✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক –
(a) 536 cal, (b) 0°C, (c) 100°C, (d) 123°C।
উত্তর: (c) 100°C।
২. তড়িদ্বিশ্লেষ্য পদার্থ নয় –
(a) চিনি, (b) NaCl, (c) KOH, (d) MgSO4।
উত্তর: (a) চিনি।
৩. NaCl দ্রবীভূত হয় -
(a) জল, (b) অ্যালকোহল, (c) বেঞ্জিন, (d) ইথার-এ।
উত্তর: (a) জল।
৪. ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তন -
(a) কমে যায়, (b) বেড়ে যায়, (c) একই থাকে, (d) শূন্য হয়।
উত্তর: (b) বেড়ে যায়।
৫. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, তার নাম হল –
(a) কেসকোগ্রাফ, (b) পেন্টোগ্রাফ, (c) সিসমোগ্রাফ, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) পেন্টোগ্রাফ।
৬. নন-সিটার মুরগি হল –
(a) আসিল, (b) ব্রামা, (c) কোচিন, (d) লেগহর্ন।
উত্তর: (a) আসিল।
৭. নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির সেটি হল –
(a) কাচ, (b) তামা, (c) বরফ, (d) লোহা।
উত্তর: (a) কাচ।
৮. 100°C উষ্ণতার জলকে ওই উচ্চতার জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ -
(a) 160 cal, (b) 200 cal, (c) 1074 cal, (d) 450 cal।
উত্তর: (c) 1074 cal।
৯. টারটারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় -
(a) অক্সিজেন, (b) হাইড্রোজেন, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) নাইট্রোজেন।
উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড।
১০. একটি রুপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডরূপে ব্যবহৃত হয় –
(a) Pt, (b) Ag, (c) Au, (d) Mg।
উত্তর: (b) Ag।
১১. ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোটির সংখ্যা কমে যায়? –
(a) লোহিত রক্তকণিকা, (b) অণুচক্রিকা, (c) শ্বেত রক্তকণিকা, (d) লিম্ফোসাইট।
উত্তর: (b) অণুচক্রিকা।
১২. প্রদত্ত কোনটি রবি ফসল? -
(a) ধান, (b) তুলো, (c) গম, (d) ভুট্টা।
উত্তর: (c) গম।
১৩. কোন্ পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ? –
(a) লোহা, (b) তামা, (c) সিসা, (d) জল।
উত্তর: (d) জল।
১৪. ফিউজ তারের একটি উপাদান হল –
(a) Cu, (b) Zn, (c) Sn, (d) Ag।
উত্তর: (c) Sn।
১৫. প্রদত্ত কোনটি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়? –
(a) চিনি, (b) NaCl, (c) KOH, (d) MgSO4।
উত্তর: (a) চিনি।
১৬. CuCl₂ + Fe = Cu + FeCl₂ – এই বিক্রিয়ায় জারিত হয়েছে –
(a) CuCl₂, (b) Fe, (c) Cu, (d) FeCl₂।
উত্তর: (b) Fe।
১৭. লোহার পাইপে জিংকের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় –
(a) জিংক, (b) লোহার পাইপ, (c) জিংক সালফেট, (d) ফেরাস সালফেট।
উত্তর: (b) লোহার পাইপ।
১৮. কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে? –
(a) বরফ, (b) মোম, (c) তামা, (d) সোনা।
উত্তর: (b) মোম।
১৯. জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হল –
(a) তাপমোচী ভৌত পরিবর্তন, (b) তাপগ্রাহী চৌর পরিবর্তন, (c) তাপমোচী রাসায়নিক পরিবর্তন, (d) তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন।
উত্তর: (d) তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন।
২০. তড়িবিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় –
(a) Fe, (b) Cu, (c) Hg, (d) Na।
উত্তর: (c) Hg।
২১. চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক –
(a) বেড়ে যায়, (b) অপরিবর্তিত থাকে, (c) কমে যায়, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) বেড়ে যায়।
২২. সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হল –
(a) পরিবহণ, (b) বিকিরণ, (c) পরিচলন, (d) সবকটিই।
উত্তর: (b) বিকিরণ।
২৩. ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া। এই বিক্রিয়াতে কোন্ কোন্ গ্যাসের মিশ্রণ ব্যবহার হয়? –
(a) NH₃ + CO₂, (b) H₂ + O₂, (c) C₂H₂ + O₂, (d) Cl₂ + HBr।
উত্তর: (c) C₂H₂ + O₂।
২৪. প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িবিশ্লেষ্য? –
(a) NaCl, (b) CuSO₄, (c) KOH, (d) CH₃COOH।
উত্তর: (a) NaCl।
২৫. ডেঙ্গি কোন্ জীবাণুঘটিত রোগ?
(a) Plasmodium vivax, (b) ফ্ল্যাভিভাইরাস, (c) রোটাভাইরাস, (d) Leishmania donovani
উত্তর: (b) ফ্ল্যাভিভাইরাস
২৬. খারিফ ফসলের একটি উদাহরণ হল –
(a) গম, (b) ছোলা, (c) ভুট্টা, (d) সরষে
উত্তর: (c) ভুট্টা
২৭. DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয়, তা হল –
(a) কালাজ্বর, (b) হেপাটাইটিস, (c) স্মল পক্স, (d) যক্ষ্মা
উত্তর: (d) যক্ষ্মা।
২৮. যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয়
(a) পরিবহণ (b) পরিচলন (c) বিকিরণ (d) সুপরিবাহী।
উত্তর: (b) পরিচলন।
২৯. CuO + H2 → Cu + H2O বিক্রিয়ায় জারক হল
(a) CuO (b) H2 (c) Cu (d) H2O।
উত্তর: (a) CuO।
৩০. একটি মৃদু তড়িবিশ্লেষ্য হল
(a) NaCl (b) চিনি (c) CuSO4 (d) অ্যাসিটিক অ্যাসিড।
উত্তর: (a) NaCl।
৩১. ইঁদুরের থেকে মানুষের দেহে সংক্রামিত হয়
(a) ম্যালেরিয়া (b) প্লেগ (c) ডেঙ্গি (d) স্মল পক্স।
উত্তর: (b) প্লেগ।
৩২. অজৈব সার মাটিতে যে তিনটি মৌলের ঘাটতি পূরণ করে, সেগুলি হল
(a) কার্বন, ফসফরাস ও পটাশিয়াম (b) নাইট্রোজেন, কার্বন ও ম্যাগনেশিয়াম (c) ফসফরাস, নাইট্রোজেন ও পটাশিয়াম (d) নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম ও অক্সিজেন।
উত্তর: (c) ফসফরাস, নাইট্রোজেন ও পটাশিয়াম।
৩৩. বরফ গলনের লীনতাপ হল
(a) 80 cal-g-1 (b) 100 cal-g-1 (c) 537 cal-g-1 (d) 480 cal-g-2।
উত্তর: (c) 537 cal-g-1।
৩৪. গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপরে প্রদত্ত কোনটির আস্তরণ দেওয়া হয়?
(a) সোনা (b) জিংক (c) রুপা (d) তামা।
উত্তর: (b) জিংক।
৩৫. ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পোড়ানো হয় তা হল
(a) হাইড্রোজেন (b) মিথেন (c) অ্যাসিটিলিন (d) নাইট্রোজেন।
উত্তর: (c) অ্যাসিটিলিন।
৩৬. প্রদত্ত কোন্ রোগের চিকিৎসা DOTS পদ্ধতিতে করা হয়?
(a) ম্যালেরিয়া (b) ডেঙ্গি (c) যক্ষ্মা (d) হেপাটাইটিস।
উত্তর: (c) যক্ষ্মা।
৩৭. জলের বাষ্পীভবনের লীনতাপ –
(a) 80 cal/g (b) 180 cal/g (c) 100 cal/g (d) 537 cal/g।
উত্তর: (d) 537 cal/g।
৩৮. তড়িৎ বিভবের একক হল –
(a) কুলম্ব (b) অ্যাম্পিয়ার (c) ওয়াট (d) ভোল্ট।
উত্তর: (d) ভোল্ট।
৩৯. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল –
(a) তুঁতে (b) খাদ্যলবণ (c) চিনি (d) নিশাদল।
উত্তর: (c) চিনি।
৪০. একটি খারিফ ফসলের উদাহরণ হল –
(a) তুলো (b) গম (c) সরষে (d) কোনোটিই নয়।
উত্তর: (a) তুলো।
৪১. মাছের প্রজননে কোন্ গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? –
(a) থাইরয়েড গ্রন্থি (b) পিটুইটারি গ্রন্থি (c) অ্যাড্রিনাল গ্রন্থি (d) অগ্ন্যাশয় গ্রন্থি।
উত্তর: (b) পিটুইটারি গ্রন্থি।
৪২. ডেঙ্গি রোগের লক্ষণ –
(a) চোখের পিছনে ব্যথা (b) চামড়ায় ফুসকুড়ি (c) অণুচক্রিকার সংখ্যা হ্রাস (d) সবকটিই।
উত্তর: (d) সবকটিই।
৪৩. তাপের কুপরিবাহী –
(a) তামা (b) অ্যালুমিনিয়াম (c) স্টিল (d) প্লাস্টিক।
উত্তর: (d) প্লাস্টিক।
৪৪. পারদের স্ফুটনাঙ্ক –
(a) 100°C (b) 35°C (c) 357°C (d) 0°C।
উত্তর: (c) 357°C।
৪৫. Fe²⁺ → Fe³⁺ + e⁻ এটি একটি –
(a) দহন (b) জারণ (c) বিজারণ (d) জারণ-বিজারণ বিক্রিয়া।
উত্তর: (b) জারণ।
৪৬. কোন্ রাসায়নিক বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন? –
(a) CaO + H2O → Ca(OH)2 (b) CH4 + O2 → CO2 + 2H2O (c) CaCO3 → CaO + CO2 (d) কোনোটিই নয়।
উত্তর: (c) CaCO3 → CaO + CO2।
৪৭. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় –
(a) শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে (b) শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে (c) শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে (d) তরল ও কঠিন পদার্থের মধ্য দিয়ে।
উত্তর: (d) তরল ও কঠিন পদার্থের মধ্য দিয়ে।
৪৮. CuCl₂ + Fe → Cu + FeCl₂ এই বিক্রিয়ায় জারিত হয়েছে –
(a) CuCl₂ (b) Fe (c) Cu (d) FeCl₂।
উত্তর: (b) Fe।
৪৯. টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িবিশ্লেষ্য পদার্থ –
(a) CuSO₄ (b) SnCl₂ (c) NiSO₄ (d) Fe₂O₃।
উত্তর: (b) SnCl₂।
৫০. লোহার মরচে পড়া একটি –
(a) ভৌত প্রক্রিয়া (b) জৈব প্রক্রিয়া (c) রাসায়নিক বিক্রিয়া (d) বিনিময় বিক্রিয়া।
উত্তর: (c) রাসায়নিক বিক্রিয়া।
৫১. একটি আগাছানাশক হল –
(a) পার্থেনিয়াম (b) 2,4-D (c) অ্যামারান্থাস (d) চেনোপোডিয়াম।
উত্তর: (b) 2,4-D।
৫২. অক্সিজেন প্রস্তুতিতে কোন্ অনুঘটক ব্যবহার করা হয়? –
(a) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (b) হাইড্রোজেন পারঅক্সাইড (c) ইউরিয়েজ (d) কোনোটিই নয়।
উত্তর: (a) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।
৫৩. চাপ বাড়লে বরফের গলনাঙ্ক –
(a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) অপরিবর্তিত থাকে (d) প্রথমে বাড়ে তারপর কমে।
উত্তর: (b) হ্রাস পায়।
৫৪. তড়িবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –
(a) ক্যাটায়ন (b) অ্যানায়ন (c) ক্যাটায়ন ও অ্যানায়ন (d) শুধু ইলেকট্রন।
উত্তর: (c) ক্যাটায়ন ও অ্যানায়ন।
৫৫. অ্যাসিটিক অ্যাসিড একটি –
(a) তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ (b) মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ (c) তড়িদ্বিশ্লেষ্য নয় (d) অকৃত্রিম অ্যাসিড।
উত্তর: (b) মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ।
৫৬. কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠন করে সেটি হল –
(a) ধনাত্মক (b) ঋণাত্মক (c) নিস্তড়িং (d) কোনোটিই নয়।
উত্তর: (a) ধনাত্মক।
৫৭. জলবাহিত রোগটি হল –
(a) ম্যালেরিয়া (b) প্লেগ (c) ডেঙ্গি (d) কলেরা।
উত্তর: (d) কলেরা।
৫৮. ডেঙ্গি রোগের জীবাণু হল –
(a) বেলেমাছি (b) Plasmodium vivax (c) ফ্ল্যাভিভাইরাস (d) কোনোটিই নয়।
উত্তর: (c) ফ্ল্যাভিভাইরাস।
৫৯. গমের মরিচা ও আলুর ধসা রোগ সৃষ্টি করে –
(a) ছত্রাক (b) ব্যাকটেরিয়া (c) ভাইরাস (d) আদ্যপ্রাণী।
উত্তর: (a) ছত্রাক।
৬০. মিশ্রচাষে থাকে না –
(a) রুই মাছ (b) ইলিশ (c) কাতলা (d) মৃগেল।
উত্তর: (b) ইলিশ।
৬১. প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক –
(a) 100 K (b) 373 K (c) 273 K (d) 200 K।
উত্তর: (b) 373 K।
৬২. তড়িবিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয় –
(a) রাসায়নিক শক্তি (b) চৌম্বক শক্তি (c) আলোক শক্তি (d) তাপ শক্তি।
উত্তর: (a) রাসায়নিক শক্তি।
৬৩. কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে –
(a) জারণ হয় (b) বিজারণ হয় (c) অধঃক্ষেপণ হয় (d) বিয়োজন হয়।
উত্তর: (a) জারণ হয়।
৬৪. কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে –
(a) এগ্রিকালচার (b) হর্টিকালচার (c) ক্রপ প্রোডাকশন (d) অ্যানিম্যাল হাসব্যান্ড্রি।
উত্তর: (b) হর্টিকালচার।
৬৫. ধানি পোনা থেকে চারা পোনা হয় যে পুকুরে তা হল –
(a) আঁতুড় পুকুর (b) পালন পুকুর (c) সঞ্জয়ী পুকুর (d) সবগুলি।
উত্তর: (c) সঞ্জয়ী পুকুর।
৬৬. মুরগির একটি লাইট ব্রিড হল –
(a) লেগহর্ন (b) আসিল (c) ব্রামা (d) প্লাইমাউথ রক।
উত্তর: (a) লেগহর্ন।
৬৭. কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে –
(a) হর্টিকালচার (b) এগ্রিকালচার (c) অ্যানিম্যাল হাসব্যান্ড্রি (d) সবগুলি ঠিক।
উত্তর: (a) হর্টিকালচার।
৬৮. রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে –
(a) ক্যাফিন (b) ট্যানিন (c) পলিফেনল (d) ফ্ল্যাভিনয়েড।
উত্তর: (c) পলিফেনল।
৬৯. ব্যাপক মাত্রায় ফসল সংরক্ষণের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে বলা হয় –
(a) কম্বাইন (b) হারভেস্টার (c) ফডার (d) সিলো।
উত্তর: (d) সিলো।
৭০. কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়, তা হল –
(a) অগ্ন্যাশয় গ্রন্থি (b) পিটুইটারি গ্রন্থি (c) শুক্রাশয় গ্রন্থি (d) থাইরয়েড গ্রন্থি।
উত্তর: (b) পিটুইটারি গ্রন্থি।
৭১. O₂ প্রস্তুতিতে MnO₂ হল –
(a) উদ্দীপক (b) অনুঘটক (c) স্বয়ং অনুঘটক (d) বাধক।
উত্তর: (b) অনুঘটক।
৭২. কোন্ পদার্থটির কঠিনরূপ ওর তরলে ডুবে যায়?
(a) বরফ (b) মোম (c) তামা (d) সাবান।
উত্তর: (c) তামা।
৭৩. কোনটির গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়? –
(a) চর্বি (b) মাখন (c) পারদ (d) মোম।
উত্তর: (c) পারদ।
৭৪. অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে –
(a) আয়তনের ওপর (b) ভরের ওপর (c) ক্ষেত্রফলের ওপর (d) ঘনত্বের ওপর।
উত্তর: (c) ক্ষেত্রফলের ওপর।
৭৫. কোনটি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়? –
(a) চিনি (b) সোডিয়াম ক্লোরাইড (c) কপার সালফেট (d) পটাশিয়াম হাইড্রক্সাইড।
উত্তর: (a) চিনি।
৭৬. গম একটি –
(a) তন্তুজাতীয় (b) তণ্ডুলজাতীয় (c) ডালজাতীয় (d) কন্দজাতীয় ফসল।
উত্তর: (b) তণ্ডুলজাতীয়।
(তণ্ডুলজাতীয় অর্থাৎ শস্যজাতীয় ফসল যেমন ধান, গম।)
৭৭. রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে –
(a) ক্যাফিন (b) ট্যানিন (c) পলিফেনল (d) ফ্লুওরাইড।
উত্তর: (c) পলিফেনল।
৭৮. DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয়, সেটি হল –
(a) কালাজ্বর (b) স্মল পক্স (c) হেপাটাইটিস (d) যক্ষ্মা।
উত্তর: (d) যক্ষ্মা।
(DOTS = Directly Observed Treatment, Short-course – এটি যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত হয়।)
৭৯. অম্লায়িত জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় –
(a) H₂ (b) N₂ (c) CO₂ (d) O₂
উত্তর: (a) H₂।
৮০. ঝালাই-এর কাজে ব্যবহৃত গ্যাসটি হল –
(a) মিথেন (b) অক্সিজেন (c) অ্যাসিটিলিন (d) কার্বন ডাইঅক্সাইড।
উত্তর: (c) অ্যাসিটিলিন।
৮১. জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক –
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) প্রথমে কমে পরে বাড়ে।
উত্তর: (b) বাড়ে।
৮২. তাপ সঞ্চালনে –
(a) পরিবহণ (b) পরিচলন (c) বিকিরণ (d) প্রতিফলন পদ্ধতির জন্য বায়ুপ্রবাহ হয়।
উত্তর: (a) পরিবহণ।
(বায়ু বা তরলে তাপ পরিবাহিত হলে তাকে পরিবহণ বলে, যেমন গরম হাওয়া উপরে উঠে।)
৮৩. বজ্রনিরোধকের মাধ্যমে তড়িৎপ্রবাহ –
(a) মাটিতে চলে যায় (b) বাড়ির দেয়ালে জমে থাকে (c) আকাশে ফিরে যায় (d) কোনোটিই না
উত্তর: (a) মাটিতে চলে যায়।
৮৪. বরফ গলনের লীনতাপ –
(a) 180 cal/g (b) 80 cal/g (c) 537 cal/g (d) 480 cal/g
উত্তর: (b) 80 cal/g।
৮৫. আলুর ক্যাটালেজ হল একটি –
(a) উদ্দীপক (b) অনুঘটক (c) এনজাইম (d) দ্রাবক
উত্তর: (c) এনজাইম।
৮৬. 2,4-D হল একপ্রকার –
(a) আগাছানাশক (b) পতানাশক (c) ছত্রাকনাশক (d) কোনোটিই নয়
উত্তর: (a) আগাছানাশক।
৮৭. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি সেটি হল –
(a) অ্যানোফিলিস মশা (b) কিউলেক্স মশা (c) এডিস মশা (d) বালি মাছি
উত্তর: (c) এডিস মশা।
৮৮. খারিফ ফসলের একটি উদাহরণ হল –
(a) গম (b) ছোলা (c) ভুট্টা (d) মটর
উত্তর: (c) ভুট্টা।
৮৯. একটি নন-সিটার মুরগি হল –
(a) কোচিন (b) লেগহর্ন (c) আসিল (d) ব্রামা
উত্তর: (b) লেগহর্ন।
(নন-সিটার মানে যেসব মুরগি ডিমে বসে না।)
৯০. পরিবহণ পদ্ধতিতে পদার্থের যে অবস্থার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয়, সেটি হল –
(a) কঠিন (b) তরল (c) গ্যাসীয় (d) কঠিন ও তরল উভয়ই
উত্তর: (d) কঠিন ও তরল উভয়ই।
৯১. খারিফ ফসলের উদাহরণ হল –
(a) গম (b) ভুট্টা (c) ছোলা (d) সরষে
উত্তর: (b) ভুট্টা।
৯২. প্রদত্ত কোনটি বহিরাগত কার্প? –
(a) বাটা (b) কালবোস (c) সিলভার কার্প (d) কাতলা
উত্তর: (c) সিলভার কার্প।
৯৩. কোনটি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়? –
(a) চিনি (b) NaCl (c) KOH (d) MgSO₄
উত্তর: (a) চিনি।
৯৪. গ্যালভানাইজেশন হল, লোহার ওপর –
(a) তামা (b) জিংক (c) টিন (d) অ্যালুমিনিয়াম-এর প্রলেপ
উত্তর: (b) জিংক।
৯৫. প্রদত্ত কোনটি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীঘটিত রোগ? –
(a) কলেরা (b) যক্ষ্মা (c) গুটি বসন্ত (d) ম্যালেরিয়া
উত্তর: (d) ম্যালেরিয়া।
১০১. পেনিসিলিন আবিষ্কার করেন –
(a) লুই পাস্তুর (b) আলেকজান্ডার ফ্লেমিং (c) রবার্ট কচ (d) রোনাল্ড রস।
উত্তর: (b) আলেকজান্ডার ফ্লেমিং।
১০২. চর্মরোগ প্রতিরোধে ব্যবহৃত ভিটামিন হল –
(a) ভিটামিন A (b) ভিটামিন B (c) ভিটামিন C (d) ভিটামিন D।
উত্তর: (b) ভিটামিন B।
১০৩. মানবদেহে রক্ত জমাট বাঁধায় সাহায্যকারী উপাদান হল –
(a) হিমোগ্লোবিন (b) প্লাজমা (c) প্লেটলেট (d) হোয়াইট ব্লাড সেল।
উত্তর: (c) প্লেটলেট।
১০৪. ভিটামিন C-এর অভাবে যে রোগ হয় তা হল –
(a) রাতকানা (b) স্কার্ভি (c) রিকেটস (d) বেরিবেরি।
উত্তর: (b) স্কার্ভি।
১০৫. প্রথম পরিবেশ বান্ধব কীটনাশক হল –
(a) DDT (b) BHC (c) নীম তেল (d) ফসফামিডন।
উত্তর: (c) নীম তেল।
১০৬. DNA এর পূর্ণরূপ হল –
(a) ডাইঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (b) ডাইঅক্সিন রিবোজ অ্যাসিড (c) ডাইঅক্সি রাইবোস অ্যাসিড (d) ডাইঅক্সিরাইবো অ্যাসিড।
উত্তর: (a) ডাইঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
১০৭. সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ হল –
(a) বাঁশ (b) ইউক্যালিপটাস (c) মহুয়া (d) নিম।
উত্তর: (a) বাঁশ।
১০৮. গ্রীন হাউস গ্যাসের একটি প্রধান উপাদান হল –
(a) অক্সিজেন (b) হাইড্রোজেন (c) কার্বন ডাই-অক্সাইড (d) নাইট্রোজেন।
উত্তর: (c) কার্বন ডাই-অক্সাইড।
১০৯. প্রাণীদেহে ইনসুলিন নিঃসরণ করে –
(a) যকৃৎ (b) অগ্ন্যাশয় (c) বৃক্ক (d) পাকস্থলী।
উত্তর: (b) অগ্ন্যাশয়।
১১০. হেপাটাইটিস প্রধানত আক্রান্ত করে –
(a) কিডনি (b) হৃদপিণ্ড (c) লিভার (d) ফুসফুস।
উত্তর: (c) লিভার।
১১১. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –
(a) পরিবহণ, (b) পরিচলন, (c) বিকিরণ পদ্ধতিতে।
উত্তর: (c) বিকিরণ পদ্ধতিতে।
১১২. জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে –
(a) 100°C, (b) 100°C অপেক্ষা বেশি, (c) 100°C অপেক্ষা কম।
উত্তর: (b) 100°C অপেক্ষা বেশি।
১১৩. নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ হল –
(a) বরফ, (b) সোনা, (c) চর্বি।
উত্তর: (c) চর্বি।
১১৪. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল –
(a) চিনি, (b) খাদ্যলবণ, (c) নুন।
উত্তর: (a) চিনি।
১১৫. পাট এক প্রকার –
(a) তণ্ডুলজাতীয়, (b) কন্দজাতীয়, (c) তন্তুজাতীয় ফসল।
উত্তর: (c) তন্তুজাতীয় ফসল।
১১৬. DOTS পদ্ধতিতে চিকিৎসা করা হয় –
(a) যক্ষ্মা, (b) পোলিয়ো, (c) হেপাটাইটিস।
উত্তর: (a) যক্ষ্মা।
১১৭. যে গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে –
(a) অক্সিজেন, (b) নাইট্রোজেন, (c) কার্বন ডাই-অক্সাইড।
উত্তর: (b) নাইট্রোজেন।
১১৮. ডালজাতীয় ফসলের মধ্যে একটি উদাহরণ –
(a) মটর, (b) ভুট্টা, (c) ধান।
উত্তর: (a) মটর।
১১৯. হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় –
(a) যকৃৎ, (b) হৃৎপিণ্ড, (c) কিডনি।
উত্তর: (a) যকৃৎ।
১২০. একটি প্রাকৃতিক তন্তু হল –
(a) নাইলন, (b) পলিয়েস্টার, (c) সিল্ক।
উত্তর: (c) সিল্ক।
১২১. গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় না।
(a) বরফের, (b) ঢালাই লোহার, (c) পিচের, (d) তামার।
উত্তর: (c) পিচের।
১২২. বিজারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে –
(a) অক্সিজেন অপসারণ, (b) হাইড্রোজেন অপসারণ, (c) জল অপসারণ, (d) অক্সিজেন সংযোজন।
উত্তর: (a) অক্সিজেন অপসারণ।
১২৩. অধাতু হলেও তড়িৎ পরিবাহী হল –
(a) নিকেল, (b) রুপো, (c) গ্রাফাইট, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) গ্রাফাইট।
১২৪. তন্তুজাতীয় ফসল হল –
(a) ধান, (b) আলু, (c) তুলো, (d) সূর্যমুখী।
উত্তর: (c) তুলো।
১২৫. চায়ের কোন্ উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে ?
(a) প্যান্টোথেনিক অ্যাসিড, (b) পলিফেনল, (c) ফলিক অ্যাসিড, (d) ভিটামিন-K।
উত্তর: (b) পলিফেনল।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. আপেক্ষিক তাপ-এর একক কী?
উত্তর: এর নির্দিষ্ট একক নেই, এটি একটি অনুপাত মাত্র।
২. রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন ?
উত্তর: গুঁড়ো করলে পৃষ্ঠতল ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে বিক্রিয়ার গতি বাড়ে।
৩. H₂S + Cl₂ = 2HCl + S — এই বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি ?
উত্তর: Cl₂ (ক্লোরিন)।
৪. জলের তড়িবিশ্লেষণে অ্যানোডে কোন্ গ্যাসটি মুক্ত হয়?
উত্তর: অক্সিজেন (O₂) গ্যাস।
৫. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, তাকে কী বলা হয় ?
উত্তর: প্যান্টোগ্রাফ।
৬. চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরল-এর মাত্রা কমাতে সাহায্য করে?
উত্তর: ট্যানিন।
৭. এপিয়ারি কী ?
উত্তর: মৌচাষ বা মধু উৎপাদনের জন্য মৌমাছি পালন করার স্থান।
৮. সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়?
উত্তর: বিকিরণ (Radiation) পদ্ধতিতে।
৯. কোনটি সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহণ করে?
উত্তর: গ্রাফাইট।
১০. মোটামুটি 50 km উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য প্রায় কত হবে?
উত্তর: প্রায় ১০ লক্ষ ভোল্ট (1,000,000 V)।
১১. জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তর: লোহা মরচে পড়া (Rusting of iron)।
১২. একটি জারক ও বিজারক মৌলের উদাহরণ দাও।
উত্তর:
১. জারক মৌল – Cl₂ (ক্লোরিন)
২. বিজারক মৌল – H₂ (হাইড্রোজেন)
১৩. হিমমিশ্র কী?
উত্তর: বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয় তাকে হিমমিশ্র বলে।
১৪. প্যান্টোগ্রাফ কী?
উত্তর: রেলগাড়ির এক অংশ যা বৈদ্যুতিক তার ছুঁয়ে বিদ্যুৎ গ্রহণ করে।
১৫. শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন্ ব্যাকটেরিয়া বাসা বাঁধে?
উত্তর: রাইজোবিয়াম ব্যাকটেরিয়া।
১৬. মৌমাছি পালনক্ষেত্রকে এককথায় কী বলে?
উত্তর: এপিয়ারি (Apiary)।
১৭. DOTS পদ্ধতিতে কোন্ রোগের চিকিৎসা করা হয়?
উত্তর: যক্ষ্মা (Tuberculosis)।
১৮. বিসদৃশ শব্দটি বেছে লেখো: গোলাপখাস, হিমসাগর, রত্না, ফজলি।
উত্তর: গোলাপখাস (বাকি তিনটি আমের জাত)।
১৯. ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন্ ধরনের মশা?
উত্তর: এডিস মশা (Aedes mosquito)।
২০. একটি অসংক্রামক মহামারির নাম লেখো।
উত্তর: ডায়াবেটিস (Diabetes)।
২১. জলকে তড়িবিশ্লেষণ করতে হলে জলের কোনটির সংখ্যা বাড়াতে হবে?
উত্তর: আয়নীর (Ion) সংখ্যা বাড়াতে হবে।
২২. 50 km উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় কত বিভব পার্থক্য আছে?
উত্তর: প্রায় ১০ লক্ষ ভোল্ট (1,000,000 V)।
২৩. বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে কি তৈরি করা হয়?
উত্তর: হিমমিশ্র।
২৪. ডাইইথাইল ইথার-এর স্ফুটনাঙ্ক কত?
উত্তর: ৩৪.৬°C (অংশত: ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস)।
২৫. যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলে?
উত্তর: অনুঘটক (Catalyst)।
২৬. কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি?
উত্তর: Vibrio cholerae।(ভিব্রিও কলেরি)
২৭. আগাছানাশক রাসায়নিক পদার্থ কোনটি?
উত্তর: গ্লাইফোসেট (Glyphosate)।
২৮. পশ্চিমবঙ্গে কোন মাসে আম গাছে মুকুল আসে?
উত্তর: ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে।
২৯. উদ্যানবিজ্ঞানে কি চাষ করা হয়?
উত্তর: ফল, ফুল, মসলা, ঔষধি গাছ ইত্যাদি।
৩০. DOTS-এর মাধ্যমে কোন রোগ সারানো হয়?
উত্তর: যক্ষ্মা (Tuberculosis)।
৩১. পারদের স্ফুটনাঙ্ক কত?
উত্তর: ৩৫৭°C (৩৫৭ ডিগ্রি সেলসিয়াস)।
৩২. বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম?
উত্তর: কম।
৩৩. ব্যাটারির (+) প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদ্বারকে কি বলে?
উত্তর: ক্যাথোড।
৩৪. লোহার ওপর জিংকের আস্তরণ দেওয়াকে কি বলে?
উত্তর: গ্যালভ্যানাইজেশন।
৩৫. বিজারণের অর্থ কি?
উত্তর: ইলেকট্রন গ্রহণ।
৩৬. কৃষিবিজ্ঞানের কোন শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর: উদ্যানবিদ্যা (Horticulture)।
৩৭. অজৈব সার হল এক ধরনের-------।
উত্তর: রাসায়নিক সার।
৩৮. চা গাছকে যে ছায়া দান করে তার নাম কি?
উত্তর: শিরীষ গাছ।
৩৯. ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি?
উত্তর: ডেঙ্গি ভাইরাস (Dengue Virus)।
৪০. 0°C তাপমাত্রার 1 g জল ও 1 g বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি?
উত্তর: 1 g জল-এর তাপের পরিমাণ বেশি। তাপের পরিমাণ বেশি কারণ জল
তরল অবস্থায় বেশি তাপ ধারণ করে। ১ g জল-এর মধ্যে বরফ অপেক্ষা ৮০ ক্যালরি
বেশি তাপ থাকে।
৪১. এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক আলাদা।
উত্তর: মোম (wax)। মোম গলতে ও জমতে ভিন্ন তাপমাত্রায় অবস্থান করে।
৪২. তড়িবিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহণ করে?
উত্তর: আয়ন – ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই তড়িৎ পরিবহণ করে।
৪৩. সত্য বা মিথ্যা লেখো: মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়।
উত্তর: সত্য।
৪৪. মৌমাছির জীবনচক্রের চারটি দশা কী কী?
উত্তর: ডিম → লার্ভা → পিউপা → পূর্ণবয়স্ক মৌমাছি (Adult Bee)
৪৫. উত্তপ্ত হলে বায়ুর কী কমে যায়?
উত্তর: ঘনত্ব কমে যায়।
৪৬. আলুর কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়?
উত্তর: ক্যাটালেজ (Catalase)।
৪৭. তড়িদ্বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদারকে কী বলে?
উত্তর: অ্যানোড (Anode)।
৪৮. ডিপ-লিটার পদ্ধতিতে কী পালন করা হয়?
উত্তর: হাঁস পালন।
৪৯. থার্মোফ্লাস্ক কে উদ্ভাবন করেন?
উত্তর: জেমস ডিউয়ার (James Dewar)।
৫০. দমদম জ্বর কোন্ আদ্যপ্রাণীর আক্রমণে হয়?
উত্তর: Leishmania donovani (লিশম্যানিয়া ডোনোভানি)।
৫১. রাইজোবিয়াম কী?
উত্তর: এটি এক প্রকার নাইট্রোজেন-স্থিরকারী ব্যাকটেরিয়া, যা শিমজাতীয় গাছের শিকড়ে গুটি তৈরি করে।
৫২. ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন্ মেশিন ব্যবহার করা হয়?
উত্তর: হারভেস্টার।
৫৩. সবুজ চা বা Green tea-তে কোন্ ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন C (Vitamin C)।
৫৪. মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয়, তার নাম কী?
উত্তর: মৌচাক বা অ্যাপিয়ারি (Apiary)।
৫৫. হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে কাকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂)।
৫৬. যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তর: Mycobacterium tuberculosis (মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস)।
৫৭. ভারতবর্ষে চা-এর চাষ কোথায় হয়?
উত্তর: অসম, দার্জিলিং, নীলগিরি প্রভৃতি অঞ্চলে।
৫৮. গ্যালভানাইজড লোহা কী?
উত্তর: লোহার উপর জিংকের আস্তরণ দেওয়া লোহাকে গ্যালভানাইজড লোহা বলে।
৫৯. একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: জলীয় বরফ গলানো (Ice melting into water)।
৬০. SARS-এর পুরো কথা কী?
উত্তর: Severe Acute Respiratory Syndrome।
৬১. বাষ্পায়ন কাকে বলে?
উত্তর: কোন তরল পদার্থ ধীরে ধীরে গ্যাসে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে।
৬২. ম্যালেরিয়া কথাটির অর্থ কী?
উত্তর: ‘Bad Air’ বা খারাপ বায়ু (ইতালীয় শব্দ mal'aria থেকে উদ্ভূত)।
৬৩. কালাজ্বরের অপর নাম কী?
উত্তর: ভিসেরাল লিশম্যানিয়াসিস (Visceral Leishmaniasis)।
৬৪. বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কিসের উপর নির্ভর করে?
উত্তর: বস্তুর ভর, উষ্ণতা পরিবর্তনের পরিমাণ এবং পদার্থের গরম করার জন্য নির্দিষ্ট তাপমাত্রার উপর।
৬৫. সত্য বা মিথ্যা লেখো: জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়।
উত্তর: সত্য।
৬৬. দুটি অজৈব সারের উদাহরণ দাও।
উত্তর: ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট।
৬৭. 100 cal তাপ যোগ করে 5 g জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে প্রকাশ করো।
উত্তর:
তাপ = mcΔT
100 = 5 × 1 × ΔT
⇒ ΔT = 100 / 5 = 20°C
৬৮. শূন্যস্থান পূরণ করো: কোশের দুপ্রান্তের _ _ _ _ _ ই তড়িৎ প্রবাহের কারণ।
উত্তর: বিভব পার্থক্যই
৬৯. মেঘের নীচের দিকটি কী জাতীয় তড়িগ্রস্ত হয়?
উত্তর: ঋণাত্মক তড়িগ্রস্ত।
৭০. চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি হল। এটি কী ধরনের পরিবর্তন বিক্রিয়াসহ লেখো।
উত্তর: এটি রাসায়নিক পরিবর্তন।
CaCO₃ (চুনাপাথর) → CaO (পোড়াচুন) + CO₂↑
৭১. মাছের কৃত্রিম প্রজননে কোন্ গ্রন্থির ক্ষরণ ব্যবহার করা হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থির ক্ষরণ।
৭২. রুপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী নেওয়া হয়?
উত্তর:
ক্যাথোড – রুপোর গয়না,
অ্যানোড – সোনার পাত।
৭৩. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন্ পদ্ধতিতে ?
উত্তর: বিকিরণ (Radiation) পদ্ধতিতে।
৭৪. ইলেকট্রোপ্লেটিং কাকে বলে ?
উত্তর: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।
৭৫. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িবিশ্লেষণের সময় ক্যাথোডে কোন্ মৌল মুক্ত হবে?
উত্তর: সোডিয়াম (Na)।
৭৬. বরফ গলনের লীনতাপ কত ?
উত্তর: 80 cal/g (ক্যালরি প্রতি গ্রাম)।
৭৭. দানাজাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে কী বলে ?
উত্তর: মাড়াই।
৭৮. কোন্ ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন ?
উত্তর: ভিটামিন A।
৭৯. অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির কী বেড়ে যেতে পারে?
উত্তর: ক্ষারত্ব (alkalinity) বেড়ে যেতে পারে।
৮০. একটি তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
৮১. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উত্তর: 540 cal/g (ক্যালরি প্রতি গ্রাম)।
৮২. শূন্যস্থান পূরণ করো : ডালজাতীয় গাছের মূলের অর্বুদে- নামক ব্যাকটেরিয়া থাকে।
উত্তর: Rhizobium।
৮৩. সিয়ন কাকে বলে ?
উত্তর: সিয়ন হল উপাদান গাছের কাণ্ড বা ডাল যা অন্য একটি গাছে সংযোজন করা হয়।
৮৪. বিসদৃশ শব্দটি বেছে লেখো: গোলাপখাস, ল্যাংড়া, রত্না, ফজলি।
উত্তর: রত্না (বাকি সব আমের জাত, রত্না ধানের জাত)।
৮৫. ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহৃত হয়?
উত্তর: কর্নিশ জাতের।
৮৬. ঠিক বা ভুল লেখো : যে পুকুরে ডিম থেকে ডিম পোনা তৈরি করা হয় তাকে আঁতুড় পুকুর বলে।
উত্তর: ঠিক।
৮৭. আপেক্ষিক তাপের SI এককটি লেখো।
উত্তর: একক নেই (এটি একটি অনাঙ্কিক রাশি)।
৮৮. আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে বিয়োজিত করে তার নাম লেখো।
উত্তর: ক্যাটালেজ।
৮৯. রুপোর গয়নায় সোনার প্রলেপ দিতে তড়িদবিশ্লেষ্যরূপে কোন্ যৌগ ব্যবহৃত হয়?
উত্তর: গোল্ড সায়ানাইড (AuCN) বা গোল্ড ক্লোরাইড (AuCl₃)।
৯০. ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ কী?
উত্তর: ধাতব বস্তুর পৃষ্ঠে তড়িৎক্ষরণ পদ্ধতিতে লেখা বা নকশা তৈরি করাকে ইলেকট্রোটাইপিং বলে।
৯১. প্রেসার কুকারে চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্ক কী?
উত্তর: চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে।
৯২. তড়িদবিশ্লেষণের জন্য কোন কারেন্ট প্রয়োজন?
উত্তর: সরাসরি প্রবাহিত তড়িৎ প্রবাহ (DC current)।
৯৩. ধাতুর বিজারণ ক্ষমতা অধাতু অপেক্ষা কম না বেশি?
উত্তর: বেশি।
৯৪. বজ্রগর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে কোন আধান জমা হয়?
উত্তর: ঋণাত্মক আধান।
৯৫. তরলের প্রকৃতির ওপর তরলের বাষ্পায়নের হার নির্ভর করে না। (সত্য/মিথ্যা)
উত্তর: মিথ্যা।
৯৬. ঠিক বা ভুল নির্বাচন করো : বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন।
উত্তর: ভুল।
৯৭. শূন্যস্থান পূরণ করো : ----ই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
উত্তর: কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
৯৮. ক্যালোরি কাকে বলে ?
উত্তর: ১ গ্রাম জলের উষ্ণতা ১°C বাড়াতে যত তাপের প্রয়োজন, তাকে ১ ক্যালোরি বলে।
৯৯. আলুর মধ্যে উপস্থিত যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে বিয়োজিত করে তার নাম কী ?
উত্তর: ক্যাটালেজ।
১০০. ঠিক বা ভুল নির্বাচন করো : জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে।
উত্তর: ঠিক।
১০১. ঠিক বা ভুল নির্বাচন করো : বিভিন্ন তরল একই উষ্ণতায় ফুটতে শুরু করে।
উত্তর: ভুল।
১০২. 0°C তাপমাত্রার 1 g বরফকে 80 cal তাপ দিলে অস্তিম উষ্ণতা কত হবে ?
উত্তর: 0°C (তাপ ব্যবহৃত হয় বরফ গলাতে, উষ্ণতা বৃদ্ধি পায় না)।
১০৩. Fe + Cu²⁺ → Fe²⁺ + Cu প্রদত্ত বিক্রিয়ার কোনটি জারক এবং কোনটি বিজারক তা উল্লেখ করো।
উত্তর: Cu²⁺ হল জারক, Fe হল বিজারক।
১০৪. শূন্যস্থান পূরণ করো : ব্যাটারির ধনাত্মক (+) প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদ্বারকে --বলে।
উত্তর: ক্যাথোড।
১০৫. বিসদৃশ শব্দটি বেছে লেখো : গোলাপখাস, ল্যাংড়া, রত্না, ফজলি।
উত্তর: রত্না (বাকি তিনটি আমের জাত, রত্না ধানের জাত)।
১০৬. ভিটামিন A সমৃদ্ধ একটি ধানের নাম লেখো।
উত্তর: গোল্ডেন রাইস।
১০৭. শূন্যস্থান পূরণ করো : মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে শয্যা তৈরি করা হয় তাকে--বলে।
উত্তর: লিটার।
১০৮. ঠিক বা ভুল নির্ণয় করো : ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হল অ্যানোফিলিস মশা।
উত্তর: ভুল (সঠিক উত্তর: এডিস মশা)।
১০৯. ডালজাতীয় গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া থাকে?
উত্তর: Rhizobium (রাইজোবিয়াম)।
১১০. চেনোপোডিয়াম কী?
উত্তর: এটি একটি আগাছা।
১১১. জিংক ফসফাইড কী দমনে ব্যবহৃত হয়?
উত্তর: ইঁদুর দমনে।
১১২. প্রথম শব্দজোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থান পূরণ করো : মেজর কার্প : কাতলা :: মাইনর কার্প :
উত্তর: পুঁটি।
১১৩. হিমমিশ্রের একটি ব্যবহার লেখো।
উত্তর: খাদ্য সংরক্ষণে।
১১৪. কোন্ রোগের আরেক নাম দমদম জ্বর?
উত্তর: কালাজ্বর।
১১৫. বজ্রপাতের সময় নিরাপদ দুটি স্থানের নাম লেখো।
উত্তর: ১. গাড়ির ভিতর, ২. কংক্রিট ভবনের ভিতর।
১১৬. সূর্য থেকে তাপ কোন্ পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায়?
উত্তর: বিকিরণ পদ্ধতিতে।
১১৭. 1g বিশুদ্ধ জলের উয়তা 1°C বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপকে কী বলা হয়?
উত্তর: ক্যালোরি (Calorie)।
১১৮. কত ভাগ বরফের সঙ্গে ভাগ লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি হয়?
উত্তর: ৫ ভাগ বরফের সঙ্গে ১ ভাগ লবণ।
১১৯. জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে কী পরিবর্তন ঘটে?
উত্তর: দ্রবণের তাপমাত্রা কমে যায় (এটি এক তাপমোচী বিক্রিয়া)।
১২০. লোহার তৈরি জিনিসের ওপর জিংক ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলে?
উত্তর: গ্যালভানাইজেশন।
১২১. রবি শস্য কোন ঋতুতে চাষ করা হয়?
উত্তর: শীতকাল (অর্থাৎ, অক্টোবর থেকে মার্চ)।
১২২. পিক্লোরাম কি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: আগাছানাশক (Herbicide)।
১২৩. তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম লেখো।
উত্তর: তামা (Copper)।
১২৪. তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহণ করে?
উত্তর: আয়ন (Ions)।
১২৫. যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কী বলে?
উত্তর: অনুঘটক (Catalyst)।
১২৬. মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি শয্যাকে কী বলে?
উত্তর: লিটার (Litter)।
১২৭. ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম কী?
উত্তর: স্ত্রী অ্যানোফেলিস মশা (Female Anopheles mosquito)।
১২৮. যে পাত্রে তড়িবিশ্লেষণ হয়, তাকে কী বলে?
উত্তর: ভোল্টামিটার।
১২৯. তাপ বিকিরণের জন্য কীসের দরকার হয় না?
উত্তর: মাধ্যম (Medium)।
১৩০. আমের জন্মস্থান কোথায়?
উত্তর: দক্ষিণ এশিয়া।
১৩১. শ্রমিক মৌমাছি ফুল থেকে যে বস্তু সংগ্রহ করে তার নাম কী?
উত্তর: মধু (Honey)।
১৩২. ডিম ও শুক্রাণু উৎপাদনের জন্য মাছকে কোন্ গ্রন্থির নির্যাস ইনজেকশন হিসেবে দেওয়া হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থি (Pituitary gland)।