✍️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
❖ 1. পৃথিবীর গোলাকার আকৃতির প্রথম ধারণা দেন –
Ⓐ টলেমি Ⓑ আর্যভট্ট Ⓒ গ্যালিলিয়ো Ⓓ পিথাগোরাস
✔ উত্তর: Ⓓ পিথাগোরাস।
❖ 2. সমঅভিকর্ষজ টানযুক্ত রেখার আকৃতি –
Ⓐ গোলাকার Ⓑ অভিগত গোলাকার Ⓒ জিয়ড Ⓓ উপবৃত্তাকার
✔ উত্তর: Ⓑ অভিগত গোলাকার।
❖ 3. দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা নদীর বামতীরের সর্বোচ্চ শৃঙ্গ –
Ⓐ সিঙ্গুলা Ⓑ ঋষিলা Ⓒ সান্দাকফু Ⓓ টাইগার হিল
✔ উত্তর: Ⓒ সান্দাকফু।
❖ 4. বাড়ির নকশা যে স্কেলের মানচিত্র তা হল –
Ⓐ বৃহৎ Ⓑ মাঝারি Ⓒ ক্ষুদ্র Ⓓ অতিক্ষুদ্র
✔ উত্তর: Ⓐ বৃহৎ।
❖ 5. নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা পরস্পর যে কোণে ছেদ করেছে তা হল –
Ⓐ 23° Ⓑ 66° Ⓒ 90° Ⓓ 47°
✔ উত্তর: Ⓒ 90°।
❖ 6. উয়-আর্দ্র জলবায়ু অঞ্চলে যে আবহবিকার অধিক সক্রিয় তা হল –
Ⓐ যান্ত্রিক Ⓑ রাসায়নিক Ⓒ জৈবিক Ⓓ জৈব-রাসায়নিক
✔ উত্তর: Ⓑ রাসায়নিক।
❖ 7. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ –
Ⓐ কেওক্রাডং Ⓑ কাকাবোরাজি Ⓒ বিজয় Ⓓ কক্সবাজার
✔ উত্তর: Ⓐ কেওক্রাডং।
❖ 8. পশ্চিমবঙ্গে অধিক চা উৎপাদিত হয় –
Ⓐ দার্জিলিং পার্বত্য অঞ্চলে Ⓑ তরাই ডুয়ার্স অঞ্চলে Ⓒ সমভূমি অঞ্চলে Ⓓ মালভূমি অঞ্চলে
✔ উত্তর: Ⓑ তরাই ডুয়ার্স অঞ্চলে।
❖ 9. মালভূমি অঞ্চলে গাছের পাতাগুলি ঝরে যায় –
Ⓐ সারাবছর Ⓑ গ্রীষ্মকালে একসঙ্গে Ⓒ শীতকালে একসঙ্গে Ⓓ বসন্তকালে একসঙ্গে
✔ উত্তর: Ⓑ গ্রীষ্মকালে একসঙ্গে।
❖ 10. পশ্চিমবঙ্গে কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতি নির্ভর শহর হল –
Ⓐ কলকাতা Ⓑ শান্তিনিকেতন Ⓒ তমলুক Ⓓ আসানসোল
✔ উত্তর: Ⓑ শান্তিনিকেতন।
❖ 11. ভারতে অধিকাংশ কোন্ শ্রেণির কয়লা উত্তোলিত হয়? –
Ⓐ পিট Ⓑ লিগনাইট Ⓒ বিটুমিনাস Ⓓ অ্যানথ্রাসাইট
✔ উত্তর: Ⓒ বিটুমিনাস।
❖ 12. হুগলি শিল্পাঞ্চলে গুরু-রাসায়নিক শিল্প গড়ে উঠেছে –
Ⓐ ঘুষুড়িতে Ⓑ রিষড়ায় Ⓒ শ্রীরামপুরে Ⓓ বেলুড়ে
✔ উত্তর: Ⓐ ঘুষুড়িতে।
❖ 13. কলকাতা (88° 30′E) থেকে একটি জাহাজ রবিবার সকাল ১০টা আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে প্রতিপাদস্থানে পৌঁছালে তার সময় হবে –
Ⓐ রবিবার সন্ধ্যা ৬টা Ⓑ শনিবার সন্ধ্যা ১০টা Ⓒ শনিবার সকাল ৬টা Ⓓ রবিবার সকাল ১০টা
✔ উত্তর: Ⓑ শনিবার সন্ধ্যা ১০টা।
❖ 14. পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলে ছোটো ছোটো ঢিপির ন্যায় ভূমিকে বলে –
Ⓐ মোনাডনক Ⓑ টিলা Ⓒ নোল Ⓓ ইনসেলবার্জ
✔ উত্তর: Ⓑ টিলা।
❖ 15. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল –
Ⓐ শুক্র Ⓑ ইউরেনাস Ⓒ নেপচুন Ⓓ শনি
✔ উত্তর: Ⓓ শনি।
❖ 16. সুমেরুপ্রভা দেখা যায় যে দেশে তা হল –
Ⓐ আন্টার্কটিকা Ⓑ আলাস্কা Ⓒ চিন Ⓓ জাপান
✔ উত্তর: Ⓑ আলাস্কা।
❖ 17. ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় সম্ভব –
Ⓐ হ্যাডলির অকট্যান্ট Ⓑ ধ্রুবতারা Ⓒ সূর্য Ⓓ চাঁদ
✔ উত্তর: Ⓑ ধ্রুবতারা।
❖ 18. কোনো স্থানের অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল –
Ⓐ অক্ষরেখা Ⓑ দ্রাঘিমারেখা Ⓒ কৌণিক দূরত্ব Ⓓ উক্ত সবকটি
✔ উত্তর: Ⓓ উক্ত সবকটি।
❖ 19. মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তা হল –
Ⓐ লোয়েস সমভূমি Ⓑ পেনিপ্লেন Ⓒ পেডিপ্লেন Ⓓ ইনসেলবার্জ
✔ উত্তর: Ⓐ লোয়েস সমভূমি।
❖ 20. ধ্বংসাত্মক বা বিনাশকারী সীমান্ত বলে –
Ⓐ অভিসারী পাতসীমান্তকে Ⓑ নিরপেক্ষ পাতসীমান্তকে Ⓒ প্রতিসারী পাতসীমান্তকে Ⓓ সংযোজী পাতসীমান্তকে
✔ উত্তর: Ⓐ অভিসারী পাতসীমান্তকে।
❖ 21. প্রদত্ত কোন্ শব্দটি পুঞ্জিতক্ষয়ের সঙ্গে যুক্ত? –
Ⓐ অভিকর্ষ Ⓑ অবঘর্ষ Ⓒ ক্ষয় Ⓓ সঞ্জয়
✔ উত্তর: Ⓑ অবঘর্ষ।
❖ 22. ক্ষয়ীভবনের অপর নাম –
Ⓐ আবহবিকার Ⓑ নগ্নীভবন Ⓒ পর্যায়ন Ⓓ পুঞ্জিতক্ষয়
✔ উত্তর: Ⓑ নগ্নীভবন।
❖ 23. পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা হল –
Ⓐ কোচবিহার Ⓑ বর্ধমান Ⓒ হুগলি Ⓓ পুরুলিয়া
✔ উত্তর: Ⓓ পুরুলিয়া।
❖ 24. সামাজিক সম্পদ হল –
Ⓐ কৃষকের জমি Ⓑ পোস্ট অফিস Ⓒ বাড়ি Ⓓ শিল্প প্রতিষ্ঠান
✔ উত্তর: Ⓑ পোস্ট অফিস।
❖ 25. ভারতের প্রাচীনতম তৈলখনি হল –
Ⓐ মুম্বাই-হাই Ⓑ ডিগবয় Ⓒ তালচের Ⓓ নাহারকাটিয়া
✔ উত্তর: Ⓑ ডিগবয়।
❖ 26. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাটি হল –
Ⓐ মুরশিদাবাদ Ⓑ মালদা Ⓒ বর্ধমান Ⓓ বাঁকুড়া
✔ উত্তর: Ⓒ বর্ধমান।
❖ 27. মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত –
Ⓐ পুরুলিয়ায় Ⓑ বাঁকুড়ায় Ⓒ বর্ধমান-এ Ⓓ বীরভূম-এ
✔ উত্তর: Ⓐ পুরুলিয়ায়।
❖ 28. একটি বৃহৎ স্কেল মানচিত্র হল –
Ⓐ মৌজা Ⓑ দেয়াল Ⓒ অ্যাটলাস Ⓓ আন্তর্জাতিক মানচিত্র
✔ উত্তর: Ⓐ মৌজা।
❖ 29. ‘আবহবিকার’ শব্দটি প্রথম ব্যবহার করেন –
Ⓐ ওয়েগনার Ⓑ কোপারনিকাস Ⓒ অ্যারিস্টল Ⓓ গিলবার্ট
✔ উত্তর: Ⓓ গিলবার্ট।
❖ 30. ‘বিষরণ’ শব্দটির অর্থ –
Ⓐ বিলুপ্তি Ⓑ বিচ্ছিন্নকরণ Ⓒ নগ্নীভবন Ⓓ আবহবিকার
✔ উত্তর: Ⓑ বিচ্ছিন্নকরণ।
❖ 31. জলযোজনের বিপরীত প্রক্রিয়াটি হল –
Ⓐ দ্রবণ Ⓑ শল্কমোচন Ⓒ ক্ষয়ীভবন Ⓓ আর্দ্রবিশ্লেষণ
✔ উত্তর: Ⓓ আর্দ্রবিশ্লেষণ।
❖ 32. শিলাচূর্ণ থেকে মাটি তৈরির প্রক্রিয়াকে বলে –
Ⓐ পেডোজেনেসিস Ⓑ রেগোলিথ Ⓒ পেড Ⓓ হিউমিফিকেশন
✔ উত্তর: Ⓐ পেডোজেনেসিস।
❖ 33. ‘Disaster’ কথাটি এসেছে –
Ⓐ Desire থেকে Ⓑ Defforestation থেকে Ⓒ Destruction থেকে Ⓓ Desastre থেকে
✔ উত্তর: Ⓓ Desastre থেকে।
❖ 34. সাইক্লোন হয় –
Ⓐ ভারতে Ⓑ দক্ষিণ-পূর্ব আমেরিকায় Ⓒ ফিলিপিনসে Ⓓ অস্ট্রেলিয়ায়
✔ উত্তর: Ⓐ ভারতে।
❖ 35. রিখটার স্কেলের সাহায্যে –
Ⓐ ভূমিকম্পের কেন্দ্র কোথায় তা জানা যায় Ⓑ ভূমিকম্পের উপকেন্দ্র কোথায় তা জানা যায় Ⓒ ভূমিকম্পের গতিবিধি কোনদিকে তা জানা যায় Ⓓ ভূমিকম্পের তীব্রতা মাপা যায়
✔ উত্তর: Ⓓ ভূমিকম্পের তীব্রতা মাপা যায়।
❖ 36. IISCO হল –
Ⓐ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানি Ⓑ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল অথরিটি কোম্পানি Ⓒ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিজ কোম্পানি Ⓓ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল অথরিটি
✔ উত্তর: Ⓐ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানি।
❖ 37. হলদিরামস্ হল –
Ⓐ লৌহ-ইস্পাত শিল্পে নিযুক্ত কোম্পানি Ⓑ চা শিল্পে নিযুক্ত কোম্পানি Ⓒ কার্পাস শিল্পে নিযুক্ত কোম্পানি Ⓓ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিযুক্ত কোম্পানি
✔ উত্তর: Ⓓ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিযুক্ত কোম্পানি।
❖ 38. কলকাতার সল্টলেক হল –
Ⓐ পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র Ⓑ পশ্চিমবঙ্গের তসরশিল্পের প্রাণকেন্দ্র Ⓒ পশ্চিমবঙ্গের তাঁতশিল্পের প্রাণকেন্দ্র Ⓓ পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের প্রাণকেন্দ্র
✔ উত্তর: Ⓐ পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র।
❖ 39. ভারতের ‘সংস্কৃতি শহর’ বলা হয় –
Ⓐ হাওড়াকে Ⓑ হায়দরাবাদকে Ⓒ হুগলিকে Ⓓ কলকাতাকে
✔ উত্তর: Ⓓ কলকাতাকে।
❖ 40. ভারতের সর্বপ্রথম বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল হল –
Ⓐ হলদিয়া Ⓑ চেন্নাই Ⓒ বিশাখাপত্তনম Ⓓ দিল্লি
✔ উত্তর: Ⓑ চেন্নাই।
❖ 41. হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত পণ্য হল –
Ⓐ তামা Ⓑ অ্যালুমিনিয়াম Ⓒ চা Ⓓ খনিজ তেল
✔ উত্তর: Ⓓ খনিজ তেল।
❖ 42. ক্যাফিন থাকে –
Ⓐ চিনির মধ্যে Ⓑ গমের বীজের মধ্যে Ⓒ গুড়ের মধ্যে Ⓓ কফি বীজের মধ্যে
✔ উত্তর: Ⓓ কফি বীজের মধ্যে।
❖ 43. নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি –
Ⓐ দ্রুত চলে Ⓑ ধীরে চলে Ⓒ পরিবর্তন হয় না Ⓓ কোনো উক্তিই প্রাসঙ্গিক নয়
✔ উত্তর: Ⓐ দ্রুত চলে।
❖ 44. প্রদত্ত কোন্ শহরে পৃথিবীর আবর্তন বেগ বেশি? –
Ⓐ কলকাতা Ⓑ চেন্নাই Ⓒ দিল্লি Ⓓ শ্রীনগর
✔ উত্তর: Ⓑ চেন্নাই।
❖ 45. 1° অন্তর উভয় গোলার্ধ মিলিয়ে পৃথিবীতে কটি অক্ষরেখা টানা সম্ভব? –
Ⓐ 178 Ⓑ 179 Ⓒ 180 Ⓓ 181
✔ উত্তর: Ⓓ 181।
❖ 46. অসমতলভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হল –
Ⓐ অবরোহণ Ⓑ আরোহণ Ⓒ ভূআন্দোলন Ⓓ পর্যায়ন
✔ উত্তর: Ⓓ পর্যায়ন।
❖ 47. সমপ্রায়ভূমির অনুচ্চ টিলাগুলি হল –
Ⓐ মোনাডনক Ⓑ ইনসেলবার্জ Ⓒ কপিজস্ Ⓓ হামস্
✔ উত্তর: Ⓑ ইনসেলবার্জ।
❖ 48. ধস একধরনের –
Ⓐ ক্ষয়ীভবন Ⓑ আবহবিকার Ⓒ পুঞ্জিত ক্ষয় Ⓓ সঞ্জয়
✔ উত্তর: Ⓐ ক্ষয়ীভবন।
❖ 49. আবহবিকারের মাধ্যমে উৎপন্ন শিথিল স্তর হল –
Ⓐ সোলাম Ⓑ মৃত্তিকা Ⓒ রেগোলিথ Ⓓ হিউমাস
✔ উত্তর: Ⓒ রেগোলিথ।
❖ 50. এর মধ্যে কোনটি স্থলভাগে উৎপন্ন হওয়া সম্ভব? –
Ⓐ টাইফুন Ⓑ টর্নেডা Ⓒ হ্যারিকেন Ⓓ উইলি-উইলি
✔ উত্তর: Ⓑ টর্নেডা।
❖ 51. বায়লাডিলা লৌহখনিটি কোন্ রাজ্যে অবস্থিত? –
Ⓐ ওড়িশা Ⓑ ছত্তিশগড় Ⓒ গোয়া Ⓓ ঝাড়খণ্ড
✔ উত্তর: Ⓑ ছত্তিশগড়।
❖ 52. অযোধ্যা পাহাড় রয়েছে –
Ⓐ পুরুলিয়া Ⓑ বাঁকুড়া Ⓒ বর্ধমান Ⓓ বীরভূম
✔ উত্তর: Ⓐ পুরুলিয়া।
❖ 53. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল –
Ⓐ শিলিগুড়ি Ⓑ জলপাইগুড়ি Ⓒ দার্জিলিং Ⓓ বালুরঘাট
✔ উত্তর: Ⓐ শিলিগুড়ি।
❖ 54. পশ্চিমবঙ্গের কোন্ মাটি সবচেয়ে উর্বর? –
Ⓐ নবীন পলিমাটি Ⓑ ল্যাটেরাইট মাটি Ⓒ লালমাটি Ⓓ পার্বত্য মাটি
✔ উত্তর: Ⓐ নবীন পলিমাটি।
❖ 55. প্রদত্ত মানচিত্রগুলির কোটি বৃহৎ স্কেলের –
Ⓐ 1 : 25,000 Ⓑ 1 : 100,000 Ⓒ 1 : 1,000,000 Ⓓ 1 : 50,000
✔ উত্তর: Ⓐ 1 : 25,000।
❖ 56. পৃথিবীর মেরুব্যাসের দৈর্ঘ্য হল –
Ⓐ 12,714 কিমি Ⓑ 12,713 কিমি Ⓒ 12,715 কিমি Ⓓ 12,716 কিমি
✔ উত্তর: Ⓑ 12,713 কিমি।
❖ 57. পৃথিবীর নিরক্ষরেখায় সর্বাধিক পরিধি, যার মান হল –
Ⓐ 40,705 কিমি Ⓑ 40,075 কিমি Ⓒ 40,750 কিমি Ⓓ 40,507 কিমি
✔ উত্তর: Ⓑ 40,075 কিমি।
❖ 58. 2011 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক তারিখরেখাটি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয় –
Ⓐ অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ Ⓑ ফিজি দ্বীপ Ⓒ সামোয়া দ্বীপ Ⓓ কিরিবাটি দ্বীপ অঞ্চল
✔ উত্তর: Ⓒ সামোয়া দ্বীপ।
❖ 59. পৃথিবীতে মোট শিল্ড অঞ্চল হল –
Ⓐ 9টি Ⓑ 10টি Ⓒ 11টি Ⓓ 12টি
✔ উত্তর: Ⓒ 11টি।
❖ 60. দূষণের প্রভাবে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি পরোক্ষভাবে শিলার –
Ⓐ রাসায়নিক Ⓑ জৈব যান্ত্রিক Ⓒ যান্ত্রিক Ⓓ জৈব রাসায়নিক আবহবিকার ঘটায়
✔ উত্তর: Ⓐ রাসায়নিক।
❖ 61. 2013 সালে হড়পা বানজনিত ভূমিধসে প্রচুর মানুষ মারা যায় –
Ⓐ হিমাচল প্রদেশ Ⓑ উত্তরাখণ্ড Ⓒ উত্তরপ্রদেশ Ⓓ জম্মু ও কাশ্মীর
✔ উত্তর: Ⓑ উত্তরাখণ্ড।
❖ 62. ভারতে আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্যটি হল –
Ⓐ ঝাড়খণ্ড Ⓑ কর্ণাটক Ⓒ ওড়িশা Ⓓ ছত্তিশগড়
✔ উত্তর: Ⓒ ওড়িশা।
❖ 63. আমাদের রাজ্যের কোন্ বিদ্যুৎকেন্দ্রটি NTPC পরিচালিত ?
Ⓐ টিটাগড় Ⓑ বজবজ Ⓒ কসবা Ⓓ ফারাক্কা
✔ উত্তর: Ⓓ ফারাক্কা।
❖ 65. মানচিত্রের একক 1 সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে তার মাপনি হবে –
Ⓐ 1 : 10 Ⓑ 1 : 100 Ⓒ 1 : 1000 Ⓓ 1 : 10000
✔ উত্তর: Ⓑ 1 : 100।
❖ 66. কোন্ মানচিত্রে সমোন্নতি রেখা থাকে?
Ⓐ বিষয়ানুগ মানচিত্র Ⓑ টোপোগ্রাফিক্যাল মানচিত্র Ⓒ প্রাকৃতিক মানচিত্র Ⓓ জলবায়ু মানচিত্র
✔ উত্তর: Ⓑ টোপোগ্রাফিক্যাল মানচিত্র।
❖ 67. আউটসোর্সিং শব্দটি কোন্ শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত?
Ⓐ খাদ্যপ্রক্রিয়াকরণ Ⓑ বস্ত্র Ⓒ তথ্যপ্রযুক্তি Ⓓ পর্যটন
✔ উত্তর: Ⓒ তথ্যপ্রযুক্তি।
❖ 68. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হল –
Ⓐ কলকাতা Ⓑ শিলিগুড়ি Ⓒ দার্জিলিং Ⓓ বক্সাডুয়ার্স
✔ উত্তর: Ⓑ শিলিগুড়ি।
❖ 69. প্রদত্ত কোন্ নদীর জল লবণাক্ত নয়?
Ⓐ মাতলা Ⓑ অজয় Ⓒ গোসাবা Ⓓ পিয়ালি
✔ উত্তর: Ⓑ অজয়।
❖ 70. পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে –
Ⓐ নেপাল Ⓑ ভুটান Ⓒ বাংলাদেশ Ⓓ পাকিস্তান
✔ উত্তর: Ⓒ বাংলাদেশ।
❖ 71. অবাধ সম্পদের উদাহরণ হল –
Ⓐ কয়লা Ⓑ সূর্যকিরণ Ⓒ অভ্র Ⓓ পেট্রোলিয়াম
✔ উত্তর: Ⓑ সূর্যকিরণ।
❖ 72. ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চলটি অবস্থিত –
Ⓐ পশ্চিমবঙ্গ Ⓑ বিহার Ⓒ ঝাড়খণ্ড Ⓓ মধ্যপ্রদেশ
✔ উত্তর: Ⓒ ঝাড়খণ্ড।
❖ 73. বন্যার প্রাকৃতিক কারণ হল –
Ⓐ অতিরিক্ত গাছ কাটা Ⓑ নদীতে বাঁধ দেওয়া Ⓒ প্রবল বর্ষণ Ⓓ অবৈজ্ঞানিক প্রথায় চাষ
✔ উত্তর: Ⓒ প্রবল বর্ষণ।
❖ 74. কোন্ দুর্যোগ ও বিপর্যয়ের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি?
Ⓐ বন্যা Ⓑ দাবানল Ⓒ খরা Ⓓ ভূমিকম্প
✔ উত্তর: Ⓒ খরা।
❖ 75. ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হল –
Ⓐ গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল Ⓑ ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল Ⓒ দামোদর উপত্যকা অঞ্চল Ⓓ গোদাবরী অববাহিকা অঞ্চল
✔ উত্তর: Ⓑ ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল।
❖ 76. ভারতের উচ্চতম মালভূমিটি হল –
Ⓐ দাক্ষিণাত্য মালভূমি Ⓑ মালনাদ মালভূমি Ⓒ মালব মালভূমি Ⓓ লাদাখ মালভূমি
✔ উত্তর: Ⓓ লাদাখ মালভূমি।
❖ 77. সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় –
Ⓐ ইনসেলবার্জ Ⓑ পেডিমেন্ট Ⓒ বাজাদা Ⓓ মোনাডনক
✔ উত্তর: Ⓓ মোনাডনক।
❖ 78. বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরের খনিজ পদার্থগুলি নীচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে –
Ⓐ এলুভিয়েশন Ⓑ ইলুভিয়েশন Ⓒ হিউমিফিকেশন Ⓓ ক্যালসিফিকেশন
✔ উত্তর: Ⓐ এলুভিয়েশন।
❖ 79. পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান শক্তি হল –
Ⓐ মহীভাবক আলোড়ন Ⓑ গিরিজনি আলোড়ন Ⓒ মাধ্যাকর্ষণ Ⓓ সমান্তরাল পশ্চাদপসরণ
✔ উত্তর: Ⓒ মাধ্যাকর্ষণ।
❖ 80. পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে যে প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে তা হল –
Ⓐ ধস Ⓑ বন্যা Ⓒ সুনামি Ⓓ ঘূর্ণিঝড়
✔ উত্তর: Ⓐ ধস।
❖ 81. সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় –
Ⓐ উত্তর 24 পরগনা Ⓑ দক্ষিণ 24 পরগনা Ⓒ কলকাতা Ⓓ হুগলি
✔ উত্তর: Ⓑ দক্ষিণ 24 পরগনা।
❖ 82. কোন্ নদীতে জোয়ারভাটা খেলে?
Ⓐ দামোদর Ⓑ অজয় Ⓒ মাতলা Ⓓ গঙ্গা
✔ উত্তর: Ⓒ মাতলা।
❖ 83. ডানকুনি –
Ⓐ বস্ত্র Ⓑ পাট Ⓒ ইস্পাত Ⓓ দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত
✔ উত্তর: Ⓓ দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত।
❖ 84. পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে –
Ⓐ নেপাল Ⓑ পাকিস্তান Ⓒ ভুটান Ⓓ বাংলাদেশ
✔ উত্তর: Ⓓ বাংলাদেশ।
❖ 85. ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ হল –
Ⓐ শিলিগুড়ি Ⓑ জলপাইগুড়ি Ⓒ দার্জিলিং Ⓓ কলকাতা
✔ উত্তর: Ⓐ শিলিগুড়ি।
❖ 86. পৃথিবীর মেরু ব্যাসের থেকে নিরক্ষীয় ব্যাস বড়ো –
Ⓐ 33 কিমি Ⓑ 43 কিমি Ⓒ 34 কিমি Ⓓ 63 কিমি
✔ উত্তর: Ⓑ 43 কিমি।
❖ 87. কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ হল প্রায় –
Ⓐ 1760 কিমি/ঘণ্টা Ⓑ 1670 কিমি/ঘণ্টা Ⓒ 1350 কিমি/ঘণ্টা Ⓓ 930 কিমি/ঘণ্টা
✔ উত্তর: Ⓑ 1670 কিমি/ঘণ্টা।
❖ 88. উত্তর অয়নান্ত দিবস বলা হয় –
Ⓐ 21 মার্চ Ⓑ 21 জুন Ⓒ 24 সেপ্টেম্বর Ⓓ 22 ডিসেম্বর
✔ উত্তর: Ⓑ 21 জুন।
❖ 89. মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে –
Ⓐ স্থানীয় সময় Ⓑ প্রমাণ সময় Ⓒ গ্রিনিচ সময় Ⓓ ভারতীয় প্রমাণ সময়
✔ উত্তর: Ⓐ স্থানীয় সময়।
❖ 90. সমগ্র পৃথিবীকে সময় অঞ্চলে ভাগ করা হয়েছে –
Ⓐ 24টি Ⓑ 25টি Ⓒ 26টি Ⓓ 23টি
✔ উত্তর: Ⓐ 24টি।
❖ 91. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হল –
Ⓐ হিমালয় পর্বত Ⓑ বিন্ধ্য পর্বত Ⓒ সাতপুরা পর্বত Ⓓ আরাবল্লি পর্বত
✔ উত্তর: Ⓓ আরাবল্লি পর্বত।
❖ 92. আবহবিকার হল একটি –
Ⓐ স্থিতিশীল প্রক্রিয়া Ⓑ গতিশীল প্রক্রিয়া Ⓒ পরিবর্তনশীল প্রক্রিয়া Ⓓ অপরিবর্তনশীল প্রক্রিয়া
✔ উত্তর: Ⓑ গতিশীল প্রক্রিয়া।
❖ 93. পর্বতের ঢাল বরাবর উল্লম্বভাবে সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র কোণাকৃতি প্রস্তরখণ্ডযুক্ত ভূমিরূপকে বলে –
Ⓐ পেডিমেন্ট Ⓑ বাজাদা Ⓒ ট্যালাস Ⓓ ব্লকস্পেড
✔ উত্তর: Ⓒ ট্যালাস।
❖ 94. ‘Disaster’ শব্দের অর্থ –
Ⓐ অশুভ নক্ষত্র Ⓑ অশুভ গ্রহ Ⓒ অশুভ তারা Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ অশুভ নক্ষত্র।
❖ 95. ক্রায়োলাইট যে ধরনের সম্পদ তা হল –
Ⓐ সর্বত্রলভ্য সম্পদ Ⓑ সহজলভ্য সম্পদ Ⓒ দুষ্প্রাপ্য সম্পদ Ⓓ একমাত্র লভ্য সম্পদ
✔ উত্তর: Ⓒ দুষ্প্রাপ্য সম্পদ।
❖ 96. পশ্চিমবঙ্গে ভূতাপশক্তি উৎপাদন কেন্দ্রটি অবস্থান করছে –
Ⓐ সাগরদ্বীপ Ⓑ ফ্রেজারগঞ্জ Ⓒ বক্রেশ্বর Ⓓ পলতা
✔ উত্তর: Ⓒ বক্রেশ্বর।
❖ 97. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল –
Ⓐ টুংলু Ⓑ সবরগ্রাম Ⓒ ফালুট Ⓓ সান্দাকফু
✔ উত্তর: Ⓓ সান্দাকফু।
❖ 98. পশ্চিমবঙ্গের যে জেলায় তসর শিল্প বিখ্যাত তা হল –
Ⓐ বাঁকুড়া Ⓑ বীরভূম Ⓒ দার্জিলিং Ⓓ হুগলি
✔ উত্তর: Ⓑ বীরভূম।
❖ 99. 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা যায় –
Ⓐ মৌজা মানচিত্র Ⓑ অ্যাটলাস Ⓒ গ্লোব Ⓓ প্রাকৃতিক মানচিত্র
✔ উত্তর: Ⓐ মৌজা মানচিত্র।
❖ 100. ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে –
Ⓐ 21 জুন Ⓑ 21 জুন ও 22 ডিসেম্বর Ⓒ 21 মার্চ ও 23 সেপ্টেম্বর Ⓓ 21 মার্চ ও 22 ডিসেম্বর
✔ উত্তর: Ⓒ 21 মার্চ ও 23 সেপ্টেম্বর।
❖ 101. মেরু অঞ্চলে কোরিওলিস বলের মান হল –
Ⓐ শূন্য Ⓑ বেশি Ⓒ এক Ⓓ কখনও শূন্য ও কখনও বেশি
✔ উত্তর: Ⓑ বেশি।
❖ 102. প্রতিটি অক্ষরেখার দুটি মান যথাক্রমে –
Ⓐ কৌণিক মান ও কৌণিক দূরত্ব Ⓑ পরিধি ও মেরু এবং নিরক্ষীয় কেন্দ্রের মধ্যে লম্ব দূরত্ব Ⓒ কৌণিক মান ও পরিধি (2πr) Ⓓ পরিধি (2πr) ও নিরক্ষীয় তলের কেন্দ্র
✔ উত্তর: Ⓒ কৌণিক মান ও পরিধি (2πr)।
❖ 103. যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় তা হল –
Ⓐ যান্ত্রিক পাললিক শিলা Ⓑ রাসায়নিক পাললিক শিলা Ⓒ জৈবিক পাললিক শিলা Ⓓ রূপান্তরিত পাললিক শিলা
✔ উত্তর: Ⓒ জৈবিক পাললিক শিলা।
❖ 104. ‘হটস্পট’ ভূমিরূপ-এর সঙ্গে সম্পর্কিত –
Ⓐ সমভূমি Ⓑ আগ্নেয় ভূমিরূপ Ⓒ ক্ষয়জাত পৰ্বত Ⓓ ভঙ্গিল পর্বত
✔ উত্তর: Ⓑ আগ্নেয় ভূমিরূপ।
❖ 105. আবহবিকার প্রক্রিয়ায় সাহায্য করে –
Ⓐ বৃষ্টিপাত Ⓑ জলবায়ু Ⓒ উম্বুতা Ⓓ ধস
✔ উত্তর: Ⓑ জলবায়ু।
❖ 106. রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি হয় –
Ⓐ নতুন খনিজ Ⓑ খনিজের ঘনত্ব বৃদ্ধি Ⓒ নতুন শিলা Ⓓ শিলার আয়তন হ্রাস
✔ উত্তর: Ⓐ নতুন খনিজ।
❖ 107. জলধারা দ্বারা মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রক হল –
Ⓐ ঢালের দৈর্ঘ্য ও ভূমিঢালের পরিমাণ Ⓑ মৃত্তিকা কণার আকার ও বৃষ্টিপাত Ⓒ বৃষ্টি ও জলপ্রবাহ-এর পরিমাণ Ⓓ মৃত্তিকার স্থূলকণা ও সূক্ষ্মকণা
✔ উত্তর: Ⓒ বৃষ্টি ও জলপ্রবাহ-এর পরিমাণ।
❖ 108. শ্রমিকের কর্মদক্ষতা হল –
Ⓐ প্রাকৃতিক সম্পদ Ⓑ মানবিক সম্পদ Ⓒ সাংস্কৃতিক সম্পদ Ⓓ অজৈব সম্পদ
✔ উত্তর: Ⓑ মানবিক সম্পদ।
❖ 109. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা প্রসারিত –
Ⓐ বেঙ্গালুরুর ওপর দিয়ে Ⓑ এলাহাবাদের ওপর দিয়ে Ⓒ কানপুরের ওপর দিয়ে
✔ উত্তর: Ⓑ এলাহাবাদের ওপর দিয়ে।
❖ 110. ভূপৃষ্ঠে উল্লম্বভাবে ঘটা আলোড়নকে বলে –
Ⓐ অবরোহণ Ⓑ আরোহণ Ⓒ মহীভাবক আলোড়ন
✔ উত্তর: Ⓒ মহীভাবক আলোড়ন।
❖ 111. চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় –
Ⓐ কার্বনেশন প্রক্রিয়ার Ⓑ অক্সিডেশন প্রক্রিয়ার Ⓒ হাইড্রেশন প্রক্রিয়ার
✔ উত্তর: Ⓐ কার্বনেশন প্রক্রিয়ার।
❖ 112. দাবানল একটি –
Ⓐ প্রাকৃতিক দুর্যোগ Ⓑ প্রাকৃতিক বিপর্যয় Ⓒ মনুষ্যসৃষ্ট দুর্যোগ
✔ উত্তর: Ⓐ প্রাকৃতিক দুর্যোগ।
❖ 113. সৌরশক্তি হল –
Ⓐ গচ্ছিত সম্পদ Ⓑ ক্ষয়িয়ু সম্পদ Ⓒ প্রাকৃতিক সম্পদ
✔ উত্তর: Ⓒ প্রাকৃতিক সম্পদ।
❖ 114. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা –
Ⓐ 23টি Ⓑ 21টি Ⓒ 22টি
✔ উত্তর: Ⓐ 23টি।
❖ 115. পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প হল –
Ⓐ মাদুর শিল্প Ⓑ তাঁত শিল্প Ⓒ বিড়ি শিল্প
✔ উত্তর: Ⓐ মাদুর শিল্প।
❖ 116. দুর্গাপুর লৌহ-ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে –
Ⓐ সোভিয়েত রাশিয়া-এর সহযোগিতায় Ⓑ জার্মান-এর সহযোগিতায় Ⓒ ব্রিটিশ-এর সহযোগিতায়
✔ উত্তর: Ⓐ সোভিয়েত রাশিয়া-এর সহযোগিতায়।
❖ 117. 1 সেমিতে 500 মিটার – এটি –
Ⓐ বিবৃতিমূলক স্কেল Ⓑ লৈখিক স্কেল Ⓒ ভগ্নাংশসূচক স্কেল
✔ উত্তর: Ⓒ ভগ্নাংশসূচক স্কেল।
❖ 118. পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী হল –
Ⓐ মহানন্দা Ⓑ মাতলা Ⓒ কাঁসাই
✔ উত্তর: Ⓑ মাতলা।
❖ 119. সুমেরুবৃত্তের অক্ষাংশ হল –
Ⓐ 66½° উ. Ⓑ 66½° দ. Ⓒ 23° উ.
✔ উত্তর: Ⓐ 66½° উ.।
❖ 120. জৈবিক আবহবিকারে গুরুত্ব বেশি –
Ⓐ ইঁদুরের Ⓑ সাপের Ⓒ মাছের
✔ উত্তর: Ⓐ ইঁদুরের।
❖ 121. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুব্যাসের পার্থক্য হল –
Ⓐ 40 কিমি Ⓑ 43 কিমি Ⓒ 46 কিমি Ⓓ 49 কিমি
✔ উত্তর: Ⓑ 43 কিমি।
❖ 122. উত্তর গোলার্ধে সবথেকে বড়ো দিন হয় –
Ⓐ 22 ডিসেম্বর Ⓑ 21 মার্চ Ⓒ 21 জুন Ⓓ 23 সেপ্টেম্বর
✔ উত্তর: Ⓒ 21 জুন।
❖ 123. কলকাতার অক্ষাংশ হল –
Ⓐ 22°30' N Ⓑ 22°34' N Ⓒ 22°35' N Ⓓ 22°38' N
✔ উত্তর: Ⓒ 22°35' N।
❖ 124. প্রদত্ত যে বছরটি অধিবর্ষ তা হল –
Ⓐ 2012 Ⓑ 2008 Ⓒ 2000 Ⓓ সবকটি ঠিক
✔ উত্তর: Ⓓ সবকটি ঠিক।
❖ 125. একটি প্রথম পর্যায়ের ভূমিরূপ হল –
Ⓐ মহাদেশ Ⓑ মালভূমি Ⓒ ভাঁজ Ⓓ গিরিখাত
✔ উত্তর: Ⓐ মহাদেশ।
❖ 126. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হল –
Ⓐ হিমালয় পর্বত Ⓑ বিন্ধ্য পর্বত Ⓒ সাতপুরা পর্বত Ⓓ আরাবল্লি পর্বত
✔ উত্তর: Ⓓ আরাবল্লি পর্বত।
❖ 127. ধস হল এক ধরনের –
Ⓐ ক্ষয়ীভবন Ⓑ আবহবিকার Ⓒ পুঞ্জিত ক্ষয় Ⓓ সঞ্চয়
✔ উত্তর: Ⓐ ক্ষয়ীভবন।
❖ 128. মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং হয় –
Ⓐ লাল Ⓑ বাদামি Ⓒ কালো Ⓓ ধূসর
✔ উত্তর: Ⓒ কালো।
❖ 129. ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় –
Ⓐ টর্নেডো Ⓑ টাইফুন Ⓒ সাইক্লোন Ⓓ হ্যারিকেন
✔ উত্তর: Ⓒ সাইক্লোন।
❖ 130. সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হল –
Ⓐ পিট Ⓑ অ্যানথ্রাসাইট Ⓒ বিটুমিনাস Ⓓ লিগনাইট
✔ উত্তর: Ⓑ অ্যানথ্রাসাইট।
❖ 131. অযোধ্যা পাহাড় রয়েছে –
Ⓐ বাঁকুড়াতে Ⓑ বীরভূমে Ⓒ বর্ধমানে Ⓓ পুরুলিয়াতে
✔ উত্তর: Ⓓ পুরুলিয়াতে।
❖ 132. কলকাতা বন্দরের সহায়ক বন্দর হল –
Ⓐ হলদিয়া Ⓑ পারাদ্বীপ Ⓒ বিশাখাপত্তনম Ⓓ এন্নোর
✔ উত্তর: Ⓐ হলদিয়া।
❖ 133. প্রদত্ত কোন্ নদীটি নিত্যবহ নদী ?
Ⓐ অজয় নদ Ⓑ দামোদর নদ Ⓒ তিস্তা নদী Ⓓ ময়ূরাক্ষী নদী
✔ উত্তর: Ⓒ তিস্তা নদী।
❖ 134. এককমুক্ত স্কেল হল –
Ⓐ বিবৃতিমূলক স্কেল Ⓑ ভগ্নাংশসূচক স্কেল Ⓒ আয়তনমাপক স্কেল Ⓓ লৈখিক স্কেল
✔ উত্তর: Ⓑ ভগ্নাংশসূচক স্কেল।
❖ 135. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুব্যাসের তুলনায় –
Ⓐ 34 কিমি বেশি Ⓑ 53 কিমি বেশি Ⓒ 43 কিমি বেশি Ⓓ 46 কিমি বেশি
✔ উত্তর: Ⓒ 43 কিমি বেশি।
❖ 136. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো রাত হয় –
Ⓐ 21 জুন Ⓑ 23 সেপ্টেম্বর Ⓒ 22 ডিসেম্বর Ⓓ 21 মার্চ
✔ উত্তর: Ⓐ 21 জুন।
❖ 137. সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয় –
Ⓐ পর্বতবেষ্টিত মালভূমি Ⓑ লাভা মালভূমি Ⓒ ব্যবচ্ছিন্ন মালভূমি Ⓓ মহাদেশীয় মালভূমি
✔ উত্তর: Ⓒ ব্যবচ্ছিন্ন মালভূমি।
❖ 138. শিলার সংকোচন ও প্রসারণের হার বেশি –
Ⓐ তুন্দ্রা অঞ্চলে Ⓑ নিরক্ষীয় অঞ্চলে Ⓒ মরু অঞ্চলে Ⓓ মেরু অঞ্চলে
✔ উত্তর: Ⓒ মরু অঞ্চলে।
❖ 139. পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হল –
Ⓐ মুরশিদাবাদ Ⓑ হাওড়া Ⓒ দার্জিলিং Ⓓ পুরুলিয়া
✔ উত্তর: Ⓓ পুরুলিয়া।
❖ 140. কয়লা যে শ্রেণির সম্পদ তা হল –
Ⓐ পুনর্ভব সম্পদ Ⓑ অপুনর্ভব সম্পদ Ⓒ প্রবহমান সম্পদ Ⓓ ব্যক্তিগত সম্পদ
✔ উত্তর: Ⓑ অপুনর্ভব সম্পদ।
❖ 141. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র –
Ⓐ মাইথন Ⓑ হিরাকুঁদ Ⓒ ফরাক্কা Ⓓ সাগরদিঘি
✔ উত্তর: Ⓒ ফরাক্কা।
❖ 142. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি উল্লেখযোগ্য পাহাড় –
Ⓐ পরেশনাথ Ⓑ বাঘমুণ্ডি Ⓒ গারো Ⓓ ডাউনহিল
✔ উত্তর: Ⓑ বাঘমুণ্ডি।
❖ 143. কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হল –
Ⓐ ফ্রেজারগঞ্জ Ⓑ ডায়মণ্ডহারবার Ⓒ হলদিয়া Ⓓ মন্দারমনি
✔ উত্তর: Ⓒ হলদিয়া।
❖ 144. চুখা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত –
Ⓐ নেপালে Ⓑ ভুটানে Ⓒ সিকিমে Ⓓ বাংলাদেশে
✔ উত্তর: Ⓑ ভুটানে।
❖ 145. ভারতের সর্বাধিক খনিজ সম্পদসমৃদ্ধ রাজ্য –
Ⓐ বিহার Ⓑ অসম Ⓒ ত্রিপুরা Ⓓ ঝাড়খণ্ড
✔ উত্তর: Ⓓ ঝাড়খণ্ড।
❖ 146. কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় –
Ⓐ 6 ঘণ্টা Ⓑ 12 ঘণ্টা Ⓒ 24 ঘণ্টা Ⓓ 48 ঘণ্টা
✔ উত্তর: Ⓑ 12 ঘণ্টা।
❖ 147. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি –
Ⓐ হোয়াংহো Ⓑ নিলনদ Ⓒ গঙ্গা Ⓓ মিসিসিপি
✔ উত্তর: Ⓒ গঙ্গা।
❖ 148. ভূমিধস বেশি দেখা যায় –
Ⓐ পুরুলিয়া জেলায় Ⓑ দার্জিলিং জেলায় Ⓒ মুরশিদাবাদ জেলায় Ⓓ নদিয়া জেলায়
✔ উত্তর: Ⓑ দার্জিলিং জেলায়।
❖ 149. নেপচুনের উপগ্রহ সংখ্যা হল –
Ⓐ 67টি Ⓑ 62টি Ⓒ 27টি Ⓓ 13টি
✔ উত্তর: Ⓒ 27টি।
❖ 150. ‘Principia’ গ্রন্থটির লেখক হলেন –
Ⓐ টলেমি Ⓑ কেপলার Ⓒ কোপারনিকাস Ⓓ নিউটন
✔ উত্তর: Ⓓ নিউটন।
❖ 151. পৃথিবীর কেন্দ্র ভেদকারী ব্যাসের পরস্পর বিপরীত স্থানকে বলা হয় –
Ⓐ ভূজালক Ⓑ মহাবৃত্ত Ⓒ ক্ষুদ্র বৃত্ত Ⓓ প্রতিপাদ স্থান
✔ উত্তর: Ⓓ প্রতিপাদ স্থান।
❖ 152. নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায় –
Ⓐ 7 কোটি বছর Ⓑ 22 কোটি বছর Ⓒ 35 কোটি বছর Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓐ 7 কোটি বছর।
❖ 153. শুশুনিয়া পাহাড় হল –
Ⓐ মোনাড়নক Ⓑ হামস্ Ⓒ ইনসেলবার্জ Ⓓ টিলা
✔ উত্তর: Ⓐ মোনাড়নক।
❖ 154. ক্ষয়ের শেষ সীমার ধারণা দেন –
Ⓐ পাওয়েল Ⓑ ডেভিস Ⓒ পিঁচো Ⓓ উইলসন
✔ উত্তর: Ⓑ ডেভিস।
❖ 155. 1999 সালে ওড়িশায় আছড়ে পড়া ঘূর্ণিঝড়টার নাম ছিল –
Ⓐ আয়লা Ⓑ লায়লা Ⓒ ফাইলিন Ⓓ সুপার সাইক্লোন
✔ উত্তর: Ⓓ সুপার সাইক্লোন।
❖ 156. কত সালে বিহারের মানভূম থেকে বাংলা ভাষা অঞ্চল পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়?
Ⓐ 1954 খ্রি. Ⓑ 1956 খ্রি. Ⓒ 1986 খ্রি. Ⓓ 2002 খ্রি.
✔ উত্তর: Ⓑ 1956 খ্রি.।
❖ 157. পশ্চিমবঙ্গের কোন্ প্রতিবেশী রাজ্যের ভাষা বাংলা –
Ⓐ সিকিম Ⓑ বিহার Ⓒ আসাম Ⓓ ঝাড়খণ্ড
✔ উত্তর: Ⓒ আসাম।
❖ 158. তারাফেনি ব্যারেজ নির্মিত হয়েছে –
Ⓐ দামোদর Ⓑ কংসাবতী Ⓒ কোপাই Ⓓ সুবর্ণরেখা নদীর ওপর
✔ উত্তর: Ⓑ কংসাবতী।
❖ 159. হিমালয়ের 2000 মিটার উচ্চতার ওপরে দেখা যায় এমন একটি গাছ হল –
Ⓐ শাল Ⓑ শিমুল Ⓒ বার্চ Ⓓ ফার
✔ উত্তর: Ⓓ ফার।
❖ 160. এক গাঁট পাট সমান কত কেজি পাট –
Ⓐ 160 কেজি Ⓑ 170 কেজি Ⓒ 180 কেজি Ⓓ 190 কেজি
✔ উত্তর: Ⓐ 160 কেজি।
❖ 161. আমের শহর বলা হয় –
Ⓐ বহরমপুরকে Ⓑ ইংরেজ বাজারকে Ⓒ বালুরঘাটকে Ⓓ রায়গঞ্জকে
✔ উত্তর: Ⓑ ইংরেজ বাজারকে।
❖ 162. একটি এককমুক্ত স্কেল হল –
Ⓐ বিবৃতিমূলক স্কেল Ⓑ RF স্কেল Ⓒ লৈখিক স্কেল Ⓓ ডায়াগোনাল স্কেল
✔ উত্তর: Ⓑ RF স্কেল।
❖ 163. বিষুবলম্ব একটি –
Ⓐ লম্ব দূরত্ব Ⓑ কোণ Ⓒ অনুভূমিক দূরত্ব Ⓓ সময় দূরত্ব
✔ উত্তর: Ⓑ কোণ।
❖ 164. সবচেয়ে বেশি প্রমাণ দ্রাঘিমা আছে রাশিয়াতে এবং তার সংখ্যা –
Ⓐ 9টি Ⓑ 11টি Ⓒ 13টি Ⓓ ৪টি
✔ উত্তর: Ⓑ 11টি।
❖ 165. নাতিশীতোয় অঞ্চলে (30°-60°) সূর্যরশ্মির পতন কোণ –
Ⓐ 0°-30° Ⓑ 30°-60° Ⓒ 60°-90° Ⓓ 50°-80°
✔ উত্তর: Ⓑ 30°-60°।
❖ 166. গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থের আধিক্যযুক্ত স্থানগুলিকে বলা হয় –
Ⓐ তপ্ত বিন্দু Ⓑ গ্রন্থি বিন্দু Ⓒ পর্বতগ্রন্থি Ⓓ জিওসিনক্লাইন
✔ উত্তর: Ⓐ তপ্ত বিন্দু।
❖ 167. মাটি সৃষ্টির প্রথমে যা ঘটে তা হল –
Ⓐ খনিজকরণ Ⓑ জৈবকরণ Ⓒ এলুভিয়েশন Ⓓ আবহবিকার
✔ উত্তর: Ⓓ আবহবিকার।
❖ 168. বৃক্ষহীন, শুষ্ক ও বিস্তৃত অঞ্চলে উঁচুনীচু, অনুর্বর ও ক্ষয়প্রাপ্ত ভূভাগকে বলা হয় –
Ⓐ বভূমি Ⓑ রেভাইন Ⓒ নালি Ⓓ খাত
✔ উত্তর: Ⓐ বভূমি।
❖ 169. প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরে কোণাকোণি যে ফাটল সৃষ্টি হয় তাকে বলে –
Ⓐ চ্যুতি Ⓑ ক্র্যাকিং Ⓒ স্লেকিং Ⓓ প্লাকিং
✔ উত্তর: Ⓐ চ্যুতি।
❖ 170. ভারতে যে নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হল –
Ⓐ সবরমতী Ⓑ লুনি Ⓒ গঙ্গা Ⓓ নর্মদা
✔ উত্তর: Ⓓ নর্মদা।
❖ 171. পৃথিবীর নিজের অক্ষের ওপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি –
Ⓐ গোলাকার Ⓑ চ্যাপটা Ⓒ অভিগত গোলাকার
✔ উত্তর: Ⓒ অভিগত গোলাকার।
❖ 172. নিরক্ষরেখায় দীর্ঘতম দিন হল –
Ⓐ 16 ঘণ্টা Ⓑ 12 ঘণ্টা Ⓒ 24 ঘণ্টা
✔ উত্তর: Ⓑ 12 ঘণ্টা।
❖ 173. সুমেরু বৃত্ত রেখা ও কুমেরু বৃত্ত রেখার মধ্যবর্তী অক্ষাংশের পার্থক্য হল –
Ⓐ 66.5° Ⓑ 133° Ⓒ 180°
✔ উত্তর: Ⓑ 133°।
❖ 174. 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় –
Ⓐ 2 মিনিট Ⓑ 3 মিনিট Ⓒ 4 মিনিট
✔ উত্তর: Ⓒ 4 মিনিট।
❖ 175. কোটি বিজাতীয় পর্বত –
Ⓐ হিমালয় Ⓑ আরাবল্লি Ⓒ উরাল
✔ উত্তর: Ⓑ আরাবল্লি।
❖ 176. ভারতের একটি আগ্নেয়গিরির নাম –
Ⓐ ব্যারেন Ⓑ মৌনালোয়া Ⓒ ক্রাকাতোয়া
✔ উত্তর: Ⓐ ব্যারেন।
❖ 177. শল্কমোচন বেশি দেখা যায় –
Ⓐ গ্রানাইট শিলায় Ⓑ ব্যাসল্ট শিলায় Ⓒ স্লেট শিলায়
✔ উত্তর: Ⓐ গ্রানাইট শিলায়।
❖ 178. ইলুভিয়াল স্তর বলা হয় মাটির –
Ⓐ A স্তরকে Ⓑ B স্তরকে Ⓒ C স্তরকে
✔ উত্তর: Ⓑ B স্তরকে।
❖ 179. পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়প্রবণ জেলা –
Ⓐ দক্ষিণ 24 পরগনা Ⓑ বর্ধমান Ⓒ মালদহ
✔ উত্তর: Ⓐ দক্ষিণ 24 পরগনা।
❖ 180. গুরুমহীষাণি আকরিক লোহার খনিটি অবস্থিত –
Ⓐ ছত্তিশগড় রাজ্যে Ⓑ ওড়িশা রাজ্যে Ⓒ কর্ণাটক রাজ্যে
✔ উত্তর: Ⓑ ওড়িশা রাজ্যে।
❖ 181. NTPC একটি –
Ⓐ তাপবিদ্যুৎ সংস্থা Ⓑ বাণিজ্যিক সংস্থা Ⓒ জাতীয় টেলিফোন সংস্থা
✔ উত্তর: Ⓐ তাপবিদ্যুৎ সংস্থা।
❖ 182. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পর্যটনের জন্য উপযুক্ত জায়গা –
Ⓐ অযোধ্যা পাহাড় Ⓑ কালিম্পং Ⓒ বোটানিক্যাল গার্ডেন
✔ উত্তর: Ⓑ কালিম্পং।
❖ 183. পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম জেলা হল –
Ⓐ নদিয়া Ⓑ হুগলি Ⓒ দক্ষিণ দিনাজপুর
✔ উত্তর: Ⓑ হুগলি।
❖ 184. রৈখিক স্কেলের বামদিকের অংশটিকে বলা হয় –
Ⓐ মুখ্য বিভাগ Ⓑ গৌণ বিভাগ Ⓒ ভগ্নাংশ
✔ উত্তর: Ⓑ গৌণ বিভাগ।
❖ 185. পৃথিবী তার অক্ষের ওপর আবর্তনের জন্য তার আকৃতি –
Ⓐ গোলাকার Ⓑ সমতল Ⓒ অভিগত গোলক Ⓓ জিয়ড হয়েছে
✔ উত্তর: Ⓒ অভিগত গোলক।
❖ 186. মকরক্রান্তি রেখায় 24 ঘণ্টা দিন থাকে –
Ⓐ 21 জুন Ⓑ 23 সেপ্টেম্বর Ⓒ 22 ডিসেম্বর Ⓓ 21 মার্চ
✔ উত্তর: Ⓑ 23 সেপ্টেম্বর।
❖ 187. ভারতের প্রমাণ সময় দ্রাঘিমারেখাটি হল –
Ⓐ 88°30′ পূ Ⓑ 82°30′ প Ⓒ 80°30′ পূ Ⓓ 82°30′ পূ
✔ উত্তর: Ⓓ 82°30′ পূ।
❖ 188. লাডাক মালভূমি হল একটি –
Ⓐ ব্যবচ্ছিন্ন মালভূমি Ⓑ আগ্নেয় মালভূমি Ⓒ পর্বতবেষ্টিত মালভূমি Ⓓ পাদদেশীয় মালভূমি
✔ উত্তর: Ⓒ পর্বতবেষ্টিত মালভূমি।
❖ 189. রেগোলিথ –
Ⓐ ক্ষয়ের Ⓑ অবক্ষেপণের Ⓒ আবহবিকারের Ⓓ বহনের ফলে গঠিত
✔ উত্তর: Ⓒ আবহবিকারের।
❖ 190. শল্কমোচন বেশিরভাগ ঘটে –
Ⓐ ব্যাসল্ট শিলায় Ⓑ গ্রানাইট শিলায় Ⓒ ডায়োরাইট শিলায় Ⓓ পেরিডোটাইট শিলায়
✔ উত্তর: Ⓑ গ্রানাইট শিলায়।
❖ 191. আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে –
Ⓐ 11° পূর্বে Ⓑ 7° পশ্চিমে Ⓒ 11° পশ্চিমে Ⓓ 7° পূর্বে
✔ উত্তর: Ⓒ 11° পশ্চিমে।
❖ 192. জারণে সাহায্য করে –
Ⓐ কার্বন ডাইঅক্সাইড Ⓑ অক্সিজেন Ⓒ ওজোন Ⓓ হাইড্রোজেন
✔ উত্তর: Ⓑ অক্সিজেন।
❖ 193. এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম –
Ⓐ ভূমিকম্প Ⓑ ঘূর্ণিঝড় Ⓒ বোমা বিস্ফোরণ Ⓓ ধস
✔ উত্তর: Ⓑ ঘূর্ণিঝড়।
❖ 194. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে তা হল –
Ⓐ দামোদর Ⓑ হলদি Ⓒ রূপনারায়ণ Ⓓ সুবর্ণরেখা
✔ উত্তর: Ⓓ সুবর্ণরেখা।
❖ 195. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হল –
Ⓐ লাম্বা Ⓑ মুপাণ্ডল Ⓒ জয়সলমির Ⓓ কন্যাকুমারি
✔ উত্তর: Ⓑ মুপাণ্ডল।
❖ 196. পশ্চিমবঙ্গে কোন্ শস্যরূপে পাট চাষ করা হয়? –
Ⓐ রবি শস্য Ⓑ খারিফ শস্য Ⓒ জায়িদ শস্য Ⓓ কোনোটিই নয়
✔ উত্তর: Ⓑ খারিফ শস্য।
❖ 197. কোনো মানচিত্রে স্কেল 2 সেমিতে 1 কিমি দেওয়া আছে। এটি কী স্কেল হিসেবে বিবেচ্য? –
Ⓐ ভার্নিয়ার স্কেল Ⓑ রৈখিক স্কেল Ⓒ বিবৃতিমূলক স্কেল Ⓓ ভগ্নাংশসূচক স্কেল
✔ উত্তর: Ⓓ ভগ্নাংশসূচক স্কেল।
❖ 198. পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত –
Ⓐ সাঁওতালডিহি Ⓑ ব্যান্ডেল Ⓒ ফারাক্কা Ⓓ কোলাঘাট
✔ উত্তর: Ⓓ কোলাঘাট।
❖ 199. প্রদত্ত কোন্ স্থানটিতে বস্তুর ওজন বেশি? –
Ⓐ তিরুবনন্তপুরম Ⓑ চেন্নাই Ⓒ দিল্লি Ⓓ কলকাতা
✔ উত্তর: Ⓒ দিল্লি।
❖ 200. পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় –
Ⓐ জলবিষুবের দিন Ⓑ মহাবিষুবের দিন Ⓒ অপসূর অবস্থানে Ⓓ অনুসূর অবস্থানে
✔ উত্তর: Ⓓ অনুসূর অবস্থানে।
❖ 201. আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? –
Ⓐ লন্ডন Ⓑ প্যারিস Ⓒ ওয়াশিংটন Ⓓ জেনেভা
✔ উত্তর: Ⓒ ওয়াশিংটন।
❖ 202. সমপ্রায়ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় –
Ⓐ ইনসেলবার্জ Ⓑ পেডিমেন্ট Ⓒ মেসা Ⓓ মোনাডনক
✔ উত্তর: Ⓓ মোনাডনক।
❖ 203. কোন্ দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে? –
Ⓐ দক্ষিণ আমেরিকা–নাজকা Ⓑ উত্তর আমেরিকা–প্রশান্ত মহাসাগরীয় Ⓒ আফ্রিকা–ভারতীয় Ⓓ উত্তর আমেরিকা–ইউরেশীয়
✔ উত্তর: Ⓐ দক্ষিণ আমেরিকা–নাজকা।
❖ 204. কোটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্গত? –
Ⓐ ভিসুভিয়াস Ⓑ ফুজিয়ামা Ⓒ ব্যারেন Ⓓ এট্না
✔ উত্তর: Ⓑ ফুজিয়ামা।
❖ 205. খোয়াই ক্ষয় কোন্ মৃত্তিকাস্তরে অধিক ঘটে? –
Ⓐ পলি Ⓑ পডসল Ⓒ ল্যাটেরাইট Ⓓ রেগুর
✔ উত্তর: Ⓒ ল্যাটেরাইট।
❖ 206. নিম্নলিখিত কোন্ প্রক্রিয়ায় অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়? –
Ⓐ অঙ্গারযোজন Ⓑ জারণ Ⓒ আর্দ্র বিশ্লেষণ Ⓓ জলযোজন
✔ উত্তর: Ⓓ জলযোজন।
❖ 207. এর মধ্যে কোটি স্থলভাগের ঘূর্ণিঝড়? –
Ⓐ টাইফুন Ⓑ হ্যারিকেন Ⓒ টর্নেডো Ⓓ উইলি উইলি
✔ উত্তর: Ⓒ টর্নেডো।
❖ 208. ‘পাতসংস্থান তত্ত্বের জনক’ হলেন –
Ⓐ ম্যাকেঞ্জি Ⓑ পার্কার Ⓒ আর্থার Ⓓ পিঁচো
✔ উত্তর: Ⓓ পিঁচো।
❖ 209. শিলাস্তরের ওপর আর্দ্র মৃত্তিকা কণা সঞ্চিত হয়ে শিলার যে আবহবিকার ঘটায় তাকে বলে –
Ⓐ কলিকরণ Ⓑ কেলাসন Ⓒ কলয়েড প্লাকিং Ⓓ স্ক্রি
✔ উত্তর: Ⓓ স্ক্রি।
❖ 210. জিপসাম খনিজ –
Ⓐ অক্সিডেশন Ⓑ কার্বনেশন Ⓒ হাইড্রেশন Ⓓ আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায় বিয়োজিত হয়
✔ উত্তর: Ⓒ হাইড্রেশন।
❖ 211. 2014 সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হল –
Ⓐ ফাইলিন Ⓑ আয়লা Ⓒ হুদ্ Ⓓ সুপার সাইক্লোন
✔ উত্তর: Ⓒ হুদ্।
❖ 212. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমাদের –
Ⓐ সামাজিক Ⓑ অর্থনৈতিক Ⓒ স্বাস্থ্য Ⓓ মানবিক ক্ষেত্রের অবনতি ঘটে
✔ উত্তর: Ⓑ অর্থনৈতিক।
❖ 213. পর্বতের ঢাল বরাবর শিলাস্তর হঠাৎ নেমে এলে তাকে বলে –
Ⓐ সুনামি Ⓑ ধস Ⓒ বন্যা Ⓓ হিমানী সম্প্রপাত
✔ উত্তর: Ⓑ ধস।
❖ 214. খনিজ তেল পাওয়া যায় সাধারণত –
Ⓐ আগ্নেয় শিলায় Ⓑ পাললিক শিলায় Ⓒ রূপান্তরিত শিলায় Ⓓ সবকটি ঠিক
✔ উত্তর: Ⓑ পাললিক শিলায়।
❖ 215. সিঙ্কহোল সৃষ্টি হয় –
Ⓐ ক্রান্তীয় অঞ্চলে Ⓑ চুনাপাথর অঞ্চলে Ⓒ ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে Ⓓ পার্বত্য অঞ্চলে
✔ উত্তর: Ⓑ চুনাপাথর অঞ্চলে।
❖ 216. সম্পদ সংরক্ষণ অর্থে –
Ⓐ পরিবর্ত দ্রব্য আবিষ্কার Ⓑ দ্রব্যের পুনরায় ব্যবহার Ⓒ নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার Ⓓ সবগুলিই প্রযোজ্য
✔ উত্তর: Ⓓ সবগুলিই প্রযোজ্য।
❖ 217. পার্বত্য বা মালভূমি অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যাকে বলে –
Ⓐ জলোচ্ছ্বাস Ⓑ বন্যা Ⓒ উচ্চভূমির বান Ⓓ হড়পা বান
✔ উত্তর: Ⓓ হড়পা বান।
❖ 218. অনুপ্রবেশের সময় মহাসাগরীয় পাত গলে জ্বলন্ত ম্যাগমা পলির সঙ্গে মিশে –
Ⓐ পাইরোক্লাস্ট লাভা Ⓑ অ্যানথ্রাসাইট Ⓒ সঞ্জয়জাত পর্বত সৃষ্টি করে
✔ উত্তর: Ⓒ সঞ্জয়জাত পর্বত সৃষ্টি করে।
❖ 219. ভার্নিয়ার স্কেলে পরিমাপ করা হয় –
Ⓐ দূরত্ব বা কৌণিক মাপের ক্ষুদ্রাংশ Ⓑ ওজন Ⓒ আয়তন Ⓓ বাস্তব দূরত্ব
✔ উত্তর: Ⓐ দূরত্ব বা কৌণিক মাপের ক্ষুদ্রাংশ।
❖ 220. দার্জিলিং পার্বত্য অঞ্চলে দেখা যায় –
Ⓐ চারনোজেম Ⓑ ল্যাটেরাইট Ⓒ পডসল Ⓓ সিরোজেম মৃত্তিকা
✔ উত্তর: Ⓒ পডসল।
❖ 221. তুলোকে ওজন সংরক্ষণকারী কাঁচামাল বলার কারণ হল –
Ⓐ তুলোর ওজন কমে Ⓑ তুলোর ওজন বাড়ে Ⓒ কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজন সমান Ⓓ কাঁচামাল অপেক্ষা উৎপাদিত দ্রব্যের ওজন বেশি
✔ উত্তর: Ⓒ কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজন সমান।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
📝 1. পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোন্ জেলায় হয়?
✅ উত্তর: পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত জলপাইগুড়ি জেলায় হয়।
📝 2. মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে অনেকগুলি পেডিমেন্ট যুক্ত হয়ে কী ভূমিরূপ গঠন করে?
✅ উত্তর: মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে অনেকগুলি পেডিমেন্ট যুক্ত হয়ে পেডিপ্লেন ভূমিরূপ গঠন করে।
📝 3. সম্প্রতি পশ্চিমবঙ্গের কোথায় নতুন বন্দর গড়ে তোলা হবে?
✅ উত্তর: সম্প্রতি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে নতুন বন্দর গড়ে তোলা হবে।
📝 4. পৃথিবীর আকৃতি পরিমাপ করার বিজ্ঞানকে কী বলে?
✅ উত্তর: পৃথিবীর আকৃতি পরিমাপ করার বিজ্ঞানকে জিওডেসি (Geodesy) বলে।
📝 5. NATMO-এর সম্পূর্ণ নাম কী?
✅ উত্তর: NATMO-এর সম্পূর্ণ নাম হল National Atlas and Thematic Mapping Organisation।
📝 6. কোন্ কোন্ পাতের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বত গঠিত হয়েছে?
✅ উত্তর: দক্ষিণ আমেরিকা ও নাজকা পাতের সংঘর্ষের ফলে আন্দিজ পর্বত গঠিত হয়েছে।
📝 7. পৃথিবীর আকৃতি কেমন এবং কেন?
✅ উত্তর: পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, কারণ তার অক্ষের ওপর আবর্তনের ফলে নিরক্ষরেখায় চ্যাপ্টা হয়ে গেছে।
📝 8. পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত?
✅ উত্তর: পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য প্রায় 12,714 কিলোমিটার।
📝 9. পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি কবে?
✅ উত্তর: পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি ৪ জুলাই।
📝 10. পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কী?
✅ উত্তর: পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম গ্রেট রিফ্ট ভ্যালি।
📝 11. হিউমাস গঠনকারী প্রক্রিয়াটির নাম কী?
✅ উত্তর: হিউমাস গঠনকারী প্রক্রিয়াটির নাম জৈব ক্ষয় (Decomposition)।
📝 12. খনিজ তেল উত্তোলনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
✅ উত্তর: খনিজ তেল উত্তোলনে ভারতের প্রথম রাজ্য আসাম।
📝 13. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
✅ উত্তর: ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হল তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
📝 14. পশ্চিমবঙ্গের কোন্ জেলাকে ‘Chicken's Neck’ বলে?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি অঞ্চলকে ‘Chicken's Neck’ বলা হয়।
📝 15. ‘উত্তরবঙ্গের প্রবেশদ্বার’ কাকে বলে?
✅ উত্তর: শিলিগুড়ি শহরকে ‘উত্তরবঙ্গের প্রবেশদ্বার’ বলা হয়।
📝 16. উঁচু পাহাড়ের গায়ে বা উঁচু পার্বত্য অঞ্চলে সরু ফাটলকে কী বলে?
✅ উত্তর: উঁচু পাহাড়ের গায়ে সরু ফাটলকে গর্জ (Gorge) বলে।
📝 17. কোন্ জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়?
✅ উত্তর: উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়।
📝 18. কোন্ পদ্ধতিতে রেগোলিথ ভূপৃষ্ঠে স্তর গঠন করে?
✅ উত্তর: রেগোলিথ অবক্ষেপণ প্রক্রিয়ায় (Deposition) ভূপৃষ্ঠে স্তর গঠন করে।
📝 19. প্রকৃতি স্বাভাবিকভাবে মাটির আস্তরণের ক্ষয় করলে তাকে কী বলে?
✅ উত্তর: প্রকৃতি স্বাভাবিকভাবে মাটির আস্তরণের ক্ষয় করলে তাকে ক্ষয় (Erosion) বলে।
📝 20. উচ্চ পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে বন্যা হয় তাকে কী বলে?
✅ উত্তর: একে হড়পা বান (Flash Flood) বলে।
📝 21. হঠাৎ উয়তা বেড়ে বায়ুচাপ কমে গেলে কী হয়?
✅ উত্তর: হঠাৎ উয়তা বেড়ে বায়ুচাপ কমে গেলে ঘূর্ণিঝড় (Cyclone) সৃষ্টি হয়।
📝 22. GPS-এর পুরো কথাটি কী?
✅ উত্তর: GPS-এর পুরো নাম Global Positioning System।
📝 23. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
✅ উত্তর: পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার (Elliptical)।
📝 24. কোন্ প্রকার ভূআলোড়ন ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে?
✅ উত্তর: ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে অরিজেন্টাল (Horizontal) ভূআলোড়ন।
📝 25. মানচিত্র সম্বলিত পুস্তককে কী বলে?
✅ উত্তর: মানচিত্র সম্বলিত পুস্তককে অ্যাটলাস (Atlas) বলে।
📝 26. 30° উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ কত?
✅ উত্তর: 30° উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ 30° দক্ষিণ অক্ষাংশ।
📝 27. বরাকর কোন্ নদীর উপনদী?
✅ উত্তর: বরাকর নদী দামোদর নদীর উপনদী।
📝 28. 90° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
✅ উত্তর: 90° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা 90° পশ্চিম দ্রাঘিমা।
📝 29. খ্রিস্টজন্মের প্রায় 600 বছর আগে কোন্ গ্রিক পণ্ডিত ঘোষণা করেন পৃথিবী আদৌ চ্যাপটা নয়?
✅ উত্তর: গ্রিক পণ্ডিত পাইথাগোরাস ঘোষণা করেন যে পৃথিবী চ্যাপটা নয়, বরং গোলাকার।
📝 30. উয়ুমণ্ডলের গড় তাপমাত্রা থাকে প্রায় কত ডিগ্রি সেলসিয়াস?
✅ উত্তর: উয়ুমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় 15° সেলসিয়াস।
📝 31. ঢালু জমির ওপর দিয়ে জল মাটির উপরিস্তরে অপসারিত করাকে কী বলে?
✅ উত্তর: ঢালু জমির ওপর দিয়ে জল অপসারিত করাকে রান-অফ (Run-off) বলে।
📝 32. পাকা রাস্তা বা সড়কপথ নির্মাণের সময় পাথরকুচির সঙ্গে কী মেশানো হয়?
✅ উত্তর: পাকা রাস্তা নির্মাণের সময় পাথরকুচির সঙ্গে বিটুমিন (Bitumen) মেশানো হয়।
📝 33. একটি শিল্পের নাম লেখো যেটি মূলত গ্রামভিত্তিক।
✅ উত্তর: হাততাঁত শিল্প (Handloom Industry) মূলত গ্রামভিত্তিক।
📝 34. শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কী?
✅ উত্তর: শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন।
📝 35. কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কী বলে?
✅ উত্তর: কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে মহানগর (Metropolitan City) বলে।
📝 36. হিমালয়ের 2000 মিটার উচ্চতার ওপরে শীতল জলবায়ুতে কী জাতীয় মৃত্তিকার সৃষ্টি হয়?
✅ উত্তর: হিমালয়ের 2000 মিটার উচ্চতার ওপরে পডসল মৃত্তিকা সৃষ্টি হয়।
📝 37. দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশে মৃদু ঢেউ খেলানো ও প্রাচীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চল কী নামে পরিচিত?
✅ উত্তর: এই অঞ্চল বারিন্দ ভূমি নামে পরিচিত।
📝 38. ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোন্ রাজ্যে অবস্থিত?
✅ উত্তর: ধীরুভাই আম্বানি সোলার পার্ক রাজস্থান রাজ্যে অবস্থিত।
📝 39. পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে?
✅ উত্তর: পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া জেলায় অবস্থিত।
📝 40. ভারতের বৃহত্তম লিগনাইট ভাণ্ডারটি কোন্ রাজ্যে অবস্থিত?
✅ উত্তর: ভারতের বৃহত্তম লিগনাইট ভাণ্ডার তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
⚡ 41. একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি।
⚡ 42. GIS-এর পুরো নাম কী?
উত্তর: GIS-এর পুরো নাম হলো Geographical Information System।
⚡ 43. কোন্ প্রচলিত শক্তিকে ‘সাদা কয়লা’ বলে?
উত্তর: জলবিদ্যুৎ শক্তিকে ‘সাদা কয়লা’ বলা হয়।
⚡ 44. পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কী বলে?
উত্তর: একে পাহাড়ি বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড বলা হয়।
⚡ 45. রেগোলিথ কী?
উত্তর: শিলার আবহবিকারজনিত ভগ্নাংশ বা শিলাচূর্ণ স্তরকে রেগোলিথ বলা হয়।
⚡ 46. পশ্চিমবঙ্গে অবস্থিত SAIL-এর অধীনে একটি লৌহ–ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তর: দুর্গাপুর লৌহ–ইস্পাত কারখানা।
⚡ 47. দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক গড় রৈখিক দূরত্ব কত?
উত্তর: প্রায় 111 কিলোমিটার।
⚡ 48. মানচিত্র অঙ্কনবিদ্যা কী নামে পরিচিত?
উত্তর: মানচিত্র অঙ্কনবিদ্যা Cartography নামে পরিচিত।
⚡ 49. আফ্রিকার ইথিওপিয়া মালভূমি কী ধরনের মালভূমি?
উত্তর: এটি একটি আগ্নেয় মালভূমি।
⚡ 50. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: তামিলনাড়ুর মুন্ডরা বা কন্যাকুমারী অঞ্চলে বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র অবস্থিত।
⚡ 51. পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: চুচুরায় (হুগলি জেলায়)।
⚡ 52. পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ পর্যটনকেন্দ্রটির নাম লেখো।
উত্তর: দার্জিলিং।
⚡ 53. গন্ধেশ্বরী কার উপনদী?
উত্তর: দামোদর নদীর উপনদী।
⚡ 54. সুন্দরবন অঞ্চলের নদীগুলির উৎস কী?
উত্তর: হিমালয়নদী নয়, এরা বর্ষা নির্ভর নদী।
⚡ 55. পশ্চিমবঙ্গের কোথায় বালিয়াড়ি দেখা যায়?
উত্তর: পুরুলিয়া ও বাঁকুড়া জেলার শুষ্ক অঞ্চলে।
⚡ 56. 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার স্কেল হলে ভগ্নাংশসূচক স্কেল বা RF কত হয়?
উত্তর: RF = 1/50,000।
⚡ 57. অপসূর ও অনুসূর অবস্থায় পৃথিবীর কোন্ কোন্ গোলার্ধের মেরু অক্ষরেখার বাইরে থাকে?
উত্তর: অপসূরে দক্ষিণ গোলার্ধ ও অনুসূরে উত্তর গোলার্ধ।
⚡ 58. টপোগ্রাফিক্যাল মানচিত্রে সবুজ রং দিয়ে কী দেখানো হয়?
উত্তর: উদ্ভিদাচ্ছাদিত অঞ্চল বা বনাঞ্চল।
⚡ 59. ‘ডুয়ার্স’ কথার অর্থ কী?
উত্তর: ডুয়ার্স শব্দের অর্থ ‘দরজা’ বা পাহাড়ের প্রবেশদ্বার।
⚡ 60. ত্রিপুরার রাজধানীর নাম কী?
উত্তর: আগরতলা।
⚡ 61. শল্কমোচন কোন্ অঞ্চলে ঘটে থাকে?
উত্তর: গরম ও শুষ্ক মরু অঞ্চলে।
⚡ 62. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও।
উত্তর: আরাবল্লি পর্বতমালা।
⚡ 63. দার্জিলিং জেলার প্রধান দুর্যোগ কী?
উত্তর: ভূমিধস।
⚡ 64. বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেছিলেন?
উত্তর: স্যামুয়েল রোবোথাম।
⚡ 65. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত?
উত্তর: প্রায় 1670 কিমি/ঘণ্টা।
⚡ 66. ভারতের প্রমাণ দ্রাঘিমার সংখ্যা কত?
উত্তর: একটি, 82°30′ পূর্ব দ্রাঘিমা।
⚡ 67. ভঙ্গিল পর্বত কোন্ শিলা দ্বারা গঠিত?
উত্তর: স্তরিত শিলা দ্বারা গঠিত।
⚡ 68. এলুভিয়াল স্তর কাকে বলা হয়?
উত্তর: যে স্তরে খনিজ পদার্থ জলস্রোতে নিচে সঞ্চিত হয়, তাকে এলুভিয়াল স্তর বলে।
⚡ 69. IMD-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: India Meteorological Department।
⚡ 70. একটি সামাজিক সম্পদের উদাহরণ দাও।
উত্তর: বিদ্যালয় বা হাসপাতাল।
⚡ 71. ছৌ নৃত্যের জন্যে কোন্ জেলা বিখ্যাত?
উত্তর: পুরুলিয়া জেলা।
⚡ 72. একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও।
উত্তর: টপোগ্রাফিক্যাল মানচিত্র।
⚡ 73. শহরের জনসংখ্যা কত হওয়া প্রয়োজন?
উত্তর: ১ লক্ষের বেশি হলে তাকে শহর বলা হয়।
⚡ 74. LPG-এর পুরো নাম কী?
উত্তর: Liquefied Petroleum Gas।
⚡ 75. ‘শল্ক’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘শল্ক’ অর্থ হলো আঁশ বা স্তর।
⚡ 76. কর্ণাটকের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।
উত্তর: শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র।
⚡ 77. নেপালের একটি উপত্যকার নাম লেখো।
উত্তর: কাঠমাণ্ডু উপত্যকা।
⚡ 78. পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তর: কানchenjunga পর্বতশৃঙ্গ।
⚡ 79. গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলে ‘লু’ প্রবাহিত হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, বিশেষত পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।
⚡ 80. প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?
উত্তর: 360°।
⚡ 81. পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী?
উত্তর: তিব্বত মালভূমি।
⚡ 82. শুক্রগ্রহের মেরুরেখার সাপেক্ষে অক্ষ কত ডিগ্রি কোণে অবস্থান করছে?
উত্তর: প্রায় 177° কোণে।
⚡ 83. ‘মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি’ — এটি কার মতবাদ?
উত্তর: হলিস ও দে লাপ্লাসের মতবাদ।
⚡ 84. ভারতবর্ষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলাকালীন মাঝে মাঝে বৃষ্টিপাতের মাত্রা কী কারণে বেড়ে যায়?
উত্তর: বায়ুপ্রবাহে নিম্নচাপের সৃষ্টি হলে বৃষ্টিপাত বৃদ্ধি পায়।
⚡ 85. পুঞ্জিত ক্ষয়ে পদার্থসমূহ নীচে নেমে আসে কেন?
উত্তর: মহাকর্ষ বলের প্রভাবে।
⚡ 86. এককের ভগ্নাংশের পাঠ নেওয়ার জন্য কোন্ স্কেল ব্যবহার করা হয়?
উত্তর: ভের্নিয়ার স্কেল।
⚡ 87. আউটসোর্সিং কী?
উত্তর: কোনো কাজ বাইরের প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে।
⚡ 88. হিমানী সম্প্রপাত কাকে বলে?
উত্তর: বরফের প্রবাহ বা হিমবাহের ধীরে নিচে নামাকে হিমানী সম্প্রপাত বলে।
⚡ 89. খরা কাকে বলে? (ভারতীয় সেচ কমিশন অনুযায়ী)
উত্তর: যখন কোনো অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের 75% এর নিচে নেমে যায়, তখন তাকে খরা বলে।
⚡ 90. কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
উত্তর: 87°30′ পশ্চিম দ্রাঘিমা।
⚡ 91. ‘Atlas’ কী?
উত্তর: মানচিত্রের সংগ্রহশালা বা মানচিত্রের পুস্তক।
⚡ 92. Grid কী?
উত্তর: অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছেদে গঠিত বর্গাকার জালিকাকে গ্রিড বলে।
⚡ 93. পূর্ববর্তী নদী কী?
উত্তর: ভৌগোলিক পরিবর্তনের আগেও যে নদী একই পথে প্রবাহিত থাকে, তাকে পূর্ববর্তী নদী বলে।
⚡ 94. বারিন্দ কাকে বলে?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের পুরাতন পলিমাটি গঠিত উঁচু ভূমিকে বারিন্দ বলে।
⚡ 95. হ্রদ সমভূমি কাকে বলে?
উত্তর: শুকিয়ে যাওয়া হ্রদের তলদেশে গঠিত সমভূমিকে হ্রদ সমভূমি বলে।
⚡ 96. পৃথিবীর অক্ষ কী?
উত্তর: পৃথিবী যেই কাল্পনিক রেখার চারদিকে ঘূর্ণায়মান, সেটি পৃথিবীর অক্ষ।
⚡ 97. খনিজ তেলকে আমরা আর অপর কী নামে জানি?
উত্তর: পেট্রোলিয়াম।
⚡ 98. প্লাস্টিক শিল্পে খনিজ তেলের গুরুত্ব কী?
উত্তর: প্লাস্টিক উৎপাদনের মূল কাঁচামাল হলো খনিজ তেলজাত পদার্থ।
⚡ 99. কোন্ নদী পশ্চিমবঙ্গকে দুই বঙ্গে ভাগ করেছে?
উত্তর: ভাগীরথী নদী।
⚡ 100. ডুয়ার্স কী?
উত্তর: হিমালয়ের পাদদেশের সমভূমি অঞ্চল, যার অর্থ ‘দরজা’।
⚡ 101. অক্ষাংশের পরিমাপ কোন্ রেখা থেকে শুরু করা হয়?
উত্তর: নিরক্ষরেখা থেকে।
⚡ 102. ক্ষয়কার্যের ফলে গঠিত দুপ্রকার মালভূমির উদাহরণ দাও।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমি ও আরাবল্লি মালভূমি।
⚡ 103. ‘পাত-সংস্থান তত্ত্বের জনক’ কাকে বলা হয়?
উত্তর: আলফ্রেড ভেগেনার।
⚡ 104. আবহবিকারের দুটি সহায়ক উপাদানের নাম লেখো।
উত্তর: তাপমাত্রা ও বৃষ্টিপাত।
⚡ 105. কোন্ প্রক্রিয়ার দ্বারা হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়?
উত্তর: অক্সিডেশন প্রক্রিয়ায়।
⚡ 106. মানচিত্রের একটি ব্যবহার লেখো।
উত্তর: মানচিত্রের সাহায্যে স্থানের অবস্থান নির্ণয় করা যায়।
⚡ 107. RF কথাটির অর্থ লেখো।
উত্তর: Representative Fraction।
⚡ 108. কোন্ গতির জন্য ভূপৃষ্ঠে দিনরাত্রি হয়?
উত্তর: পৃথিবীর নিজ অক্ষের আবর্তন গতির জন্য।
⚡ 109. ভূপৃষ্ঠে কোথায় কোনো ঋতু পরিবর্তন হয় না?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।
⚡ 110. কোনো একটি স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
উত্তর: 12 ঘণ্টা।
⚡ 111. পৃথিবীর ছাদ কাকে বলে?
উত্তর: তিব্বত মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
⚡ 112. ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো।
উত্তর: গঙ্গা সমভূমি।
⚡ 113. সম্পদের কার্যকারিতা কী?
উত্তর: মানবকল্যাণে কোনো প্রাকৃতিক উপাদানের ব্যবহারযোগ্যতাই সম্পদের কার্যকারিতা।
⚡ 114. রাজস্থানের পারমাণবিক শক্তিকেন্দ্রটি কী?
উত্তর: রাওয়তভাট পারমাণবিক শক্তিকেন্দ্র।
⚡ 115. আকরিক লৌহ উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর: ওড়িশা রাজ্য।
⚡ 116. টপোগ্রাফিক্যাল মানচিত্রে কী ধরনের স্কেল থাকে?
উত্তর: বৃহৎ স্কেল।
⚡ 117. ভাগীরথী–হুগলি নদীর ডানতীরের একটি উপনদীর নাম লেখো।
উত্তর: রূপনারায়ণ নদী।
⚡ 118. পশ্চিমবঙ্গের কোন্ শহরটি পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর: বিষ্ণুপুর।
⚡ 119. ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুনে।
⚡ 120. ওড়িশার বৃহত্তম কয়লাখনি কোনটি?
উত্তর: তালচের কয়লাখনি।
⚡ 121. পশ্চিমবঙ্গে মহানগর কটি?
উত্তর: তিনটি — কলকাতা, আসানসোল ও দুর্গাপুর।
⚡ 122. আমাদের দেশে কোন্ রাজ্যে প্রথম সূর্য ওঠে?
উত্তর: অরুণাচল প্রদেশে।
⚡ 123. আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তার নাম কী?
উত্তর: ক্রেটার বা মুখ।
⚡ 124. তিলপাড়া ব্যারেজ কোন্ নদীর ওপর রয়েছে?
উত্তর: ময়ূরাক্ষী নদীর ওপর।
⚡ 125. কোন দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনায় ভৌমজলস্তর নেমে যায়?
উত্তর: খরা বা অতিবৃষ্টিহীন অবস্থায়।
⚡ 126. চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর: কার্স্ট অঞ্চল।
⚡ 127. মৌজা মানচিত্রের স্কেল কত?
উত্তর: 16 ইঞ্চি = 1 মাইল।
⚡ 128. শেল্টার বেল্ট কী?
উত্তর: বায়ুপ্রবাহ রোধে গাছের সারি বা প্রাচীরসদৃশ বৃক্ষরোপণ।
⚡ 129. স্কেচ বলতে কী বোঝো?
উত্তর: কোনো স্থানের মোটামুটি বা অনানুষ্ঠানিক চিত্র।
⚡ 130. টেরারোসা কী?
উত্তর: চুনাপাথর গঠিত অঞ্চলের লাল মৃত্তিকা।
⚡ 131. পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: ব্যারাকপুরে।
⚡ 132. জ্বালামুখ কী?
উত্তর: আগ্নেয়গিরির মুখ বা লাভা নির্গমনের পথ।
🗺️ 133. কোন্ গিরিপথ দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়া যায়?
✅ উত্তর: নাথুলা গিরিপথ দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়া যায়।
🌋 134. ভারতের বৃহত্তম ভূতাপ বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
✅ উত্তর: ভারতের বৃহত্তম ভূতাপ বিদ্যুৎকেন্দ্র হলো হিমাচল প্রদেশের মানিকরণ ভূতাপ বিদ্যুৎকেন্দ্র।
🏔️ 135. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো স্যান্ডাকফু, যার উচ্চতা প্রায় ৩৬৩৬ মিটার।
📏 136. কোন্ স্কেলে মুখ্যভাগ ও গৌণভাগ থাকে?
✅ উত্তর: রেখাসূচক স্কেল বা লিনিয়ার স্কেলে মুখ্যভাগ ও গৌণভাগ থাকে।
🌎 137. পৃথিবীর কক্ষতল নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?
✅ উত্তর: পৃথিবীর কক্ষতল নিরক্ষীয় তলের সঙ্গে ২৩½° কোণে হেলে অবস্থান করে।
🪨 138. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোনটি?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল হলো চোটা নাগপুর মালভূমির অংশবিশেষ।
🧭 139. পশ্চিমবঙ্গের মালভূমির পূর্ব সীমানায় কোন্ কোন্ জেলা অবস্থিত?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমির পূর্ব সীমানায় বর্ধমান ও বাঁকুড়া জেলা অবস্থিত।
⛰️ 140. যে প্রক্রিয়ায় বিচূর্ণীভূত পদার্থ অপসারিত না হয়ে সেখানেই পড়ে থাকে, তাকে কী বলে?
✅ উত্তর: যে প্রক্রিয়ায় বিচূর্ণীভূত পদার্থ অপসারিত না হয়ে সেখানেই পড়ে থাকে, তাকে আবহবিকার (weathering) বলে।
🪐 141. পৃথিবীতে 1° অন্তর দ্রাঘিমারেখার সংখ্যা কত?
✅ উত্তর: পৃথিবীতে 1° অন্তর মোট ৩৬০টি দ্রাঘিমারেখা রয়েছে।
🏔️ 142. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?
✅ উত্তর: পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত মালভূমি।
🧪 143. রাসায়নিক আবহবিকারের কোন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে?
✅ উত্তর: অক্সিডেশন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে।
⛏️ 144. ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি?
✅ উত্তর: ভারতের বৃহত্তম কয়লাখনি হলো ঝাড়িয়ার কয়লাখনি।
🏖️ 145. পশ্চিমবঙ্গের উপকূলের প্রধান পর্যটনকেন্দ্র কোনটি?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের উপকূলের প্রধান পর্যটনকেন্দ্র হলো দিঘা।
🗺️ 146. মানচিত্র অঙ্কনবিদ্যাকে কী বলা হয়?
✅ উত্তর: মানচিত্র অঙ্কনবিদ্যাকে কার্টোগ্রাফি (Cartography) বলা হয়।
🏙️ 147. ঝাড়খণ্ডের রাজধানী কোনটি?
✅ উত্তর: ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি।
🏞️ 148. তিস্তা নদীর ডানদিকের অংশ কোন নামে পরিচিত?
✅ উত্তর: তিস্তা নদীর ডানদিকের অংশ হলো দোয়ার্স অঞ্চল।
🏛️ 149. রাজ্যের প্রশাসনিক বিভাগ ও শাসনব্যবস্থার প্রধান কে?
✅ উত্তর: রাজ্যের প্রশাসনিক বিভাগ ও শাসনব্যবস্থার প্রধান হলেন মুখ্যমন্ত্রী।
🌊 150. গঙ্গা নদী মুরশিদাবাদের ধুলিয়ানের কাছে কতটি শাখায় ভাগ হয়েছে?
✅ উত্তর: গঙ্গা নদী মুরশিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে—ভাগীরথী ও পদ্মা।
🏗️ 151. দুর্গাপুরের উপকণ্ঠে ভারতের প্রথম বিমানবন্দরে উপনগরী কোনটি গড়ে উঠেছে?
✅ উত্তর: দুর্গাপুরের উপকণ্ঠে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে অ্যান্ডাল বিমানবন্দর উপনগরী গড়ে উঠেছে।
🧭 152. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত হয়?
✅ উত্তর: উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হয় ৯০°।
🌍 153. কোন রেখা বরাবর পৃথিবীর আবর্তনবেগ সর্বাধিক?
✅ উত্তর: নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তনবেগ সর্বাধিক।
🔥 154. তরল সোনা নামে পরিচিত কী?
✅ উত্তর: তরল সোনা নামে পরিচিত হলো পেট্রোলিয়াম।
🏙️ 155. 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মিলিয়ন শহরের সংখ্যা কত?
✅ উত্তর: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে ৬টি মিলিয়ন শহর আছে।
📖 156. ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা?
✅ উত্তর: ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ‘Survey of India’।
🛰️ 157. পৃথিবীর ওপর ৮টি কক্ষপথে মোট কতটি কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর?
✅ উত্তর: মার্কিন প্রতিরক্ষা দপ্তর (U.S. DoD) পৃথিবীর ওপর ৮টি কক্ষপথে ২৪টি GPS উপগ্রহ প্রতিস্থাপন করেছে।
🌕 158. সমুদ্রজলের পরিমাণের পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনজনিত পরিবর্তনকে কী বলে?
✅ উত্তর: একে জোয়ার-ভাটা (Tides) বলে।
🌾 159. পশ্চিমবঙ্গের কোন অংশে পাট চাষ হয় না বললেই চলে?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় মালভূমি অঞ্চলে পাট চাষ হয় না বললেই চলে।
🌦️ 160. পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন প্রকৃতির?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমি প্রকৃতির।
🌊 181. ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায়?
✅ উত্তর: ময়ূরাক্ষী নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের ত্রিকূট পর্বতে।
🏜️ 182. রূঢ় অঞ্চলের ক্ষয়প্রাপ্ত ভূমির নাম কী?
✅ উত্তর: রূঢ় অঞ্চলের ক্ষয়প্রাপ্ত ভূমির নাম হলো পেডিপ্লেন।
🏔️ 183. পশ্চিমবঙ্গের তিস্তা নদীর কোন দিকের শৈলশিরা সিঙ্গালিলা নামে পরিচিত?
✅ উত্তর: তিস্তা নদীর পশ্চিম দিকের শৈলশিরা সিঙ্গালিলা নামে পরিচিত।
🗺️ 184. বৃহৎ স্কেলের মানচিত্রের RF কত হয়?
✅ উত্তর: বৃহৎ স্কেলের মানচিত্রের RF প্রায় 1:10,000 বা তার চেয়ে বেশি।
🏢 185. কোল ইন্ডিয়া ও SAIL-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
✅ উত্তর: কোল ইন্ডিয়া ও SAIL-এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত।
📍 186. পশ্চিমবঙ্গের নবতম জেলা আলিপুরদুয়ার কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত?
✅ উত্তর: আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্গত।
🕒 187. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
✅ উত্তর: ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান 82°30′ পূর্ব দ্রাঘিমা।
⛰️ 188. ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কোন আলোড়নে?
✅ উত্তর: ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনি আলোড়নে।
🚨 189. বিপর্যয় ব্যবস্থাপনায় কোন দপ্তর যোগাযোগ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নেয়?
✅ উত্তর: বিপর্যয় ব্যবস্থাপনায় প্রশাসনিক দপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
🗾 190. মৌজা মানচিত্রে অবস্থান কীভাবে চিহ্নিত থাকে?
✅ উত্তর: মৌজা মানচিত্রে অবস্থান জমির খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী চিহ্নিত থাকে।
🌾 191. পাটকে কোন তত্ত্ব নামে আখ্যা দেওয়া হয়?
✅ উত্তর: পাটকে “স্বর্ণতন্তু তত্ত্ব” নামে আখ্যা দেওয়া হয়।
🌍 192. ভূমিকম্প কী ধরনের গতির আলোড়ন?
✅ উত্তর: ভূমিকম্প হলো ভূপৃষ্ঠের অন্তর্গত কম্পনের গতির আলোড়ন।
🗻 193. পন্টিক ও টরাস পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?
✅ উত্তর: পন্টিক ও টরাস পর্বতের মাঝে আনাতোলিয়ান মালভূমি অবস্থিত।
🌱 194. মৃত্তিকার A ও B স্তরকে একত্রে কী বলা হয়?
✅ উত্তর: মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সল প্রোফাইল বা সল জোন বলা হয়।
💧 195. কোন শক্তিকে ‘সাদা কয়লা’ বলা হয়?
✅ উত্তর: জলবিদ্যুৎ শক্তিকে ‘সাদা কয়লা’ বলা হয়।
⚛️ 196. ইউরেনিয়াম কোন শক্তির প্রধান কাঁচামাল?
✅ উত্তর: ইউরেনিয়াম হলো পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল।
🏙️ 197. কোন রাজ্যের রাজধানী দিসপুর?
✅ উত্তর: অসম রাজ্যের রাজধানী হলো দিসপুর।
📏 198. মানচিত্র অঙ্কনের পদ্ধতিকে কী বলা হয়?
✅ উত্তর: মানচিত্র অঙ্কনের পদ্ধতিকে কার্টোগ্রাফিক টেকনিক বলা হয়।
🌾 199. ‘রাঢ়ো’ শব্দের অর্থ কী?
✅ উত্তর: ‘রাঢ়ো’ শব্দের অর্থ হলো শুকনো ও অনুর্বর ভূমি।
🏭 200. পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের প্রথম পাটকল ১৮৫৯ সালে কলকাতার কাছে রিষড়ায় স্থাপিত হয়।
🌱 201. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়?
✅ উত্তর: মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ বা শিলাচূর্ণ স্তর সৃষ্টি হয়।
🏔️ 202. পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা কোনটি?
✅ উত্তর: পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হলো পূর্ব আফ্রিকার রিফট ভ্যালি।
🌾 203. পশ্চিমবঙ্গের উত্তরে প্রাচীন পলিগঠিত সমভূমির নাম কী?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের উত্তরে প্রাচীন পলিগঠিত সমভূমির নাম হলো তরাই অঞ্চল।
🏭 204. কুলটি ইস্পাত শিল্পকেন্দ্র কোন বছরে গঠিত হয়েছিল?
✅ উত্তর: কুলটি ইস্পাত শিল্পকেন্দ্র ১৮৭৪ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।
💧 205. পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে?
✅ উত্তর: পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য “জলধারা কর্মসূচি” গ্রহণ করা হয়েছে।
🌍 206. 20° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে?
✅ উত্তর: 20° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান হবে 160° পশ্চিম দ্রাঘিমা।
📘 207. ‘Principia’ গ্রন্থের রচয়িতা কে?
✅ উত্তর: ‘Principia’ গ্রন্থের রচয়িতা ছিলেন স্যার আইজ্যাক নিউটন।
🌐 208. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত?
✅ উত্তর: পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য প্রায় ৪৩ কিলোমিটার।
🧭 209. কোন যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়?
✅ উত্তর: সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়।
🌊 210. সুউচ্চ সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কী বলে?
✅ উত্তর: সুউচ্চ সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
🌾 211. ‘তরাই’ কথাটির অর্থ কী?
✅ উত্তর: ‘তরাই’ কথার অর্থ হলো পাহাড়ের পাদদেশে জলাবদ্ধ ও পলিমাটিযুক্ত অঞ্চল।
⚒️ 212. ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি?
✅ উত্তর: ভারতের বৃহত্তম কয়লাখনি হলো ঝাড়িয়ার কয়লাখনি।
🏔️ 213. ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
✅ উত্তর: ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো গাংখর পুয়েনসুম।
⛰️ 214. রাঁচি ডোম কোন শিলায় সৃষ্টি হয়েছে?
✅ উত্তর: রাঁচি ডোম গ্রানাইট শিলায় সৃষ্টি হয়েছে।
🌪️ 215. কোনো জনগোষ্ঠী প্রাকৃতিক বিপর্যয়ের মুখে অসহায় হয়ে পড়লে তাকে কী বলা হয়?
✅ উত্তর: একে ‘দুর্যোগপ্রবণ অবস্থা’ বা vulnerable situation বলা হয়।
📈 216. ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলের নাম কী?
✅ উত্তর: ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল হলো রিখটার স্কেল।
🗺️ 217. সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন?
✅ উত্তর: সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন গ্রিক পণ্ডিত আনাক্সিমান্ডার।
🛕 218. মেলাইচণ্ডী মন্দির কোন জেলায় অবস্থিত?
✅ উত্তর: মেলাইচণ্ডী মন্দির পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত।
🏞️ 219. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
✅ উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু শৃঙ্গ।
<<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>

