📚 সপ্তম শ্রেণির ভূগোল সাজেশন(উত্তরসহ): তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ:পার্ট-১📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
1. 23\(\frac{1^0}2\) উত্তর অক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে –
(a) 21 জুন (b) 21 মার্চ (c) 22 ডিসেম্বর
উত্তর: (b) 21 মার্চ।
2. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের সাপেক্ষে সূর্যের অবস্থান –
(a) কেন্দ্রে (b) ফোকাসে (c) উপবৃত্তের ওপর
উত্তর: (b) ফোকাসে।
3. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান –
(a) 82°30' পূর্ব (b) 88°30' পূর্ব (c) 180°
উত্তর: (a) 82°30' পূর্ব।
4. প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে? –
(a) 0.1 সেমি (b) 1 সেমি (c) 0.2 সেমি
উত্তর: (b) 1 সেমি।
5. একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল –
(a) তিব্বত মালভূমি (b) দাক্ষিণাত্য মালভূমি (c) ছোটোনাগপুর মালভূমি
উত্তর: (c) ছোটোনাগপুর মালভূমি।
6. পশ্চিমবঙ্গের যে অঞ্চলটিতে গেলে আমরা অনেক খাঁড়ি দেখতে পাব তা হল –
(a) দার্জিলিং (b) পুরুলিয়া (c) সুন্দরবন
উত্তর: (c) সুন্দরবন।
7. মানচিত্রে অনিত্যবহ নদীগুলিকে যে রঙের সাহায্যে দেখানো হয় তা হল –
(a) লাল (b) কালো (c) নীল
উত্তর: (c) নীল।
8. ক্যাডমিয়াম দূষণে যে অসুখ হয় তা হল –
(a) ব্ল্যাকফুট (b) ইতাই ইতাই (c) ফ্লুরোসিস
উত্তর: (b) ইতাই ইতাই।
9. দূষিত জলকে পরিস্রুত ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় –
(a) ডিটারজেন্ট (b) আর্সেনিক (c) ক্লোরিন
উত্তর: (c) ক্লোরিন।
10. ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনাটি ঘটে –
(a) 1984 (b) 1986 (c) 1985
উত্তর: (a) 1984।
11. পৃথিবীর মোট জলের –
(a) 6 ভাগ (b) 8 ভাগ (c) 3 ভাগ স্বাদু জল
উত্তর: (c) 3 ভাগ স্বাদু জল।
12. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল –
(a) গঙ্গা (b) যমুনা (c) লুনি
উত্তর: (c) লুনি।
13. ফ্রান্সের দীর্ঘতম নদী –
(a) পো (b) দানিয়ুব (c) সিন
উত্তর: (c) সিন।
14. ‘পুনঃরপ্তানিকারক বন্দর' বলা হয় –
(a) লন্ডন (b) এসেন (c) চেন্নাই
উত্তর: (a) লন্ডন।
15. হিরাকাটা ও পালিশের জন্য পৃথিবী বিখ্যাত –
(a) রটারডাম (b) আমস্টারডাম (c) দি হেগ
উত্তর: (b) আমস্টারডাম।
16. ইউরোপের বৃহত্তম হ্রদ –
(a) ল্যাডোগা (b) ভিক্টোরিয়া (c) গার্ডা
উত্তর: (a) ল্যাডোগা।
(a) 21 জুন (b) 21 মার্চ (c) 22 ডিসেম্বর
উত্তর: (b) 21 মার্চ।
2. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের সাপেক্ষে সূর্যের অবস্থান –
(a) কেন্দ্রে (b) ফোকাসে (c) উপবৃত্তের ওপর
উত্তর: (b) ফোকাসে।
3. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান –
(a) 82°30' পূর্ব (b) 88°30' পূর্ব (c) 180°
উত্তর: (a) 82°30' পূর্ব।
4. প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে? –
(a) 0.1 সেমি (b) 1 সেমি (c) 0.2 সেমি
উত্তর: (b) 1 সেমি।
5. একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল –
(a) তিব্বত মালভূমি (b) দাক্ষিণাত্য মালভূমি (c) ছোটোনাগপুর মালভূমি
উত্তর: (c) ছোটোনাগপুর মালভূমি।
6. পশ্চিমবঙ্গের যে অঞ্চলটিতে গেলে আমরা অনেক খাঁড়ি দেখতে পাব তা হল –
(a) দার্জিলিং (b) পুরুলিয়া (c) সুন্দরবন
উত্তর: (c) সুন্দরবন।
7. মানচিত্রে অনিত্যবহ নদীগুলিকে যে রঙের সাহায্যে দেখানো হয় তা হল –
(a) লাল (b) কালো (c) নীল
উত্তর: (c) নীল।
8. ক্যাডমিয়াম দূষণে যে অসুখ হয় তা হল –
(a) ব্ল্যাকফুট (b) ইতাই ইতাই (c) ফ্লুরোসিস
উত্তর: (b) ইতাই ইতাই।
9. দূষিত জলকে পরিস্রুত ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় –
(a) ডিটারজেন্ট (b) আর্সেনিক (c) ক্লোরিন
উত্তর: (c) ক্লোরিন।
10. ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনাটি ঘটে –
(a) 1984 (b) 1986 (c) 1985
উত্তর: (a) 1984।
11. পৃথিবীর মোট জলের –
(a) 6 ভাগ (b) 8 ভাগ (c) 3 ভাগ স্বাদু জল
উত্তর: (c) 3 ভাগ স্বাদু জল।
12. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল –
(a) গঙ্গা (b) যমুনা (c) লুনি
উত্তর: (c) লুনি।
13. ফ্রান্সের দীর্ঘতম নদী –
(a) পো (b) দানিয়ুব (c) সিন
উত্তর: (c) সিন।
14. ‘পুনঃরপ্তানিকারক বন্দর' বলা হয় –
(a) লন্ডন (b) এসেন (c) চেন্নাই
উত্তর: (a) লন্ডন।
15. হিরাকাটা ও পালিশের জন্য পৃথিবী বিখ্যাত –
(a) রটারডাম (b) আমস্টারডাম (c) দি হেগ
উত্তর: (b) আমস্টারডাম।
16. ইউরোপের বৃহত্তম হ্রদ –
(a) ল্যাডোগা (b) ভিক্টোরিয়া (c) গার্ডা
উত্তর: (a) ল্যাডোগা।
17. উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন হল –
(a) 21 মার্চ (b) 22 ডিসেম্বর (c) 21 জুন (d) 22 সেপ্টেম্বর
উত্তর: (c) 21 জুন।
18. রূঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল –
(a) লোহা (b) কয়লা (c) চুনাপাথর (d) খনিজ তেল
উত্তর: (b) কয়লা।
19. মিনামাটা রোগ হয় –
(a) পারদ (b) সিসা (c) ক্যাডমিয়াম (d) আর্সেনিক দূষণের ফলে
উত্তর: (a) পারদ।
20. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা –
(a) দিল্লি (b) এলাহাবাদ (c) আমেদাবাদ (d) কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত
উত্তর: (b) এলাহাবাদ।
21. চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন –
(a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) দ্বিগুণ হয়
উত্তর: (b) কমে।
22. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম –
(a) মাউন্ট এভারেস্ট (b) নন্দাদেবী (c) কাঞ্চনজঙ্ঘা (d) কারাকোরাম
উত্তর: (c) কাঞ্চনজঙ্ঘা।
23. ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল –
(a) নয়াচর (b) লোহাচড়া (c) মাজুলি (d) সাগরদ্বীপ
উত্তর: (c) মাজুলি।
24. শরৎকালীন বিষুব বলে –
(a) 21 মার্চ (b) 21 জুন (c) 23 সেপ্টেম্বর (d) 24 অক্টোবর
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
25. আর্সেনিক দূষণের ফলে –
(a) মিনামাটা (b) ব্ল্যাকফুট (c) ডিসলেক্সিয়া (d) আমাশয় রোগ হয়
উত্তর: (b) ব্ল্যাকফুট।
26. নিরক্ষরেখার উভয় দিকে 1° অন্তর মোট –
(a) 90টি (b) 179 টি (c) 89 টি (d) 92 টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে
উত্তর: (a) 90টি।
27. একটি বিষাক্ত ভারী ধাতু হল –
(a) তামা (b) পারদ (c) লোহা (d) নিকেল
উত্তর: (b) পারদ।
28. বায়ুর গতিবেগ মাপা হয় –
(a) হাইগ্রোমিটার (b) ব্যারোমিটার (c) অ্যানিমোমিটার (d) বাতপতাকা দ্বারা
উত্তর: (c) অ্যানিমোমিটার।
29. বড়োদিনে দক্ষিণ গোলার্ধে –
(a) গ্রীষ্ম (b) শীত (c) শরৎ (d) বসন্তকাল বিরাজ করে
উত্তর: (a) গ্রীষ্ম।
30. ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হল –
(a) তারিফা অন্তরীপ (b) নর্থ অন্তরীপ (c) উত্তমাশা অন্তরীপ (d) হর্ন অন্তরীপ
উত্তর: (a) তারিফা অন্তরীপ।
31. ইতালির দীর্ঘতম নদী –
(a) সিন (b) রোন (c) পো (d) দানিয়ুব
উত্তর: (c) পো।
32. রূঢ় অঞ্চলের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল –
(a) ডুইসবার্গ (b) গ্লাডবাক (c) রেকলিং (d) হ্যাগেন
উত্তর: (a) ডুইসবার্গ।
(a) 21 মার্চ (b) 22 ডিসেম্বর (c) 21 জুন (d) 22 সেপ্টেম্বর
উত্তর: (c) 21 জুন।
18. রূঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল –
(a) লোহা (b) কয়লা (c) চুনাপাথর (d) খনিজ তেল
উত্তর: (b) কয়লা।
19. মিনামাটা রোগ হয় –
(a) পারদ (b) সিসা (c) ক্যাডমিয়াম (d) আর্সেনিক দূষণের ফলে
উত্তর: (a) পারদ।
20. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা –
(a) দিল্লি (b) এলাহাবাদ (c) আমেদাবাদ (d) কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত
উত্তর: (b) এলাহাবাদ।
21. চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন –
(a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) দ্বিগুণ হয়
উত্তর: (b) কমে।
22. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম –
(a) মাউন্ট এভারেস্ট (b) নন্দাদেবী (c) কাঞ্চনজঙ্ঘা (d) কারাকোরাম
উত্তর: (c) কাঞ্চনজঙ্ঘা।
23. ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল –
(a) নয়াচর (b) লোহাচড়া (c) মাজুলি (d) সাগরদ্বীপ
উত্তর: (c) মাজুলি।
24. শরৎকালীন বিষুব বলে –
(a) 21 মার্চ (b) 21 জুন (c) 23 সেপ্টেম্বর (d) 24 অক্টোবর
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
25. আর্সেনিক দূষণের ফলে –
(a) মিনামাটা (b) ব্ল্যাকফুট (c) ডিসলেক্সিয়া (d) আমাশয় রোগ হয়
উত্তর: (b) ব্ল্যাকফুট।
26. নিরক্ষরেখার উভয় দিকে 1° অন্তর মোট –
(a) 90টি (b) 179 টি (c) 89 টি (d) 92 টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে
উত্তর: (a) 90টি।
27. একটি বিষাক্ত ভারী ধাতু হল –
(a) তামা (b) পারদ (c) লোহা (d) নিকেল
উত্তর: (b) পারদ।
28. বায়ুর গতিবেগ মাপা হয় –
(a) হাইগ্রোমিটার (b) ব্যারোমিটার (c) অ্যানিমোমিটার (d) বাতপতাকা দ্বারা
উত্তর: (c) অ্যানিমোমিটার।
29. বড়োদিনে দক্ষিণ গোলার্ধে –
(a) গ্রীষ্ম (b) শীত (c) শরৎ (d) বসন্তকাল বিরাজ করে
উত্তর: (a) গ্রীষ্ম।
30. ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হল –
(a) তারিফা অন্তরীপ (b) নর্থ অন্তরীপ (c) উত্তমাশা অন্তরীপ (d) হর্ন অন্তরীপ
উত্তর: (a) তারিফা অন্তরীপ।
31. ইতালির দীর্ঘতম নদী –
(a) সিন (b) রোন (c) পো (d) দানিয়ুব
উত্তর: (c) পো।
32. রূঢ় অঞ্চলের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল –
(a) ডুইসবার্গ (b) গ্লাডবাক (c) রেকলিং (d) হ্যাগেন
উত্তর: (a) ডুইসবার্গ।
33. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে –
(a) 55° (b) 66° (c) 66½° (d) 90° কোণ করে অবস্থিত
উত্তর: (c) 66½°।
34. পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে –
(a) দিন-রাত্রি (b) ঋতু পরিবর্তন (c) জোয়ারভাটা (d) মেরুপ্রভা দেখা যায়
উত্তর: (b) ঋতু পরিবর্তন।
35. মূলমধ্যরেখার মান –
(a) 0° পূর্ব (b) 90° উত্তর (c) 0° (d) 180°
উত্তর: (c) 0°।
36. গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য –
(a) 5 ঘণ্টা 30 মিনিট (b) 4 ঘণ্টা (c) 6 ঘণ্টা (d) 7 ঘণ্টা
উত্তর: (a) 5 ঘণ্টা 30 মিনিট।
37. বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম –
(a) ব্যারোমিটার (b) অ্যানিমোমিটার (c) থার্মোমিটার (d) হাইগ্রোমিটার
উত্তর: (a) ব্যারোমিটার।
38. বায়ুচাপ কোন্ এককে প্রকাশ করা হয়? –
(a) কিলোগ্রাম (b) মিলিবার (c) সেন্টিমিটার (d) ইঞ্চি
উত্তর: (b) মিলিবার।
39. ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হল –
(a) আল্পস (b) সাতপুরা (c) ফুজিয়ামা (d) হিমালয় পর্বত
উত্তর: (b) সাতপুরা।
40. ‘টেবিল ল্যান্ড' বলা হয় –
(a) মালভূমি (b) পর্বত (c) সমভূমি (d) মরুভূমি
উত্তর: (a) মালভূমি।
41. একটি আন্তর্জাতিক নদী হল –
(a) দামোদর (b) সিন্ধু (c) অজয় (d) সুবর্ণরেখা নদী
উত্তর: (b) সিন্ধু।
42. নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হল –
(a) বদ্বীপ (b) মিয়েন্ডার (c) জলপ্রপাত (d) ক্যানিয়ন
উত্তর: (a) বদ্বীপ।
43. পৃথিবীর মোট 100 ভাগ জলের –
(a) 50 ভাগ (b) 75 ভাগ (c) 95 ভাগ (d) 97 ভাগ হল সমুদ্রের নোনা জল
উত্তর: (d) 97 ভাগ।
44. ব্ল্যাকফুট রোগটি –
(a) ফ্লুরাইড দূষণ (b) ক্যাডমিয়াম দূষণ (c) আর্সেনিক দূষণ (d) ইউট্রোফিকেশনের কারণে ঘটে
উত্তর: (c) আর্সেনিক দূষণ।
45. অ্যাসিড বৃষ্টির ফলে –
(a) বায়ু দূষণ (b) মাটি দূষণ (c) শব্দ দূষণ (d) দৃশ্য দূষণ হয়
উত্তর: (b) মাটি দূষণ।
46. ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে –
(a) 1984 (b) 1990 (c) 1994 (d) 2000 সালে
উত্তর: (a) 1984।
47. ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম –
(a) মাউন্ট কিলিমাঞ্জারো (b) মাউন্ট এলবুর্জ (c) মাউন্ট এভারেস্ট (d) মঁ-রাঁ
উত্তর: (b) মাউন্ট এলবুর্জ।
48. ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম হল –
(a) চিল্কা (b) ভূমধ্যসাগর (c) ভিক্টোরিয়া (d) ল্যাডোগা হ্রদ
উত্তর: (d) ল্যাডোগা হ্রদ।
(a) 55° (b) 66° (c) 66½° (d) 90° কোণ করে অবস্থিত
উত্তর: (c) 66½°।
34. পৃথিবীর সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে –
(a) দিন-রাত্রি (b) ঋতু পরিবর্তন (c) জোয়ারভাটা (d) মেরুপ্রভা দেখা যায়
উত্তর: (b) ঋতু পরিবর্তন।
35. মূলমধ্যরেখার মান –
(a) 0° পূর্ব (b) 90° উত্তর (c) 0° (d) 180°
উত্তর: (c) 0°।
36. গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য –
(a) 5 ঘণ্টা 30 মিনিট (b) 4 ঘণ্টা (c) 6 ঘণ্টা (d) 7 ঘণ্টা
উত্তর: (a) 5 ঘণ্টা 30 মিনিট।
37. বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম –
(a) ব্যারোমিটার (b) অ্যানিমোমিটার (c) থার্মোমিটার (d) হাইগ্রোমিটার
উত্তর: (a) ব্যারোমিটার।
38. বায়ুচাপ কোন্ এককে প্রকাশ করা হয়? –
(a) কিলোগ্রাম (b) মিলিবার (c) সেন্টিমিটার (d) ইঞ্চি
উত্তর: (b) মিলিবার।
39. ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হল –
(a) আল্পস (b) সাতপুরা (c) ফুজিয়ামা (d) হিমালয় পর্বত
উত্তর: (b) সাতপুরা।
40. ‘টেবিল ল্যান্ড' বলা হয় –
(a) মালভূমি (b) পর্বত (c) সমভূমি (d) মরুভূমি
উত্তর: (a) মালভূমি।
41. একটি আন্তর্জাতিক নদী হল –
(a) দামোদর (b) সিন্ধু (c) অজয় (d) সুবর্ণরেখা নদী
উত্তর: (b) সিন্ধু।
42. নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হল –
(a) বদ্বীপ (b) মিয়েন্ডার (c) জলপ্রপাত (d) ক্যানিয়ন
উত্তর: (a) বদ্বীপ।
43. পৃথিবীর মোট 100 ভাগ জলের –
(a) 50 ভাগ (b) 75 ভাগ (c) 95 ভাগ (d) 97 ভাগ হল সমুদ্রের নোনা জল
উত্তর: (d) 97 ভাগ।
44. ব্ল্যাকফুট রোগটি –
(a) ফ্লুরাইড দূষণ (b) ক্যাডমিয়াম দূষণ (c) আর্সেনিক দূষণ (d) ইউট্রোফিকেশনের কারণে ঘটে
উত্তর: (c) আর্সেনিক দূষণ।
45. অ্যাসিড বৃষ্টির ফলে –
(a) বায়ু দূষণ (b) মাটি দূষণ (c) শব্দ দূষণ (d) দৃশ্য দূষণ হয়
উত্তর: (b) মাটি দূষণ।
46. ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে –
(a) 1984 (b) 1990 (c) 1994 (d) 2000 সালে
উত্তর: (a) 1984।
47. ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম –
(a) মাউন্ট কিলিমাঞ্জারো (b) মাউন্ট এলবুর্জ (c) মাউন্ট এভারেস্ট (d) মঁ-রাঁ
উত্তর: (b) মাউন্ট এলবুর্জ।
48. ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম হল –
(a) চিল্কা (b) ভূমধ্যসাগর (c) ভিক্টোরিয়া (d) ল্যাডোগা হ্রদ
উত্তর: (d) ল্যাডোগা হ্রদ।
49. যে বছর লিপইয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় –
(a) 365 (b) 366 (c) 367 (d) 368
উত্তর: (b) 366।
50. লাঠির ছায়া দিনের মধ্যে যে সময়টিতে সবচেয়ে ছোটো হয় –
(a) সকালবেলা (b) দুপুরবেলা (c) বিকেলবেলা (d) সন্ধ্যাবেলা
উত্তর: (b) দুপুরবেলা।
51. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখাটির মান হল –
(a) 82°30' পূর্ব (b) 88°30' পূর্ব (c) 90°30' পূর্ব (d) 92°30' পূর্ব
উত্তর: (a) 82°30' পূর্ব।
52. সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হল –
(a) কর্কটক্রান্তি রেখা (b) মকরক্রান্তি রেখা (c) সুমেরুবৃত্ত রেখা (d) নিরক্ষরেখা
উত্তর: (d) নিরক্ষরেখা।
53. পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক –
(a) একটু বৃদ্ধি পায় (b) অনেক বৃদ্ধি পায় (c) কমে যায় (d) প্রায় একইরকম থাকে
উত্তর: (c) কমে যায়।
54. বায়ুচাপ কক্ষের বিস্তার –
(a) দক্ষিণ গোলার্ধে (b) উত্তর গোলার্ধে (c) পূর্ব গোলার্ধে (d) পশ্চিম গোলার্ধে বেশি
উত্তর: (b) উত্তর গোলার্ধে।
55. ‘পৃথিবীর ছাদ’ হল –
(a) পামির মালভূমি (b) লাদাখ মালভূমি (c) মালব মালভূমি (d) তিব্বত মালভূমি
উত্তর: (a) পামির মালভূমি।
56. মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি সান্দ্র থকথকে –
(a) লিথোস্ফিয়ার (b) বায়োস্ফিয়ার (c) অ্যাথেনোস্ফিয়ার (d) সেন্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে
উত্তর: (c) অ্যাথেনোস্ফিয়ার।
57. শাখানদী প্রধানত সৃষ্টি হয় –
(a) উচ্চ প্রবাহে (b) মধ্য প্রবাহে (c) বদ্বীপ প্রবাহে (d) কোনোটিই সঠিক নয়
উত্তর: (b) মধ্য প্রবাহে।
58. নদী প্রবল বেগে মোহানায় সমুদ্রে এসে মিশলে সাধারণত –
(a) মিয়েন্ডার (b) বদ্বীপ (c) নদী দ্বীপ (d) খাঁড়ি তৈরি হয়
উত্তর: (b) বদ্বীপ।
59. মিনামাটা রোগ হয় –
(a) ক্যাডমিয়াম (b) সিসা (c) পারদ (d) ফ্লুরাইড জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে
উত্তর: (c) পারদ।
60. ইজরায়েলে ব্যবহৃত জলের –
(a) 30 শতাংশ (b) 40 শতাংশ (c) 60 শতাংশ (d) 70 শতাংশ সেচের কার্যে পুনরায় ব্যবহৃত হয়
উত্তর: (d) 70 শতাংশ।
61. ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে –
(a) 1960 (b) 1984 (c) 1986 (d) 1994 সালে
উত্তর: (c) 1986।
62. পুরুলিয়ার মাটি –
(a) অতি উর্বর (b) মাঝারি উর্বর (c) অল্প উর্বর (d) অত্যন্ত রুক্ষ
উত্তর: (d) অত্যন্ত রুক্ষ।
63. ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি –
(a) স্তেপ (b) নাতিশীতোয় পর্ণমোচী (c) তৈগা (d) সেলভা নামেও পরিচিত
উত্তর: (c) তৈগা।
64. লন্ডনের প্রধান বিমানবন্দরটি হল –
(a) আমস্টারডাম (b) হিথরো (c) ফ্রাঙ্কফুট (d) মিউনিখ
উত্তর: (b) হিথরো।
(a) 365 (b) 366 (c) 367 (d) 368
উত্তর: (b) 366।
50. লাঠির ছায়া দিনের মধ্যে যে সময়টিতে সবচেয়ে ছোটো হয় –
(a) সকালবেলা (b) দুপুরবেলা (c) বিকেলবেলা (d) সন্ধ্যাবেলা
উত্তর: (b) দুপুরবেলা।
51. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখাটির মান হল –
(a) 82°30' পূর্ব (b) 88°30' পূর্ব (c) 90°30' পূর্ব (d) 92°30' পূর্ব
উত্তর: (a) 82°30' পূর্ব।
52. সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হল –
(a) কর্কটক্রান্তি রেখা (b) মকরক্রান্তি রেখা (c) সুমেরুবৃত্ত রেখা (d) নিরক্ষরেখা
উত্তর: (d) নিরক্ষরেখা।
53. পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক –
(a) একটু বৃদ্ধি পায় (b) অনেক বৃদ্ধি পায় (c) কমে যায় (d) প্রায় একইরকম থাকে
উত্তর: (c) কমে যায়।
54. বায়ুচাপ কক্ষের বিস্তার –
(a) দক্ষিণ গোলার্ধে (b) উত্তর গোলার্ধে (c) পূর্ব গোলার্ধে (d) পশ্চিম গোলার্ধে বেশি
উত্তর: (b) উত্তর গোলার্ধে।
55. ‘পৃথিবীর ছাদ’ হল –
(a) পামির মালভূমি (b) লাদাখ মালভূমি (c) মালব মালভূমি (d) তিব্বত মালভূমি
উত্তর: (a) পামির মালভূমি।
56. মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি সান্দ্র থকথকে –
(a) লিথোস্ফিয়ার (b) বায়োস্ফিয়ার (c) অ্যাথেনোস্ফিয়ার (d) সেন্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে
উত্তর: (c) অ্যাথেনোস্ফিয়ার।
57. শাখানদী প্রধানত সৃষ্টি হয় –
(a) উচ্চ প্রবাহে (b) মধ্য প্রবাহে (c) বদ্বীপ প্রবাহে (d) কোনোটিই সঠিক নয়
উত্তর: (b) মধ্য প্রবাহে।
58. নদী প্রবল বেগে মোহানায় সমুদ্রে এসে মিশলে সাধারণত –
(a) মিয়েন্ডার (b) বদ্বীপ (c) নদী দ্বীপ (d) খাঁড়ি তৈরি হয়
উত্তর: (b) বদ্বীপ।
59. মিনামাটা রোগ হয় –
(a) ক্যাডমিয়াম (b) সিসা (c) পারদ (d) ফ্লুরাইড জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে
উত্তর: (c) পারদ।
60. ইজরায়েলে ব্যবহৃত জলের –
(a) 30 শতাংশ (b) 40 শতাংশ (c) 60 শতাংশ (d) 70 শতাংশ সেচের কার্যে পুনরায় ব্যবহৃত হয়
উত্তর: (d) 70 শতাংশ।
61. ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে –
(a) 1960 (b) 1984 (c) 1986 (d) 1994 সালে
উত্তর: (c) 1986।
62. পুরুলিয়ার মাটি –
(a) অতি উর্বর (b) মাঝারি উর্বর (c) অল্প উর্বর (d) অত্যন্ত রুক্ষ
উত্তর: (d) অত্যন্ত রুক্ষ।
63. ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি –
(a) স্তেপ (b) নাতিশীতোয় পর্ণমোচী (c) তৈগা (d) সেলভা নামেও পরিচিত
উত্তর: (c) তৈগা।
64. লন্ডনের প্রধান বিমানবন্দরটি হল –
(a) আমস্টারডাম (b) হিথরো (c) ফ্রাঙ্কফুট (d) মিউনিখ
উত্তর: (b) হিথরো।
65. বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র হল –
(a) ইরাক (b) ঘাওয়ার (c) কুয়েত
উত্তর: (b) ঘাওয়ার।
66. ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে –
(a) জিব্রাল্টার প্রণালী (b) ভারত মহাসাগর (c) সুয়েজ খাল
উত্তর: (a) জিব্রাল্টার প্রণালী।
67. জলে পারদ দূষণের ফলে –
(a) কলেরা (b) টাইফয়েড (c) মিনামাটা অসুখ হয়
উত্তর: (c) মিনামাটা অসুখ হয়।
68. কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে মাটির –
(a) খাদ্যগুণ নষ্ট হয় (b) খাদ্যগুণ বাড়ে (c) খাদ্যগুণ একই থাকে
উত্তর: (a) খাদ্যগুণ নষ্ট হয়।
69. এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় আছে –
(a) আল্পস পর্বত (b) হিমালয় পর্বত (c) ইউরাল পর্বত
উত্তর: (c) ইউরাল পর্বত।
70. অ্যাসিড বৃষ্টির ফলে হয় –
(a) শব্দ দূষণ (b) মাটি দূষণ (c) বায়ু দূষণ
উত্তর: (c) বায়ু দূষণ।
71. ব্ল্যাকফুট ব্যাধি হয় –
(a) পারদ (b) ক্যাডমিয়াম (c) আর্সেনিক দূষণের ফলে
উত্তর: (c) আর্সেনিক।
72. পোল্ডারভূমির প্রধান নদী হল –
(a) নিল (b) রাইন (c) জাম্বেসি
উত্তর: (b) রাইন।
73. সবচেয়ে বড়ো পোল্ডারভূমি প্রকল্পটি হল –
(a) জিপে (b) জুইডার জি (c) প্রিন্স আলেকজান্ডার
উত্তর: (b) জুইডার জি।
74. আফ্রিকা পৃথিবীর –
(a) দ্বিতীয় (b) তৃতীয় (c) ষষ্ঠ বৃহত্তম মহাদেশ
উত্তর: (a) দ্বিতীয়।
75. ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা –
(a) 34 টি (b) 56 টি (c) 60টি
উত্তর: (b) 56 টি।
76. রুঢ় অঞ্চলের জলবায়ু –
(a) ক্রান্তীয় (b) নাতিশীতোষ্ণ (c) তুন্দ্রা প্রকৃতির
উত্তর: (b) নাতিশীতোষ্ণ।
77. পোল্ডারভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় –
(a) ক্লোভার ঘাস (b) যব (c) আলফা আলফা ঘাস
উত্তর: (c) আলফা আলফা ঘাস।
78. ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি –
(a) স্তেপ (b) সাভানা (c) ভেল্ড নামে পরিচিত
উত্তর: (a) স্তেপ।
79. সাহারা মরুভূমির ওপর যে গরম আর শুকনো বাতাস বয়ে যায়, তাকে স্থানীয় ভাষায় বলে –
(a) সাইমুম (b) খামসিন (c) হারমাট্রান
উত্তর: (b) খামসিন ।
80. আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী হল –
(a) অরেঞ্জ (b) কঙ্গো (c) জাম্বেসি
উত্তর: (b) কঙ্গো।
(a) ইরাক (b) ঘাওয়ার (c) কুয়েত
উত্তর: (b) ঘাওয়ার।
66. ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে –
(a) জিব্রাল্টার প্রণালী (b) ভারত মহাসাগর (c) সুয়েজ খাল
উত্তর: (a) জিব্রাল্টার প্রণালী।
67. জলে পারদ দূষণের ফলে –
(a) কলেরা (b) টাইফয়েড (c) মিনামাটা অসুখ হয়
উত্তর: (c) মিনামাটা অসুখ হয়।
68. কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে মাটির –
(a) খাদ্যগুণ নষ্ট হয় (b) খাদ্যগুণ বাড়ে (c) খাদ্যগুণ একই থাকে
উত্তর: (a) খাদ্যগুণ নষ্ট হয়।
69. এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় আছে –
(a) আল্পস পর্বত (b) হিমালয় পর্বত (c) ইউরাল পর্বত
উত্তর: (c) ইউরাল পর্বত।
70. অ্যাসিড বৃষ্টির ফলে হয় –
(a) শব্দ দূষণ (b) মাটি দূষণ (c) বায়ু দূষণ
উত্তর: (c) বায়ু দূষণ।
71. ব্ল্যাকফুট ব্যাধি হয় –
(a) পারদ (b) ক্যাডমিয়াম (c) আর্সেনিক দূষণের ফলে
উত্তর: (c) আর্সেনিক।
72. পোল্ডারভূমির প্রধান নদী হল –
(a) নিল (b) রাইন (c) জাম্বেসি
উত্তর: (b) রাইন।
73. সবচেয়ে বড়ো পোল্ডারভূমি প্রকল্পটি হল –
(a) জিপে (b) জুইডার জি (c) প্রিন্স আলেকজান্ডার
উত্তর: (b) জুইডার জি।
74. আফ্রিকা পৃথিবীর –
(a) দ্বিতীয় (b) তৃতীয় (c) ষষ্ঠ বৃহত্তম মহাদেশ
উত্তর: (a) দ্বিতীয়।
75. ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা –
(a) 34 টি (b) 56 টি (c) 60টি
উত্তর: (b) 56 টি।
76. রুঢ় অঞ্চলের জলবায়ু –
(a) ক্রান্তীয় (b) নাতিশীতোষ্ণ (c) তুন্দ্রা প্রকৃতির
উত্তর: (b) নাতিশীতোষ্ণ।
77. পোল্ডারভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয় –
(a) ক্লোভার ঘাস (b) যব (c) আলফা আলফা ঘাস
উত্তর: (c) আলফা আলফা ঘাস।
78. ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি –
(a) স্তেপ (b) সাভানা (c) ভেল্ড নামে পরিচিত
উত্তর: (a) স্তেপ।
79. সাহারা মরুভূমির ওপর যে গরম আর শুকনো বাতাস বয়ে যায়, তাকে স্থানীয় ভাষায় বলে –
(a) সাইমুম (b) খামসিন (c) হারমাট্রান
উত্তর: (b) খামসিন ।
80. আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী হল –
(a) অরেঞ্জ (b) কঙ্গো (c) জাম্বেসি
উত্তর: (b) কঙ্গো।
81. শরৎকালীন বিষুব বলা হয় –
(a) 21 মার্চ (b) 21 জুন (c) 23 সেপ্টেম্বর (d) 22 ডিসেম্বর
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
82. উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান –
(a) জুন মাসে (b) ডিসেম্বর মাসে (c) জুলাই মাসে (d) মার্চ মাসে
উত্তর: (b) ডিসেম্বর মাসে।
83. লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমার মান –
(a) 145° পশ্চিম (b) 90° পূর্ব (c) 23° পূর্ব (d) 0°
উত্তর: (d) 0°।
84. আবর্তন গতিতে এক ঘণ্টায় পৃথিবী ঘোরে –
(a) 4° (b) 10° (c) 15° (d) 20°
উত্তর: (c) 15°।
85. ব্যারোমিটার আবিষ্কার করেন –
(a) টরিসেলি (b) নিউটন (c) গ্যালিলিও (d) সিক্স
উত্তর: (a) টরিসেলি।
86. সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর —
(a) উচ্চচাপের কারণে (b) নিম্নচাপের কারণে (c) সমচাপের কারণে (d) কোনোটিই নয়
উত্তর: (b) নিম্নচাপের কারণে।
87. একটি আগ্নেয়গিরির নাম হল –
(a) ব্ল্যাক ফরেস্ট (b) ভোজ (c) আল্পস (d) ফুজিয়ামা
উত্তর: (d) ফুজিয়ামা।
88. পর্বতের ওপরের দিকে সরু ছুঁচোলো অংশটি হল –
(a) পর্বতশৃঙ্গ (b) পর্বতগ্রন্থি (c) পর্বতশ্রেণি (d) পর্বত উপত্যকা
উত্তর: (a) পর্বতশৃঙ্গ।
89. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর –
(a) ক্ষয় (b) বহন (c) সঞ্জয় (d) বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়
উত্তর: (a) ক্ষয়।
90. একটি আন্তর্জাতিক নদী হল –
(a) লুনি (b) ব্রহ্মপুত্র (c) গোদাবরী (d) ইছামতী
উত্তর: (b) ব্রহ্মপুত্র।
91. আর্সেনিকের প্রভাবে –
(a) ফ্লুরোসিস (b) ইতাই ইতাই (c) ব্ল্যাকফুট (d) মিনামাটা রোগ হয়
উত্তর:(c) ব্ল্যাকফুট ।
92. পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদুজল? –
(a) 97% (b) 3% (c) 85% (d) 1%
উত্তর: (b) 3%।
93. ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে –
(a) 1982 (b) 1984 (c) 1986 (d) 1988
উত্তর: (b) 1984।
94. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা –
(a) বৃদ্ধি পায় (b) একই থাকে (c) হ্রাস পায় (d) কোনোটিই নয়
উত্তর:(c) হ্রাস পায় ।
95. নেদারল্যান্ডের রাজধানী –
(a) দি হেগ (b) আমস্টারডাম (c) রটারডাম (d) গ্রোনিয়েন
উত্তর: (b) আমস্টারডাম।
96. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল –
(a) তৈগা (b) স্তেপ (c) ভেল্ড (d) সেলভা
উত্তর: (a) তৈগা।
97. শরৎকালীন বিষুব বলা হয় – (a) 21 মার্চ, (b) 21 জুন, (c) 23 সেপ্টেম্বর, (d) 22 ডিসেম্বর।
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
98. উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান – (a) জুন মাসে, (b) ডিসেম্বর মাসে, (c) জুলাই মাসে, (d) মার্চ মাসে।
উত্তর: (b) ডিসেম্বর মাসে।
99. লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমার মান – (a) 145° পশ্চিম, (b) 90° পূর্ব, (c) 23° পূর্ব, (d) 0°।
উত্তর: (d) 0°।
100. আবর্তন গতিতে এক ঘণ্টায় পৃথিবী ঘোরে – (a) 4°, (b) 10°, (c) 15°, (d) 20°।
উত্তর: (c) 15°।
101. ব্যারোমিটার আবিষ্কার করেন – (a) টরিসেলি, (b) নিউটন, (c) গ্যালিলিও, (d) সিক্স।
উত্তর: (a) টরিসেলি।
102. সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর – (a) উচ্চচাপের কারণে, (b) নিম্নচাপের কারণে, (c) সমচাপের কারণে, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) নিম্নচাপের কারণে।
103. একটি আগ্নেয়গিরির নাম হল – (a) ব্ল্যাক ফরেস্ট, (b) ভোজ, (c) আল্পস, (d) ফুজিয়ামা।
উত্তর: (d) ফুজিয়ামা।
104. পর্বতের ওপরের দিকে সরু ছুঁচোলো অংশটি হল – (a) পর্বতশৃঙ্গ, (b) পর্বতগ্রন্থি, (c) পর্বতশ্রেণি, (d) পর্বত উপত্যকা।
উত্তর: (a) পর্বতশৃঙ্গ।
105. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়, (d) বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়।
উত্তর: (a) ক্ষয়।
106. একটি আন্তর্জাতিক নদী হল – (a) লুনি, (b) ব্রহ্মপুত্র, (c) গোদাবরী, (d) ইছামতী।
উত্তর: (b) ব্রহ্মপুত্র।
107. আর্সেনিকের প্রভাবে – (a) ফ্লুরোসিস, (b) ইতাই ইতাই, (c) ব্ল্যাকফুট, (d) মিনামাটা রোগ হয়।
উত্তর: (c) ব্ল্যাকফুট।
108. পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদুজল? – (a) 97%, (b) 3%, (c) 85%, (d) 1%।
উত্তর: (b) 3%।
109. ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে – (a) 1982, (b) 1984, (c) 1986, (d) 1988।
উত্তর: (b) 1984।
110. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা – (a) বৃদ্ধি পায়, (b) একই থাকে, (c) হ্রাস পায়, (d) কোনোটিই নয়।
উত্তর:(c) হ্রাস পায় ।
111. নেদারল্যান্ডের রাজধানী – (a) দি হেগ, (b) আমস্টারডাম, (c) রটারডাম, (d) গ্রোনিয়েন।
উত্তর: (b) আমস্টারডাম।
112. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল – (a) তৈগা, (b) স্তেপ, (c) ভেল্ড, (d) সেলভা।
উত্তর: (a) তৈগা।
113. পরিক্রমণ গতির অপর নাম – (a) আহ্নিক গতি, (b) বার্ষিক গতি, (c) চলন গতি, (d) মধ্যগতি।
উত্তর: (b) বার্ষিক গতি।
114. উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন হল – (a) 21 মার্চ, (b) 22 ডিসেম্বর, (c) 21 জুন, (d) 22 সেপ্টেম্বর।
উত্তর: (c) 21 জুন।
115. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম - (a) ব্যারোমিটার, (b) হাইগ্রোমিটার, (c) থার্মোমিটার, (d) রেনগঞ্জ।
উত্তর: (a) ব্যারোমিটার।
116. টেথিস সাগরে সঞ্চিত পলি প্রচণ্ড চাপে - (a) চ্যুতি, (b) ভাঁজ, (c) অগ্ন্যুৎপাত, (d) ভূমিকম্প-এর সৃষ্টি করেছে।
উত্তর: (b) ভাঁজ।
117. একটি আদর্শ নদী হল – (a) লুনি, (b) গঙ্গা, (c) কেলেঘাই, (d) দামোদর।
উত্তর: (b) গঙ্গা।
118. জাপানের ফুজিয়ামা একটি – (a) ভঙ্গিল, (b) স্তূপ, (c) ক্ষয়জাত, (d) আগ্নেয় পর্বত।
উত্তর: (d) আগ্নেয় পর্বত।
119. মিনামাটা রোগ হয় -- (a) পারদ, (b) সিসা, (c) ক্যাডমিয়াম, (d) আর্সেনিক দূষণজনিত কারণে।
উত্তর: (a) পারদ।
120. কোন্ ভূমিরূপে সবচেয়ে বেশি জনবসতি গড়ে উঠেছে? – (a) পর্বত, (b) মালভূমি, (c) সমভূমি, (d) মরুভূমি।
উত্তর: (c) সমভূমি।
121. এশিয়া মহাদেশের উত্তরদিকে প্রবাহিত নদীটি হল – (a) ওব, (b) মেকং, (c) গঙ্গা, (d) সিন্ধু।
উত্তর: (a) ওব।
122. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি – (a) ঘাওয়ার, (b) সাফানিয়া, (c) ধাহরান, (d) মনিফা।
উত্তর: (a) ঘাওয়ার।
123. জুইডার জি হল -- (a) সাগর, (b) হ্রদ, (c) উপসাগর, (d) স্থান।
উত্তর: (c) উপসাগর।
124. পুনঃরপ্তানি বন্দর বলা হয় – (a) রিডিং, (b) চ্যাথাম, (c) অক্সফোর্ড, (d) লন্ডন-কে।
উত্তর: (d) লন্ডন।
125. রুঢ় অঞ্চলের প্রধান নদী হল – (a) টেমস, (b) রাইন, (c) দানিয়ুব, (d) নিপার।
উত্তর: (b) রাইন।
126. তাজমহল কোন্ জাতীয় শিলা দিয়ে তৈরি? – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা, (d) কোনোটিই নয়।
উত্তর:(c) রূপান্তরিত শিলা ।
127. নদী বদ্বীপ সৃষ্টি করে – (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) নিম্নগতিতে।
128. গ্রস্ত উপত্যকা দেখা যায় – (a) ভঙ্গিল, (b) স্তূপ, (c) আগ্নেয়, (d) ক্ষয়জাত পর্বতে।
উত্তর: (b) স্তূপ ।
(a) 21 মার্চ (b) 21 জুন (c) 23 সেপ্টেম্বর (d) 22 ডিসেম্বর
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
82. উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান –
(a) জুন মাসে (b) ডিসেম্বর মাসে (c) জুলাই মাসে (d) মার্চ মাসে
উত্তর: (b) ডিসেম্বর মাসে।
83. লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমার মান –
(a) 145° পশ্চিম (b) 90° পূর্ব (c) 23° পূর্ব (d) 0°
উত্তর: (d) 0°।
84. আবর্তন গতিতে এক ঘণ্টায় পৃথিবী ঘোরে –
(a) 4° (b) 10° (c) 15° (d) 20°
উত্তর: (c) 15°।
85. ব্যারোমিটার আবিষ্কার করেন –
(a) টরিসেলি (b) নিউটন (c) গ্যালিলিও (d) সিক্স
উত্তর: (a) টরিসেলি।
86. সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর —
(a) উচ্চচাপের কারণে (b) নিম্নচাপের কারণে (c) সমচাপের কারণে (d) কোনোটিই নয়
উত্তর: (b) নিম্নচাপের কারণে।
87. একটি আগ্নেয়গিরির নাম হল –
(a) ব্ল্যাক ফরেস্ট (b) ভোজ (c) আল্পস (d) ফুজিয়ামা
উত্তর: (d) ফুজিয়ামা।
88. পর্বতের ওপরের দিকে সরু ছুঁচোলো অংশটি হল –
(a) পর্বতশৃঙ্গ (b) পর্বতগ্রন্থি (c) পর্বতশ্রেণি (d) পর্বত উপত্যকা
উত্তর: (a) পর্বতশৃঙ্গ।
89. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর –
(a) ক্ষয় (b) বহন (c) সঞ্জয় (d) বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়
উত্তর: (a) ক্ষয়।
90. একটি আন্তর্জাতিক নদী হল –
(a) লুনি (b) ব্রহ্মপুত্র (c) গোদাবরী (d) ইছামতী
উত্তর: (b) ব্রহ্মপুত্র।
91. আর্সেনিকের প্রভাবে –
(a) ফ্লুরোসিস (b) ইতাই ইতাই (c) ব্ল্যাকফুট (d) মিনামাটা রোগ হয়
উত্তর:(c) ব্ল্যাকফুট ।
92. পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদুজল? –
(a) 97% (b) 3% (c) 85% (d) 1%
উত্তর: (b) 3%।
93. ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে –
(a) 1982 (b) 1984 (c) 1986 (d) 1988
উত্তর: (b) 1984।
94. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা –
(a) বৃদ্ধি পায় (b) একই থাকে (c) হ্রাস পায় (d) কোনোটিই নয়
উত্তর:(c) হ্রাস পায় ।
95. নেদারল্যান্ডের রাজধানী –
(a) দি হেগ (b) আমস্টারডাম (c) রটারডাম (d) গ্রোনিয়েন
উত্তর: (b) আমস্টারডাম।
96. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল –
(a) তৈগা (b) স্তেপ (c) ভেল্ড (d) সেলভা
উত্তর: (a) তৈগা।
97. শরৎকালীন বিষুব বলা হয় – (a) 21 মার্চ, (b) 21 জুন, (c) 23 সেপ্টেম্বর, (d) 22 ডিসেম্বর।
উত্তর: (c) 23 সেপ্টেম্বর।
98. উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান – (a) জুন মাসে, (b) ডিসেম্বর মাসে, (c) জুলাই মাসে, (d) মার্চ মাসে।
উত্তর: (b) ডিসেম্বর মাসে।
99. লন্ডনের রয়্যাল গ্রিনিচ শহরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমার মান – (a) 145° পশ্চিম, (b) 90° পূর্ব, (c) 23° পূর্ব, (d) 0°।
উত্তর: (d) 0°।
100. আবর্তন গতিতে এক ঘণ্টায় পৃথিবী ঘোরে – (a) 4°, (b) 10°, (c) 15°, (d) 20°।
উত্তর: (c) 15°।
101. ব্যারোমিটার আবিষ্কার করেন – (a) টরিসেলি, (b) নিউটন, (c) গ্যালিলিও, (d) সিক্স।
উত্তর: (a) টরিসেলি।
102. সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় বায়ুর গভীর – (a) উচ্চচাপের কারণে, (b) নিম্নচাপের কারণে, (c) সমচাপের কারণে, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) নিম্নচাপের কারণে।
103. একটি আগ্নেয়গিরির নাম হল – (a) ব্ল্যাক ফরেস্ট, (b) ভোজ, (c) আল্পস, (d) ফুজিয়ামা।
উত্তর: (d) ফুজিয়ামা।
104. পর্বতের ওপরের দিকে সরু ছুঁচোলো অংশটি হল – (a) পর্বতশৃঙ্গ, (b) পর্বতগ্রন্থি, (c) পর্বতশ্রেণি, (d) পর্বত উপত্যকা।
উত্তর: (a) পর্বতশৃঙ্গ।
105. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়, (d) বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়।
উত্তর: (a) ক্ষয়।
106. একটি আন্তর্জাতিক নদী হল – (a) লুনি, (b) ব্রহ্মপুত্র, (c) গোদাবরী, (d) ইছামতী।
উত্তর: (b) ব্রহ্মপুত্র।
107. আর্সেনিকের প্রভাবে – (a) ফ্লুরোসিস, (b) ইতাই ইতাই, (c) ব্ল্যাকফুট, (d) মিনামাটা রোগ হয়।
উত্তর: (c) ব্ল্যাকফুট।
108. পৃথিবীর মোট জলের কত শতাংশ স্বাদুজল? – (a) 97%, (b) 3%, (c) 85%, (d) 1%।
উত্তর: (b) 3%।
109. ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে – (a) 1982, (b) 1984, (c) 1986, (d) 1988।
উত্তর: (b) 1984।
110. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা – (a) বৃদ্ধি পায়, (b) একই থাকে, (c) হ্রাস পায়, (d) কোনোটিই নয়।
উত্তর:(c) হ্রাস পায় ।
111. নেদারল্যান্ডের রাজধানী – (a) দি হেগ, (b) আমস্টারডাম, (c) রটারডাম, (d) গ্রোনিয়েন।
উত্তর: (b) আমস্টারডাম।
112. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল – (a) তৈগা, (b) স্তেপ, (c) ভেল্ড, (d) সেলভা।
উত্তর: (a) তৈগা।
113. পরিক্রমণ গতির অপর নাম – (a) আহ্নিক গতি, (b) বার্ষিক গতি, (c) চলন গতি, (d) মধ্যগতি।
উত্তর: (b) বার্ষিক গতি।
114. উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন হল – (a) 21 মার্চ, (b) 22 ডিসেম্বর, (c) 21 জুন, (d) 22 সেপ্টেম্বর।
উত্তর: (c) 21 জুন।
115. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম - (a) ব্যারোমিটার, (b) হাইগ্রোমিটার, (c) থার্মোমিটার, (d) রেনগঞ্জ।
উত্তর: (a) ব্যারোমিটার।
116. টেথিস সাগরে সঞ্চিত পলি প্রচণ্ড চাপে - (a) চ্যুতি, (b) ভাঁজ, (c) অগ্ন্যুৎপাত, (d) ভূমিকম্প-এর সৃষ্টি করেছে।
উত্তর: (b) ভাঁজ।
117. একটি আদর্শ নদী হল – (a) লুনি, (b) গঙ্গা, (c) কেলেঘাই, (d) দামোদর।
উত্তর: (b) গঙ্গা।
118. জাপানের ফুজিয়ামা একটি – (a) ভঙ্গিল, (b) স্তূপ, (c) ক্ষয়জাত, (d) আগ্নেয় পর্বত।
উত্তর: (d) আগ্নেয় পর্বত।
119. মিনামাটা রোগ হয় -- (a) পারদ, (b) সিসা, (c) ক্যাডমিয়াম, (d) আর্সেনিক দূষণজনিত কারণে।
উত্তর: (a) পারদ।
120. কোন্ ভূমিরূপে সবচেয়ে বেশি জনবসতি গড়ে উঠেছে? – (a) পর্বত, (b) মালভূমি, (c) সমভূমি, (d) মরুভূমি।
উত্তর: (c) সমভূমি।
121. এশিয়া মহাদেশের উত্তরদিকে প্রবাহিত নদীটি হল – (a) ওব, (b) মেকং, (c) গঙ্গা, (d) সিন্ধু।
উত্তর: (a) ওব।
122. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি – (a) ঘাওয়ার, (b) সাফানিয়া, (c) ধাহরান, (d) মনিফা।
উত্তর: (a) ঘাওয়ার।
123. জুইডার জি হল -- (a) সাগর, (b) হ্রদ, (c) উপসাগর, (d) স্থান।
উত্তর: (c) উপসাগর।
124. পুনঃরপ্তানি বন্দর বলা হয় – (a) রিডিং, (b) চ্যাথাম, (c) অক্সফোর্ড, (d) লন্ডন-কে।
উত্তর: (d) লন্ডন।
125. রুঢ় অঞ্চলের প্রধান নদী হল – (a) টেমস, (b) রাইন, (c) দানিয়ুব, (d) নিপার।
উত্তর: (b) রাইন।
126. তাজমহল কোন্ জাতীয় শিলা দিয়ে তৈরি? – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা, (d) কোনোটিই নয়।
উত্তর:(c) রূপান্তরিত শিলা ।
127. নদী বদ্বীপ সৃষ্টি করে – (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) নিম্নগতিতে।
128. গ্রস্ত উপত্যকা দেখা যায় – (a) ভঙ্গিল, (b) স্তূপ, (c) আগ্নেয়, (d) ক্ষয়জাত পর্বতে।
উত্তর: (b) স্তূপ ।
129. ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি – (a) পম্পাস, (b) স্টেপ, (c) সাভানা, (d) ভেল্ড নামে পরিচিত।
উত্তর: (b) স্টেপ।
130. ‘হাজার হ্রদের দেশ' বলা হয় – (a) নরওয়ে, (b) ফিনল্যান্ড, (c) সুইডেন, (d) ডেনমার্ক-কে।
উত্তর: (b) ফিনল্যান্ড।
131. ব্যারোমিটার আবিষ্কার করেন – (a) কোপারনিকাস, (b) গ্যালিলিও, (c) টরিসেলি, (d) ফেরেল।
উত্তর: (c) টরিসেলি।
132. মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে গড়ে ওঠে – (a) দাক্ষিণাত্য মালভূমি, (b) প্লাবনভূমি, (c) লোয়েস সমভূমি, (d) বদ্বীপ সমভূমি।
উত্তর: (c) লোয়েস সমভূমি।
133. টাঙ্গানিকা হ্রদ অবস্থিত – (a) এশিয়া, (b) ইউরোপ, (c) আফ্রিকা, (d) ওশিয়ানিয়া মহাদেশে।
উত্তর: (c) আফ্রিকা।
134. আসোয়ান বাঁধ অবস্থিত – (a) আইভোরি কোস্ট, (b) মিশর, (c) মালি, (d) সুদান-এ।
উত্তর: (b) মিশর।
135. রুঢ় অঞ্চলের প্রধান নদী — (a) দানিয়ুব, (b) রাইন, (c) পো, (d) এব্রো।
উত্তর: (b) রাইন।
136. লন্ডনের জাহাজ মেরামতি শিল্পকেন্দ্রটি হল – (a) লুটন, (b) রিডিং, (c) চ্যাথাম, (d) এসেক্স।
উত্তর: (c) চ্যাথাম।
137. ভিসুভিয়াস একটি - (a) ভঙ্গিল পর্বত, (b) আগ্নেয় পর্বত, (c) স্তূপ পর্বত, (d) ক্ষয়জাত পৰ্বত।
উত্তর: (b) আগ্নেয় পর্বত।
138. দাক্ষিণাত্য মালভূমি হল – (a) পর্বতবেষ্টিত মালভূমি, (b) ব্যবচ্ছিন্ন মালভূমি, (c) লাভা মালভূমি, (d) মহাদেশীয় মালভূমি।
উত্তর: (b) ব্যবচ্ছিন্ন মালভূমি।
139. জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল – (a) 2010, (b) 2011, (c) 2012, (d) 2013 সালে।
উত্তর: (b) 2011।
140. ভারতের একটি আগ্নেয় পর্বত হল – (a) ব্যারেন, (b) ভিসুভিয়াস, (c) এটনা, (d) স্টম্বলি।
উত্তর: (a) ব্যারেন।
141. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) ভেনার, (c) বৈকাল, (d) ল্যাডোগা ।
উত্তর: (d) ল্যাডোগা।
142. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী — (a) CO2, (b) O3, (c) NO2, (d) MIC।
উত্তর: (d) MIC।
143. পৃথিবীর বিষুবরেখা যার সমান দূরত্বে অবস্থিত – (a) পৃথিবীর অক্ষ, (b) দুই মেরুবিন্দু, (c) মূলমধ্যরেখা, (d) আন্তর্জাতিক তারিখরেখা।
উত্তর: (c) মূলমধ্যরেখা।
144. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) কাচ, (c) লৌহ-ইস্পাত, (d) সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (c) লৌহ-ইস্পাত।
উত্তর: (b) স্টেপ।
130. ‘হাজার হ্রদের দেশ' বলা হয় – (a) নরওয়ে, (b) ফিনল্যান্ড, (c) সুইডেন, (d) ডেনমার্ক-কে।
উত্তর: (b) ফিনল্যান্ড।
131. ব্যারোমিটার আবিষ্কার করেন – (a) কোপারনিকাস, (b) গ্যালিলিও, (c) টরিসেলি, (d) ফেরেল।
উত্তর: (c) টরিসেলি।
132. মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে গড়ে ওঠে – (a) দাক্ষিণাত্য মালভূমি, (b) প্লাবনভূমি, (c) লোয়েস সমভূমি, (d) বদ্বীপ সমভূমি।
উত্তর: (c) লোয়েস সমভূমি।
133. টাঙ্গানিকা হ্রদ অবস্থিত – (a) এশিয়া, (b) ইউরোপ, (c) আফ্রিকা, (d) ওশিয়ানিয়া মহাদেশে।
উত্তর: (c) আফ্রিকা।
134. আসোয়ান বাঁধ অবস্থিত – (a) আইভোরি কোস্ট, (b) মিশর, (c) মালি, (d) সুদান-এ।
উত্তর: (b) মিশর।
135. রুঢ় অঞ্চলের প্রধান নদী — (a) দানিয়ুব, (b) রাইন, (c) পো, (d) এব্রো।
উত্তর: (b) রাইন।
136. লন্ডনের জাহাজ মেরামতি শিল্পকেন্দ্রটি হল – (a) লুটন, (b) রিডিং, (c) চ্যাথাম, (d) এসেক্স।
উত্তর: (c) চ্যাথাম।
137. ভিসুভিয়াস একটি - (a) ভঙ্গিল পর্বত, (b) আগ্নেয় পর্বত, (c) স্তূপ পর্বত, (d) ক্ষয়জাত পৰ্বত।
উত্তর: (b) আগ্নেয় পর্বত।
138. দাক্ষিণাত্য মালভূমি হল – (a) পর্বতবেষ্টিত মালভূমি, (b) ব্যবচ্ছিন্ন মালভূমি, (c) লাভা মালভূমি, (d) মহাদেশীয় মালভূমি।
উত্তর: (b) ব্যবচ্ছিন্ন মালভূমি।
139. জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল – (a) 2010, (b) 2011, (c) 2012, (d) 2013 সালে।
উত্তর: (b) 2011।
140. ভারতের একটি আগ্নেয় পর্বত হল – (a) ব্যারেন, (b) ভিসুভিয়াস, (c) এটনা, (d) স্টম্বলি।
উত্তর: (a) ব্যারেন।
141. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) ভেনার, (c) বৈকাল, (d) ল্যাডোগা ।
উত্তর: (d) ল্যাডোগা।
142. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী — (a) CO2, (b) O3, (c) NO2, (d) MIC।
উত্তর: (d) MIC।
143. পৃথিবীর বিষুবরেখা যার সমান দূরত্বে অবস্থিত – (a) পৃথিবীর অক্ষ, (b) দুই মেরুবিন্দু, (c) মূলমধ্যরেখা, (d) আন্তর্জাতিক তারিখরেখা।
উত্তর: (c) মূলমধ্যরেখা।
144. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) কাচ, (c) লৌহ-ইস্পাত, (d) সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (c) লৌহ-ইস্পাত।
145. পৃথিবীর অপসূর অবস্থান হল – (a) 3 জানুয়ারি, (b) 4 জুলাই, (c) 23 সেপ্টেম্বর, (d) 22 ডিসেম্বর।
উত্তর: (b) 4 জুলাই।
146. অধিবর্ষ হল – (a) 2024, (b) 2019, (c) 2022, (d) 2018 সালে।
উত্তর: (a) 2024।
147. কোথায় গেলে পূর্ব ও পশ্চিম গোলার্ধে একসাথে পা দিয়ে দাঁড়ানো যাবে? - (a) এলাহাবাদ, (b) ওয়াশিংটন, (c) আমস্টারডাম, (d) গ্রিনিচ।
উত্তর: (d) গ্রিনিচ।
148. লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য – (a) 5 ঘণ্টা 45 মিনিট, (b) 6 ঘণ্টা, (c) 5 ঘণ্টা 30 মিনিট, (d) 3 ঘণ্টা 30 মিনিট।
উত্তর: (c) 5 ঘণ্টা 30 মিনিট।
149. বায়ুচাপের একক হল – (a) মিলিমিটার, (b) সেন্টিমিটার, (c) মিলিবার, (d) কিলোগ্রাম।
উত্তর: (c) মিলিবার।
150. ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপ হল – (a) মাজুলি, (b) নয়াচর, (c) সাগরদ্বীপ, (d) লাক্ষাদ্বীপ।
উত্তর: (a) মাজুলি।
151. রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল – (a) লোহা, (b) কয়লা, (c) সোনা, (d) বক্সাইট।
উত্তর: (b) কয়লা।
152. ইউরোপের দীর্ঘতম নদীর নাম – (a) দানিয়ুব, (b) ভল্ল্গা, (c) রাইন, (d) টেমস।
উত্তর: (b) ভল্ল্গা।
153. 'হাজার হ্রদের দেশ' বলে - (a) নরওয়ে, (b) সুইডেন, (c) ফিনল্যান্ড, (d) আইসল্যান্ড-কে।
উত্তর: (c) ফিনল্যান্ড।
154. গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রথম কোন্ বিজ্ঞানী প্রণয়ন করেন? – (a) কোপারনিকাস, (b) কেপলার, (c) গ্যালিলিও, (d) আর্যভট্ট।
উত্তর: (b) কেপলার।
155. 100° সেন্টিগ্রেড উয়তায় জল কত মিনিট ফোটালেই বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়?
(a) 10 মিনিট, (b) 15 মিনিট, (c) 20 মিনিট, (d) 25 মিনিট।
উত্তর: (b) 15 মিনিট।
156. ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' হল – (a) ভিসুভিয়াস, (b) এটনা, (c) ব্যারেন, (d) স্ট্রম্বলি।
উত্তর: (d) স্ট্রম্বলি।
157. পৃথিবীর দীর্ঘতম নদী হল – (a) আমাজন, (b) মিসিসিপি, (c) রাইন, (d) নিল।
উত্তর: (d) নিল।
158. ইউরোপ মহাদেশের অন্তর্গত নাতিশীতোষ্ণ তৃণভূমি হল – (a) স্তেপ, (b) পম্পাস, (c) প্রেইরি, (d) ডাউনস্।
উত্তর: (a) স্তেপ।
159. হোয়াংহো সমভূমি কোন্ ধরনের সমভূমি ? - (a) লাভা সমভূমি, (b) পলিগঠিত সমভূমি, (c) উপকূলীয় সমভূমি, (d) লোয়েস সমভূমি।
উত্তর: (d) লোয়েস সমভূমি।
160. বায়ুর চাপ মাপার যন্ত্র হল – (a) ব্যারোমিটার, (b) থার্মোমিটার, (c) অ্যানিমোমিটার, (d) হাইগ্রোমিটার।
উত্তর: (a) ব্যারোমিটার।
উত্তর: (b) 4 জুলাই।
146. অধিবর্ষ হল – (a) 2024, (b) 2019, (c) 2022, (d) 2018 সালে।
উত্তর: (a) 2024।
147. কোথায় গেলে পূর্ব ও পশ্চিম গোলার্ধে একসাথে পা দিয়ে দাঁড়ানো যাবে? - (a) এলাহাবাদ, (b) ওয়াশিংটন, (c) আমস্টারডাম, (d) গ্রিনিচ।
উত্তর: (d) গ্রিনিচ।
148. লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য – (a) 5 ঘণ্টা 45 মিনিট, (b) 6 ঘণ্টা, (c) 5 ঘণ্টা 30 মিনিট, (d) 3 ঘণ্টা 30 মিনিট।
উত্তর: (c) 5 ঘণ্টা 30 মিনিট।
149. বায়ুচাপের একক হল – (a) মিলিমিটার, (b) সেন্টিমিটার, (c) মিলিবার, (d) কিলোগ্রাম।
উত্তর: (c) মিলিবার।
150. ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপ হল – (a) মাজুলি, (b) নয়াচর, (c) সাগরদ্বীপ, (d) লাক্ষাদ্বীপ।
উত্তর: (a) মাজুলি।
151. রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল – (a) লোহা, (b) কয়লা, (c) সোনা, (d) বক্সাইট।
উত্তর: (b) কয়লা।
152. ইউরোপের দীর্ঘতম নদীর নাম – (a) দানিয়ুব, (b) ভল্ল্গা, (c) রাইন, (d) টেমস।
উত্তর: (b) ভল্ল্গা।
153. 'হাজার হ্রদের দেশ' বলে - (a) নরওয়ে, (b) সুইডেন, (c) ফিনল্যান্ড, (d) আইসল্যান্ড-কে।
উত্তর: (c) ফিনল্যান্ড।
154. গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রথম কোন্ বিজ্ঞানী প্রণয়ন করেন? – (a) কোপারনিকাস, (b) কেপলার, (c) গ্যালিলিও, (d) আর্যভট্ট।
উত্তর: (b) কেপলার।
155. 100° সেন্টিগ্রেড উয়তায় জল কত মিনিট ফোটালেই বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়?
(a) 10 মিনিট, (b) 15 মিনিট, (c) 20 মিনিট, (d) 25 মিনিট।
উত্তর: (b) 15 মিনিট।
156. ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' হল – (a) ভিসুভিয়াস, (b) এটনা, (c) ব্যারেন, (d) স্ট্রম্বলি।
উত্তর: (d) স্ট্রম্বলি।
157. পৃথিবীর দীর্ঘতম নদী হল – (a) আমাজন, (b) মিসিসিপি, (c) রাইন, (d) নিল।
উত্তর: (d) নিল।
158. ইউরোপ মহাদেশের অন্তর্গত নাতিশীতোষ্ণ তৃণভূমি হল – (a) স্তেপ, (b) পম্পাস, (c) প্রেইরি, (d) ডাউনস্।
উত্তর: (a) স্তেপ।
159. হোয়াংহো সমভূমি কোন্ ধরনের সমভূমি ? - (a) লাভা সমভূমি, (b) পলিগঠিত সমভূমি, (c) উপকূলীয় সমভূমি, (d) লোয়েস সমভূমি।
উত্তর: (d) লোয়েস সমভূমি।
160. বায়ুর চাপ মাপার যন্ত্র হল – (a) ব্যারোমিটার, (b) থার্মোমিটার, (c) অ্যানিমোমিটার, (d) হাইগ্রোমিটার।
উত্তর: (a) ব্যারোমিটার।
161. যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে বলে – (a) অন্তর্বাহিনী নদী, (b) আন্তর্জাতিক নদী, (c) পূর্ববর্তী নদী, (d) অনিত্যবহ নদী।
উত্তর: (b) আন্তর্জাতিক নদী।
162. উচ্চপ্রবাহে নদীর কাজ হল – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়, (d) বহন ও সঞ্চয়।
উত্তর: (a) ক্ষয়।
163. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) ল্যাডোগা, (c) বৈকাল, (d) ভেনার।
উত্তর: (b) ল্যাডোগা।
164. ব্যারোমিটারকে পাহাড়ের ওপরে নিয়ে গেলে পারদস্তম্ভের উচ্চতা – (a) বাড়ে, (b) কমে, (c) দ্বিগুণ হয়, (d) একই থাকে।
উত্তর: (b) কমে।
165. রুঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল – (a) কয়লা, (b) লোহা, (c) তামা, (d) খনিজ তেল।
উত্তর: (a) কয়লা।
166. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) সিন, (b) জাম্বেসি, (c) নিল, (d) রাইন।
উত্তর: (d) রাইন।
167. পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – (a) নদী অববাহিকা, (b) দোয়াব, (c) ধারণ অববাহিকা, (d) নদী উপত্যকা।
উত্তর: (b) দোয়াব।
168. মাটি দূষণের প্রধান উৎস হল – (a) গ্যাসীয় পদার্থ, (b) তরল বস্তুকণা, (c) কঠিন বর্জ্য পদার্থ, (d) গ্যাসীয় ও তরল বর্জ্য।
উত্তর: (c) কঠিন বর্জ্য পদার্থ।
169. দিনের কোন সময়ে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে? – (a) সকালবেলা, (b) দুপুরবেলা, (c) সন্ধ্যাবেলা, (d) ভোরবেলা।
উত্তর: (b) দুপুরবেলা।
170. (a) আমাশয়, (b) মিনামাটা, (c) ব্ল্যাকফুট, (d) কলেরা – প্রোটোজোয়া ঘটিত রোগ।
উত্তর: (a) আমাশয়।
171. (a) রায়মঙ্গল, (b) গঙ্গা, (c) ব্রহ্মপুত্র, (d) সিন্ধু – নদীতে খাঁড়ি দেখা যায়।
উত্তর: (a) রায়মঙ্গল।
172. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) বস্ত্রবয়ন, (c) লৌহ-ইস্পাত, (d) পশম শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (c) লৌহ-ইস্পাত।
173. কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় – (a) 21 জুন, (b) 21 মাৰ্চ, (c) 23 সেপ্টেম্বর, (d) 21 ডিসেম্বর।
উত্তর: (a) 21 জুন।
174. মুদ্রণ শিল্পের জন্য বিখ্যাত শহরটি হল – (a) এসেন, (b) চ্যাথাম, (c) ওয়ার্ডফোর্ড, (d) ডার্টফোর্ড।
উত্তর: (a) এসেন।
175. আন্তর্জাতিক তারিখরেখা – (a) 0°, (b) 40°, (c) 10°, (d) 180° দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত।
উত্তর: (d) 180°।
176. ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে – (a) AM, (b) PM, (c) IST, (d) GMT।
উত্তর: (c) IST।
উত্তর: (b) আন্তর্জাতিক নদী।
162. উচ্চপ্রবাহে নদীর কাজ হল – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়, (d) বহন ও সঞ্চয়।
উত্তর: (a) ক্ষয়।
163. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) ল্যাডোগা, (c) বৈকাল, (d) ভেনার।
উত্তর: (b) ল্যাডোগা।
164. ব্যারোমিটারকে পাহাড়ের ওপরে নিয়ে গেলে পারদস্তম্ভের উচ্চতা – (a) বাড়ে, (b) কমে, (c) দ্বিগুণ হয়, (d) একই থাকে।
উত্তর: (b) কমে।
165. রুঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল – (a) কয়লা, (b) লোহা, (c) তামা, (d) খনিজ তেল।
উত্তর: (a) কয়লা।
166. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) সিন, (b) জাম্বেসি, (c) নিল, (d) রাইন।
উত্তর: (d) রাইন।
167. পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – (a) নদী অববাহিকা, (b) দোয়াব, (c) ধারণ অববাহিকা, (d) নদী উপত্যকা।
উত্তর: (b) দোয়াব।
168. মাটি দূষণের প্রধান উৎস হল – (a) গ্যাসীয় পদার্থ, (b) তরল বস্তুকণা, (c) কঠিন বর্জ্য পদার্থ, (d) গ্যাসীয় ও তরল বর্জ্য।
উত্তর: (c) কঠিন বর্জ্য পদার্থ।
169. দিনের কোন সময়ে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে? – (a) সকালবেলা, (b) দুপুরবেলা, (c) সন্ধ্যাবেলা, (d) ভোরবেলা।
উত্তর: (b) দুপুরবেলা।
170. (a) আমাশয়, (b) মিনামাটা, (c) ব্ল্যাকফুট, (d) কলেরা – প্রোটোজোয়া ঘটিত রোগ।
উত্তর: (a) আমাশয়।
171. (a) রায়মঙ্গল, (b) গঙ্গা, (c) ব্রহ্মপুত্র, (d) সিন্ধু – নদীতে খাঁড়ি দেখা যায়।
উত্তর: (a) রায়মঙ্গল।
172. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) বস্ত্রবয়ন, (c) লৌহ-ইস্পাত, (d) পশম শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (c) লৌহ-ইস্পাত।
173. কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় – (a) 21 জুন, (b) 21 মাৰ্চ, (c) 23 সেপ্টেম্বর, (d) 21 ডিসেম্বর।
উত্তর: (a) 21 জুন।
174. মুদ্রণ শিল্পের জন্য বিখ্যাত শহরটি হল – (a) এসেন, (b) চ্যাথাম, (c) ওয়ার্ডফোর্ড, (d) ডার্টফোর্ড।
উত্তর: (a) এসেন।
175. আন্তর্জাতিক তারিখরেখা – (a) 0°, (b) 40°, (c) 10°, (d) 180° দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত।
উত্তর: (d) 180°।
176. ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে – (a) AM, (b) PM, (c) IST, (d) GMT।
উত্তর: (c) IST।
177. পৃথিবীর কক্ষপথটি – (a) বৃত্তাকার, (b) উপবৃত্তাকার, (c) রৈখিক, (d) চৌকাকার।
উত্তর: (b) উপবৃত্তাকার।
178. নিরক্ষরেখার মান – (a) 0°, (b) 90°, (c) 66°, (d) 23°।
উত্তর: (a) 0°।
179. বায়ু শীতল হলে বায়ুর চাপ – (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) ওঠানামা করে।
উত্তর: (a) বাড়ে।
180. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হল – (a) অ্যানিমোমিটার, (b) থার্মোমিটার, (c) বাতপতাকা, (d) ব্যারোমিটার।
উত্তর: (d) ব্যারোমিটার।
181. একটি অধিবর্ষ হল – (a) 2001, (b) 2012, (c) 2010, (d) 2014 সাল।
উত্তর: (b) 2012।
182. ব্ল্যাকফুট রোগ – (a) আর্সেনিক, (b) ফ্লুরোসিস, (c) ক্যাডমিয়াম, (d) ইউট্রোফিকেশন-এর কারণে ঘটে।
উত্তর: (a) আর্সেনিক।
183. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হল – (a) তৈগা, (b) সেলভা, (c) স্তেপ, (d) ভেল্ড।
উত্তর: (a) তৈগা।
184. ইউরোপ পৃথিবীর – (a) দ্বিতীয়, (b) পঞ্চম, (c) ষষ্ঠ, (d) সপ্তম বৃহত্তম মহাদেশ।
উত্তর: (c) ষষ্ঠ ।
185. একটি আদর্শ নদী হল – (a) লুনি, (b) গঙ্গা, (c) কেলেঘাই, (d) সুবর্ণরেখা।
উত্তর: (b) গঙ্গা।
186. আন্তর্জাতিক নদী একাধিক – (a) শহরের, (b) রাজ্যের, (c) দেশের, (d) মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: (c) দেশের।
187. পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত – (a) 1200-1400 মিলিবার, (b) 980-1050 মিলিবার, (c) 900-1090 মিলিবার, (d) 400-650 মিলিবার।
উত্তর: (b) 980-1050 মিলিবার।
188. (a) OPEC, (b) SAARC, (c) WHO, (d) UNICEF – বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে।
উত্তর: (a) OPEC।
189. দুটি পর্বতের মাঝের নীচু অংশকে বলে – (a) উপত্যকা, (b) শৃঙ্গ, (c) ভাঁজ, (d) অ্যান্টিক্লাইন।
উত্তর: (a) উপত্যকা।
190. ‘হাজার হ্রদের দেশ' বলা হয় যে দেশকে, তা হল – (a) নরওয়ে, (b) সুইডেন, (c) ফিনল্যান্ড, (d) ডেনমার্ক।
উত্তর: (c) ফিনল্যান্ড।
191. জুইডার জি হল – (a) সাগর, (b) হ্রদ, (c) উপসাগর, (d) স্থান।
উত্তর:(c) উপসাগর।
192. ভারতের প্রমাণ দ্রাঘিমা – (a) দিল্লি, (b) এলাহাবাদ, (c) আমেদাবাদ, (d) কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত।
উত্তর: (b) এলাহাবাদ।
উত্তর: (b) উপবৃত্তাকার।
178. নিরক্ষরেখার মান – (a) 0°, (b) 90°, (c) 66°, (d) 23°।
উত্তর: (a) 0°।
179. বায়ু শীতল হলে বায়ুর চাপ – (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) ওঠানামা করে।
উত্তর: (a) বাড়ে।
180. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হল – (a) অ্যানিমোমিটার, (b) থার্মোমিটার, (c) বাতপতাকা, (d) ব্যারোমিটার।
উত্তর: (d) ব্যারোমিটার।
181. একটি অধিবর্ষ হল – (a) 2001, (b) 2012, (c) 2010, (d) 2014 সাল।
উত্তর: (b) 2012।
182. ব্ল্যাকফুট রোগ – (a) আর্সেনিক, (b) ফ্লুরোসিস, (c) ক্যাডমিয়াম, (d) ইউট্রোফিকেশন-এর কারণে ঘটে।
উত্তর: (a) আর্সেনিক।
183. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হল – (a) তৈগা, (b) সেলভা, (c) স্তেপ, (d) ভেল্ড।
উত্তর: (a) তৈগা।
184. ইউরোপ পৃথিবীর – (a) দ্বিতীয়, (b) পঞ্চম, (c) ষষ্ঠ, (d) সপ্তম বৃহত্তম মহাদেশ।
উত্তর: (c) ষষ্ঠ ।
185. একটি আদর্শ নদী হল – (a) লুনি, (b) গঙ্গা, (c) কেলেঘাই, (d) সুবর্ণরেখা।
উত্তর: (b) গঙ্গা।
186. আন্তর্জাতিক নদী একাধিক – (a) শহরের, (b) রাজ্যের, (c) দেশের, (d) মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: (c) দেশের।
187. পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত – (a) 1200-1400 মিলিবার, (b) 980-1050 মিলিবার, (c) 900-1090 মিলিবার, (d) 400-650 মিলিবার।
উত্তর: (b) 980-1050 মিলিবার।
188. (a) OPEC, (b) SAARC, (c) WHO, (d) UNICEF – বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে।
উত্তর: (a) OPEC।
189. দুটি পর্বতের মাঝের নীচু অংশকে বলে – (a) উপত্যকা, (b) শৃঙ্গ, (c) ভাঁজ, (d) অ্যান্টিক্লাইন।
উত্তর: (a) উপত্যকা।
190. ‘হাজার হ্রদের দেশ' বলা হয় যে দেশকে, তা হল – (a) নরওয়ে, (b) সুইডেন, (c) ফিনল্যান্ড, (d) ডেনমার্ক।
উত্তর: (c) ফিনল্যান্ড।
191. জুইডার জি হল – (a) সাগর, (b) হ্রদ, (c) উপসাগর, (d) স্থান।
উত্তর:(c) উপসাগর।
192. ভারতের প্রমাণ দ্রাঘিমা – (a) দিল্লি, (b) এলাহাবাদ, (c) আমেদাবাদ, (d) কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত।
উত্তর: (b) এলাহাবাদ।
193. পৃথিবীর কক্ষপথটি হল – (a) বৃত্তাকার, (b) উপবৃত্তাকার, (c) চৌকাকার।
উত্তর: (b) উপবৃত্তাকার।
194. আন্তর্জাতিক নদী একাধিক – (a) শহরের, (b) রাজ্যের, (c) দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: (c) দেশের।
195. (a) দিল্লি, (b) এলাহাবাদ, (c) আমেদাবাদ – এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে।
উত্তর: (b) এলাহাবাদ।
196. 2011 সালে জাপানের – (a) ফুকুসিমায়, (b) চেরনোবিল-এ, (c) টোকিয়োতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) ফুকুসিমায়।
197. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম – (a) তৈগা, (b) স্তেপ, (c) ভেল্ড।
উত্তর: (a) তৈগা।
198. উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ হল – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়।
উত্তর: (a) ক্ষয়।
199. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) বৈকাল, (c) ল্যাডোগা।
উত্তর: (c) ল্যাডোগা।
200. কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় – (a) 21 জুন, (b) 21 মার্চ, (c) 21 ডিসেম্বর।
উত্তর: (a) 21 জুন।
201. নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা – (a) 23°, (b) 66°, (c) 90° কোণে হেলে থাকে।
উত্তর: (c) 90°।
202. ভোপাল গ্যাস দুর্ঘটনাটি – (a) 1984, (b) 1982, (c) 1983 সালে ঘটেছিল।
উত্তর: (a) 1984।
উত্তর: (b) উপবৃত্তাকার।
194. আন্তর্জাতিক নদী একাধিক – (a) শহরের, (b) রাজ্যের, (c) দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তর: (c) দেশের।
195. (a) দিল্লি, (b) এলাহাবাদ, (c) আমেদাবাদ – এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে।
উত্তর: (b) এলাহাবাদ।
196. 2011 সালে জাপানের – (a) ফুকুসিমায়, (b) চেরনোবিল-এ, (c) টোকিয়োতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) ফুকুসিমায়।
197. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম – (a) তৈগা, (b) স্তেপ, (c) ভেল্ড।
উত্তর: (a) তৈগা।
198. উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ হল – (a) ক্ষয়, (b) বহন, (c) সঞ্জয়।
উত্তর: (a) ক্ষয়।
199. ইউরোপের বৃহত্তম হ্রদ হল – (a) ওনেগা, (b) বৈকাল, (c) ল্যাডোগা।
উত্তর: (c) ল্যাডোগা।
200. কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় – (a) 21 জুন, (b) 21 মার্চ, (c) 21 ডিসেম্বর।
উত্তর: (a) 21 জুন।
201. নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা – (a) 23°, (b) 66°, (c) 90° কোণে হেলে থাকে।
উত্তর: (c) 90°।
202. ভোপাল গ্যাস দুর্ঘটনাটি – (a) 1984, (b) 1982, (c) 1983 সালে ঘটেছিল।
উত্তর: (a) 1984।
203. নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে – (a) কাদা, (b) কাগজ, (c) প্লাস্টিক।
উত্তর: (c) প্লাস্টিক।
204. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) জাম্বেসি, (b) নিল, (c) রাইন।
উত্তর: (c) রাইন।
205. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) লৌহ-ইস্পাত, (c) পশম শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (b) লৌহ-ইস্পাত।
206. ইউরোপ পৃথিবীর – (a) দ্বিতীয়, (b) তৃতীয়, (c) ষষ্ঠ বৃহত্তম মহাদেশ।
উত্তর: (c) ষষ্ঠ।
207. ইতালির দীর্ঘতম নদী – (a) পো, (b) সিন, (c) দানিয়ুব।
উত্তর: (a) পো।
208. ফ্লুওরাইড দূষণ থেকে – (a) ব্ল্যাকফুট, (b) ফ্লুরোসিস, (c) মিনামাটা রোগ হয়।
উত্তর: (b) ফ্লুরোসিস।
উত্তর: (c) প্লাস্টিক।
204. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) জাম্বেসি, (b) নিল, (c) রাইন।
উত্তর: (c) রাইন।
205. ডুইসবার্গ শহরটি – (a) কাগজ, (b) লৌহ-ইস্পাত, (c) পশম শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (b) লৌহ-ইস্পাত।
206. ইউরোপ পৃথিবীর – (a) দ্বিতীয়, (b) তৃতীয়, (c) ষষ্ঠ বৃহত্তম মহাদেশ।
উত্তর: (c) ষষ্ঠ।
207. ইতালির দীর্ঘতম নদী – (a) পো, (b) সিন, (c) দানিয়ুব।
উত্তর: (a) পো।
208. ফ্লুওরাইড দূষণ থেকে – (a) ব্ল্যাকফুট, (b) ফ্লুরোসিস, (c) মিনামাটা রোগ হয়।
উত্তর: (b) ফ্লুরোসিস।
209. পৃথিবীর কোনো জায়গার সঠিক অবস্থান জানার আধুনিক ব্যবস্থা হল – (a) GIS, (b) RS, (c) INSAT, (d) GPS।
উত্তর: (d) GPS।
210. ব্ল্যাকফুট ব্যাধি হয় – (a) পারদ, (b) ক্যাডমিয়াম, (c) ফ্লুরাইড, (d) আর্সেনিক দূষণের ফলে।
উত্তর: (d) আর্সেনিক।
211. 1984 সালে ভারতের – (a) ভূপালে, (b) দিল্লিতে, (c) পুনেতে, (d) পাটনাতে বিষাক্ত গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) ভূপালে।
212. ইউরোপের দীর্ঘতম নদীটি হল – (a) রাইন, (b) ভল্গা, (c) নিপার, (d) দানিয়ুব।
উত্তর: (b) ভল্গা।
213. রুঢ় শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হল – (a) মিশ্রকৃষি, (b) ট্রাকফার্মিং, (c) বাগিচা কৃষি, (d) ব্যাপক কৃষি।
উত্তর: (a) মিশ্রকৃষি।
উত্তর: (d) GPS।
210. ব্ল্যাকফুট ব্যাধি হয় – (a) পারদ, (b) ক্যাডমিয়াম, (c) ফ্লুরাইড, (d) আর্সেনিক দূষণের ফলে।
উত্তর: (d) আর্সেনিক।
211. 1984 সালে ভারতের – (a) ভূপালে, (b) দিল্লিতে, (c) পুনেতে, (d) পাটনাতে বিষাক্ত গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) ভূপালে।
212. ইউরোপের দীর্ঘতম নদীটি হল – (a) রাইন, (b) ভল্গা, (c) নিপার, (d) দানিয়ুব।
উত্তর: (b) ভল্গা।
213. রুঢ় শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হল – (a) মিশ্রকৃষি, (b) ট্রাকফার্মিং, (c) বাগিচা কৃষি, (d) ব্যাপক কৃষি।
উত্তর: (a) মিশ্রকৃষি।
214. ভূমধ্যসাগরের 'আলোকস্তম্ভ' বলা হয় – (a) ভিসুভিয়াসকে, (b) স্ট্রম্বলিকে, (c) এটনাকে।
উত্তর: (b) স্ট্রম্বলিকে।
215. ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে রয়েছে – (a) জিব্রাল্টার প্রণালী, (b) সুয়েজ খাল, (c) পানামা খাল।
উত্তর: (a) জিব্রাল্টার প্রণালী।
216. 'হাজার হ্রদের দেশ' বলা হয় – (a) নেদারল্যান্ড, (b) ফিনল্যান্ড, (c) ল্যাপন্যাও-কে।
উত্তর: (b) ফিনল্যান্ড।
217. রুঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ – (a) ফায়ার ক্লে, (b) চুনাপাথর, (c) কয়লা।
উত্তর: (c) কয়লা।
218. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) সিন, (b) জাম্বেসি, (c) রাইন।
উত্তর: (c) রাইন।
উত্তর: (b) স্ট্রম্বলিকে।
215. ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে রয়েছে – (a) জিব্রাল্টার প্রণালী, (b) সুয়েজ খাল, (c) পানামা খাল।
উত্তর: (a) জিব্রাল্টার প্রণালী।
216. 'হাজার হ্রদের দেশ' বলা হয় – (a) নেদারল্যান্ড, (b) ফিনল্যান্ড, (c) ল্যাপন্যাও-কে।
উত্তর: (b) ফিনল্যান্ড।
217. রুঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ – (a) ফায়ার ক্লে, (b) চুনাপাথর, (c) কয়লা।
উত্তর: (c) কয়লা।
218. পোল্ডারভূমির প্রধান নদী হল – (a) সিন, (b) জাম্বেসি, (c) রাইন।
উত্তর: (c) রাইন।
219. শাখানদীর সৃষ্টি হয় – (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে।
উত্তর: (c) নিম্নগতিতে।
220. পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – (a) দোয়াব, (b) জলবিভাজিকা, (c) নদী অববাহিকা।
উত্তর: (a) দোয়াব।
221. ফসল ফলানোর জন্য বেশ ভালো মাটি হল – (a) এঁটেল মাটি, (b) দোআঁশ মাটি, (c) বেলে মাটি।
উত্তর: (b) দোআঁশ মাটি।
222. গ্রানাইট হল একপ্রকার – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা।
উত্তর: (a) আগ্নেয় শিলা।
223. ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ – (a) বেশি, (b) কম, (c) থাকে না।
উত্তর: (b) কম।
224. নিলনদ পতিত হয়েছে – (a) লোহিত সাগরে, (b) ভূমধ্যসাগরে, (c) আরবসাগরে।
উত্তর: (b) ভূমধ্যসাগরে।
225. পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল – (a) দক্ষিণ আফ্রিকায়, (b) উত্তর ইউরোপে, (c) পূর্ব আফ্রিকায়।
উত্তর: (c) পূর্ব আফ্রিকায়।
226. গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ুকে বলে – (a) সাইমুম, (b) লেভেচে, (c) হারমাটান।
উত্তর: (c) হারমাটান।
227. 'হাজার হ্রদের দেশ' বলে যে দেশকে তা হল – (a) নরওয়ে, (b) ফিনল্যান্ড, (c) সুইডেন।
উত্তর: (b) ফিনল্যান্ড।
228. ইতালির দীর্ঘতম নদী হল – (a) সিন, (b) রোন, (c) পো।
উত্তর: (c) পো।
উত্তর: (c) নিম্নগতিতে।
220. পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – (a) দোয়াব, (b) জলবিভাজিকা, (c) নদী অববাহিকা।
উত্তর: (a) দোয়াব।
221. ফসল ফলানোর জন্য বেশ ভালো মাটি হল – (a) এঁটেল মাটি, (b) দোআঁশ মাটি, (c) বেলে মাটি।
উত্তর: (b) দোআঁশ মাটি।
222. গ্রানাইট হল একপ্রকার – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা।
উত্তর: (a) আগ্নেয় শিলা।
223. ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ – (a) বেশি, (b) কম, (c) থাকে না।
উত্তর: (b) কম।
224. নিলনদ পতিত হয়েছে – (a) লোহিত সাগরে, (b) ভূমধ্যসাগরে, (c) আরবসাগরে।
উত্তর: (b) ভূমধ্যসাগরে।
225. পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল – (a) দক্ষিণ আফ্রিকায়, (b) উত্তর ইউরোপে, (c) পূর্ব আফ্রিকায়।
উত্তর: (c) পূর্ব আফ্রিকায়।
226. গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ুকে বলে – (a) সাইমুম, (b) লেভেচে, (c) হারমাটান।
উত্তর: (c) হারমাটান।
227. 'হাজার হ্রদের দেশ' বলে যে দেশকে তা হল – (a) নরওয়ে, (b) ফিনল্যান্ড, (c) সুইডেন।
উত্তর: (b) ফিনল্যান্ড।
228. ইতালির দীর্ঘতম নদী হল – (a) সিন, (b) রোন, (c) পো।
উত্তর: (c) পো।
229. তিব্বত মালভূমি একটি – (a) লাভাগঠিত মালভূমি, (b) মহাদেশীয় মালভূমি, (c) পর্বতবেষ্টিত মালভূমি।
উত্তর: (c) পর্বতবেষ্টিত মালভূমি।
230. পৃথিবীপৃষ্ঠে ভূমির বৈচিত্র্যকে বলে – (a) ভূমিরূপ, (b) পর্বত, (c) মহাদেশ।
উত্তর: (a) ভূমিরূপ।
231. উচ্চতা বাড়ালে বায়ুর চাপ – (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে।
উত্তর: (b) কমে।
232. ভারতের প্রমাণ দ্রাঘিমা – (a) 88°30' পূর্ব, (b) 0°, (c) 82°30' পূর্ব।
উত্তর: (c) 82°30' পূর্ব।
233. তাজমহল তৈরি হয়েছে – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা দিয়ে।
উত্তর: (b) পাললিক শিলা দিয়ে।
234. দি হেগ শহরটি অবস্থিত – (a) নেদারল্যান্ডে, (b) ইংল্যান্ডে, (c) জার্মানিতে।
উত্তর: (a) নেদারল্যান্ডে।
235. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় – (a) গ্রীষ্মকালে, (b) শীতকালে, (c) হেমন্তকালে।
উত্তর: (b) শীতকালে।
236. ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম – (a) সিন, (b) পো, (c) ভল্গা।
উত্তর: (a) সিন।
237. এলবুর্জের উচ্চতা – (a) 4595 মিটার, (b) 5562 মিটার, (c) 5642 মিটার।
উত্তর: (c) 5642 মিটার।
238. আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা – (a) 48টি, (b) 56টি, (c) 74টি।
উত্তর: (b) 56টি।
উত্তর: (c) পর্বতবেষ্টিত মালভূমি।
230. পৃথিবীপৃষ্ঠে ভূমির বৈচিত্র্যকে বলে – (a) ভূমিরূপ, (b) পর্বত, (c) মহাদেশ।
উত্তর: (a) ভূমিরূপ।
231. উচ্চতা বাড়ালে বায়ুর চাপ – (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে।
উত্তর: (b) কমে।
232. ভারতের প্রমাণ দ্রাঘিমা – (a) 88°30' পূর্ব, (b) 0°, (c) 82°30' পূর্ব।
উত্তর: (c) 82°30' পূর্ব।
233. তাজমহল তৈরি হয়েছে – (a) আগ্নেয় শিলা, (b) পাললিক শিলা, (c) রূপান্তরিত শিলা দিয়ে।
উত্তর: (b) পাললিক শিলা দিয়ে।
234. দি হেগ শহরটি অবস্থিত – (a) নেদারল্যান্ডে, (b) ইংল্যান্ডে, (c) জার্মানিতে।
উত্তর: (a) নেদারল্যান্ডে।
235. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় – (a) গ্রীষ্মকালে, (b) শীতকালে, (c) হেমন্তকালে।
উত্তর: (b) শীতকালে।
236. ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম – (a) সিন, (b) পো, (c) ভল্গা।
উত্তর: (a) সিন।
237. এলবুর্জের উচ্চতা – (a) 4595 মিটার, (b) 5562 মিটার, (c) 5642 মিটার।
উত্তর: (c) 5642 মিটার।
238. আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা – (a) 48টি, (b) 56টি, (c) 74টি।
উত্তর: (b) 56টি।
239. বদ্বীপ গঠিত হয় নদীর – (a) উচ্চ, (b) মধ্য, (c) নিম্ন গতিতে।
উত্তর: (c) নিম্ন গতিতে।
240. রুঢ় অঞ্চলের জলবায়ু – (a) শীতল, (b) উষ্ণ, (c) চরম।
উত্তর: (a) শীতল।
241. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা – (a) বৃদ্ধি পায়, (b) একই থাকে, (c) হ্রাস পায়।
উত্তর: (c) হ্রাস পায়।
242. সাহারা মরুভূমি থেকে একরকম উষ্ণ বায়ু প্রবাহিত হয় যাকে স্থানীয় লোকেরা বলে – (a) খামসিন, (b) হারমাট্টান, (c) বোরো।
উত্তর: (a) খামসিন।
243. বিখ্যাত তাজমহল – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলা দিয়ে তৈরি।
উত্তর: (c) রূপান্তরিত শিলা দিয়ে।
244. নাইজার নদীর দৈর্ঘ্য প্রায় – (a) 4,180, (b) 5,180, (c) 6,180 কিমি।
উত্তর: (a) 4,180 কিমি।
245. পোল্ডারভূমির গ্রীষ্মকালীন গড় উষ্ণতা – (a) 16°, (b) 18°, (c) 20° সেলসিয়াস।
উত্তর: (a) 16° সেলসিয়াস।
246. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমির নাম – (a) ভেল্ড, (b) ডাউনস্, (c) প্রেইরি।
উত্তর: (a) ভেল্ড।
উত্তর: (c) নিম্ন গতিতে।
240. রুঢ় অঞ্চলের জলবায়ু – (a) শীতল, (b) উষ্ণ, (c) চরম।
উত্তর: (a) শীতল।
241. রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা – (a) বৃদ্ধি পায়, (b) একই থাকে, (c) হ্রাস পায়।
উত্তর: (c) হ্রাস পায়।
242. সাহারা মরুভূমি থেকে একরকম উষ্ণ বায়ু প্রবাহিত হয় যাকে স্থানীয় লোকেরা বলে – (a) খামসিন, (b) হারমাট্টান, (c) বোরো।
উত্তর: (a) খামসিন।
243. বিখ্যাত তাজমহল – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলা দিয়ে তৈরি।
উত্তর: (c) রূপান্তরিত শিলা দিয়ে।
244. নাইজার নদীর দৈর্ঘ্য প্রায় – (a) 4,180, (b) 5,180, (c) 6,180 কিমি।
উত্তর: (a) 4,180 কিমি।
245. পোল্ডারভূমির গ্রীষ্মকালীন গড় উষ্ণতা – (a) 16°, (b) 18°, (c) 20° সেলসিয়াস।
উত্তর: (a) 16° সেলসিয়াস।
246. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমির নাম – (a) ভেল্ড, (b) ডাউনস্, (c) প্রেইরি।
উত্তর: (a) ভেল্ড।
247. কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় – (a) 21 জুন, (b) 21 মার্চ, (c) 23 সেপ্টেম্বর, (d) 21 ডিসেম্বর।
উত্তর: (a) 21 জুন।
248. এক ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমারেখার সংখ্যা – (a) 180টি, (b) 360টি, (c) 320টি, (d) 365টি।
উত্তর: (b) 360টি।
249. ভারতের দাক্ষিণাত্য মালভূমি হল একটি – (a) পর্বতবেষ্টিত মালভূমি, (b) মহাদেশীয় মালভূমি, (c) লাভাগঠিত মালভূমি, (d) বিচ্ছিন্ন মালভূমি।
উত্তর: (c) লাভাগঠিত মালভূমি।
250. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ – (a) এলবুর্জ, (b) মন্ট ব্ল্যাঁ, (c) মাউন্ট কিলিমাঞ্জারো, (d) মাউন্ট তৌবকল।
উত্তর: (a) এলবুর্জ।
251. 'হ্রদের দেশ' বলা হয় – (a) আইসল্যান্ডকে, (b) ফিনল্যান্ডকে, (c) সুইডেনকে, (d) নেদারল্যান্ডকে।
উত্তর: (b) ফিনল্যান্ডকে।
252. দানিয়ুব নদীর উপনদী হল – (a) সাভা, (b) ওকা, (c) রুডা, (d) ওইস।
উত্তর: (a) সাভা।
253. সারা বিশ্বে প্রতিবছর ড্রায়ারিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায় যত শিশু তা হল – (a) 25 লক্ষ, (b) 30 লক্ষ, (c) 35 লক্ষ, (d) 45 লক্ষ।
উত্তর: (b) 30 লক্ষ।
254. মিনামাটা হয় – (a) পারদ, (b) সিসা, (c) ক্যাডমিয়াম, (d) আর্সেনিক দূষণে।
উত্তর: (a) পারদ।
255. গঙ্গা নদীর উৎস হল – (a) মানস সরোবর, (b) গোমুখ গুহা, (c) চেমায়ুং দুং, (d) মহাদেব পর্বত।
উত্তর: (b) গোমুখ গুহা।
256. রুঢ় অঞ্চলের লৌহ-ইস্পাত শিল্পের একটি শিল্পকেন্দ্র হল – (a) ডুইসবার্গ, (b) গ্লাডবাক, (c) বট্রপ, (d) রেকলিং।
উত্তর: (a) ডুইসবার্গ।
উত্তর: (a) 21 জুন।
248. এক ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমারেখার সংখ্যা – (a) 180টি, (b) 360টি, (c) 320টি, (d) 365টি।
উত্তর: (b) 360টি।
249. ভারতের দাক্ষিণাত্য মালভূমি হল একটি – (a) পর্বতবেষ্টিত মালভূমি, (b) মহাদেশীয় মালভূমি, (c) লাভাগঠিত মালভূমি, (d) বিচ্ছিন্ন মালভূমি।
উত্তর: (c) লাভাগঠিত মালভূমি।
250. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ – (a) এলবুর্জ, (b) মন্ট ব্ল্যাঁ, (c) মাউন্ট কিলিমাঞ্জারো, (d) মাউন্ট তৌবকল।
উত্তর: (a) এলবুর্জ।
251. 'হ্রদের দেশ' বলা হয় – (a) আইসল্যান্ডকে, (b) ফিনল্যান্ডকে, (c) সুইডেনকে, (d) নেদারল্যান্ডকে।
উত্তর: (b) ফিনল্যান্ডকে।
252. দানিয়ুব নদীর উপনদী হল – (a) সাভা, (b) ওকা, (c) রুডা, (d) ওইস।
উত্তর: (a) সাভা।
253. সারা বিশ্বে প্রতিবছর ড্রায়ারিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায় যত শিশু তা হল – (a) 25 লক্ষ, (b) 30 লক্ষ, (c) 35 লক্ষ, (d) 45 লক্ষ।
উত্তর: (b) 30 লক্ষ।
254. মিনামাটা হয় – (a) পারদ, (b) সিসা, (c) ক্যাডমিয়াম, (d) আর্সেনিক দূষণে।
উত্তর: (a) পারদ।
255. গঙ্গা নদীর উৎস হল – (a) মানস সরোবর, (b) গোমুখ গুহা, (c) চেমায়ুং দুং, (d) মহাদেব পর্বত।
উত্তর: (b) গোমুখ গুহা।
256. রুঢ় অঞ্চলের লৌহ-ইস্পাত শিল্পের একটি শিল্পকেন্দ্র হল – (a) ডুইসবার্গ, (b) গ্লাডবাক, (c) বট্রপ, (d) রেকলিং।
উত্তর: (a) ডুইসবার্গ।
257. 'Delta' বা বদ্বীপ তৈরি হয় নদীর – (a) উচ্চ, (b) মধ্য, (c) নিম্ন গতিতে।
উত্তর: (c) নিম্ন গতিতে।
258. ইউরোপের দীর্ঘতম নদী – (a) দানিয়ুব, (b) ভল্গা, (c) টেমস।
উত্তর: (b) ভল্গা।
259. আদিশিলা বলা হয় – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলাকে।
উত্তর: (a) আগ্নেয় শিলাকে।
260. WHO-এর মতে সারা বিশ্বের – (a) 35, (b) 30, (c) 31 লক্ষ শিশু ডায়ারিয়া ও অন্যান্য জলবাহিত রোগে মারা যায়।
উত্তর: (b) 30 লক্ষ।
261. (a) 1984, (b) 1985, (c) 1986 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) 1984।
262. (a) লন্ডন, (b) প্যারিস, (c) রোম – একটি পুনঃরপ্তানিকারক বন্দর।
উত্তর: (a) লন্ডন।
263. 'Ladoga' হ্রদ – (a) ফিনল্যান্ড, (b) রাশিয়া, (c) ডেনমার্ক দেশে অবস্থিত।
উত্তর: (b) রাশিয়া।
264. কাদাপাথর – (a) শ্লেট, (b) মারবেল, (c) ফিলাইট শিলায় রূপান্তরিত হয়।
উত্তর: (a) শ্লেট।
265. সুন্দরতম জলপ্রপাত হল – (a) নায়াগ্রা, (b) অ্যাঞ্জেল, (c) ভিক্টোরিয়া।
উত্তর: (c) ভিক্টোরিয়া ।
উত্তর: (c) নিম্ন গতিতে।
258. ইউরোপের দীর্ঘতম নদী – (a) দানিয়ুব, (b) ভল্গা, (c) টেমস।
উত্তর: (b) ভল্গা।
259. আদিশিলা বলা হয় – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলাকে।
উত্তর: (a) আগ্নেয় শিলাকে।
260. WHO-এর মতে সারা বিশ্বের – (a) 35, (b) 30, (c) 31 লক্ষ শিশু ডায়ারিয়া ও অন্যান্য জলবাহিত রোগে মারা যায়।
উত্তর: (b) 30 লক্ষ।
261. (a) 1984, (b) 1985, (c) 1986 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
উত্তর: (a) 1984।
262. (a) লন্ডন, (b) প্যারিস, (c) রোম – একটি পুনঃরপ্তানিকারক বন্দর।
উত্তর: (a) লন্ডন।
263. 'Ladoga' হ্রদ – (a) ফিনল্যান্ড, (b) রাশিয়া, (c) ডেনমার্ক দেশে অবস্থিত।
উত্তর: (b) রাশিয়া।
264. কাদাপাথর – (a) শ্লেট, (b) মারবেল, (c) ফিলাইট শিলায় রূপান্তরিত হয়।
উত্তর: (a) শ্লেট।
265. সুন্দরতম জলপ্রপাত হল – (a) নায়াগ্রা, (b) অ্যাঞ্জেল, (c) ভিক্টোরিয়া।
উত্তর: (c) ভিক্টোরিয়া ।
266. অনেকগুলি পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে – (a) পর্বতশৃঙ্গ, (b) পর্বত উপত্যকা, (c) পর্বতগ্রন্থি তৈরি হয়।
উত্তর: (c) পর্বতগ্রন্থি।
267. যেখানে গিয়ে নদী শেষ হয়, সেই জায়গাকে বলে নদীর – (a) উৎস, (b) উপত্যকা, (c) জলবিভাজিকা, (d) মোহানা।
উত্তর: (d) মোহানা।
268. লাভা সঞ্চিত হয়ে তৈরি করে – (a) পাললিক শিলা, (b) রূপান্তরিত শিলা, (c) প্রাথমিক শিলা।
উত্তর: (c) প্রাথমিক শিলা।
269. অ্যাসিড বৃষ্টির ফলে হয় – (a) শব্দদূষণ, (b) মাটিদূষণ, (c) বায়ুদূষণ।
উত্তর: (b) মাটি দূষণ।
270. ভিক্টোরিয়া জলপ্রপাত – (a) কঙ্গো, (b) নাইজার, (c) জাম্বেসি নদীর পথে সৃষ্টি হয়েছে।
উত্তর: (c) জাম্বেসি।
উত্তর: (c) পর্বতগ্রন্থি।
267. যেখানে গিয়ে নদী শেষ হয়, সেই জায়গাকে বলে নদীর – (a) উৎস, (b) উপত্যকা, (c) জলবিভাজিকা, (d) মোহানা।
উত্তর: (d) মোহানা।
268. লাভা সঞ্চিত হয়ে তৈরি করে – (a) পাললিক শিলা, (b) রূপান্তরিত শিলা, (c) প্রাথমিক শিলা।
উত্তর: (c) প্রাথমিক শিলা।
269. অ্যাসিড বৃষ্টির ফলে হয় – (a) শব্দদূষণ, (b) মাটিদূষণ, (c) বায়ুদূষণ।
উত্তর: (b) মাটি দূষণ।
270. ভিক্টোরিয়া জলপ্রপাত – (a) কঙ্গো, (b) নাইজার, (c) জাম্বেসি নদীর পথে সৃষ্টি হয়েছে।
উত্তর: (c) জাম্বেসি।
271. মারবেল হল একটি – (a) পাললিক শিলা, (b) আগ্নেয় শিলা, (c) রূপান্তরিত শিলা।
উত্তর: (c) রূপান্তরিত শিলা।
272. ব্ল্যাকফুট রোগ হয় – (a) পারদ দূষণের ফলে, (b) ক্যাডমিয়াম দূষণের ফলে, (c) আর্সেনিক দূষণের ফলে।
উত্তর: (c) আর্সেনিক দূষণের ফলে।
273. অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম – (a) মাউন্ট এভারেস্ট, (b) মাউন্ট তৌবকল, (c) মাউন্ট জেবেল।
উত্তর: (b) মাউন্ট তৌবকল।
274. আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি – (a) ডাইনল্যান্ড, (b) স্তেপ, (c) ভেল্ড।
উত্তর: (c) ভেল্ড।
275. ইউরোপের সিন নদী পড়েছে – (a) ইংলিশ চ্যানেলে, (b) বাল্টিক সাগরে, (c) উত্তর মহাসাগরে।
উত্তর: (a) ইংলিশ চ্যানেলে।
উত্তর: (c) রূপান্তরিত শিলা।
272. ব্ল্যাকফুট রোগ হয় – (a) পারদ দূষণের ফলে, (b) ক্যাডমিয়াম দূষণের ফলে, (c) আর্সেনিক দূষণের ফলে।
উত্তর: (c) আর্সেনিক দূষণের ফলে।
273. অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম – (a) মাউন্ট এভারেস্ট, (b) মাউন্ট তৌবকল, (c) মাউন্ট জেবেল।
উত্তর: (b) মাউন্ট তৌবকল।
274. আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি – (a) ডাইনল্যান্ড, (b) স্তেপ, (c) ভেল্ড।
উত্তর: (c) ভেল্ড।
275. ইউরোপের সিন নদী পড়েছে – (a) ইংলিশ চ্যানেলে, (b) বাল্টিক সাগরে, (c) উত্তর মহাসাগরে।
উত্তর: (a) ইংলিশ চ্যানেলে।
276. পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে – (a) নদী অববাহিকা, (b) দোয়াব, (c) নদী উপত্যকা।
উত্তর: (b) দোয়াব।
277. ‘হিথরো' বিমানবন্দরটি অবস্থিত – (a) রূঢ়, (b) লন্ডন, (c) নিলনদ অববাহিকায়।
উত্তর: (b) লন্ডন।
278. একটি আন্তর্জাতিক নদী হল – (a) সিন্ধু, (b) লুনি, (c) গঙ্গা।
উত্তর: (c) গঙ্গা।
279. যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে তাকে বলে – (a) হামাদা, (b) রেগ, (c) আর্গ।
উত্তর: (c) আর্গ।
280. মাটিতে অণুজীবের শতকরা পরিমাণ – (a) 5, (b) 10, (c) 80 শতাংশ।
উত্তর: (b) 10 শতাংশ।
281. সিসিলি দ্বীপের একটি আগ্নেয়গিরির নাম হল – (a) ভিসুভিয়াস, (b) হেকলা, (c) এটনা।
উত্তর: (c) এটনা।
282. রাইন নদীটি উৎপত্তি হয়েছে – (a) আল্পস পর্বত, (b) ভলডাই পাহাড়, (c) চিলটার্ন উচ্চভূমি থেকে।
উত্তর: (a) আল্পস পর্বত।
283. উয় ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা – (a) কম, (b) বেশি, (c) মাঝারি হয়।
উত্তর: (b) বেশি।
284. নেদারল্যান্ডে প্রায় – (a) 3, (b) 5, (c) 7 হাজারের বেশি ছোটো বড়ো পোল্ডারভূমি রয়েছে।
উত্তর: (b) 5।
285. সিমেন্ট শিল্পে – (a) বেলেপাথর, (b) কাদাপাথর, (c) চুনাপাথর ব্যবহার হয়।
উত্তর: (c) চুনাপাথর।
উত্তর: (b) দোয়াব।
277. ‘হিথরো' বিমানবন্দরটি অবস্থিত – (a) রূঢ়, (b) লন্ডন, (c) নিলনদ অববাহিকায়।
উত্তর: (b) লন্ডন।
278. একটি আন্তর্জাতিক নদী হল – (a) সিন্ধু, (b) লুনি, (c) গঙ্গা।
উত্তর: (c) গঙ্গা।
279. যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে তাকে বলে – (a) হামাদা, (b) রেগ, (c) আর্গ।
উত্তর: (c) আর্গ।
280. মাটিতে অণুজীবের শতকরা পরিমাণ – (a) 5, (b) 10, (c) 80 শতাংশ।
উত্তর: (b) 10 শতাংশ।
281. সিসিলি দ্বীপের একটি আগ্নেয়গিরির নাম হল – (a) ভিসুভিয়াস, (b) হেকলা, (c) এটনা।
উত্তর: (c) এটনা।
282. রাইন নদীটি উৎপত্তি হয়েছে – (a) আল্পস পর্বত, (b) ভলডাই পাহাড়, (c) চিলটার্ন উচ্চভূমি থেকে।
উত্তর: (a) আল্পস পর্বত।
283. উয় ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা – (a) কম, (b) বেশি, (c) মাঝারি হয়।
উত্তর: (b) বেশি।
284. নেদারল্যান্ডে প্রায় – (a) 3, (b) 5, (c) 7 হাজারের বেশি ছোটো বড়ো পোল্ডারভূমি রয়েছে।
উত্তর: (b) 5।
285. সিমেন্ট শিল্পে – (a) বেলেপাথর, (b) কাদাপাথর, (c) চুনাপাথর ব্যবহার হয়।
উত্তর: (c) চুনাপাথর।
✍️একটি বাক্যে উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. সূর্য পৃথিবীর তুলনায় কত বড়?
উত্তর: সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়।
2. 'বিষুব' কথার অর্থ কী?
উত্তর: 'বিষুব' কথার অর্থ হল সমান দিনরাত্রি।
3. 'পৃথিবীর ছাদ' কাকে বলে?
উত্তর: পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
4. ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী রয়েছে?
উত্তর: ইউরোপ ও আফ্রিকার মাঝে জিব্রাল্টার প্রণালী রয়েছে।
5. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উত্তর: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এলবুর্জ।
উত্তর: সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়।
2. 'বিষুব' কথার অর্থ কী?
উত্তর: 'বিষুব' কথার অর্থ হল সমান দিনরাত্রি।
3. 'পৃথিবীর ছাদ' কাকে বলে?
উত্তর: পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
4. ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী রয়েছে?
উত্তর: ইউরোপ ও আফ্রিকার মাঝে জিব্রাল্টার প্রণালী রয়েছে।
5. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উত্তর: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এলবুর্জ।
6. ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।
উত্তর: একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি।
7. পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম কী?
উত্তর: পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম হারিকেন।
8. পৃথিবীর কোন্ অঞ্চলে দিনরাত সমান থাকে?
উত্তর: বিজ্ঞানের দিক থেকে, নিরক্ষরেখা অঞ্চলে দিনরাত সমান থাকে।
9. কোন্ দ্রাঘিমাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে?
উত্তর: গ্রিনিচের প্রমাণ দ্রাঘিমা (0° দ্রাঘিমা) কে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে।
10. ট্রাক ফার্মিং কাকে বলে?
উত্তর: ট্রাক ফার্মিং হল একটি কৃষি পদ্ধতি যেখানে একাধিক শস্য একসাথে চাষ করা হয়।
উত্তর: একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি।
7. পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম কী?
উত্তর: পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম হারিকেন।
8. পৃথিবীর কোন্ অঞ্চলে দিনরাত সমান থাকে?
উত্তর: বিজ্ঞানের দিক থেকে, নিরক্ষরেখা অঞ্চলে দিনরাত সমান থাকে।
9. কোন্ দ্রাঘিমাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে?
উত্তর: গ্রিনিচের প্রমাণ দ্রাঘিমা (0° দ্রাঘিমা) কে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে।
10. ট্রাক ফার্মিং কাকে বলে?
উত্তর: ট্রাক ফার্মিং হল একটি কৃষি পদ্ধতি যেখানে একাধিক শস্য একসাথে চাষ করা হয়।
11. পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি সমুদ্রপৃষ্ঠে।
12. পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কী?
উত্তর: পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি।
13. গঙ্গার একটি উপনদীর নাম লেখো।
উত্তর: গঙ্গার একটি উপনদীর নাম যমুনা।
14. কোন্ পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়?
উত্তর: প্লাস্টিক পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়।
উত্তর: পৃথিবীতে বায়ুর চাপ সবচেয়ে বেশি সমুদ্রপৃষ্ঠে।
12. পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কী?
উত্তর: পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি।
13. গঙ্গার একটি উপনদীর নাম লেখো।
উত্তর: গঙ্গার একটি উপনদীর নাম যমুনা।
14. কোন্ পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়?
উত্তর: প্লাস্টিক পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়।
15. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন্ মহাদেশে অবস্থিত?
উত্তর: ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত।
16. জাপানের পরিবেশ বান্ধব শহর কোনটি?
উত্তর: জাপানের পরিবেশ বান্ধব শহর হলো কিয়োতো।
17. ফ্লুওরাইড দূষণ থেকে কী অসুখ হয়?
উত্তর: ফ্লুওরাইড দূষণ থেকে ফ্লুরোসিস অসুখ হয়।
18. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।
19. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম।
উত্তর: ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত।
16. জাপানের পরিবেশ বান্ধব শহর কোনটি?
উত্তর: জাপানের পরিবেশ বান্ধব শহর হলো কিয়োতো।
17. ফ্লুওরাইড দূষণ থেকে কী অসুখ হয়?
উত্তর: ফ্লুওরাইড দূষণ থেকে ফ্লুরোসিস অসুখ হয়।
18. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।
19. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম।
20. কর্কটক্রান্তিরেখা ও মকরক্রান্তিরেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে কী বলে?
উত্তর: কর্কটক্রান্তিরেখা ও মকরক্রান্তিরেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে রবিমার্গ বলা হয়।
21. IST-এর পুরো নাম কী?
উত্তর: IST-এর পুরো নাম হলো ভারতীয় প্রমান সময়।
22. পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে?
উত্তর: পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় আছে।
23. একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তর: গাঙ্গেয় সমভূমি একটি পলিগঠিত সমভূমি।
24. ‘দোয়াব' শব্দের অর্থ কী?
উত্তর: ‘দোয়াব’ শব্দের অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল।
25. ভারতের একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম লেখো।
উত্তর: ভারতের একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম রাজস্থান।
26. রুঢ় অঞ্চলের রানি কাকে বলা হয়?
উত্তর: এসেন শহরকে রুঢ় অঞ্চলের রানি বলা হয়।
27. ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ কী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর: ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
উত্তর: কর্কটক্রান্তিরেখা ও মকরক্রান্তিরেখার মধ্যে সূর্যের চলাচলের পথকে রবিমার্গ বলা হয়।
21. IST-এর পুরো নাম কী?
উত্তর: IST-এর পুরো নাম হলো ভারতীয় প্রমান সময়।
22. পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে?
উত্তর: পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় আছে।
23. একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তর: গাঙ্গেয় সমভূমি একটি পলিগঠিত সমভূমি।
24. ‘দোয়াব' শব্দের অর্থ কী?
উত্তর: ‘দোয়াব’ শব্দের অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল।
25. ভারতের একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম লেখো।
উত্তর: ভারতের একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম রাজস্থান।
26. রুঢ় অঞ্চলের রানি কাকে বলা হয়?
উত্তর: এসেন শহরকে রুঢ় অঞ্চলের রানি বলা হয়।
27. ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ কী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর: ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
28. কোন্ নদীর তীরে রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে?
উত্তর: রাইন নদীর তীরে রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
29. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উত্তর: ইউরোপের বৃহত্তম হ্রদের নাম লাডোগা হ্রদ।
30. যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কী বলে?
উত্তর: যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয়, তাকে পর্বতগ্রন্থি বলে।
31. পোল্ডারভূমির অন্তর্গত সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম কী?
উত্তর: পোল্ডারভূমির অন্তর্গত সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম হল জুইদার জি প্রকল্প।
32. জলপাই গাছ ইউরোপের কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উত্তর: জলপাই গাছ ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।
উত্তর: রাইন নদীর তীরে রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
29. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উত্তর: ইউরোপের বৃহত্তম হ্রদের নাম লাডোগা হ্রদ।
30. যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কী বলে?
উত্তর: যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয়, তাকে পর্বতগ্রন্থি বলে।
31. পোল্ডারভূমির অন্তর্গত সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম কী?
উত্তর: পোল্ডারভূমির অন্তর্গত সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম হল জুইদার জি প্রকল্প।
32. জলপাই গাছ ইউরোপের কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উত্তর: জলপাই গাছ ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।
33. ‘জার্মানির শেফিল্ড' কাকে বলে?
উত্তর: ‘জার্মানির শেফিল্ড' বলা হয় এসেন শহরকে।
34. ফ্রান্সের বৃহত্তম নদীর নাম কী?
উত্তর: ফ্রান্সের বৃহত্তম নদীর নাম লোয়ার।
35. পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম লেখো।
উত্তর: পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম মারিয়ানা গিরিখাত।
36. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর: ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি।
37. নিরক্ষরেখার মান কত?
উত্তর: নিরক্ষরেখার মান ০°।
উত্তর: ‘জার্মানির শেফিল্ড' বলা হয় এসেন শহরকে।
34. ফ্রান্সের বৃহত্তম নদীর নাম কী?
উত্তর: ফ্রান্সের বৃহত্তম নদীর নাম লোয়ার।
35. পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম লেখো।
উত্তর: পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম মারিয়ানা গিরিখাত।
36. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর: ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি।
37. নিরক্ষরেখার মান কত?
উত্তর: নিরক্ষরেখার মান ০°।
38. GPS-এর পুরো কথাটি কী?
উত্তর: GPS-এর পুরো কথাটি হল Global Positioning System।
39. যোগ জলপ্রপাত কোন্ নদীতে সৃষ্টি হয়েছে?
উত্তর: যোগ জলপ্রপাত সরাবতী নদীতে সৃষ্টি হয়েছে।
40. ‘জার্মানির শেফিল্ড' কাকে বলা হয়?
উত্তর: ‘জার্মানির শেফিল্ড' বলা হয় এসেন শহরকে।
41. মাটি দূষণের ফলে কোন্ প্রাণীটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: মাটি দূষণের ফলে কেঁচো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
উত্তর: GPS-এর পুরো কথাটি হল Global Positioning System।
39. যোগ জলপ্রপাত কোন্ নদীতে সৃষ্টি হয়েছে?
উত্তর: যোগ জলপ্রপাত সরাবতী নদীতে সৃষ্টি হয়েছে।
40. ‘জার্মানির শেফিল্ড' কাকে বলা হয়?
উত্তর: ‘জার্মানির শেফিল্ড' বলা হয় এসেন শহরকে।
41. মাটি দূষণের ফলে কোন্ প্রাণীটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: মাটি দূষণের ফলে কেঁচো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
42. ভারতের গঙ্গানদী কোন্ দূষণের আওতায় পড়ে?
উত্তর: ভারতের গঙ্গানদী মূলত রাসায়নিক এবং জৈব দূষণের আওতায় পড়ে।
43. কোন্ দেশকে ‘মৎস্যজীবীদের দেশ” বলা হয়?
উত্তর: জাপানকে ‘মৎস্যজীবীদের দেশ’ বলা হয়।
44. ‘তৈগা’ কথার অর্থ কী?
উত্তর: ‘তৈগা’ কথার অর্থ হল শীতলমণ্ডলীয় বনাঞ্চল।
45. লন্ডন বেসিনের আকৃতি কীরূপ?
উত্তর: লন্ডন বেসিনের আকৃতি অবতলাকার।
46. কলকাতার দ্রাঘিমার মান কত?
উত্তর: কলকাতার দ্রাঘিমার মান হল ৮৮° ৩০' পূর্ব।
47. টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের নাম কী?
উত্তর: টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের নাম কেইহিন শিল্পাঞ্চল।
48. বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম কী?
উত্তর: বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম হল জুইডার জি প্রকল্প।
49. কোন্ দূষণের কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণী মারা যায়?
উত্তর: জৈব দূষণের কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণী মারা যায়।
50. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উত্তর: ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হল ৮২°৩০' পূর্ব।
51. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর: ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি নদী।
উত্তর: ভারতের গঙ্গানদী মূলত রাসায়নিক এবং জৈব দূষণের আওতায় পড়ে।
43. কোন্ দেশকে ‘মৎস্যজীবীদের দেশ” বলা হয়?
উত্তর: জাপানকে ‘মৎস্যজীবীদের দেশ’ বলা হয়।
44. ‘তৈগা’ কথার অর্থ কী?
উত্তর: ‘তৈগা’ কথার অর্থ হল শীতলমণ্ডলীয় বনাঞ্চল।
45. লন্ডন বেসিনের আকৃতি কীরূপ?
উত্তর: লন্ডন বেসিনের আকৃতি অবতলাকার।
46. কলকাতার দ্রাঘিমার মান কত?
উত্তর: কলকাতার দ্রাঘিমার মান হল ৮৮° ৩০' পূর্ব।
47. টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের নাম কী?
উত্তর: টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের নাম কেইহিন শিল্পাঞ্চল।
48. বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম কী?
উত্তর: বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম হল জুইডার জি প্রকল্প।
49. কোন্ দূষণের কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণী মারা যায়?
উত্তর: জৈব দূষণের কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে জলজ প্রাণী মারা যায়।
50. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উত্তর: ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হল ৮২°৩০' পূর্ব।
51. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তর: ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি নদী।
52. যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?
উত্তর: যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে।
53. পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায়?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায়।
54. রেগোলিথ থেকে কী তৈরি হয়?
উত্তর: রেগোলিথ থেকে মাটি এবং বালি তৈরি হয়।
55. কোন্ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়?
উত্তর: গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়।
56. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি ভেল্ড নামে পরিচিত।
57. ব্রাজাভিল শহরটি কোন্ নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর: ব্রাজাভিল শহরটি কঙ্গো নদীর তীরে গড়ে উঠেছে।
58. কোন্ নদীতে বাঁধ দিয়ে মাইথন জলাধার তৈরি করা হয়েছে?
উত্তর: বরাকর নদীতে বাঁধ দিয়ে মাইথন জলাধার তৈরি করা হয়েছে।
59. বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কোনটি?
উত্তর: বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর হল লন্ডন।
60. পোল্ডারল্যান্ডের সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম লেখো।
উত্তর: পোল্ডারল্যান্ডের সবচেয়ে বড়ো প্রকল্পের নাম হল "জুইডার জি প্রকল্প"।
61. ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' কাকে বলে?
উত্তর: ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' বলা হয় স্ট্রম্বলীকে।
উত্তর: যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে।
53. পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায়?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায়।
54. রেগোলিথ থেকে কী তৈরি হয়?
উত্তর: রেগোলিথ থেকে মাটি এবং বালি তৈরি হয়।
55. কোন্ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়?
উত্তর: গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়।
56. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি ভেল্ড নামে পরিচিত।
57. ব্রাজাভিল শহরটি কোন্ নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর: ব্রাজাভিল শহরটি কঙ্গো নদীর তীরে গড়ে উঠেছে।
58. কোন্ নদীতে বাঁধ দিয়ে মাইথন জলাধার তৈরি করা হয়েছে?
উত্তর: বরাকর নদীতে বাঁধ দিয়ে মাইথন জলাধার তৈরি করা হয়েছে।
59. বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কোনটি?
উত্তর: বিশ্বের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর হল লন্ডন।
60. পোল্ডারল্যান্ডের সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম লেখো।
উত্তর: পোল্ডারল্যান্ডের সবচেয়ে বড়ো প্রকল্পের নাম হল "জুইডার জি প্রকল্প"।
61. ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' কাকে বলে?
উত্তর: ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' বলা হয় স্ট্রম্বলীকে।
62. ‘টেবিলল্যান্ড’ কাকে বলে?
উত্তর: মালভূমি কে টেবিল ল্যান্ড বলে।
63. ধাপচাষ কোথায় দেখা যায়?
উত্তর: ধাপচাষ সাধারণত হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়।
64. সুয়েজ খাল কোন্ দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর: সুয়েজ খাল রেড সাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।
65. একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও।
উত্তর: একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হল ইউরেনিয়াম।
66. ইউরোপের নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: ইউরোপের নাতিশীতোয় তৃণভূমি স্তেপ নামে পরিচিত।
67. অ্যাসিড বৃষ্টির ফলে কী হয়?
উত্তর: অ্যাসিড বৃষ্টির ফলে মাটির স্বাস্থ্য খারাপ হয়, উদ্ভিদ এবং জলজ জীবের ক্ষতি হয়।
68. মস্, লিচেন কোন্ জলবায়ুর উদ্ভিদ?
উত্তর: মস্, লিচেন শীতল ও আর্দ্র জলবায়ুর উদ্ভিদ।
69. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম।
70. জাম্বেসি নদীর গতিপথে কোন্ জলপ্রপাতের সৃষ্টি হয়েছে?
উত্তর: জাম্বেসি নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
71. ‘পোল্ডারভূমি' কথাটির অর্থ কী?
উত্তর: ‘পোল্ডারভূমি' কথাটির অর্থ হল সমুদ্র থেকে উদ্ধার করা নীচু সমতল ভূমি ।
উত্তর: মালভূমি কে টেবিল ল্যান্ড বলে।
63. ধাপচাষ কোথায় দেখা যায়?
উত্তর: ধাপচাষ সাধারণত হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়।
64. সুয়েজ খাল কোন্ দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর: সুয়েজ খাল রেড সাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।
65. একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও।
উত্তর: একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হল ইউরেনিয়াম।
66. ইউরোপের নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: ইউরোপের নাতিশীতোয় তৃণভূমি স্তেপ নামে পরিচিত।
67. অ্যাসিড বৃষ্টির ফলে কী হয়?
উত্তর: অ্যাসিড বৃষ্টির ফলে মাটির স্বাস্থ্য খারাপ হয়, উদ্ভিদ এবং জলজ জীবের ক্ষতি হয়।
68. মস্, লিচেন কোন্ জলবায়ুর উদ্ভিদ?
উত্তর: মস্, লিচেন শীতল ও আর্দ্র জলবায়ুর উদ্ভিদ।
69. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম।
70. জাম্বেসি নদীর গতিপথে কোন্ জলপ্রপাতের সৃষ্টি হয়েছে?
উত্তর: জাম্বেসি নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
71. ‘পোল্ডারভূমি' কথাটির অর্থ কী?
উত্তর: ‘পোল্ডারভূমি' কথাটির অর্থ হল সমুদ্র থেকে উদ্ধার করা নীচু সমতল ভূমি ।
72. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী।
73. সাহারা মরুভূমির একটি প্রধান উপজাতির নাম লেখো।
উত্তর: সাহারা মরুভূমির একটি প্রধান উপজাতির নাম বেদুইন।
74. ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলব্রুজ।
75. লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কী?
উত্তর: লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম হিথরো বিমানবন্দর।
76. গঙ্গা, যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়?
উত্তর: গঙ্গা, যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব।
77. মধ্য গতিতে নদীর প্রধান কাজ কী?
উত্তর: মধ্য গতিতে নদীর প্রধান কাজ হল ক্ষয় ও পরিবহন।
78. গ্রানাইট কী জাতীয় শিলা?
উত্তর: গ্রানাইট একটি আগ্নেয় শিলা।
79. মাটি সৃষ্টিতে কোন্ কোন্ প্রাণীর ভূমিকা বেশি?
উত্তর: মাটি সৃষ্টিতে কেঁচো ও অণুজীবের ভূমিকা বেশি।
80. জলবাহিত একটি রোগের নাম লেখো।
উত্তর: জলবাহিত একটি রোগের নাম ডায়রিয়া।
81. কোন্ সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না?
উত্তর: জৈব সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না।
উত্তর: পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী।
73. সাহারা মরুভূমির একটি প্রধান উপজাতির নাম লেখো।
উত্তর: সাহারা মরুভূমির একটি প্রধান উপজাতির নাম বেদুইন।
74. ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এলব্রুজ।
75. লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কী?
উত্তর: লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম হিথরো বিমানবন্দর।
76. গঙ্গা, যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়?
উত্তর: গঙ্গা, যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব।
77. মধ্য গতিতে নদীর প্রধান কাজ কী?
উত্তর: মধ্য গতিতে নদীর প্রধান কাজ হল ক্ষয় ও পরিবহন।
78. গ্রানাইট কী জাতীয় শিলা?
উত্তর: গ্রানাইট একটি আগ্নেয় শিলা।
79. মাটি সৃষ্টিতে কোন্ কোন্ প্রাণীর ভূমিকা বেশি?
উত্তর: মাটি সৃষ্টিতে কেঁচো ও অণুজীবের ভূমিকা বেশি।
80. জলবাহিত একটি রোগের নাম লেখো।
উত্তর: জলবাহিত একটি রোগের নাম ডায়রিয়া।
81. কোন্ সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না?
উত্তর: জৈব সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না।
82. পৃথিবীর মোট জলের কতভাগ স্বাদুজল?
উত্তর: পৃথিবীর মোট জলের মাত্র 2.5% স্বাদুজল।
83. কোন্ ধাতব যৌগের কারণে ব্ল্যাকফুট রোগ হয়?
উত্তর: ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক ধাতব যৌগের কারণে।
84. ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ হলো ল্যাডোগা।
85. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি বৃক্ষের নাম লেখো।
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি বৃক্ষের নাম জলপাই গাছ।
86. লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কী?
উত্তর: লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম টেমস।
87. পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে?
উত্তর: পৃথিবী তার কক্ষতলের সঙ্গে সাড়ে 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে।
88. কোনো বস্তুর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে কত?
উত্তর: কোনো বস্তুর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিমি।
89. গ্রিনিচ ও ভারতের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত?
উত্তর: গ্রিনিচ ও ভারতের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘণ্টা 30 মিনিট।
90. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?
উত্তর: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় 1013 হেক্টোপাস্কাল।
91. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর: ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লি পর্বত।
92. পৃথিবীর মোট স্থলভাগের 10 শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করে?
উত্তর: পৃথিবীর মোট স্থলভাগের 10 শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার 90 শতাংশ মানুষ বাস করে।
93. একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো।
উত্তর: একটি আন্তর্জাতিক নদীর নাম গঙ্গা।
উত্তর: পৃথিবীর মোট জলের মাত্র 2.5% স্বাদুজল।
83. কোন্ ধাতব যৌগের কারণে ব্ল্যাকফুট রোগ হয়?
উত্তর: ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক ধাতব যৌগের কারণে।
84. ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ হলো ল্যাডোগা।
85. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি বৃক্ষের নাম লেখো।
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি বৃক্ষের নাম জলপাই গাছ।
86. লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কী?
উত্তর: লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম টেমস।
87. পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে?
উত্তর: পৃথিবী তার কক্ষতলের সঙ্গে সাড়ে 66 ডিগ্রি কোণ করে হেলে থাকে।
88. কোনো বস্তুর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে কত?
উত্তর: কোনো বস্তুর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিমি।
89. গ্রিনিচ ও ভারতের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত?
উত্তর: গ্রিনিচ ও ভারতের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘণ্টা 30 মিনিট।
90. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?
উত্তর: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় 1013 হেক্টোপাস্কাল।
91. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর: ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লি পর্বত।
92. পৃথিবীর মোট স্থলভাগের 10 শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করে?
উত্তর: পৃথিবীর মোট স্থলভাগের 10 শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার 90 শতাংশ মানুষ বাস করে।
93. একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো।
উত্তর: একটি আন্তর্জাতিক নদীর নাম গঙ্গা।
94. পোল্ডারভূমি কাকে বলে?
উত্তর: পোল্ডারভূমি হল এমন একটি ভূমি, যা সমুদ্রের জলস্তর থেকে নিচে অবস্থিত এবং জল নিষ্কাশনের জন্য বাঁধ দ্বারা সুরক্ষিত করা হয়েছে।
95. ‘স্তেপ’ কোন্ ধরনের তৃণভূমি?
উত্তর: 'স্তেপ' হল একটি মিশ্র তৃণভূমি, যা খরায় এবং অল্প বৃষ্টিপাতের ফলে গজিয়ে ওঠে এবং যেখানে তৃণ ও গুল্মবিশিষ্ট উদ্ভিদ দেখা যায়।
96. প্যারিস কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: প্যারিস সেইন নদীর তীরে অবস্থিত।
97. ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?
উত্তর: ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল রাইন-রুঢ় শিল্পাঞ্চল।
উত্তর: পোল্ডারভূমি হল এমন একটি ভূমি, যা সমুদ্রের জলস্তর থেকে নিচে অবস্থিত এবং জল নিষ্কাশনের জন্য বাঁধ দ্বারা সুরক্ষিত করা হয়েছে।
95. ‘স্তেপ’ কোন্ ধরনের তৃণভূমি?
উত্তর: 'স্তেপ' হল একটি মিশ্র তৃণভূমি, যা খরায় এবং অল্প বৃষ্টিপাতের ফলে গজিয়ে ওঠে এবং যেখানে তৃণ ও গুল্মবিশিষ্ট উদ্ভিদ দেখা যায়।
96. প্যারিস কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: প্যারিস সেইন নদীর তীরে অবস্থিত।
97. ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?
উত্তর: ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল রাইন-রুঢ় শিল্পাঞ্চল।
98. মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা পথ কী নামে পরিচিত?
উত্তর: মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে ‘মিয়েন্ডার’ নামে পরিচিত।
99. পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ কত?
উত্তর: পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ প্রায় 2.5%।
100. টেমস্ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: টেমস্ নদী ইংল্যান্ডের গ্লোচেস্টারশায়ারের একটি ছোটো ঝরণা থেকে উৎপন্ন হয়েছে।
101. বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থার নাম কী?
উত্তর: বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থার নাম হল OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
উত্তর: মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে ‘মিয়েন্ডার’ নামে পরিচিত।
99. পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ কত?
উত্তর: পৃথিবীতে স্বাদু জলের শতকরা পরিমাণ প্রায় 2.5%।
100. টেমস্ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: টেমস্ নদী ইংল্যান্ডের গ্লোচেস্টারশায়ারের একটি ছোটো ঝরণা থেকে উৎপন্ন হয়েছে।
101. বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থার নাম কী?
উত্তর: বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থার নাম হল OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
101. উপনদী কাকে বলে?
উত্তর: প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছােট ছােট নদী এসে প্রধান নদীতে মিলিত হয়, এগুলিকে বলে উপনদী।
102. প্রণালী কাকে বলে?
উত্তর: প্রণালী হল দুটি স্থলভাগের মধ্যে থাকা জলরাশি, যা সাধারণত দুই মহাদেশ বা দ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করে।
103. নদীর সঞ্চয়কার্য বলতে কী বোঝো?
উত্তর: নদীর সঞ্চয়কার্য বলতে নদী কিভাবে জল, স্রোত, ও স্থল পদার্থ সংগ্রহ করে তা বোঝায়, যা নদীর স্বাভাবিক গঠন ও স্রোতকে প্রভাবিত করে।
104. ব্লু নীলের উৎস কোথায়?
উত্তর: ব্লু নীলের উৎস আফ্রিকার বিভিন্ন স্থানে পাওয়া যায়, তবে বিশেষভাবে এটি নাইজেরিয়া ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে দেখা যায়।
105. আর্গ কাকে বলে?
উত্তর: যেসকল মরু অঞ্চলের বালি স্তূপের আকারে জমাটবদ্ধ হয়ে ছোট ছোট পাহাড়ের মত অবস্থান করে তাকে আর্গ(Erg) বলে।
106. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
উত্তর: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।
107. শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কোটি?
উত্তর: শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হল নীল নদ।
108. খামসিন কী?
উত্তর: আফ্রিকার নীলনদ অববাহিকায় গ্রীষ্মকালে ও বসন্তকালে এক প্রকার উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যাকে স্থানীয় ভাষায় খামসিন বলে।
109. নদীর উপত্যকা কাকে বলে?
উত্তর: নদীর উপত্যকা হল নদীর দুই পাশের নীচু ভূমি, যা নদী দ্বারা কাটিয়ে গড়ে ওঠে এবং সাধারণত কৃষি বা বসবাসের জন্য উপযোগী হয়।
উত্তর: প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছােট ছােট নদী এসে প্রধান নদীতে মিলিত হয়, এগুলিকে বলে উপনদী।
102. প্রণালী কাকে বলে?
উত্তর: প্রণালী হল দুটি স্থলভাগের মধ্যে থাকা জলরাশি, যা সাধারণত দুই মহাদেশ বা দ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করে।
103. নদীর সঞ্চয়কার্য বলতে কী বোঝো?
উত্তর: নদীর সঞ্চয়কার্য বলতে নদী কিভাবে জল, স্রোত, ও স্থল পদার্থ সংগ্রহ করে তা বোঝায়, যা নদীর স্বাভাবিক গঠন ও স্রোতকে প্রভাবিত করে।
104. ব্লু নীলের উৎস কোথায়?
উত্তর: ব্লু নীলের উৎস আফ্রিকার বিভিন্ন স্থানে পাওয়া যায়, তবে বিশেষভাবে এটি নাইজেরিয়া ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে দেখা যায়।
105. আর্গ কাকে বলে?
উত্তর: যেসকল মরু অঞ্চলের বালি স্তূপের আকারে জমাটবদ্ধ হয়ে ছোট ছোট পাহাড়ের মত অবস্থান করে তাকে আর্গ(Erg) বলে।
106. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
উত্তর: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।
107. শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কোটি?
উত্তর: শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী হল নীল নদ।
108. খামসিন কী?
উত্তর: আফ্রিকার নীলনদ অববাহিকায় গ্রীষ্মকালে ও বসন্তকালে এক প্রকার উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যাকে স্থানীয় ভাষায় খামসিন বলে।
109. নদীর উপত্যকা কাকে বলে?
উত্তর: নদীর উপত্যকা হল নদীর দুই পাশের নীচু ভূমি, যা নদী দ্বারা কাটিয়ে গড়ে ওঠে এবং সাধারণত কৃষি বা বসবাসের জন্য উপযোগী হয়।
110. ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?
উত্তর: ব্যবচ্ছিন্ন মালভূমি হল একটি মালভূমি যা বিভিন্ন দিক থেকে পর্বতমালায় ঘিরা এবং একটি বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত, সাধারণত এটি নদী বা অন্য ভূ-গঠন দ্বারা বিচ্ছিন্ন হয়।
111. আন্তর্জাতিক নদী কাকে বলে?
উত্তর: আন্তর্জাতিক নদী হল এমন একটি নদী যা একাধিক দেশের সীমার মধ্যে প্রবাহিত হয় এবং এটি বিভিন্ন দেশের মধ্যে জলসম্পদ এবং পরিবহন সেবার জন্য গুরুত্বপূর্ণ।
112. ওয়াদি কী?
উত্তর: ওয়াদি হল মরুভূমির বা আধা-মরুভূমির অঞ্চলে একটি শুকনো নদী বা উপনদী, যা সাধারণত বর্ষাকালে জল ধারণ করে এবং বাকী সময়ে শুষ্ক থাকে।
113. স্টেপ কী?
উত্তর: স্টেপ হল একটি বিস্তৃত সমভূমি বা তৃণভূমি, যা সাধারণত শুকনো বা অর্ধশুকনো জলবায়ুর অধীনে থাকে এবং যেখানে ঘাস এবং কিছু ছোট গাছপালা পাওয়া যায়।
114. নদীর উচ্চগতি বা প্রবাহে দেখা যায় এমন দুটি ভূমিরূপের উল্লেখ করো।
উত্তর: নদীর উচ্চগতি বা প্রবাহে দেখা যায় এমন দুটি ভূমিরূপ হল: ক্যানিয়ন এবং জলপ্রপাত ।
উত্তর: ব্যবচ্ছিন্ন মালভূমি হল একটি মালভূমি যা বিভিন্ন দিক থেকে পর্বতমালায় ঘিরা এবং একটি বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত, সাধারণত এটি নদী বা অন্য ভূ-গঠন দ্বারা বিচ্ছিন্ন হয়।
111. আন্তর্জাতিক নদী কাকে বলে?
উত্তর: আন্তর্জাতিক নদী হল এমন একটি নদী যা একাধিক দেশের সীমার মধ্যে প্রবাহিত হয় এবং এটি বিভিন্ন দেশের মধ্যে জলসম্পদ এবং পরিবহন সেবার জন্য গুরুত্বপূর্ণ।
112. ওয়াদি কী?
উত্তর: ওয়াদি হল মরুভূমির বা আধা-মরুভূমির অঞ্চলে একটি শুকনো নদী বা উপনদী, যা সাধারণত বর্ষাকালে জল ধারণ করে এবং বাকী সময়ে শুষ্ক থাকে।
113. স্টেপ কী?
উত্তর: স্টেপ হল একটি বিস্তৃত সমভূমি বা তৃণভূমি, যা সাধারণত শুকনো বা অর্ধশুকনো জলবায়ুর অধীনে থাকে এবং যেখানে ঘাস এবং কিছু ছোট গাছপালা পাওয়া যায়।
114. নদীর উচ্চগতি বা প্রবাহে দেখা যায় এমন দুটি ভূমিরূপের উল্লেখ করো।
উত্তর: নদীর উচ্চগতি বা প্রবাহে দেখা যায় এমন দুটি ভূমিরূপ হল: ক্যানিয়ন এবং জলপ্রপাত ।