✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. উপনিবেশিক ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়েছিল –
(রিষড়ায়, কলকাতায়, বোম্বাইতে)।
উত্তর: রিষড়ায়।
২. নীল বিদ্রোহ শেষ হয়েছিল –
(১৮৬১, ১৮৬৩, ১৮৬৫) খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮৬১।
৩. বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল –
(যুগান্তর, সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট) পত্রিকা।
উত্তর: যুগান্তর।
৪. "সূর্যাস্ত আইন" যুক্ত ছিল –
(মহলওয়ারি/রায়তওয়ারি/চিরস্থায়ী/ভাইয়াচারি বন্দোবস্তে)।
উত্তর: চিরস্থায়ী।
৫. 'কর্নওয়ালিস কোড' চালু হয় –
(১৮৯৩ খ্রিস্টাব্দে /১৭৯৩ খ্রিস্টাব্দে /১৯৭৩ খ্রিস্টাব্দে /১৮০৪ খ্রিস্টাব্দে)।
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৬. ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –
(কর্নওয়ালিস/ওয়ারেন হেস্টিংস/লর্ড ক্লাইভ/ওয়েলেসলি)।
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
৭. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন –
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
৮. ব্যতিক্রমী শব্দটি চিহ্নিত করো –
(i) উলগুলান, (ii) দাক্ষিণাত্য হাঙ্গামা, (iii) হুল, (iv) রায়তওয়ারি।
উত্তর: রায়তওয়ারি।
৯. রেলপথ স্থাপনে ব্রিটিশদের উদ্দেশ্য ছিল –
(i) ভারতে আমদানি রপ্তানি বৃদ্ধি করা, (ii) শিক্ষার প্রসার ঘটানো, (iii) জাতীয়তাবাদের বিকাশ ঘটানো, (iv) প্রতিরক্ষা খাতে ব্যয় হ্রাস করা।
(A) অধিকাংশ ঠিক। (B) অধিকাংশ ভুল। (C) সবকটি ঠিক। (D) সবকটি ভুল।
উত্তর: (A) অধিকাংশ ঠিক।
১০. 'সত্যশোধক সমাজ' তৈরি করেন –
(i) রমাবাঈ, (ii) বেগম রোকেয়া, (iii) জ্যোতিবা ফুলে, (iv) স্বামী দয়ানন্দ সরস্বতী।
উত্তর: জ্যোতিবা ফুলে।
১১. 'দাদন' বলতে বোঝায় –
(অগ্রিম অর্থ/আবওয়াব/বেগারশ্রম)।
উত্তর: অগ্রিম অর্থ।
১২. 'দাক্ষিণাত্য হাঙ্গামা' সংঘটিত হয়েছিল –
(১৮৫৭/১৮৭৫/১৮৮২) খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
১৩. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন –
(মহারাজা নন্দকুমার/এলিজা ইম্পে/মেকলে)।
উত্তর: এলিজা ইম্পে।
১৪. বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন –
(ওয়ারেন হেস্টিংস/উইলিয়ম জোনস/জোনাথন ডানকান)।
উত্তর: জোনাথন ডানকান।
১৫. রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন –
(i) টমাস মুনরো, (ii) হন্ট ম্যাকেঞ্জি, (iii) আলেকজান্ডার রীড, (iv) লর্ড ক্যানিং।
উত্তর: টমাস মুনরো।
১৬. সংগঠিতভাবে সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল –
(i) ব্যারাকপুর, (ii) মিরাট, (iii) দিল্লি, (iv) কোনোটিই নয়।
উত্তর: মিরাট।
১৭. দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল –
(i) ১৮৫৭ খ্রিস্টাব্দে, (ii) ১৮৭০ খ্রিস্টাব্দে, (iii) ১৮৬০ খ্রিস্টাব্দে, (iv) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
১৮. ১৮৮৩ খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন –
(i) অ্যালান অক্টাভিয়ান হিউম, (ii) রামতনু দাস, (iii) রামতনু লাহিড়ি, (iv) কোনোটিই নয়।
উত্তর: কোনোটিই নয়।
১৯. ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্য বন্ধ হয় –
(i) ১৮৩৩ খ্রিস্টাব্দে, (ii) ১৭৯৩ খ্রিস্টাব্দে, (iii) ১৮৫৩ খ্রিস্টাব্দে, (iv) কোনোটিই নয়।
উত্তর: ১৮৩৩ খ্রিস্টাব্দে।
২০. চরমপন্থী নেতা হলেন –
(i) দাদাভাই নৌরজী, (ii) বালগঙ্গাধর তিলক, (iii) লালা লাজপত রাই, (iv) অরবিন্দ ঘোষ।
(A) (i) (ii) ঠিক (iii) (iv) ভুল।
(B) (i) (iii) ঠিক (ii) (iv) ভুল।
(C) (ii) (iii) (iv) ঠিক (i) ভুল।
(D) (i) (ii) (iii) ঠিক (iv) ভুল।
উত্তর: (C) (ii) (iii) (iv) ঠিক (i) ভুল।
২১. রামমোহন রায় সম্পর্কে কোন্ উক্তিটি সঠিক নয়?
(i) তিনি ১৮১৫ খ্রিস্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন।
(ii) ১৮২৮ খ্রিস্টাব্দে গড়ে তোলেন ব্রাক্ষ্মসভা।
(iii) ১৮৩৫ খ্রিস্টাব্দে তিনি উদ্যোগ গ্রহণ করাতেই 'সতীদাহ প্রথা' রদ হয়।
উত্তর: (iii) ১৮৩৫ খ্রিস্টাব্দে তিনি উদ্যোগ গ্রহণ করাতেই 'সতীদাহ প্রথা' রদ হয়।
২২. ইজারাদারি বন্দোবস্ত চালু করেন –
ভোরলেস্ট / ওয়ারেন হেস্টিংস / বেন্টিঙ্ক / ক্যানিং।
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
২৩. নীল বিদ্রোহ ঘটেছিল –
১৮৫৫ / ১৮৫৭ / ১৮৫৯ / ১৮৬১ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮৫৯ খ্রিস্টাব্দে।
২৪. প্রথম পাটের কারখানা চালু হয় –
হুগলিতে / শ্রীরামপুরে / কোন্নগরে / রিষড়াতে।
উত্তর: রিষড়াতে।
২৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা –
দিগ্দর্শন / সংবাদ প্রভাকর / সমাচার দর্পণ / কোনোটিই নয়।
উত্তর: সমাচার দর্পণ।
২৬. প্রার্থনা সভা প্রতিষ্ঠিত হয় –
১৭৬৭ / ১৮৬৭ / ১৯৯০ / ২০১৬ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৮৬৭ খ্রিস্টাব্দে।
২৭. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল—
(মুম্বাই-এ / গোয়াতে / পুণেতে)।
উত্তর: মুম্বাই-এ।
২৮. বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল—
(যুগান্তর / হিন্দু প্যাট্রিয়ট / সোমপ্রকাশ) পত্রিকা।
উত্তর: যুগান্তর।
২৯. বীরেশলিঙ্গম ছিলেন –
(মহারাষ্ট্র / মাদ্রাজ / পাঞ্জাবের) একজন সমাজ সংস্কারক।
উত্তর: মাদ্রাজ।
৩০. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়—
(১৯১০ খ্রিস্টাব্দে / ১৯১১ খ্রিস্টাব্দে / ১৯১২ খ্রিস্টাব্দে)।
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
৩১. গান্ধিজি রাজনৈতিক আন্দোলনে প্রথম অনশন করেন—
(চম্পারণে / খেদাতে / আমেদাবাদে)।
উত্তর: আমেদাবাদে।
৩২. বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন –
(a) ওয়ারেন হেস্টিংস, (b) কর্নওয়ালিশ, (c) ডালহৌসি।
উত্তর: (a) ওয়ারেন হেস্টিংস।
৩৩. অসমের চা-বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় –
(a) হিতবাদী, (b) বঙ্গদর্শন, (c) সঞ্জীবনী।
উত্তর: (c) সঞ্জীবনী।
৩৪. হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন –
(a) কেশবচন্দ্র সেন, (b) দয়ানন্দ সরস্বতী, (c) নবগোপাল মিত্র।
উত্তর: (c) নবগোপাল মিত্র।
৩৫. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন –
(a) আনন্দমোহন বসু, (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, (c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩৬. মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন –
(a) বিপিনচন্দ্র পাল, (b) বাল গঙ্গাধর তিলক, (c) অরবিন্দ ঘোষ।
উত্তর: (b) বাল গঙ্গাধর তিলক।
৩৭. ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল –
(a) রিষড়ায়, (b) কলকাতায়, (c) বোম্বাইতে।
উত্তর: (a) রিষড়ায়।
৩৮. সতীদাহপ্রথা রদ আইন পাস করেন –
(a) লর্ড ক্যানিং, (b) উইলিয়ম বেন্টিঙ্ক, (c) লর্ড ডালহৌসি।
উত্তর: (b) উইলিয়ম বেন্টিঙ্ক।
৩৯. 'হুল' শব্দের অর্থ –
(a) মহাজন, (b) জমিদার, (c) বিদ্রোহ।
উত্তর: (c) বিদ্রোহ।
৪০. বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান –
(a) কালীপ্রসন্ন কাব্যবিশারদ, (b) মতিলাল ঘোষ, (c) কৃষ্ণকুমার মিত্র।
উত্তর: (c) কৃষ্ণকুমার মিত্র।
৪১. নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে –
(a) ২১ বছর, (b) ২৩ বছর, (c) ২০ বছর।
উত্তর: (a) ২১ বছর।
৪২. ‘মহল' কথাটির অর্থ হল –
(a) কয়েকটি জেলার সমষ্টি, (b) কয়েকটি সমিতির সমষ্টি, (c) কয়েকটি গ্রামের সমষ্টি, (d) কয়েকটি শহরের সমষ্টি।
উত্তর: (c) কয়েকটি গ্রামের সমষ্টি।
৪৩. ‘বেঙ্গল গেজেট' পত্রিকাটি প্রকাশ করেন –
(a) জন মার্শম্যান, (b) উইলিয়ম কেরি, (c) জেমস অগাস্টাস হিকি, (d) উইলিয়ম হান্টার।
উত্তর: (c) জেমস অগাস্টাস হিকি।
৪৪. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ' বলেছেন –
(a) বিনায়ক দামোদর সাভারকর, (b) দাদাভাই নৌরজি, (c) কার্ল মার্কস, (d) স্যার সৈয়দ আহমদ খান।
উত্তর: (a) বিনায়ক দামোদর সাভারকর।
৪৫. বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল –
(a) বর্তমান পত্রিকা, (b) যুগান্তর পত্রিকা, (c) আনন্দবাজার পত্রিকা, (d) বন্দেমাতরম পত্রিকা।
উত্তর: (b) যুগান্তর পত্রিকা।
৪৬. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় –
(a) ১৯০৫ খ্রিস্টাব্দে, (b) ১৯০৯ খ্রিস্টাব্দে, (c) ১৯০৬ খ্রিস্টাব্দে, (d) ১৯০৮ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৯০৬ খ্রিস্টাব্দে।
৪৭. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় –
(a) ১৭৯১ খ্রিস্টাব্দে, (b) ১৭৯২ খ্রিস্টাব্দে, (c) ১৭৯৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৪৮. ভারতে রেলপথ চালু হয় –
(a) লর্ড কর্নওয়ালিশের আমলে, (b) লর্ড ডালহৌসির আমলে, (c) লর্ড বেন্টিঙ্কের আমলে।
উত্তর: (b) লর্ড ডালহৌসির আমলে।
৪৯. সমাচার দর্পণ প্রকাশিত হয় –
(a) ১৮১৬ খ্রিস্টাব্দে, (b) ১৮১৭ খ্রিস্টাব্দে, (c) ১৮১৮ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৮১৮ খ্রিস্টাব্দে।
৫০. ‘উলগুলান’ শব্দের অর্থ হল –
(a) আন্দোলন, (b) শান্তি স্থাপন, (c) বিদ্রোহ।
উত্তর: (c) বিদ্রোহ।
৫১. মর্লে-মিন্টো সংস্কার আইন পাস হয় –
(a) ১৯০৮ খ্রিস্টাব্দে, (b) ১৯০৯ খ্রিস্টাব্দে, (c) ১৯১০ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৯০৯ খ্রিস্টাব্দে।
৫২. ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল–
(a) বিমানব্যবস্থা, (b) নদীব্যবস্থা, (c) রেলব্যবস্থা, (d) সমুদ্রব্যবস্থা।
উত্তর: (c) রেলব্যবস্থা।
৫৩. বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল?
(a) সমাচার দর্পণ, (b) হিন্দু প্যাট্রিয়ট, (c) বেঙ্গল গেজেট, (d) যুগান্তর।
উত্তর: (b) হিন্দু প্যাট্রিয়ট।
৫৪. বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল –
(a) সাঁওতাল বিদ্রোহের সময়, (b) নীল বিদ্রোহের সময়, (c) মোপালা বিদ্রোহের সময়, (d) বারাসাত বিদ্রোহের সময়।
উত্তর: (d) বারাসাত বিদ্রোহের সময়।
৫৫. ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হল –
(a) বঙ্গভাষা প্রকাশিকা সভা, (b) জমিদার সভা, (c) প্রার্থনা সভা, (d) ভারত সভা।
উত্তর: (d) ভারত সভা।
৫৬. ভারত সভা প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭২ খ্রিস্টাব্দে, (b) ১৮৭৬ খ্রিস্টাব্দে, (c) ১৮৮৫ খ্রিস্টাব্দে, (d) ১৮৮০ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
৫৭. ইজারাদারি ব্যবস্থা চালু করেন –
(a) লর্ড ডালহৌসি, (b) লর্ড ওয়েলেসলি, (c) ওয়ারেন হেস্টিংস।
উত্তর: (c) ওয়ারেন হেস্টিংস।
৫৮. প্রথম রাজনৈতিক সংগঠন হল –
(a) আর্য সমাজ, (b) জমিদার সভা, (c) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
উত্তর: (c) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৫৯. মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাবিবাহের নেতৃত্ব দিয়েছিলেন –
(a) বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত, (b) আত্মারাম পান্ডুরং, (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
উত্তর: (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
৬০. দাদন বলতে বোঝায় –
(a) অগ্রিম জমি নেওয়া, (b) অগ্রিম নীল নেওয়া, (c) অগ্রিম টাকা নেওয়া।
উত্তর: (c) অগ্রিম টাকা নেওয়া।
৬১. সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় –
(a) ১৯০৪ খ্রিস্টাব্দে, (b) ১৯০৫ খ্রিস্টাব্দে, (c) ১৯০৬ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৯০৬ খ্রিস্টাব্দে।
৬২. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন –
(a) অরবিন্দ ঘোষ, (b) বিপিনচন্দ্র পাল, (c) দাদাভাই নৌরজি।, (d) রাসবিহারী বসু।
উত্তর: (c) দাদাভাই নৌরজি।
৬৩. নীল বিদ্রোহ হয়েছিল –
(a) মাদ্রাজে, (b) কলকাতায়, (c) আমেদাবাদে, (d) বাংলায়।
উত্তর: (d) বাংলায়।
৬৪. প্রথম পাটকল চালু হয় –
(a) ১৮৫৫ খ্রিস্টাব্দে, (b) ১৮৫৩ খ্রিস্টাব্দে, (c) ১৮৫০ খ্রিস্টাব্দে, (d) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৮৫৫ খ্রিস্টাব্দে।
৬৫. মহলওয়ারি ব্যবস্থা চালু হয় –
(a) দক্ষিণ ভারতে, (b) উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে, (c) পশ্চিম ভারতে, (d) বাংলায়।
উত্তর: (b) উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে।
৬৬. অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় –
(a) ১৮২৫ খ্রিস্টাব্দে, (b) ১৮৭৪ খ্রিস্টাব্দে, (c) ১৯০১ খ্রিস্টাব্দে, (d) ১৯০৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৮৭৪ খ্রিস্টাব্দে।
৬৭. ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন –
(a) নানা সাহেব, (b) তিতুমির, (c) সৈয়দ আহমদ।
উত্তর: (c) সৈয়দ আহমদ।
৬৮. বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন –
(a) লর্ড মিন্টো, (b) লর্ড ডাফরিন, (c) লর্ড কার্জন।
উত্তর: (c) লর্ড কার্জন।
৬৯. ‘কুলী-কাহিনী' নিবন্ধ প্রকাশিত হত –
(a) সমাচার দর্পণ, (b) দিগ্দর্শন, (c) বেঙ্গল গেজেট, (d) সঞ্জীবনী পত্রিকায়।
উত্তর: (d) সঞ্জীবনী পত্রিকায়।
৭০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় –
(a) ১৭৫৭ খ্রি, (b) ১৮১৩ খ্রি, (c) ১৮৫৭ খ্রি, (d) ১৯০৫ খ্রি।
উত্তর: (b) ১৮১৩ খ্রি।
৭১. ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল –
(a) রিষড়ায়, (b) কলকাতায়, (c) বোম্বাইতে, (d) মাদ্রাজে।
উত্তর: (a) রিষড়ায়।
৭২. ১৮৫৭-এর বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল –
(a) ব্রিটিশ সৈন্যবাহিনী, (b) রেলপথ ব্যবস্থা, (c) টেলিগ্রাফ ব্যবস্থা।
উত্তর: (a) ব্রিটিশ সৈন্যবাহিনী।
৭৩. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন –
(a) লর্ড ওয়ারেন হেস্টিংস, (b) লর্ড কর্নওয়ালিশ, (c) লর্ড ডালহৌসি।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশ।
৭৪. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় –
(a) ১৮৫৫ খ্রিস্টাব্দে, (b) ১৮৫৬ খ্রিস্টাব্দে, (c) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৭৫. মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল –
(a) উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে, (b) দক্ষিণ ভারতে, (c) বাংলায়।
উত্তর: (a) উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে।
৭৬. ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল –
(a) কলকাতায়, (b) রিষড়ায়, (c) মাদ্রাজে।
উত্তর: (b) রিষড়ায়।
৭৭. দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে –
(a) সম্পদের আমদানি, (b) সম্পদের বহির্গমন, (c) অবশিল্পায়ন।
উত্তর: (b) সম্পদের বহির্গমন।
৭৮. নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে –
(a) ২০, (b) ২১, (c) ২৩ বছর।
উত্তর: (b) ২১ বছর।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।
২. দাক্ষিণাত্য হাঙ্গামা কোথায় তীব্র আকার নিয়েছিল?
উত্তর: মাদ্রাজ প্রদেশে।
৩. বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮৩১ খ্রিস্টাব্দে।
৪. বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয়েছিল কোথায়?
উত্তর: রংগুনে (বর্তমানে ইয়াঙ্গন, মায়ানমার)।
৫. চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে কী বলতেন?
উত্তর: দেশদ্রোহমূলক ও বৃথা আপসনীতিক কার্যকলাপ।
৬. চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল?
উত্তর: বাংলা, বিহার ও উড়িষ্যা অঞ্চলে।
৭. কে ইজারাদারী ব্যবস্থা চালু করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
৮. 'দাক্ষিণাত্যের হাঙ্গামা' কত সালে হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে।
৯. ভারতের কোথায় প্রথম জুটমিল বা পাটকল গড়ে ওঠে?
উত্তর: শ্রীরামপুর (হুগলি), ১৮৫৫ সালে।
১০. কোন্ বড়োলাটের শাসনকালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উত্তর: লর্ড ডালহৌসির শাসনকালে (১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত)।
১১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: সমাচার দর্পণ (১৮১৮ সালে প্রকাশিত)।
১২. সাগরে কন্যাশিশু সন্তান বিসর্জন দেবার প্রথা নিষিদ্ধ করেছিলেন কোন বড়োলাট?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
১৩. শিকাগো বিশ্বধর্ম সম্মেলনের প্রধান বক্তা কে ছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
১৪. 'বর্তমান ভারত' কার রচনা?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
১৫. ‘হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১৬. কোন বড়োলাটের শাসনকালে ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল?
উত্তর: লর্ড ক্যানিংয়ের শাসনকালে (১৮৫৭)।
১৭. আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত কলকাতার বিখ্যাত মিশনারি স্কুলের নাম লেখো।
উত্তর: জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমানে স্কটিশ চার্চ কলেজ)।
১৮. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
উত্তর: শ্রীরামপুর (হুগলি, পশ্চিমবঙ্গ)।
নিশ্চয়! নিচে প্রশ্নগুলো থেকে (a), (b), (c) ইত্যাদি সরিয়ে নতুনভাবে দেওয়া হলো:
১৯. 'বোর্ড অফ কন্ট্রোল' গঠিত হয় কোন আইন দ্বারা?
উত্তর: পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ১৭৮৪।
২০. বিষুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর: স্যান্থাল বিদ্রোহ।
২১. কোন বিদ্রোহের ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ।
২২. কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
২৩. সিপাহিরা হিন্দুস্তানের সম্রাট হিসেবে কাকে ঘোষণা করেন?
উত্তর: বাহাদুর শাহ জাফর।
২৪. কেশবচন্দ্র সেন কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: ব্রাহ্ম আন্দোলন।
২৫. মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়?
উত্তর: বিদ্যাসাগরের প্রভাবে এই আন্দোলন দক্ষিণেও ছড়িয়ে পড়ে, কিন্তু মাদ্রাজে এটি শুরু করেন Muthuswami Dikshitar-এর মতো সমাজসংস্কারকেরা।
২৬. কোন ইংরেজ শাসকের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন জারি হয়?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে (১৮২৯ খ্রিস্টাব্দে)।
২৭. রায়তওয়ারি বন্দোবস্তের জনক কে ছিলেন?
উত্তর: টমাস মুনরো।
২৮. কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৯. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: সৈয়দ মীর নিসার আলী।
২৬. ভারতের প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেলওয়ে ব্যবস্থা চালু হয়?
উত্তর: ১৮৫৩ খ্রি: বম্বে-থানে।
২৭. কে সতীদাহ প্রথা নিবারণ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২৮. অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: মহম্মদ বকির।
২৯. দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: রংপুর, মিয়ানমার (বার্মা)।
৩০. রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোথায় প্রচলিত হয়েছিল?
উত্তর: তামিলনাড়ু এবং আন্ধ্রপ্রদেশ।
৩১. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?
উত্তর: ১৮৩৩ খ্রিস্টাব্দে।
৩২. ভারতবর্ষের কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়?
উত্তর: হুগলি, পশ্চিমবঙ্গে।
৩৩. কোন্ গভর্নরের সময়কালে ভারতে প্রথম রেলপথ প্রচলন হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
৩৪. সাগরে কন্যাসন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩৫. মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৬. নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর: দিনবন্ধু মিত্র এবং শিবনাথ শাস্ত্রী।
৩৭. ভারতে ফরাজি আন্দোলনের সূচনা করেন কে?
উত্তর: হুয়ারি শরীফ।
৩৮. সিপাহি বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর: রানি লক্ষ্মীবাঈ এবং মঙ্গল পান্ডে।
৩৯. দাদন কাকে বলে?
উত্তর: দাদন হলো এক ধরনের অগ্রিম অর্থ ।
৪০. 'কুলি কাহিনী' প্রবন্ধের রচয়িতা কে?
উত্তর: রামকুমার বিদ্যারত্ন।
৪১. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
৪২. কত খ্রিস্টাব্দে ‘Agriculturists Relief Act' (কৃষকের সুবিধা আইন) নামে আইন পাশ হয়?
উত্তর: ১৮৭৯ খ্রিস্টাব্দে।
৪৩. নীলকর সাহেবরা চাষিদের কী দিয়ে নীলচাষ করতে বাধ্য করত?
উত্তর: দাদন (অগ্রিম টাকা) দিয়ে।
৪৪. কোথায় প্রথম পাটের কারখানা চালু করা হয়?
উত্তর: শ্রীরামপুরে (হুগলি, ১৮৫৫ খ্রিস্টাব্দে)।
৪৫. আধুনিক গণিতের চর্চা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছিলেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
৪৬. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন?
উত্তর: জ্যোতিবা ফুলে।
৪৭. কত খ্রিস্টাব্দে কলকাতায় লিটেরারি সোসাইটি প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৮১৪ খ্রিস্টাব্দে (উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলকে অনেকে লিটেরারি সোসাইটি বলেন)।
৪৮. ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু।
৪৯. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কোন কোন বিশিষ্ট ব্যক্তি ছিলেন?
উত্তর: দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত ও এম.জি. রাণাডে।
৫০. কত খ্রিস্টাব্দে কে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে পুলিনবিহারী দাস।
৫১. তিতুমিরের নেতৃত্বে সংঘটিত বিদ্রোহের নাম কী?
উত্তর: বারাসাতের কৃষক বিদ্রোহ।
৫২. মহাবিদ্রোহের সময় (১৮৫৭) ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।
৫৩. 'দাদন' কী?
উত্তর: চাষিদের অগ্রিম টাকা দিয়ে চাষ করাতে বাধ্য করার প্রথা।
৫৪. লাল-বাল-পাল কে?
উত্তর: লাল = লালা লাজপত রায়, বাল = বাল গঙ্গাধর তিলক, পাল = বিপিনচন্দ্র পাল।
৫৫. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
৫৬. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর:সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র।
৫৭. কোন্ গভর্নর জেনারেল-এর আমলে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
৫৮. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৫৯. ১৮৫৩ খ্রিস্টাব্দে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?
উত্তর: লর্ড ডালহৌসির আমলে।
৬০. ১৮৫৬ খ্রিস্টাব্দের শেষদিকে ভারতীয় উপমহাদেশে কটি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল?
উত্তর: ৪৫টি।
৬১. সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে বন্ধ করা হয়?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে।
৬২. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
৬৩. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
৬৪. আবওয়াব কী?
উত্তর: মূল খাজনার অতিরিক্তভাবে চাষিদের উপর আরোপিত অতিরিক্ত করকে আবওয়াব বলে।
৬৫. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
৬৬. 'মুন্ডা উলগুলান'-এর নেতৃত্ব কে দেন?
উত্তর: বিরসা মুন্ডা।
৬৭. কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন?
উত্তর: লর্ড লিটন।
৬৮. কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: পূর্ণচন্দ্র দে ও সত্যেন বসু।
৬৯. সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ প্রবন্ধ রচনা করেছিলেন?
উত্তর: 'স্বদেশী সমাজ'।
৭০. দিকু কাদের বলা হত?
উত্তর: বহিরাগত শোষক সম্প্রদায়কে।
৭১. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
৭২. ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী?
উত্তর: লর্ড ক্যানিং।
৭৩. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি।
৭৪. ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন?
উত্তর: পূর্ণচন্দ্র দে ও সত্যেন বসু।
৭৫. নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন?
উত্তর: বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বরিন্দ্রকুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ তরুণ বিপ্লবীরা।
৭৬. ‘রায়ত’ শব্দের অর্থ কী?
উত্তর: চাষি বা কৃষক।
৭৭. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর: মালাবার অঞ্চলে (কেরলে)।
৭৮. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।
৭৯. ঠিক না ভুল লেখো: ১৮৩৮ খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
উত্তর: ঠিক।
৮০. বেমানান শব্দটি লেখো: ঢাকা, সুরাট, বোম্বাই, পুনা।
উত্তর: ঢাকা (বাকি তিনটি ভারতের শহর, ঢাকা বাংলাদেশে)।
৮১. সিপাহিরা কাকে “হিন্দুস্থানের সম্রাট” হিসেবে ঘোষণা করে?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।
৮২. ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এককথায় কী বলা হয়?
উত্তর: শিল্পনিধন।
৮৩. 'সত্যশোধক সমাজ' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জ্যোতিবাপুলে।
৮৪. ১৮৮৫ খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল?
উত্তর: বোম্বাই (বর্তমান মুম্বাই)।
৮৫. ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন?
উত্তর: লর্ড লিটন।
৮৬. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই।
৮৭. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয়?
উত্তর: বীরসা মুন্ডা (ভুল) — সঠিক: বালগঙ্গাধর তিলক নয়, আসলে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরূপ কাজের জন্য ভিরেসাল্লিঙ্গম পন্তুলু-কে।
৮৮. ঠিক না ভুল লেখো : ‘দিগ্দর্শন’ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।
উত্তর: ভুল (এটি মাসিক পত্রিকা ছিল, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল 'সমাচার দর্পণ')।
৮৯. বেমানান শব্দটি খুঁজে বের করো: বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পান্ডে।
উত্তর: তিতুমির (তিনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না)।
৯০. Tenancy Act চালু হয়েছিল কখন?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
৯১. 'মহল' কথাটির অর্থ কী?
উত্তর: ভূমি বা জমি।
৯২. ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
উত্তর: হাজী শরিয়তুল্লাহ।
৯৩. ‘হিন্দু মেলা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।
৯৪. ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।
৯৫. কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়?
উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দে।
৯৬. “দিকু” কাদের বলা হত?
উত্তর: বহিরাগত বা অনার্য শাসকদের, যারা উপজাতিদের জমি দখল করত।
৯৭. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: দীনবন্ধু মিত্র।
৯৮. রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন?
উত্তর: তদানীন্তন মুর্শিদাবাদ জেলার তৎকালীন মুসলিম শাসক, আকবর শাহ।
৯৯. 'Agriculturists Relief Act' কত সালে চালু হয়?
উত্তর: ১৮৯৫ খ্রিস্টাব্দে।
১০০. সতীদাহপ্রথা কে নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ খ্রিস্টাব্দে)।
১০১. ‘সত্যার্থ প্রকাশ' গ্রন্থটি কার লেখা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০২. 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' কে চালু করেন?
উত্তর: লর্ড কার্লাইল (১৮৭৬ খ্রিস্টাব্দে)।