✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি হল
(a) উত্তর-পশ্চিম, (b) উত্তর-পূর্ব, (c) দক্ষিণ-পূর্ব, (d) দক্ষিণ-পশ্চিম আয়ন বায়ু।
উত্তর:(c) দক্ষিণ-পূর্ব।
২. আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, সেটি হল
(a) নিরক্ষীয় জলবায়ু, (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু, (c) মরু জলবায়ু, (d) পার্বত্য জলবায়ু।
উত্তর: (a) নিরক্ষীয় জলবায়ু।
৩. 'দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার' বলা হয়
(a) প্রেইরি অঞ্চলকে, (b) স্টেপ অঞ্চলকে, (c) পম্পাস অঞ্চলকে, (d) করডোবা অঞ্চলকে।
উত্তর: (c) পম্পাস অঞ্চলকে।
৪. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়
(a) আয়ন বায়ু, (b) পশ্চিমা বায়ু, (c) মেরু বায়ু।
উত্তর: (b) পশ্চিমা বায়ু।
৫. ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে
(a) গিয়ানা উচ্চভূমি, (b) ম্যাটোগ্রাসো মালভূমি, (c) ব্রাজিল উচ্চভূমি।
উত্তর: (b) ম্যাটোগ্রাসো মালভূমি।
৬. আন্দিজ পর্বতের পাদদেশে করডোবা
(a) মাংস শিল্প, (b) দুগ্ধ শিল্প, (c) ইস্পাত শিল্প-এর জন্য বিখ্যাত।
উত্তর: (b) দুগ্ধ শিল্প।
৭. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারাবছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল
(a) পশ্চিমা বায়ু, (b) মেরু বায়ু, (c) স্থানীয় বায়ু, (d) আয়ন বায়ু।
উত্তর: (d) আয়ন বায়ু।
৮. দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার' বলা হয়
(a) করডোবা অঞ্চলকে, (b) সাভানা অঞ্চলকে, (c) সেলভা অঞ্চলকে, (d) পম্পাস অঞ্চলকে।
উত্তর: (d) পম্পাস অঞ্চলকে।
৯. ‘পৃথিবীর ফুসফুস' বলা হয়
(a) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে, (b) ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, (c) গ্রানচাকো সমভূমিকে, (d) সেলভা অরণ্যকে।
উত্তর: (d) সেলভা অরণ্যকে।
১০. পৃথিবীপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে
(a) 3টি, (b) 5টি, (c) 7টি।
উত্তর: (c) 7টি।
১১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল
(a) অ্যাঞ্জেল, (b) ভিক্টোরিয়া, (c) হুডু।
উত্তর: (a) অ্যাঞ্জেল।
১২. আর্জেন্টিনার রাজধানী
(a) বুয়েনস এয়ার্স, (b) কুইটো, (c) মন্টেভিডিও।
উত্তর: (a) বুয়েনস এয়ার্স।
১৩. বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হল
(a) চিলি, (b) ব্রাজিল, (c) কলম্বিয়া।
উত্তর: (b) ব্রাজিল।
১৪. উভয় গোলার্ধে 35°-60° অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়
(a) আয়ন বায়ু, (b) পশ্চিমা বায়ু, (c) মেরু বায়ু।
উত্তর: (b) পশ্চিমা বায়ু।
১৫. তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে ‘ডোলড্রাম’-এ থেমে থাকো তাহলে তুমি
(a) মকরীয়, (b) সুমেরু বৃত্তীয়, (c) নিরক্ষীয় এলাকায় আছো।
উত্তর: (c) নিরক্ষীয় এলাকায়।
১৬. ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে
(a) 3টি, (b) ৫টি, (c) 7টি, (d) ৭টি।
উত্তর: (d) ৭টি।
১৭. ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য
(a) সেলভা, (b) সাভানা, (c) তৈগা, (d) ডাউনস্ নামে পরিচিত।
উত্তর: (a) সেলভা।
১৮. পারানা ও প্যারাগুয়ে
(a) উত্তর আমেরিকা, (b) দক্ষিণ আমেরিকা, (c) আফ্রিকা, (d) ওশিয়ানিয়া-র প্রধান দুটি নদী।
উত্তর: (b) দক্ষিণ আমেরিকা।
১৯. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম
(a) বোরা, (b) চিনুক, (c) লু, (d) সিরোক্কো।
উত্তর: (b) চিনুক।
২০. আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল
(a) রোরোইমা, (b) অ্যাকোনকাগুয়া, (c) ম্যাককিনলে, (d) ব্লু রিজ।
উত্তর: (b) অ্যাকোনকাগুয়া।
২১. পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে
(a) আমাজন, (b) লা-প্লাটা, (c) কলোরাডো, (d) ওরিনোকো নদীর অববাহিকায়।
উত্তর: (d) ওরিনোকো নদীর অববাহিকায়।
২২. তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে 'ডোলড্রামস'-এ থেমে থাকো, তাহলে তুমি
(a) সুমেরু বৃত্তীয়, (b) মকরীয়, (c) নিরক্ষীয়, (d) কর্কটীয় এলাকায় আছো।
উত্তর: (c) নিরক্ষীয়।
২৩. পৃথিবীর বৃহত্তম নদীটি হল
(a) নিলনদ, (b) মিসিসিপি-মিসৌরি, (c) ওরিনোকো, (d) আমাজন।
উত্তর: (d) আমাজন।
২৪. দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি, সেই দিকটি হল
(a) উত্তর, (b) দক্ষিণ, (c) পূর্ব, (d) পশ্চিম।
উত্তর: (c) পূর্ব।
২৫. পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য হল
(a) পম্পাস, (b) ল্যানোস, (c) প্রেইরি, (d) সেলভা।
উত্তর: (d) সেলভা।
২৬. অশ্ব অক্ষাংশ বলা হয়
(a) নিরক্ষীয় অঞ্চলকে, (b) ক্রান্তীয় অঞ্চলকে, (c) মেরু অঞ্চলকে, (d) মেরুবৃত্তীয় অঞ্চলকে।
উত্তর: (b) ক্রান্তীয় অঞ্চলকে।
২৭. লা-প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হল
(a) পারানা ও প্যারাগুয়ে, (b) পারানা ও উরুগুয়ে, (c) পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, (d) প্যারাগুয়ে ও উরুগুয়ে।
উত্তর: (c) পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
২৮. একটি নিঃসারি আগ্নেয় শিলার উদাহরণ হল
(i) চুনাপাথর, (ii) গ্র্যানাইট, (iii) ব্যাসল্ট, (iv) শ্লেট।
উত্তর: (iii) ব্যাসল্ট।
২৯. কোন্ প্রকার খনিজের কাঠিন্যের মান সব থেকে বেশি
(i) কোয়ার্টজ, (ii) ডায়মন্ড, (iii) জিমসাম, (iv) ট্যল্কি।
উত্তর: (ii) ডায়মন্ড।
৩০. একটি নীচু মেঘের উদাহরণ হল
(i) সিরাস, (ii) অল্টোস্ট্রাটাস, (iii) স্ট্যাটাস, (iv) কিউমুলাস।
উত্তর: (iii) স্ট্যাটাস।
৩১. ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হল
(i) ফ্লাই, (ii) মারে ডার্লিং, (iii) কুপার, (iv) ওয়াইটাকি।
উত্তর: (ii) মারে ডার্লিং।
৩২. কানাডার কাগজ উৎপাদনে বিশ্বে স্থান
(i) প্রথম, (ii) দ্বিতীয়, (iii) তৃতীয়, (iv) চতুর্থ।
উত্তর: (ii) দ্বিতীয়।
৩৩. ডেকানট্র্যাপ বলা হয় –
(a) দাক্ষিণাত্যের মালভূমি (b) ছোটোনাগপুরের মালভূমি (c) লাদাখের মালভূমি।
উত্তর: (a) দাক্ষিণাত্যের মালভূমি।
৩৪. বেলেপাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় –
(a) নাইস-এ (b) কোয়ার্টজাইটে (c) মার্বেলে।
উত্তর: (b) কোয়ার্টজাইটে।
৩৫. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে –
(a) সমচাপ (b) নিম্নচাপ (c) উচ্চচাপ।
উত্তর: (b) নিম্নচাপ।
৩৬. বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম –
(a) ব্যারোমিটার (b) অ্যানিমোমিটার (c) হাইগ্রোমিটার।
উত্তর: (a) ব্যারোমিটার।
৩৭. মায়ানমারের রাজধানীর নাম –
(a) ইসলামাবাদ (b) কাবুল (c) নেপাইদাউ।
উত্তর: (c) নেপাইদাউ।
৩৮. শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম –
(a) তিরিচিমির (b) পেড্রোতালাগালা (c) কাকাবোরাজি।
উত্তর: (b) পেড্রোতালাগালা।
৩৯. ‘SAARC’-এর সদর দপ্তর অবস্থিত –
(a) থিম্পুতে (b) ঢাকাতে (c) কলকাতাতে (d) কাঠমাণ্ডুতে।
উত্তর: (d) কাঠমাণ্ডুতে।
৪০. জাংথা হল —
(a) নেপাল (b) ভুটান (c) পাকিস্তান (d) শ্রীলঙ্কার প্রধান ভাষা।
উত্তর: (b) ভুটান।
৪১. ওরিনাকো নদীর অববাহিকা পরিচিত –
(a) গ্রানচাকো (b) পম্পাস (c) ল্যানোস (d) ডাউন্স নামে।
উত্তর: (c) ল্যানোস।
৪২. 'কালো দেশ' বলা হয় –
(a) পলিনেশিয়াকে (b) মেলানেশিয়াকে (c) মাইক্রোনেশিয়াকে (d) অস্ট্রালেশিয়াকে।
উত্তর: (b) মেলানেশিয়া।
৪৩. গ্রানাইট থেকে পরিবর্তিত শিলা হল-
(a) নিস (b) মার্বেল (c) শ্লেট।
উত্তর: (a) নিস।
৪৪. ব্যাসল্ট হল-
(a) আম্লিক (b) মধ্যবর্তী (c) ক্ষারকীয় শিলা।
উত্তর: (c) ক্ষারকীয় শিলা।
৪৫. অশ্ব অক্ষাংশ দেখা যায় –
(a) 5°দ – 5°উ / (b) 25°উ – 35°উ / (c) 40°দ - 40°উ অক্ষাংশের মধ্যে।
উত্তর: (b) 25°উ – 35°উ।
৪৬. আর্দ্র বায়ুর তাপমাত্রা –
(a) বৃদ্ধি ঘটলে / (b) হ্রাস পেলে / (c) একই থাকলে – শিশিরাঙ্ক তাপমাত্রায় এসে পৌঁছায়।
উত্তর: (b) হ্রাস পেলে।
৪৭. কলোরাডো নদীর একটি উপনদী হল –
(a) কলম্বিয়া / (b) আরকানসাস / (c) অটোয়া।
উত্তর: (b) আরকানসাস।
৪৮. আমাজন নদীর উত্তর দিকে অবস্থিত হল –
(a) ম্যাটোগ্রাসো মালভূমি / (b) ব্রাজিল উচ্চভূমি / (c) গিয়ানা উচ্চভূমি।
উত্তর: (c) গিয়ানা উচ্চভূমি।
৪৯. সিরক্কো দেখা যায় –
(a) লিবিয়ার মরুভূমিতে / (b) আড্রিয়াটিক সাগরের উপকূলে / (c) রকি পার্বত্য অঞ্চলে।
উত্তর: (a) লিবিয়ার মরুভূমিতে।
৫০. বায়ু যে দিক থেকে প্রবাহিত হয়, কোরিয়োলিস বল তার সাক্ষ্যে –
(a) সরলরেখার / (b) সমান্তরালে / (c) সমকোণে।
উত্তর: (c) সমকোণে।
৫১. পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম হল –
(a) টিমিনস্ / (b) সাডবেরি / (c) সম্পাদন।
উত্তর: (b) সাডবেরি।
৫২. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি –
(a) পম্পাস / (b) প্রেইরি / (c) স্তেপ।
উত্তর: (b) প্রেইরি।
৫৩. জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে –
(a) অধঃক্ষেপণ / (b) ঘনীভবন / (c) বাষ্পীভবন বলে।
উত্তর: (b) ঘনীভবন।
৫৪. ওরিনাকো নদীর অববাহিকা –
(a) সেলভা / (b) ল্যানোস / (c) গ্রানচাকো সমভূমি নামে পরিচিত।
উত্তর: (b) ল্যানোস।
৫৫. মৌসুমি বায়ু –
(a) স্থানীয় / (b) সাময়িক / (c) নিয়ত বায়ুর উদাহরণ।
উত্তর: (b) সাময়িক।
৫৬. প্রবল শৈত্যের জন্য উত্তর মেরু অঞ্চলে –
(a) উচ্চচাপ / (b) নিম্নচাপ / (c) শান্তবলয় বিরাজ করে।
উত্তর: (a) উচ্চচাপ।
৫৭. ড্রেটয়েট বিখ্যাত –
(a) লৌহ-ইস্পাত / (b) মোটরগাড়ি নির্মাণ / (c) বস্ত্রবয়ন শিল্পের জন্য।
উত্তর: (b) মোটরগাড়ি নির্মাণ।
৫৮. উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বতের নাম – (হিমালয় / রকি / আন্দিজ)।
উত্তর: রকি।
৫৯. উত্তর আমেরিকার পঞ্চহ্রদকে যুক্ত করেছে – (সেন্ট লরেন্স / কলোরাডো / লা-প্লাটা নদী)।
উত্তর: সেন্ট লরেন্স।
৬০. দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ মরুভূমি হল (আটাকামা / সোনেরান / প্যাটাগোনিয়া)।
উত্তর: প্যাটাগোনিয়া।
৬১. আয়নবায়ু প্রবাহিত হয় – (উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে / পশ্চিম থেকে পূর্বদিকে / উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে)।
উত্তর: পশ্চিম থেকে পূর্বদিকে।
৬২. লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিকণাপূর্ণ বায়ুকে বলা হয় – (চিনুক / সিরক্কো / বোরো / খামসিন)।
উত্তর: খামসিন।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. রেনগজ যন্ত্রের সাহায্যে---------- মাপা হয়।
উত্তর: বৃষ্টিপাতের পরিমাণ।
২. উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল--------------।
উত্তর: মাউন্ট ডেনালি (Mount Denali)।
৩. 'পৃথিবীর ফুসফুস' বলা হয়---------- অরণ্যকে।
উত্তর: সেলভা অরণ্যকে।
৪. কোন্ মেঘের অপর নাম Bumpy Cloud ?
উত্তর: স্ট্র্যাটো কিউমুলাস মেঘ।
৫. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কী ?
উত্তর: সুপিরিয়র হ্রদ।
৬. উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো।
উত্তর: মোহাভে মরুভূমি (Mojave Desert)।
৭. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কী ?
উত্তর: চিনুক (Chinook) বায়ু।
৮. অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে-------নদীর ওপর।
উত্তর: চুরুন নদীর ওপর।
৯. -----------নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে।
উত্তর: মিসিসিপি নদীর ওপর।
১০. পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হল------।
উত্তর: বাফেলো।
১১. বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে-----বলে।
উত্তর: ঘনীভবন (Condensation)।
১২. 1501 খ্রিস্টাব্দে----------নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটির নামকরণ করেন।
উত্তর:আমেরিগো ভেস্পুচি।
১৩. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল---------।
উত্তর: ইস্তমাস অফ পানামা (Isthmus of Panama)।
১৪. উত্তর আমেরিকা মহাদেশের কোন্ নদীর ওপর বিশ্বের বৃহত্তম ‘নদী উপত্যকা পরিকল্পনা' গড়ে উঠেছে?
উত্তর: মিসিসিপি নদীর ওপর।
১৫. আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন্ রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়?
উত্তর: কানসাস (Kansas) রাজ্যে।
১৬. পৃথিবীর বৃহত্তম নিলে খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত?
উত্তর: সাডবেরি।
১৭. দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে – এই তিনটি নদীর মিলিত নাম কী ?
উত্তর: লা-প্লাটা নদী।
১৮. ---------নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত।
উত্তর: অ্যামাজন (Amazon) নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত।
১৯. -----------একটি অধঃক্ষেপণ নয়।
উত্তর: বাষ্পীভবন (Evaporation) একটি অধঃক্ষেপণ নয়।
২০. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে, তা হল-------।
উত্তর: ইস্তমাস অফ পানামা (Isthmus of Panama)।
২১. ---------- পৃথিবীর সর্বোচ্চ হ্রদ।
উত্তর: টিটিকাকা হ্রদ (Titicaca Lake) পৃথিবীর সর্বোচ্চ হ্রদ।
২২. ‘বজ্রমেঘ’ বলা হয় ----------- মেঘকে।
উত্তর: কিউমুলোনিম্বাস (Cumulonimbus) মেঘকে ‘বজ্রমেঘ’ বলা হয়।
২৩. উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তর: লোহা আকরিক (Iron ore)।
২৪. সেন্ট লরেন্স নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?
উত্তর: আটলান্টিক মহাসাগরে (Atlantic Ocean)।
২৫. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত (Angel Falls)।
২৬. কোন শহরকে 'পৃথিবীর কসাইখানা' বলা হয়?
উত্তর: শিকাগো (Chicago)।
২৭. 'কর্ডিলেরা' শব্দের অর্থ কী?
উত্তর: সমান্তরাল পর্বতমালা (Parallel mountain ranges)।
২৮. কোন মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে?
উত্তর: সিরাস মেঘ (Cirrus cloud)।
২৯. কোন্ মেঘের অপর নাম 'বজ্রমেঘ'?
উত্তর: কিউমুলোনিম্বাস মেঘ (Cumulonimbus cloud)।
৩০. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উত্তর: সুপিরিয়র হ্রদ (Lake Superior)।
৩১. পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: ডেট্রয়েট, মার্কিন যুক্তরাষ্ট্রে (Detroit, USA)।
৩২. দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো।
উত্তর: হারিকেন (Hurricane) ও টাইফুন (Typhoon)।
৩৩. ঘনীভবন কাকে বলে?
উত্তর: গ্যাস বা বাষ্প থেকে তরলে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন (Condensation) বলে।
৩৪. কে, কোন্ সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন?
উত্তর: ক্রিস্টোফার কলম্বাস (Christopher Columbus), ১৪৯২ সালে।
৩৫. উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রটির নাম কী?
উত্তর: শিকাগো (Chicago)।
৩৬. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি?
উত্তর: সুপিরিয়র হ্রদ (Lake Superior)।
৩৭. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কী?
উত্তর: হারিকেন (Hurricane)।
৩৮. আমাজন অববাহিকার উত্তরদিকে কোন উচ্চভূমি অবস্থিত?
উত্তর: গায়ানা উচ্চভূমি (Guiana Highlands)।
৩৯. 'পৃথিবীর কসাইখানা' কাকে বলে?
উত্তর: শিকাগো শহরকে (Chicago)।
৪০. 'কর্ডিলেরা' শব্দের অর্থ কী?
উত্তর: পর্বতমালার সারি বা শৃঙ্খল (Chain of Mountains)।
৪১. 'Bumpy cloud' বলে পরিচিত কোন মেঘটি?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস মেঘ।
৪২. কোন প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে?
উত্তর: বেরিং প্রণালী (Bering Strait) দ্বারা।
৪৩. অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন্ নদীর ওপর সৃষ্টি হয়েছে?
উত্তর: চুরুন নদী (Churun River)।
৪৪. কোন্ শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়?
উত্তর: শিকাগো (Chicago)।
৪৫. কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কী?
উত্তর: লরেন্টিয়ান মালভূমি (Laurentian Plateau)।
৪৬. সেন্ট লরেন্স নদীর উৎস কী?
উত্তর: অন্টারিও হ্রদ (Lake Ontario)।
৪৭. উত্তর গোলার্ধে 25°-35° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল কি বলয় নামে পরিচিত?
উত্তর:অশ্ব অক্ষাংশ (Horse Latitudes) নামে পরিচিত।
৪৮. ডাচ আবহবিদ বাইস ব্যালট কত সালে বাইস ব্যালটের সূত্রটি আবিষ্কার করেন?
উত্তর: ১৮৫৭ সালে।
৪৯. উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: ডিনালি (Denali) বা ম্যাককিনলি পর্বত।
৫০. আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় কোন রাজ্যে?
উত্তর: কানসাস (Kansas) রাজ্যে।
৫১. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: বাফেলো।
৫২. ফার শিল্প কী?
উত্তর: দীর্ঘ লোম যুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরির শিল্প কে ফার শিল্প বলে।
৫৩. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কী?
উত্তর: টিটিকাকা হ্রদ (Lake Titicaca)।
৫৪. ল্যানোস সমভূমি কোন্ নদীর অববাহিকা নিয়ে গঠিত?
উত্তর: ওরিনোকো নদীর অববাহিকা নিয়ে গঠিত।
৫৫. তুষার ভক্ষক বায়ু কাকে বলে?
উত্তর: তুষার ভক্ষক বায়ু বলতে রকি পর্বতমালার পূর্ব ঢাল থেকে নেমে আসা উষ্ণ, শুষ্ক বাতাসকে বোঝায়। এটি চিনুক নামে পরিচিত এবং তুষার গলার ক্ষমতা থাকার কারণে একে তুষার ভক্ষক বলা হয়।
৫৬. সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর: দিনে, যখন স্থলভাগ সমুদ্রের তুলনায় বেশি গরম হয়ে ওঠে।
৫৭. কোন্ অঞ্চলকে ভারতের 'খনিজ ভাণ্ডার' বলা হয়?
উত্তর: ছোটা নাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের 'খনিজ ভাণ্ডার' বলা হয়।
৫৮. শিশিরাঙ্ক কী?
উত্তর: যে তাপমাত্রায় বাতাস সম্পূর্ণ জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে শিশির বিন্দু তৈরি করে, তাকে শিশিরাঙ্ক বলে।
৫৯. কোন্ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
উত্তর: রেনগজ (Rain Gauge) যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়।
৬০. কানাডার শিল্ড অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো।
উত্তর: গ্রেট বেয়ার লেক (Great Bear Lake) এবং গ্রেট স্লেভ লেক (Great Slave Lake)।
৬৬. যেসব স্তরীভূত শিলায় প্রাণী বা উদ্ভিদের ছাপ পাওয়া যায় তাদের কি বলে?
উত্তর: পাললিক।
৬৭. কোন সূত্র অনুসারে নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায়?
উত্তর: ফেরেলের সূত্র অনুসারে।
৬৮. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর: পক্ প্রণালী (Palk Strait) দ্বারা।
৬৯. কোন অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত?
উত্তর: ৩০° উত্তর ও ৩০° দক্ষিণ অক্ষাংশ অঞ্চলে অবস্থিত উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ (Horse Latitude) নামে পরিচিত।
৭০. ITCZ-এর পুরো নাম কী?
উত্তর: Inter Tropical Convergence Zone।
৭১. কোন্ বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়?
উত্তর: সমুদ্র বায়ু (Sea Breeze)।
৭২. ‘শৈল' কথার অর্থ কী?
উত্তর: ছোট বা মাঝারি আকৃতির পাথর।
৭৩. একটি স্থানীয় বায়ুর উদাহরণ দাও।
উত্তর: লু (Lu) — উত্তর ভারতের গ্রীষ্মকালে প্রবাহিত গরম বায়ু।
৭৪. সেন্ট লরেন্স নদীর উৎস কী?
উত্তর: অন্টারিও হ্রদ (Lake Ontario)।
৭৫. গ্র্যান্ড ক্যানিয়ন কোন্ নদীতে তৈরি হয়েছে?
উত্তর: কলোরাডো নদী (Colorado River)।
৭৬. আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদক অঞ্চলের নাম কি?
উত্তর: ক্যানসাস রাজ্য (Kansas)।
৭৭. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি?
উত্তর: সাডবেরি খনি (Sudbury Mine), কানাডায় অবস্থিত।
৭৮. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
উত্তর: আমাজন নদী (Amazon River)।
৭৯. WHO-এর রিপোর্ট অনুসারে G-20 দেশগুলোর সর্বাধিক দূষিত 20 টি শহরের মধ্যে ভারতে কটি অবস্থিত?
উত্তর: ১০টি শহর।
৮০. দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে রয়েছে কোন মরুভূমি?
উত্তর: আটাকামা মরুভূমি (Atacama Desert)।
৮১. কাকে ‘রুপোর শহর' বলে?
উত্তর: ব্রোকেনহিল শহরকে।
৮২. ‘প্লেট’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আলফ্রেড ওয়েগনার (Alfred Wegener)।
৮৩. সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: অলিম্পাস মন্স (Olympus Mons)।
৮৪. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কি?
উত্তর: ডেনালি (Denali), পূর্বে মাউন্ট ম্যাককিনলে নামে পরিচিত।
৮৫. পৃথিবীর রবারের রাজধানী কাকে বলে?
উত্তর:অ্যাক্সনকে।
৮৬. ভূমিকম্প মাপক যন্ত্র হল কোনটি?
উত্তর: সিসমোগ্রাফ (Seismograph)।
৮৭. শিলা-সংক্রান্ত আলোচনা বিদ্যাকে বলে?
উত্তর: পেট্রোলজি (Petrology)।
৮৮. পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর যে ভারী বায়ু ওপর থেকে নীচে নামে, তার নাম কী?
উত্তর: ক্যাটাবেটিক বায়ু।
৮৯. স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কী?
উত্তর: Bumpy Cloud।
৯০. বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: রেনগেজ (Raingauge)।
৯১. ‘পৃথিবীর রুটির ঝুড়ি' বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যকে?
উত্তর: প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।
৯২. পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোনটি?
উত্তর: আমাজন রেইনফরেস্ট (Amazon Rainforest)।
৯৩. আয়ন বায়ুর অপর নাম কী?
উত্তর: বাণিজ্য বায়ু (Trade Wind)।
৯৪. ম্যাকারেল স্কাই-র সাক্ষ্যে সংশ্লিষ্ট মেঘটির নাম কী?
উত্তর: সিরোকিউমুলাস (Cirrocumulus) মেঘ।
৯৫. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর: শিশিরাঙ্ক হল সেই তাপমাত্রা, যেখানে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প সংবরণ (condensation) হয়ে শিশিরে পরিণত হয়।
৯৬. উত্তর আমেরিকা মহাদেশের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর: অ্যাপালাচিয়ান পর্বত (Appalachian Mountains)।
৯৭. আয়ন বায়ুর অপর নাম কী?
উত্তর: বাণিজ্য বায়ু (Trade Wind)।
৯৮. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?
উত্তর:পরিচলন বৃষ্টিপাত হয়।
৯৯. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কী?
উত্তর: টিটিকাকা হ্রদ (Lake Titicaca)।
১০০. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনির নাম কী?
উত্তর: মেসাবি রেঞ্জ (Mesabi Range)।
১০১. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তর: সুপিরিয়র হ্রদ (Lake Superior)।
১০২. পেঁজা তুলোর মতো দেখতে কোন মেঘ?
উত্তর: কিউমুলাস মেঘ (Cumulus Cloud)।
১০৩. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ডেনালি (Denali) বা ম্যাককিনলি শৃঙ্গ (Mount McKinley)।
১০৪. জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: ঘনীভবন (Condensation)।
১০৫. উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল কি নামে পরিচিত?
উত্তর: ITCZ (Inter Tropical Convergence Zone) বা অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল।
১০৬. কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
উত্তর: মৌসুমি বায়ু (Monsoon Wind)।
১০৭. ক্রান্তীয় ঘূর্ণবাত পূর্ব চিন সাগরে কি নামে পরিচিত?
উত্তর: টাইফুন (Typhoon)।
১০৮. ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বায়ু, সমুদ্রস্রোত কোন্ দিকে বেঁকে প্রবাহিত হয়?
উত্তর: বামদিকে।
১০৯. কোন্ মেঘে বজ্রপাতসহ ভীষণ ঝড়বৃষ্টি হয়?
উত্তর: কিউমুলোনিম্বাস (Cumulonimbus) মেঘে।
১১০. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি কোন্ নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর: চুরুন নদীর ওপর (অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেনেজুয়েলা)।
১১০. কোন বায়ুর প্রভাবে শিলাবৃষ্টি হয়?
উত্তর: কিউমুলোনিম্বাস মেঘ বা বজ্রমেঘের সঙ্গে যুক্ত বায়ুর প্রভাবে।
১১১. পারানা-প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহের নাম কী?
উত্তর: রিও ডি লা প্লাটা।
১১২. মেঘ সৃষ্টির জন্য ঘনীভবন প্রক্রিয়ার প্রয়োজন হয় না। (উক্তিটি সত্য না মিথ্যা লেখো)
উত্তর: মিথ্যা।
১১৩. পানামা যোজক ও পানামা খালের মধ্যে পার্থক্য কী?
উত্তর: পানামা যোজক হল দক্ষিণ ও উত্তর আমেরিকার মধ্যে প্রাকৃতিক ভূখণ্ডীয় সংযোগকারী সংকীর্ণ স্থলভাগ; আর পানামা খাল হল কৃত্রিমভাবে তৈরি জলপথ যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
১১৪. ‘উষ্ণ-শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র-শীতল শীতকাল হল আমার বৈশিষ্ট্য’ – আমি কে?
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু।
১১৫. দুই ভিন্ন ঋতুতে উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলেই আমি সৃষ্টি হই – আমি কে?
উত্তর: মৌসুমি বায়ু (মৌসুমী বায়ু)।
১১৬. দক্ষিণ আমেরিকা : অ্যাঞ্জেল জলপ্রপাত :: উত্তর আমেরিকা : নায়াগ্রা।
উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত।
১১৭. কোন্ বলের প্রভাবে বায়ুর দিক পরিবর্তন ঘটে?
উত্তর: কোরিয়লিস বল।