚡ 75. দ্রুতির সংজ্ঞা লেখো।
✔ উত্তর: কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুত বলে।
🎯 76. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়?
✔ উত্তর: 90° হলে কৃতকার্য শূন্য হয়।
💧 77. জলাধারের বাঁধ তৈরি করার সময় বাঁধের নীচের অংশ উপরের অংশের তুলনায় বেশি চওড়া করা হয়। (সত্য না মিথ্যা লেখো)
✔ উত্তর: সত্য।
⚙️ 78. ‘চাপ’ কি ভেক্টর রাশি?
✔ উত্তর: না, চাপ একটি স্কেলার রাশি।
📏 79. যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বলতে কী বোঝায়?
✔ উত্তর: যন্ত্র দ্বারা নির্ণয়যোগ্য ক্ষুদ্রতম মানকে যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বলে।
🌞 80. 1 AU = কত মিটার?
✔ উত্তর: 1.496 × 10¹¹ মিটার।
🚗 81. একটি মিশ্রগতির উদাহরণ দাও।
✔ উত্তর: পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে আবর্তন মিশ্রগতির উদাহরণ।
📘 82. নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
✔ উত্তর: বল সমান ভর ও ত্বরণের গুণফল, অর্থাৎ F = ma।
🐎 83. এক অশ্বশক্তি কত ওয়াটের সঙ্গে সমান?
✔ উত্তর: ১ অশ্বশক্তি = ৭৪৬ ওয়াট।
🎯 84. কার্যহীন বলের সংজ্ঞা দাও।
✔ উত্তর: যে বল বস্তুতে কাজ সম্পাদন করে না, তাকে কার্যহীন বল বলে।
🌊 85. ‘SONAR’ কী?
✔ উত্তর: জলের নিচে বস্তু শনাক্ত করার জন্য ব্যবহৃত শব্দতরঙ্গ নির্ভর যন্ত্রকে SONAR বলে।
👂 86. মানুষের অন্তঃকর্ণে থাকা তরলের নাম কী?
✔ উত্তর: এন্ডোলিম্ফ তরল।
🧠 87. মানুষের অন্তঃকর্ণের কাজ কী?
✔ উত্তর: অন্তঃকর্ণ ভারসাম্য রক্ষা ও শব্দ অনুভবের কাজ করে।
🔥 88. আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি পদার্থের নাম করো যার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
✔ উত্তর: জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
📐 89. এসআই-তে আপেক্ষিক তাপের একক কী?
✔ উত্তর: J/(kg·K)।
💧 90. শিশিরাঙ্ক কী?
✔ উত্তর: যে তাপমাত্রায় বায়ুর জলীয়বাষ্প শিশিরে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলে।
🧪 91. Mg²⁺ আয়নে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো।
✔ উত্তর: Mg²⁺ আয়নে 10টি ইলেকট্রন থাকে।
⚛️ 92. শূন্যস্থান পূরণ করো : ¹⁰B + ²He →
✔ উত্তর: ¹³N + ¹n।
🌬️ 93. এক মোল ‘O₂’ এবং এক মোল ‘O’-এর মধ্যে পার্থক্য কী?
✔ উত্তর: এক মোল O₂-এ দুটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, আর এক মোল O-এ একক অক্সিজেন পরমাণু থাকে।
🔢 94. অ্যাভোগাড্রো সংখ্যা কী?
✔ উত্তর: এক মোল পদার্থে 6.022 × 10²³ সংখ্যক কণিকা থাকে।
⚗️ 95. মোলার আয়তনের সংজ্ঞা দাও।
✔ উত্তর: STP তে এক মোল গ্যাসের দখল করা আয়তনকে মোলার আয়তন বলে।
🧫 96. কণার পরিমাপের সাপেক্ষে কোলয়েড-এর সংজ্ঞা দাও।
✔ উত্তর: যার কণার ব্যাস 1 nm থেকে 1000 nm-এর মধ্যে, তাকে কোলয়েড বলে।
🧴 97. 10% Na₂CO₃-এর দ্রবণ বলতে কী বোঝায়?
✔ উত্তর: ১০০ গ্রাম দ্রবণে ১০ গ্রাম Na₂CO₃ থাকলে তাকে ১০% দ্রবণ বলে।
🧱 98. কেলাস কী?
✔ উত্তর: কেলাস হলো ধাতুর অক্সাইড বা কার্বনেটের অদ্রবণীয় আবরণ।
🔩 99. পিতলে কী কী উপাদান থাকে?
✔ উত্তর: পিতলে তামা ও দস্তা থাকে।
☁️ 100. কঠিন এবং গ্যাসের একটি সমসত্ত্ব মিশ্রণের উদাহরণ দাও।
✔ উত্তর: হাইড্রোজেন শোষিত প্যালেডিয়াম একটি উদাহরণ।
💧 101. জলের 'কলিফর্ম কাউন্ট' বলতে কী বোঝায়?
✔ উত্তর: প্রতি ১০০ মিলিলিটার জলে ব্যাকটেরিয়ার সংখ্যা বোঝাতে কলিফর্ম কাউন্ট ব্যবহৃত হয়।
🦶 102. ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী।
✔ উত্তর: ব্ল্যাকফুট রোগের জন্য আর্সেনিক দায়ী।
🧮 103. টাইট্রেশন কী?
✔ উত্তর: অজানা দ্রবণের ঘনত্ব নির্ণয়ের জন্য ব্যবহৃত রসায়নীয় প্রক্রিয়াকে টাইট্রেশন বলে।
🧂 104. ক্ষারকীয় লবণের একটি উদাহরণ দাও।
✔ উত্তর: সোডিয়াম কার্বনেট (Na₂CO₃)।
🎨 105. ক্ষারীয় দ্রবণে মিথাইল রেড-এর বর্ণ কী হবে?
✔ উত্তর: হলুদ।
⚛️ 106. 1 অ্যাভোগ্রাম = কত amu?
✔ উত্তর: 1 অ্যাভোগ্রাম = 1 গ্রাম = 6.022 × 10²³ amu।
🏃 107. t সময়ে কোনো কণার সরণ d = 4t + 6t² হলে, কণার ত্বরণ কত?
✔ উত্তর: ত্বরণ = 12 m/s²।
🌪️ 108. অবাধে পতনশীল কণার গতি কী ধরনের গতি?
✔ উত্তর: সমবেগে ত্বরণযুক্ত সরলরেখীয় গতি।
🧫 109. অক্সিজেনের মোলার ভর কত?
✔ উত্তর: 32 g/mol।
🔬 110. কোন্ কণিকার জন্য পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয়?
✔ উত্তর: নিউট্রনের সংখ্যার পার্থক্যের জন্য।
⚙️ 111. দুটি ধাতুর নাম লেখো যারা লঘু HCl, লঘু H₂SO₄ ও লঘু HNO₃-এর সঙ্গে বিক্রিয়া করে H₂ গ্যাস উৎপন্ন করে।
✔ উত্তর: দস্তা ও লোহা।
🎨 112. বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের বর্ণ ও সংকেত লেখো।
✔ উত্তর: বাদামি বর্ণের বলয়, সংকেত [Fe(H₂O)₅NO]SO₄।
🧪 113. অ্যাজিওট্রোপ মিশ্রণকে কোন্ পদ্ধতিতে পৃথক করা যায়?
✔ উত্তর: চাপ পরিবর্তন পদ্ধতিতে।
🪨 114. জিওলিন কী? এর কাজ কী?
✔ উত্তর: জিওলিন একটি মৃত্তিকা খনিজ, যা অনুঘটক ও জল নরম করার কাজে ব্যবহৃত হয়।
⚡ 115. ‘একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট’-এর অর্থ কী?
✔ উত্তর: প্রতি সেকেন্ডে পাম্পটি 750 জুল কাজ করে।
🚀 116. একটি বস্তুর ভরবেগের সাংখ্যমান ও গতিশক্তি সমান, বস্তুটির বেগ কত?
✔ উত্তর: বেগ = 2 m/s।
🔥 117. বরফ গলনের লীনতাপ CGS এককে 80 cal/g হলে SI এককে কত?
✔ উত্তর: 3.36 × 10⁵ J/kg।
🔁 118. 1 kcal তাপ কী পরিমাণ কার্যের বিনিময়ে উৎপন্ন হবে?
✔ উত্তর: 1 kcal = 4184 J।
💡 119. তীব্রতার SI একক ও মাত্রীয় সংকেত লেখো।
✔ উত্তর: একক – W/m²; মাত্রীয় সংকেত – M⁰L⁰T⁻³।
👂 120. অরগ্যান অফ কটি কোথায় অবস্থিত?
✔ উত্তর: অন্তঃকর্ণের ককলিয়ায় অবস্থিত।
🌤️ 121. ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের থেকে কম দেখাবে মে মাসে না ডিসেম্বর মাসে?
✔ উত্তর: মে মাসে, কারণ তাপে ধাতু প্রসারিত হয়।
📏 122. সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত?
✔ উত্তর: ১ মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার।
⚖️ 123. ক্রিয়া বল F লেখা হলে প্রতিক্রিয়া বলকে কীভাবে প্রকাশ করবে?
✔ উত্তর: প্রতিক্রিয়া বলকে –F দ্বারা প্রকাশ করা হয়।
💪 124. বলের ঘাত কী? অথবা, ঘাতের SI একক লেখো।
✔ উত্তর: ঘাত হল একক সময়ে সম্পন্ন কার্য, এর SI একক ওয়াট (W)।
💧 125. তরলের উয়তা বাড়ালে পৃষ্ঠটান বাড়ে না কমে? অথবা, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কী বুঝবে?
✔ উত্তর: উয়তা বাড়ালে পৃষ্ঠটান কমে; পারদ স্তম্ভ দ্রুত কমলে আবহাওয়া খারাপ বুঝবে।
🧩 126. নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো:
(a) সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি সঞ্চিত থাকে — মিথ্যা।
(b) কার্য স্কেলার রাশি — সত্য।
(c) রেক্টিফায়েড স্পিরিটে 10% জল থাকে — সত্য।
🔥 127. শূন্যস্থান পূরণ করো:
(a) এক কিলোগ্রাম বরফ গলাতে ৮০ ক্যালোরি তাপ লাগে।
(b) তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ৪.১৮ × ১০⁷ আর্গ প্রতি ক্যালোরি।
(c) জলের আপেক্ষিক তাপ সর্বাধিক।
🎤 128. শব্দের প্রতিফলনের একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
✔ উত্তর: ইকো বা প্রতিধ্বনির সৃষ্টি শব্দ প্রতিফলনের একটি ব্যাবহারিক প্রয়োগ।
🌊 129. পর্যায়কালের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক লেখো। অথবা, শব্দ বিস্তারের জন্য কীরূপ মাধ্যম প্রয়োজন?
✔ উত্তর: তরঙ্গদৈর্ঘ্য = বেগ × পর্যায়কাল; শব্দ বিস্তারের জন্য পদার্থবাচক মাধ্যম প্রয়োজন।
⚗️ 130. হাইড্রোজেনের দুটি সমস্থানিকের নাম লেখো। অথবা, মৌলের ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা অভিন্ন হতে পারে কি না লেখো।
✔ উত্তর: প্রোটিয়াম ও ডিউটেরিয়াম; ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা অভিন্ন হতে পারে না।
🧮 131. মোলার আয়তন কাকে বলে? অথবা, 12g কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত?
✔ উত্তর: STP তে এক মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে (২২.৪ লিটার); 12g কার্বনে 6.022×10²³ পরমাণু থাকে।
🥛 132. দুধ কোন্ জাতীয় দ্রবণ? অথবা, তরলের বায়বীয় সলের একটি উদাহরণ দাও।
✔ উত্তর: দুধ একটি ইমালসন ধরনের কোলয়েডীয় দ্রবণ; তরলের বায়বীয় সল-এর উদাহরণ হলো কুয়াশা।
🧪 133. স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় কোন্ অ্যাসিড? অথবা, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের রং কী হবে?
✔ উত্তর: স্বর্ণশিল্পে অ্যাকোয়া রিজিয়া ব্যবহৃত হয়; ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ হয়।
🌀 134. স্টেরেডিয়ান কোন্ ভৌত রাশির একক ?
✔ উত্তর: স্টেরেডিয়ান ঘনকোণের একক।
⚙️ 135. m ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি E হলে তার ভরবেগ কত ?
✔ উত্তর: ভরবেগ = √(2mE)।
💧 136. পৃষ্ঠটানের CGS একক কী ?
✔ উত্তর: ডাইন সেন্টিমিটার⁻¹ (dyne cm⁻¹)।
🔬 137. নিউট্রনবিহীন পরমাণুর নাম কী? অথবা, একটি আলফা কণার ভর প্রোটনের কয়গুণ ?
✔ উত্তর: হাইড্রোজেন নিউট্রনবিহীন; একটি আলফা কণার ভর প্রোটনের প্রায় ৪ গুণ।
🌬️ 138. STP তে 56 গ্রাম N₂-এর আয়তন কত ?
✔ উত্তর: 56 গ্রাম N₂-এর আয়তন ৪৪.৮ লিটার।
⚱️ 139. পিতলে দ্রাব ও দ্রাবক কোনটি ?
✔ উত্তর: পিতলে দ্রাবক হল তামা ও দ্রাব হল দস্তা।
⚗️ 140. একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো।
✔ উত্তর: অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) একটি উভধর্মী অক্সাইড।
💧 141. পানীয় জলের pH এর মান কত হওয়া উচিত ?
✔ উত্তর: পানীয় জলের pH-এর মান ৭ এর কাছাকাছি হওয়া উচিত।
🔋 142. 1 HP = কত ওয়াট ?
✔ উত্তর: 1 হর্সপাওয়ার = 746 ওয়াট।
🔥 143. জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার সময় আপেক্ষিক তাপ কত হয় ? অথবা, বরফ গলনের লীনতাপ কত ?
✔ উত্তর: বাষ্পে পরিণত হওয়ার আপেক্ষিক তাপ ২.২৬ × ১০⁶ J/kg; বরফ গলনের লীনতাপ ৩.৩৬ × ১০⁵ J/kg।
🌊 144. অনুদৈর্ঘ্য ও তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য করা হয় কোন্ ধর্মের ভিত্তিতে ?
✔ উত্তর: কণার দোলনের দিক ও তরঙ্গ পরিবহণের দিকের সম্পর্কের ভিত্তিতে পার্থক্য করা হয়।
📏 145. মাত্রা নেই অথচ একক আছে এরূপ একটি রাশির নাম লেখো।
✔ উত্তর: কোণ বা ঘনকোণ এমন একটি রাশি যার মাত্রা নেই কিন্তু একক আছে।
🚚 146. একই বেগে গতিশীল একটি লরি ও একটি মারুতি ভ্যানকে একই সময়ের ব্যবধানে থামাতে কোটির ওপর বেশি বল প্রয়োগ করতে হবে ?
✔ উত্তর: লরির ওপর বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ এর ভর বেশি।
⚖️ 147. জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.4 অংশ বাইরে আছে। বস্তুর উপাদানের আপেক্ষিক ঘনত্ব কত? অথবা, ধারাবাহিকতার সমীকরণটি লেখো।
✔ উত্তর: আপেক্ষিক ঘনত্ব = 0.6; ধারাবাহিকতার সমীকরণ হল A₁v₁ = A₂v₂।
🧩 148. H⁻ আয়নে কটি প্রোটন ও কটি ইলেকট্রন আছে? অথবা, ¹⁸M মৌলের ইলেকট্রন-বিন্যাস লেখো।
✔ উত্তর: H⁻ আয়নে ১ প্রোটন ও ২ ইলেকট্রন থাকে; ¹⁸M-এর ইলেকট্রন-বিন্যাস 2,8,8।
⚡ 149. এক মোল ইলেকট্রনের তড়িদাধানের মান কত ? অথবা, এক মোল কার্বন ডাইঅক্সাইডে কয়টি পরমাণু আছে ?
✔ উত্তর: এক মোল ইলেকট্রনের তড়িদাধানের মান ৯৬৫০০ কুলম্ব; এক মোল CO₂-এ ৩ × 6.022×10²³ পরমাণু থাকে।
🧴 150. দুটি অ-জলীয় দ্রাবকের নাম লেখো।
✔ উত্তর: ইথার ও বেনজিন দুটি অ-জলীয় দ্রাবক।
🎨 151. বিলীয়মান রঙে যে ক্ষারটি ব্যবহৃত হয় তার নাম লেখো।
✔ উত্তর: অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH₄OH) ব্যবহৃত হয়।
🔁 152. ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কর্মক্ষমতা হ্রাস পেলে রেজিন স্তরের মধ্যে কী চালনা করা হয় ?
✔ উত্তর: রেজিন স্তরের মধ্যে অ্যাসিডীয় দ্রবণ চালনা করা হয়।
🏎️ 153. ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কী ?
✔ উত্তর: ক্ষমতা = বল × বেগ।
🔥 154. সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক কী ?
✔ উত্তর: সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপ পরস্পর রূপান্তরযোগ্য।
📶 155. তরঙ্গ সংখ্যার একক কী ?
✔ উত্তর: তরঙ্গ সংখ্যার একক মিটার⁻¹।
🌧️ 156. এক পশলা বৃষ্টি হলে বায়ুতে শব্দের বেগ বাড়বে কি ?
✔ উত্তর: হ্যাঁ, কারণ আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়।
🌡️ 157. ঘনত্ব পরিমাপে কোন্ কোন্ মাপক যন্ত্র প্রয়োজন ?
✔ উত্তর: ঘনত্ব পরিমাপে ভর মাপার জন্য ব্যালেন্স (তুলা) এবং আয়তন মাপার জন্য মেজারিং সিলিন্ডার বা পিকনোমিটার ব্যবহৃত হয়। এই দুই যন্ত্রের সাহায্যে ভর ও আয়তন নির্ণয় করে ঘনত্ব নির্ধারণ করা যায়।
📐 158. ঘনকোণের একক কী?
✔ উত্তর: ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান (steradian, sr)। এটি ত্রিমাত্রিক কোণ পরিমাপের SI একক, যেমন রেডিয়ান হলো সমতল কোণের একক।
⚙️ 159. ML⁻¹T⁻² কোন্ ভৌত রাশির মাত্রা ?
✔ উত্তর: এই মাত্রা হলো চাপ (Pressure) বা চাপবিকৃতি (Stress)-এর। কারণ, চাপ = বল / ক্ষেত্রফল → (MLT⁻²)/(L²) = ML⁻¹T⁻²।
📏 160. 1m দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2cm হলে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত?
✔ উত্তর: দৈর্ঘ্য বিকৃতি (strain) = দৈর্ঘ্য পরিবর্তন / আসল দৈর্ঘ্য = 2cm / 100cm = 0.02। এটি এককবিহীন রাশি।
🧪 161. থমসনের পরমাণু মডেলকে কী বলে?
✔ উত্তর: থমসনের পরমাণু মডেলকে প্লাম পুডিং মডেল (Plum Pudding Model) বলে। এতে পরমাণুকে ধনাত্মক গোলক ধরা হয়, যার মধ্যে ঋণাত্মক ইলেকট্রনগুলি ছড়িয়ে থাকে।
🔬 162. কোনো পরমাণুতে ৭টি প্রোটন থাকলে তার একক ঋণাত্মক আধানবিশিষ্ট আয়নে ইলেকট্রনের সংখ্যা কত?
✔ উত্তর: ৭টি প্রোটন মানে মৌলটি নাইট্রোজেন (N)। একক ঋণাত্মক আয়ন (N⁻) হলে ইলেকট্রন সংখ্যা = ৭ + ১ = ৮ ইলেকট্রন।
⚛️ 163. কোন্ ক্ষেত্রে গ্রাম-পারমাণবিক ভর ও গ্রাম-আণবিক ভর সমার্থক ?
✔ উত্তর: এক-পরমাণুক মৌলের ক্ষেত্রে গ্রাম-পারমাণবিক ভর ও গ্রাম-আণবিক ভর সমার্থক হয়। যেমন — হিলিয়াম (He), সোডিয়াম (Na) প্রভৃতি মৌলে একটি মাত্র পরমাণু আণবিক অবস্থায় থাকে, তাই তাদের জন্য এই দুই ভর সমান।
🧮 164. CaCO₃-এ Ca-এর শতকরা পরিমাণ কত ? [Ca = 40, C = 12, O = 16]
✔ উত্তর: CaCO₃-এর মোট ভর = 40 + 12 + (16×3) = 100।
Ca-এর শতকরা পরিমাণ = (40 / 100) × 100 = 40%।
🧫 165. ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ক্ষমতা নষ্ট হলে কী করা হয় ?
✔ উত্তর: রেজিনের ক্ষমতা নষ্ট হলে তাকে অম্লীয় দ্রবণ (যেমন HCl) দিয়ে পুনর্জীবিত করা হয়। এতে রেজিন পুনরায় তার আয়ন-বিনিময় ক্ষমতা ফিরে পায়।
🧪 166. ইথার (স্ফুটনাঙ্ক 35°C) ও বেঞ্জিন (স্ফুটনাঙ্ক ৪০°C) মিশ্রণকে কোন্ পদ্ধতিতে পৃথক করা যায় ?
✔ উত্তর: এই দুই পদার্থের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হওয়ায় মিশ্রণকে ভগ্নাংশীয় পাতন (Fractional distillation) পদ্ধতিতে পৃথক করা যায়।
অথবা, আয়োডিন ও বালির মিশ্রণকে উর্ধ্বপাতন (Sublimation) পদ্ধতিতে পৃথক করা হয়।
🛢️ 167. পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো।
✔ উত্তর: পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত কঠিন পদার্থ হলো প্যারাফিন মোম (Paraffin wax)।
🌬️ 168. 9.6 g অক্সিজেন = কত মোল অক্সিজেন ?
✔ উত্তর: অক্সিজেনের মোলার ভর = 32 g।
অতএব, মোল সংখ্যা = 9.6 / 32 = 0.3 mol।
💧 169. জলপ্রপাতের জলের উয়তা শীর্ষদেশ না পাদদেশ, কোথায় বেশি হবে ?
✔ উত্তর: জলের উষ্ণতা পাদদেশে বেশি হবে, কারণ নিচে চাপ বেশি থাকে, ফলে স্ফুটনাঙ্ক বাড়ে।
❄️ 170. শীতকালে ঠোঁট ফাটে পরিবেশের কোন্ ভৌতরাশির কম হওয়ার কারণে ?
✔ উত্তর: ঠোঁট ফাটে বায়ুর আর্দ্রতা (humidity) কমে যাওয়ার কারণে।
🔊 171. ‘SONAR’ কথাটির পুরো নাম কী ?
✔ উত্তর: SONAR-এর পূর্ণরূপ হলো Sound Navigation and Ranging। এটি জলতলে দূরত্ব ও বস্তু শনাক্তকরণে ব্যবহৃত হয়।
🎵 172. স্বরের মধ্যে উপস্থিত সব থেকে কম কম্পাঙ্কের সুরকে কী বলে ?
✔ উত্তর: স্বরের মধ্যে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে মৌলিক সুর (Fundamental tone) বলে।
অথবা, স্টেথোস্কোপে শব্দের প্রতিফলন ধর্ম (Reflection of sound) কাজে লাগানো হয়।
📈 173. বেগ–সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে ?
✔ উত্তর: বেগ–সময় লেখচিত্রের নতি ত্বরণ (Acceleration) নির্দেশ করে। অর্থাৎ, বেগের পরিবর্তনের হার থেকে ত্বরণের মান জানা যায়।
🚗 174. সমদ্রুতি কিন্তু অসমবেগ বিশিষ্ট গতির উদাহরণ দাও।
✔ উত্তর: বৃত্তাকার গতি (Uniform circular motion) সমদ্রুতি কিন্তু অসমবেগ বিশিষ্ট। কারণ বেগের মান স্থির থাকে, কিন্তু দিক পরিবর্তিত হয়।
⚖️ 175. চাপ স্কেলার না ভেক্টর রাশি ?
✔ উত্তর: চাপ একটি স্কেলার রাশি, কারণ এর মান আছে কিন্তু দিক নেই।
💧 176. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেতটি লেখো।
✔ উত্তর: পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হলো M¹L⁰T⁻²।
🌫️ 177. একটি গ্যাসের নাম লেখো যার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান একই।
✔ উত্তর: হিলিয়াম (He) — কারণ এটি একপরমাণুক গ্যাস, তাই তার গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর সমান।
⚛️ 178. কোনো মৌলের পরমাণু-ক্রমাঙ্ক ও ভরসংখ্যা কোন্ ক্ষেত্রে একই হতে পারে ?
✔ উত্তর: যখন মৌলটির নিউট্রন সংখ্যা শূন্য (০) হয়, তখন পরমাণু-ক্রমাঙ্ক ও ভরসংখ্যা সমান হয়। যেমন — প্রোটিয়াম (¹H¹)।
🥛 179. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি কোলয়েডের নাম লেখো।
✔ উত্তর: দুধ (Milk) একটি কোলয়েড দ্রবণ, যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়।
⚗️ 180. 1 অণু সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত অণু কস্টিক সোডা প্রয়োজন ?
✔ উত্তর: 1 অণু H₂SO₄-কে সম্পূর্ণ প্রশমিত করতে 2 অণু NaOH প্রয়োজন।
🦷 181. জলের ফ্লুওরাইড দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
✔ উত্তর: ফ্লুওরাইড দূষণের ফলে ডেন্টাল ফ্লুরোসিস (Dental fluorosis) রোগ হয়।
🧂 182. MgO ও Na₂O-এর মধ্যে কোটি ক্ষার ?
✔ উত্তর: Na₂O বেশি ক্ষারীয়, কারণ এটি জলে দ্রবীভূত হয়ে অধিক পরিমাণে NaOH উৎপন্ন করে।
💦 183. বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে ?
✔ উত্তর: বাঁধের জলে স্থিতিশক্তি (Potential energy) সঞ্চিত থাকে।
🌡️ 184. কোন্ উয়তায় জলের ঘনত্ব সর্বাধিক ?
✔ উত্তর: জলের ঘনত্ব সর্বাধিক হয় ৪°C উয়তায়।
🔊 185. শব্দোত্তর শব্দের একটি ব্যবহার লেখো।
✔ উত্তর: শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড (Ultrasound) চিকিৎসাক্ষেত্রে অঙ্গপ্রত্যঙ্গের চিত্রগ্রহণে (Ultrasonography) ব্যবহৃত হয়।
📐 186. SI-তে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা লেখো।
✔ উত্তর: ইয়ং গুণাঙ্ক হলো stress এবং strain-এর অনুপাত; এর SI একক হলো N/m² বা পাসকেল (Pa)।
🪨 187. শূন্যস্থান পূরণ করো : যে পদার্থের নমনীয়তা যত বেশি, তাকে পিটিয়ে তত পাতলা পাতে পরিণত করা যায়।
✔ উত্তর: ধাতু।
⚖️ 188. বায়ুশূন্য স্থানে 1kg তুলো অপেক্ষা 1kg লোহা ভারী—বিবৃতিটি ঠিক না ভুল ?
✔ উত্তর: ভুল — বায়ুশূন্য স্থানে উভয়ের ভর সমান, কারণ বায়ু প্রতিরোধ নেই।
🔩 189. পীড়ন ও বিকৃতির মধ্যে কোটি মৌলিক ?
✔ উত্তর: সমানুপাতিক সম্পর্ক — পীড়ন ও বিকৃতির মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান।
📊 190. প্রদত্ত vt লেখচিত্রে কণাটি সমত্বরণে যতটা দূরত্ব অতিক্রম করবে = vt ত্রিভুজের ক্ষেত্রফল।
✔ উত্তর: ক্ষেত্রফল = ½ × ভিত্তি × উচ্চতা = ½ × 8 × 10 = 40 m।
🧲 191. শূন্যস্থান পূরণ করো : ক্রিয়া-প্রতিক্রিয়া পরস্পরকে বাতিল করতে পারে না।
✔ উত্তর: বাতিল।
📜 192. ‘প্রতিমিত বলের প্রভাবে বস্তুর বিকৃতি হয়’ — বিবৃতিটি ঠিক না ভুল ?
✔ উত্তর: ঠিক — প্রতিমিত বল বা সমান বিপরীত বলের কারণে বস্তু বিকৃত হয়।
🎯 193. কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত ?
✔ উত্তর: ৯০°, কারণ এ অবস্থায় বল সরণের লম্ব হয় এবং কার্য শূন্য হয়।
⚙️ 194. ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্কটি লেখো।
✔ উত্তর: ক্ষমতা = বল × বেগ (P = F × v)।
🔥 195. SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত ?
✔ উত্তর: 1 cal = 4.186 J।
💧 196. 4°C উয়তায় কাচের গ্লাস কানায় কানায় জলপূর্ণ থাকলে জলের উয়তা বাড়ালে ও কমালে কী হবে ?
✔ উত্তর: উয়তা বাড়ালেও ও কমালেও জল উপচে পড়বে, কারণ 4°C-তে জলের ঘনত্ব সর্বাধিক।
🎵 197. শূন্যস্থান পূরণ করো : স্বনকের কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা বাড়ে।
✔ উত্তর: তীক্ষ্ণতা।
🗣️ 198. শূন্যস্থান পূরণ করো : পুরুষ ও নারীর কণ্ঠস্বরের পার্থক্যের কারণ হল শব্দের কম্পাঙ্কের পার্থক্য।
✔ উত্তর: কম্পাঙ্কের পার্থক্য।
🌬️ 199. লোহা, জল ও বায়ুর মধ্যে কোটিতে শব্দের বেগ সবচেয়ে কম ?
✔ উত্তর: বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।
⚛️ 200. কোনো পরমাণুতে ৪টি প্রোটন উপস্থিত থাকলে তার দ্বি-ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে ?
✔ উত্তর: ৬টি ইলেকট্রন, কারণ ৪ প্রোটন + ২ অতিরিক্ত ইলেকট্রন = ৬।
🔬 201. ‘রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে’ – বিবৃতিটি সত্য না মিথ্যা ?
✔ উত্তর: মিথ্যা, কারণ রাদারফোর্ডের মডেল স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ।
💨 202. পারমাণবিক ভর ও আণবিক ভর একই এরূপ একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো।
✔ উত্তর: হিলিয়াম (He)।
⚗️ 203. 2 মোল অ্যামোনিয়া = কত গ্রাম-অণু অ্যামোনিয়া ?
✔ উত্তর: 2 গ্রাম-অণু NH₃।
🌫️ 204. ½ মোল SO₂-এর NTP-তে আয়তন কত ?
✔ উত্তর: ½ × 22.4 L = 11.2 L।
🧪 205. তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমনক্ষণ নির্ণয়ে ব্যবহৃত একটি নির্দেশকের নাম লেখো।
✔ উত্তর: মিথাইল অরেঞ্জ (Methyl Orange)।
🧴 206. ক্ষারীয় দ্রবণে ফেনলপথ্যালিন নির্দেশকের বর্ণ কীরূপ হবে ?
✔ উত্তর: গোলাপি (Pink)।
🔵 207. বলয় পরীক্ষা দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা হয় ?
✔ উত্তর: HNO₃ (নাইট্রিক অ্যাসিড)।
💧 208. জলের সঙ্গে কোন্ হ্যালোজেন মৌল যোগ করে একে জীবাণুমুক্ত করা হয় ?
✔ উত্তর: ক্লোরিন (Cl₂)।
🧮 209. তির্যক কম্পনে কম্পনরত বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে কম্পিত হয়?
✅ উত্তর: কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের লম্বভাবে কম্পিত হয়।
🌫️ 210. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম কী?
✅ উত্তর: এর নাম হাইগ্রোমিটার।
🔥 211. কুয়াশা জমার সময় বাতাসের উয়তা কীভাবে পরিবর্তিত হয়?
✅ উত্তর: কুয়াশা জমার সময় বাতাসের উয়তা নীচে নেমে যায়।
⚙️ 212. 5 N বলের উল্লম্ব অভিমুখে 2 মিটার সরণ হলে কৃতকার্য কত?
✅ উত্তর: কৃতকার্য হবে 10 জুল।
🧫 213. সংকেত একক ভর কোন্ পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
✅ উত্তর: এটি মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য।
🧪 214. গ্লবার লবণের সংকেত কী?
✅ উত্তর: গ্লবার লবণের সংকেত Na₂SO₄·10H₂O।
💥 215. নিউট্রন আবিষ্কারের পরীক্ষায় কোন্ রশ্মি ব্যবহৃত হয়?
✅ উত্তর: এতে γ-রশ্মি ব্যবহৃত হয়।
🧷 216. ৪টি নিউট্রন ও ৬টি ইলেকট্রনবিশিষ্ট পরমাণুর নিউক্লাইড কী?
✅ উত্তর: নিউক্লাইডটি হলো C–10।
⚖️ 217. 1 amu = কত কিলোগ্রাম?
✅ উত্তর: 1 amu = 1.66 × 10⁻²⁷ কিগ্রা।
💡 218. আধুনিক মিটারের সংজ্ঞায় কোন্ বর্ণ ও গ্যাস ব্যবহৃত হয়?
✅ উত্তর: ব্যবহৃত হয় কমলা বর্ণের ক্রিপটন গ্যাস।
⚡ 219. গতিশক্তি/ভরবেগ² রাশিটির মাত্রা কী?
✅ উত্তর: এর মাত্রা M⁻¹L⁰T⁰।
📈 220. ক্রমহ্রাসমান মন্দনের বেগ–সময় লেখচিত্র কেমন হয়?
✅ উত্তর: বেগ ধীরে ধীরে কমে এবং সময় অক্ষের দিকে অসমাপতিত বক্ররেখা হয়।
📊 221. যে কোনো বেগ–সময় লেখচিত্রে সময় অক্ষের সঙ্গে উৎপন্ন ক্ষেত্রফল কী প্রকাশ করে?
✅ উত্তর: এটি স্থানান্তর প্রকাশ করে।
🧴 222. বেঞ্জিন ও অ্যানিলিনের মিশ্রণ কোন্ পদ্ধতিতে পৃথক করা হয়?
✅ উত্তর: এটি বাষ্পীয় পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।
🌊 223. SONAR-এর সাহায্যে কী জানা যায়?
✅ উত্তর: SONAR-এর সাহায্যে শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়।
🎵 224. শব্দ কী ধরনের তরঙ্গ?
✅ উত্তর: শব্দ একটি যান্ত্রিক আনুবীক্ষণিক তরঙ্গ।
👩⚕️ 225. শব্দের কোন্ ধর্মের প্রয়োগ ডাক্তারদের স্টেথোস্কোপে দেখা যায়?
✅ উত্তর: প্রতিফলন ধর্মের প্রয়োগ স্টেথোস্কোপে দেখা যায়।
🎧 226. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা কত?
✅ উত্তর: ২০ Hz থেকে ২০,০০০ Hz পর্যন্ত।
💧 227. কোন্ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?
✅ উত্তর: জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়।
🔥 228. SI-তে তাপগ্রাহিতার একক কী?
✅ উত্তর: জুল প্রতি কেলভিন (J/K)।
🌫️ 229. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম লেখো।
✅ উত্তর: হাইগ্রোমিটার।
⚙️ 230. কার্য ও তাপের সঠিক সম্পর্কটি লেখো।
✅ উত্তর: কার্য ও তাপ পরস্পর সমতুল্য শক্তির রূপ।
🎯 231. কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত?
✅ উত্তর: ৯০°।
📈 232. m ভরের বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কী?
✅ উত্তর: E = p² / 2m।
💡 233. একটি পাম্পের ক্ষমতা 1.2 KW বলতে কী বোঝায়?
✅ উত্তর: পাম্পটি প্রতি সেকেন্ডে 1200 জুল কার্য সম্পাদন করে।
🔢 234. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
✅ উত্তর: 6.022 × 10²³।
🧪 235. ‘সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5’ উক্তিটি ঠিক নয় কেন?
✅ উত্তর: কারণ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, আণবিক নয়।
🥣 236. স্টার্চ জলে দ্রবীভূত করলে কী ধরনের দ্রবণ উৎপন্ন হয়?
✅ উত্তর: কোলয়েড দ্রবণ।
💨 237. টিন্ডাল প্রভাব দেখা যায় কোন্ ধরনের দ্রবণের ক্ষেত্রে?
✅ উত্তর: কোলয়েড দ্রবণের ক্ষেত্রে।
🌫️ 238. বায়ুতে ভাসমান ধূলিকণা কোন্ প্রকারের কোলয়েড?
✅ উত্তর: ঠোস–গ্যাস কোলয়েড।
⚖️ 239. বলের পরিমাণ নিউটনের কোন্ গতিসূত্র থেকে জানা যায়?
✅ উত্তর: দ্বিতীয় গতিসূত্র থেকে।
💪 240. প্রতিমিত বল কাকে বলে?
✅ উত্তর: বস্তুর বিকৃতি ঘটাতে সক্ষম বলকে প্রতিমিত বল বলে।
📏 241. ঘাত = —— × ক্ষেত্রফল। (শূন্যস্থান পূরণ করো)
✅ উত্তর: ঘাত = চাপ × ক্ষেত্রফল।
🌬️ 242. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
✅ উত্তর: ব্যারোমিটার।
🧱 243. ইয়ং গুণাঙ্ক কাকে বলে?
✅ উত্তর: পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে।
💧 244. বিশুদ্ধ জলের pH-এর মান কত?
✅ উত্তর: ৭।
🌋 245. অক্সাইড কাকে বলে?
✅ উত্তর: যে যৌগে অক্সিজেন অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকে তাকে অক্সাইড বলে।
🦷 246. ফ্লওরোসিস রোগ কার প্রভাবে হয়?
✅ উত্তর: জলের অতিরিক্ত ফ্লুওরাইড প্রভাবে।
🧴 247. জলের সঙ্গে কোন্ হ্যালোজেন মৌল মিশিয়ে জলকে জীবাণুমুক্ত করা হয়?
✅ উত্তর: ক্লোরিন।
⚛️ 248. 1Å = কত মিটার?
✅ উত্তর: 1 Å = 1 × 10⁻¹⁰ মিটার।
🔣 249. একটি এককবিহীন রাশির উদাহরণ দাও।
✅ উত্তর: কোণ একটি এককবিহীন রাশি।
🌦️ 250. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমলে কী বোঝা যায়?
✅ উত্তর: আবহাওয়া খারাপ বা ঝড়-বৃষ্টির সম্ভাবনা বোঝা যায়।
📈 251. বেগ-সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে?
✅ উত্তর: ত্বরণ নির্দেশ করে।
🚀 252. মনে করো তুমি ও তোমার বন্ধু চাঁদে গিয়েছো। তোমার বন্ধু তোমাকে কোনো কথা বললে তুমি কি শুনতে পাবে?
✅ উত্তর: না, কারণ চাঁদে বায়ুমণ্ডল না থাকায় শব্দ পরিবহন সম্ভব নয়।
🔊 253. ‘SONAR’-এর পুরো কথাটি কী?
✅ উত্তর: Sound Navigation And Ranging।
⚙️ 254. জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী?
✅ উত্তর: 1 জুল = 10⁷ আর্গ।
🪶 255. খাড়া ওপরদিকে নিক্ষিপ্ত বস্তুর স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়?
✅ উত্তর: বস্তুর গতির সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি সর্বাধিক হয়।
💧 256. জল খুব ভালো কুল্যান্ট হিসেবে কাজ করে কোন্ ধর্মের প্রভাবে?
✅ উত্তর: জলের উচ্চ তাপধারণ ক্ষমতার কারণে।
❄️ 257. জলের কোন্ ভৌত ধর্মের প্রভাবে শীতপ্রধান দেশে ঠান্ডার দিনে পুকুর বা হ্রদের জল হঠাৎ করে জমে যায় না?
✅ উত্তর: জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্মের জন্য।
🚫 258. আয়নমুক্ত জলে কী কী আয়ন থাকে?
✅ উত্তর: আয়নমুক্ত জলে কোনো আয়ন থাকে না।
🧮 259. 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কী বোঝো?
✅ উত্তর: ৬.০২২ × ১০²³ হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট পরিমাণ পদার্থকে বোঝায়।
🧫 260. ইউনিফায়েড ভর এককে 1টি কার্বন পরমাণুর ভর কত?
✅ উত্তর: ১২ u।
<<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

