✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
(a) 90° (b) 180° (c) 45° (d) 0°।
উত্তর: (d) 0°।
২. ‘AMBULANCE” কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে কীভাবে লেখা থাকে?
(a) ECNALUBMA (b) BONAJUMA (c) MAJUMA (d) BAJUBWAT।
উত্তর: (a) ECNALUBMA।
৩. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত হল –
(a) 1-এর কম (b) 1-এর সমান (c) 1-এর বেশি (d) কোনোটিই নয়।
উত্তর: (a) 1-এর কম ।
৪. একটি নির্জল কোশের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোশ লাগবে?
(a) 9 টি (b) 6 টি (c) 12 টি (d) 13 টি।
উত্তর: (b) 6 টি।
৫. পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় –
(a) কাকদ্বীপে (b) দিঘাতে (c) সাগরদ্বীপে (d) বকখালিতে।
উত্তর: (a) কাকদ্বীপে।
৬. সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে –
(a) 90° (b) 0° (c) 180° (d) 45°।
উত্তর: (b) 0°।
৭. প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ নয়? –
(a) প্লাস্টিক (b) কাঠ (c) নিকেল (d) রবার।
উত্তর: (c) নিকেল।
৮. ফুলের – কীটপতঙ্গকে আকৃষ্ট করে।
(a) বৃতি (b) দলমণ্ডল (c) পুংকেশর।
উত্তর: (b) দলমণ্ডল।
৯. বেলের কাণ্ড, শাখা কাঁটায় রূপান্তরিত, একে বলে –
(a) স্ফীত কন্দ (b) শাখা আকর্ষ (c) খবধাবক (d) শাখা কণ্টক।
উত্তর: (d) শাখা কণ্টক।
১০. খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আমের রসালো –
(a) মধ্য ফলত্বক (b) বহিঃত্বক (c) অন্তঃত্বক।
উত্তর: (a) মধ্য ফলত্বক।
১১. ঘুমন্ত শিশু উদ্ভিদ থাকে –
(a) ফুলে (b) ফলে (c) বীজে (d) পাতায়।
উত্তর: (c) বীজে।
১২. পরাগরেণু হল –
(a) স্ত্রীরেণু (b) ডিম্বাণু (c) পুংরেণু (d) বীজ।
উত্তর: (c) পুংরেণু।
১৩. মূলের – মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে।
(a) মূলত্র (b) বর্ধনশীল (c) মূলরোম (d) স্থায়ী অঞ্চল।
উত্তর: (c) মূলরোম।
১৪. অপ্রচলিত শক্তি নয় –
(a) জোয়ার-ভাটার শক্তি (b) ভূ-তাপ শক্তি (c) বায়ুশক্তি (d) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি।
উত্তর: (d) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি।
১৫. টর্চ লাইটে ব্যবহৃত হয় –
(a) ভোল্টীয় কোশ (b) নির্জল কোশ (c) সঞ্চয়ক কোশ (d) লেকল্যান্স কোশ।
উত্তর: (b) নির্জল কোশ।
১৬. উপচ্ছায়া গঠিত হয় –
(a) আলোক উৎস বড়ো হলে (b) আলোক উৎস ছোটো হলে (c) যে-কোনো আলোক উৎসের জন্য (d) আলোক উৎসের অনুপস্থিতিতে।
উত্তর: (a) আলোক উৎস বড়ো হলে।
১৭. প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? –
(a) নিকেল (b) কোবাল্ট (c) ক্রোমিয়াম (d) লোহা।
উত্তর: (c) ক্রোমিয়াম।
১৮. রংধনু তৈরির কারণ, আলোর –
(a) প্রতিফলন (b) প্রতিসরণ (c) বিক্ষেপণ (d) বিচ্ছুরণ।
উত্তর: (d) বিচ্ছুরণ।
১৯. প্রদত্ত কোনটি পরিবেশবান্ধব শক্তি নয়?
(a) সৌরশক্তি (b) মাটির নীচের তাপশক্তি (c) জৈবশক্তি (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
উত্তর: (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
২০. মেরুজ্যোতির কারণ –
(a) পৃথিবীর পরিবেশের দূষণ (b) পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি (c) পৃথিবীতে বজ্রপাত হওয়ার কারণ (d) পৃথিবী একটি বিরাট চুম্বক-তার প্রভাব।
উত্তর: (d) পৃথিবী একটি বিরাট চুম্বক-তার প্রভাব।
২১. চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের –
(a) 0.87 গুণ (b) 0.88 গুণ (c) 0.68 গুণ (d) 0.86 গুণ।
উত্তর: (a)0.86 গুণ।
২২. আবেশ হয় আকর্ষণের –
(a) পরে (b) পূর্বে (c) উভয় সময়েই (d) কোনোটিই নয়।
উত্তর: (b) পূর্বে।
২৩. কোনো বস্তুতে প্রযুক্ত বল ও বস্তুর ভরের অনুপাতকে বলে –
(a) ভরবেগ (b) ত্বরণ (c) কার্য (d) বেগ।
উত্তর: (b) ত্বরণ।
২৪. সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় –
(a) আলোর প্রতিফলন (b) আলোর প্রতিসরণ (c) আলোর সরলরেখায় চলার ধর্মের জন্য।
উত্তর: (c) আলোর সরলরেখায় চলার ধর্মের জন্য।
২৫. চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল –
(a) বিকর্ষণ (b) আকর্ষণ-বিকর্ষণ (c) আবেশ।
উত্তর: (c) আবেশ।
২৬. ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় –
(a) নাইক্রোম তার দিয়ে (b) টাংস্টেন তার দিয়ে (c) তামার তার দিয়ে।
উত্তর: (a) নাইক্রোম তার দিয়ে।
২৭. কোনটি পরিবেশবান্ধব শক্তি নয়?
(a) সৌরশক্তি (b) মাটির নীচের তাপশক্তি (c) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
উত্তর: (c) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
২৮. মূলের কোনটি থাকে না?
(a) স্থূলরোম (b) গাঁট বা নোড (Node) (c) মূলত্র।
উত্তর: (b) গাঁট বা নোড (Node)।
২৯. 'পাথরকুচি'র পাতা –
(a) খাদ্য সঞ্চয় করে (b) বংশবিস্তার করে (c) আরোহণে সাহায্য করে (d) অতিরিক্ত বাষ্পমোচন করে।
উত্তর: (b) বংশবিস্তার করে।
৩০. স্কুটেলাম হল –
(a) ভুট্টার মূল (b) ভুট্টার বীজপত্র (c) ভুট্টার ফুল (d) ভুট্টার কাণ্ড।
উত্তর: (b) ভুট্টার বীজপত্র।
৩১. খর্বধাবক থাকে -
(a) বেল-এ (b) কাঁঠালে (c) কচুরিপানায়।
উত্তর: (c) কচুরিপানায়।
৩২. লোহিত রক্তকণিকাকে যে দ্রবণে রাখলে ফেটে বা কুঁচকে যাবে না, তা হল -
(a) হাইপোটনিক (b) হাইপারটনিক (c) আইসোটনিক।
উত্তর: (c) আইসোটনিক।
৩৩. টর্চলাইটে ব্যবহৃত হয় –
(a) ভোল্টীয় কোশ (b) নির্জল কোশ (c) সঞ্চয়ক কোশ (d) লেকল্যান্স কোশ।
উত্তর: (b) নির্জল কোশ।
৩৪. সময়ের সাপেক্ষে বেগ বাড়ার হারকে বলে –
(a) সরণ (b) দ্রুতি (c) ত্বরণ (d) বেগ।
উত্তর: (c) ত্বরণ।
৩৫. অপ্রচলিত শক্তি নয় কোনটি –
(a) জোয়ারভাটার শক্তি (b) মাটির নীচের তাপশক্তি (c) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি (d) বায়ুশক্তি।
উত্তর: (c) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি।
৩৬. কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হল –
(a) পর্ব (b) কক্ষ (c) পর্বমধ্য (d) বিটপ।
উত্তর: (a) পর্ব।
৩৭. ধাতব পদার্থ তড়িতের –
(a) কুপরিবাহী (b) সুপরিবাহী (c) অর্ধপরিবাহী (d) অতিপরিবাহী।
উত্তর: (b) সুপরিবাহী।
৩৮. প্রদত্ত কোনটি পরিবেশবান্ধব শক্তি নয়?
(a) সৌরশক্তি (b) মাটির নীচের তাপশক্তি (c) জৈবশক্তি (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
উত্তর: (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
৩৯. বর্তনীতে ‘সেল' প্রকাশক প্রতীকটি হল –
(a) |‾|‾ (b) || (c) |‾|__ (d) ||‾
**উত্তর: (c) |‾|।**
৪০. পাখির আকাশে ওড়া নিউটনের কোন্ গতিসূত্র দ্বারা সম্পন্ন হয়?
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) কোনোটিই নয়।
উত্তর: (c) তৃতীয়।
৪১. মাটির ওপর থেকে শ্বাস নিতে সাহায্য করে –
(a) রাস্না (b) ধান (c) সুন্দরী (d) পাথরকুচি গাছের মূল।
উত্তর: (c) সুন্দরী।
৪২. বীরুৎ শ্রেণির উদ্ভিদ হল –
(a) গম (b) আম (c) দেবদারু (d) জাম।
উত্তর: (a) গম।
৪৩. স্বপরাগযোগ ঘটে এরূপ ফুলের নাম হল –
(a) চাঁপা (b) জুঁই (c) দোপাটি (d) আকন্দ।
উত্তর:(c) দোপাটি।
৪৪. সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় –
(a) আলোর প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) আলোর সরলরেখায় চলার ধর্মের জন্য।
উত্তর: (c) আলোর সরলরেখায় চলার ধর্মের জন্য।
৪৫. টেলিফোনে ব্যবহৃত হয় –
(a) প্রাকৃতিক চুম্বক, (b) তড়িৎচুম্বক, (c) কোনোটিই নয়।
উত্তর: (b) তড়িৎচুম্বক।
৪৬. ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় –
(a) নাইক্রোম ধাতু দিয়ে, (b) টাংস্টেন ধাতু দিয়ে, (c) তামা দিয়ে।
উত্তর: (b) টাংস্টেন ধাতু দিয়ে।
৪৭. ফুলের যে অংশ থেকে বীজ তৈরি হয় তা হল –
(a) ডিম্বাশয়, (b) ডিম্বক, (c) ডিম্বাণু।
উত্তর: (b) ডিম্বক।
৪৮. মটরের পত্রাকর্ষ –
(a) আরোহণে, (b) খাদ্য সঞ্চয়ে, (c) বংশবিস্তারে সাহায্য করে।
উত্তর:(a) আরোহণে সাহায্য করে।
৪৯. একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়?
(a) 5 মিটার, (b) 10 মিটার, (c) 15 মিটার, (d) 20 মিটার।
উত্তর: (b) 10 মিটার।
৫০. আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর –
(a) প্রতিফলনের, (b) বিচ্ছুরণের, (c) প্রতিসরণের, (d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র।
উত্তর:(b) বিচ্ছুরণের।
৫১. প্রাকৃতিক চুম্বক হল –
(a) লোডস্টোন, (b) লাইমস্টোন, (c) ব্রিজস্টোন, (d) মুনস্টোন।
উত্তর: (a) লোডস্টোন।
৫২. বাল্বের ফিলামেন্ট তৈরি হয় –
(a) টাংস্টেন দিয়ে, (b) নাইক্রোম দিয়ে, (c) তামা দিয়ে, (d) সোনা দিয়ে।
উত্তর: (a) টাংস্টেন দিয়ে।
৫৩. কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হল –
(a) পর্ব, (b) কক্ষ, (c) পর্বমধ্য, (d) বিটপ।
উত্তর: (a) পর্ব।
৫৪. মৃতবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় না –
(a) ছোলা বীজে, (b) মটর বীজে, (c) কুমড়ো বীজে, (d) আম বীজে।
উত্তর: (a) ছোলা বীজে।
৫৫. একটি গুচ্ছিত ফলের উদাহরণ হল –
(a) কাঁঠাল, (b) আঙুর, (c) আতা, (d) ডালিম।
উত্তর: (a) কাঁঠাল।
৫৬. অপ্রচলিত শক্তি নয় কোনটি? –
(a) জোয়ারভাটার শক্তি, (b) মাটির নীচের তাপশক্তি, (c) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি, (d) বায়ুশক্তি।
উত্তর: (c) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি।
৫৭. সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিলে Na⁺ হয়। এটি একটি –
(a) অ্যানায়ন, (b) ক্যাটায়ন, (c) অণু, (d) পরমাণু।
উত্তর: (b) ক্যাটায়ন।
৫৮. একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ড চুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। (সঠিক / বেঠিক)
উত্তর: বেঠিক।
৫৯. রংধনুর জন্য দায়ী আলোকীয় ঘটনাটি হল –
(a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিচ্ছুরণ, (d) প্রতিবিম্ব।
উত্তর: (c) বিচ্ছুরণ।
৬০. কাজ করার সামর্থ্যকে বলে –
(a) কার্য, (b) ক্ষমতা, (c) শক্তি।
উত্তর: (c) শক্তি।
৬১. আপতন কোণ 30° হলে প্রতিফলন কোণ হবে –
(a) 30°, (b) 40°, (c) 50°।
উত্তর: (a) 30°।
৬২. গাছের খাবার তৈরির প্রক্রিয়ায় পাওয়া যায় –
(a) নাইট্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
৬৩. ফল পরিণত হয় ফুলের –
(a) ডিম্বাশয় থেকে, (b) ডিম্বক থেকে, (c) গর্ভমুণ্ড থেকে।
উত্তর: (a) ডিম্বাশয় থেকে।
৬৪. পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলির বিপন্ন হওয়ার কারণ হল –
(a) মাটি দূষণ, (b) জল দূষণ, (c) বিশ্ব উন্নায়ন।
উত্তর: (c) বিশ্ব উন্নায়ন।
৬৫. চলন্ত সাইকেলের চাকার গতি-
(a) চলন, (b) ঘূর্ণন, (c) বক্রচলন, (d) চলন ও ঘূর্ণনের মিশ্রণ।
উত্তর: (d) চলন ও ঘূর্ণনের মিশ্রণ।
৬৬. ধাতব পদার্থ তড়িতের –
(a) কুপরিবাহী, (b) সুপরিবাহী, (c) অর্ধপরিবাহী, (d) অতিপরিবাহী।
উত্তর: (b) সুপরিবাহী।
৬৭. একটি চুম্বকের দুটি প্রান্তে আকর্ষণ ক্ষমতা –
(a) কম, (b) সবচেয়ে কম, (c) বেশি, (d) সবচেয়ে বেশি।
উত্তর: (d) সবচেয়ে বেশি।
৬৮. প্রচলিত শক্তির একটি উদাহরণ হল –
(a) সৌরশক্তি, (b) তাপশক্তি, (c) বায়ুশক্তি, (d) জৈবশক্তি।
উত্তর: (b) তাপশক্তি।
৬৯. চুম্বকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? –
(a) দিক্নির্দেশক ধর্ম, (b) আবেশী ধর্ম, (c) সমমেরুর পারস্পরিক আকর্ষণ, (d) চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই।
উত্তর: (c) সমমেরুর পারস্পরিক আকর্ষণ।
৭০. পৃথিবীর চুম্বকত্বের সপক্ষে কোনটি যুক্তি নয় ? –
(a) মাটিতে দীর্ঘদিন পুঁতে রাখা লৌহদণ্ড ক্ষীণ চুম্বকত্ব লাভ করে। (b) পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। (c) অবাধে ঝুলন্ত কোনো চুম্বক উত্তর-দক্ষিণে মুখ করে থাকে। (d) পরিযায়ী কিছু কচ্ছপের গতিবিধি।
উত্তর: (b) পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে।
৭১. প্রদত্ত কোন্ পদার্থটি তড়িতের সুপরিবাহী? –
(a) প্লাস্টিক, (b) কাঠ, (c) চিনামাটি, (d) অ্যালুমিনিয়াম।
উত্তর: (d) অ্যালুমিনিয়াম।
৭২. পাতিলেবুর রস মিশ্রিত জলে, খাবার সোডা মেশালে –
(a) অক্সিজেন গ্যাস নির্গত হয়, (b) কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, (c) হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, (d) কোনো গ্যাস নির্গত হয় না।
উত্তর: (b) কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়।
৭৩. অ্যাসিড-ক্ষার নির্দেশকের কাজ হল –
(a) অ্যাসিডের মাত্রা নির্ধারণ করা, (b) ক্ষারের মাত্রা নির্ধারণ করা, (c) অ্যাসিড-ক্ষার বিক্রিয়ার প্রশমনক্ষণ স্থির করা, (d) এগুলির কোনোটিই নয়।
উত্তর: (c) অ্যাসিড-ক্ষার বিক্রিয়ার প্রশমনক্ষণ স্থির করা।
৭৪. (a) আলু, (b) কুমড়োর শাখা আকর্ষ, (c) মুলো, (d) বেলের শাখাকণ্টক – আসলে কাণ্ড নয়।
উত্তর: (c) মুলো।
৭৫. ভ্রুণাক্ষের নীচের অংশটিকে বলে –
(a) বীজপত্র, (b) ভ্রূণমুকুল, (c) পর্বসন্ধি, (d) ভ্রূণমূল।
উত্তর: (d) ভ্রূণমূল।
৭৬. গ্রিনহাউস গ্যাস হল –
(a) মিথেন, (b) নাইট্রোজেন, (c) হাইড্রোজেন, (d) অক্সিজেন।
উত্তর: (a) মিথেন।
৭৭. রেশম চাষকে বলে –
(a) ল্যাককালচার, (b) এপিকালচার, (c) সেরিকালচার, (d) পিসিকালচার।
উত্তর: (c) সেরিকালচার।
৭৮. মাটির ওপর থেকে শ্বাস নিতে সাহায্য করে –
(a) রাস্না, (b) ধান, (c) সুন্দরী, (d) পাথরকুচি গাছের মূল।
উত্তর: (c) সুন্দরী।
৭৯. মূলরোম অঞ্চলটি থাকে –
(a) মূলচক্রের ওপরে, (b) স্থায়ী অঞ্চলের ওপরে, (c) বর্ধনশীল অঞ্চলের ওপরে।
উত্তর: (c) বর্ধনশীল অঞ্চলের ওপরে।
৮০. টর্চলাইটে ব্যবহার করা হয় -
(a) ভোল্টীয় কোশ, (b) লেকল্যান্স কোশ, (c) সঞ্জয়ক কোশ, (d) নির্জল কোশ।
উত্তর: (d) নির্জল কোশ।
৮১. চুম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে -
(a) চৌম্বক দৈর্ঘ্য, (b) চৌম্বক দূরত্ব, (c) চৌম্বক অক্ষ, (d) চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য।
উত্তর: (c) চৌম্বক অক্ষ।
৮২. প্রদত্ত কোনটি পুংকেশর চক্র বা পুংস্তবকের অংশ নয়?
(a) পরাগধানী, (b) পুংদণ্ড, (c) ডিম্বক, (d) পরাগ।
উত্তর: (c) ডিম্বক।
৮৩. দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে -
(a) দুটিই চৌম্বক পদার্থ, (b) দুটিই অচৌম্বক পদার্থ, (c) একটি চৌম্বক অপরটি অচৌম্বক পদার্থ, (d) দুটিই চুম্বক।
উত্তর: (d) দুটিই চুম্বক।
৮৪. বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে গঠিত হয় -
(a) প্রতিবিম্ব, (b) ছায়া, (c) প্রচ্ছায়া, (d) উপচ্ছায়া।
উত্তর: (d) উপচ্ছায়া।
৮৫. নাইক্রোম তার থাকে -
(a) ফিউজ তারে, (b) বালবে, (c) ইলেকট্রিক ইঞ্জিতে, (d) ইলেকট্রিক কলিংবেলে।
উত্তর: (a) ফিউজ তারে।
৮৬. পর্ব দেখা যায় -
(a) মূলে, (b) কাণ্ডে, (c) ফুলে, (d) ফলে।
উত্তর: (b) কাণ্ডে।
৮৭. বংশবিস্তার করে –
(a) ঘৃতকুমারী পাতা, (b) ফণীমনসার পত্রকণ্টক, (c) পাথরকুচির পাতা, (d) মটরের পত্রাকর্ষ।
উত্তর: (c) পাথরকুচির পাতা।
৮৮. কোনটি গর্ভকেশরের অংশ নয়?
(a) পরাগধানী, (b) গর্ভমুণ্ড, (c) গর্ভদণ্ড, (d) ডিম্বাশয়।
উত্তর: (a) পরাগধানী।
৮৯. প্রতিবিম্ব গঠিত হয় আলোর –
(a) প্রতিফলনের জন্য, (b) প্রতিসরণের জন্য, (c) বিচ্ছুরণের জন্য, (d) প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের জন্য।
উত্তর: (a) প্রতিফলনের জন্য।
৯০. চুম্বকের আকর্ষণ বল –
(a) সর্বত্র সমান, (b) মাঝখানে বেশি, (c) দুইপ্রান্তে বেশি, (d) মেরুতে বেশি।
উত্তর: (d) মেরুতে বেশি।
৯১. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
(a) জৈবগ্যাস, (b) প্রাকৃতিক গ্যাস, (c) কয়লা, (d) কেরোসিন।
উত্তর: (a) জৈবগ্যাস।
৯২. বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় –
(a) ফিলামেন্ট তার, (b) ফিউজ তার, (c) নাইক্রোম তার, (d) নিউট্রাল তার।
উত্তর: (b) ফিউজ তার।
৯৩. বীজের অঙ্কুরোদ্গমের শর্তগুলি হল –
(a) জল, (b) বায়ু, (c) জল ও বায়ু, (d) জল, আলো ও বাতাস।
উত্তর: (d) জল, আলো ও বাতাস।
৯৪. গুচ্ছমূল দেখা যায়
(a) আম গাছে, (b) ধান গাছে, (c) বট গাছে, (d) মটর গাছে।
উত্তর: (b) ধান গাছে।
৯৫. কাঁঠাল হল
(a) সরল ফল, (b) গুচ্ছিত ফল, (c) যৌগিক ফল, (d) একক ফল।
উত্তর: (c) যৌগিক ফল।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়?
উত্তর: 10 মিটার।
(বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব = 2 × বস্তু ও আয়নার মধ্যবর্তী দূরত্ব)
২. MRI মেশিনে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের কত গুণ বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়?
উত্তর: প্রায় 10,000 গুণ বেশি।
৩. তিনটি বাল্ব, তিনটি নির্জল কোশ এবং একটি সুইচ্ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনীর চিত্র কীরূপ হবে?
উত্তর: এই বর্তনীতে কোশগুলি ধারাবাহিকভাবে যুক্ত থাকবে, সুইচ একটি নির্দিষ্ট স্থানে থাকবে, এবং বাল্বগুলি পরপর যুক্ত থাকবে। [চিত্র আঁকার জন্য চাইলে আমি তৈরি করে দিতে পারি]
৪. বায়োগ্যাসের মুখ্য উপাদানটি কোন্ গ্যাস?
উত্তর: মিথেন (CH₄)।
৫. পেন জলে ডোবালে পেনটি বাঁকা লাগে, এটি আলোর কোন্ ঘটনার জন্য হয়?
উত্তর: আলোর প্রতিসরণের জন্য।
৬. গাড়ির শক্তিশালী ব্যাটারিকে কী সেল বলে?
উত্তর: অ্যাকিউমুলেটর সেল (Accumulator Cell)।
৭. চৌম্বক দৈর্ঘ্য = -------- × চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য।
উত্তর: ৫/৬
(চৌম্বক দৈর্ঘ্য = ⅚ × জ্যামিতিক দৈর্ঘ্য)
৮. পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে?
উত্তর: ৪৫ ডিগ্রি কোণে।
৯. কোন্ প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না?
উত্তর:বিক্ষিপ্ত প্রতিফলনে (Irregular Reflection)।
১০. LED-এর পুরো কথাটি কী?
উত্তর: Light Emitting Diode (আলো নির্গমকারী ডায়োড)।
১১. পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের কাকদ্বীপে বায়ুকল আছে।
১২. NaCl + AgNO₃ ⟶ AgCl + NaNO₃ – এটি কোন্ ধরনের রাসায়নিক বিক্রিয়া?
উত্তর: দ্বৈত স্থান পরিবর্তন বিক্রিয়া (Double Displacement Reaction)।
১৩. ORS-এর সম্পূর্ণ অর্থ কী?
উত্তর: Oral Rehydration Solution (ওরাল রিহাইড্রেশন সলিউশন)।
১৪. কোনো আলোকরশ্মি দর্পণের ওপর 30° কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?
উত্তর: ৩০°, কারণ প্রতিফলন কোণ = আপতন কোণ।
১৫. চৌম্বক দৈর্ঘ্য এবং চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: চৌম্বক দৈর্ঘ্য =5/6× চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য।
১৬. ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: ফিউজ তারের গলনাঙ্ক কম এবং এটি সহজে গলে গিয়ে অতিপ্রবাহিত বিদ্যুৎ থামিয়ে যন্ত্রকে রক্ষা করে।
১৭. LED কথাটির বিস্তারিত রূপটি লেখো।
উত্তর: Light Emitting Diode (লাইট এমিটিং ডায়োড)।
১৮. ঘনতর মাধ্যম বলতে কী বোঝো?
উত্তর:যে মাধ্যমে আলোর বেগ কম এবং প্রতিসরাঙ্ক বেশি, সেটিকে ঘনতর মাধ্যম বলা হয়। উদাহরণস্বরূপ, কাঁচ বা জল বাতাসের চেয়ে ঘনতর মাধ্যম।
১৯. একটি পক্ষল যৌগিক পত্রের উদাহরণ দাও।
উত্তর: নিম গাছের পত্র।
২০. মূলত্রের প্রধান কাজটি লেখো।
উত্তর: মূলত্রের কাজ হল—মূলের অগ্রভাগকে রক্ষা করা।
২১. যে-কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য কি ব্যবহৃত হয়?
উত্তর: ফিউজ তার।
২২. পশ্চিমবঙ্গে বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় কোথায়?
উত্তর:পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ এবং সাগরদ্বীপ নামক স্থানে বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২৩. প্রযুক্ত বল = বস্তুর ভর x--------।
উত্তর: ত্বরণ।
২৪. তেঁতুল গাছের পাতা কোন পত্রের উদাহরণ?
উত্তর: পক্ষল যৌগিক পত্র।
২৫. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি হয়?
উত্তর: টাংস্টেন।
২৬. জৈব বর্জ্য বা জৈব উৎসজাত (উদ্ভিজ্জ বা প্রাণীজ) জিনিস থেকে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: মিথেন (CH₄)।
২৭. SI-তে কাজ পরিমাপের একক কী?
উত্তর: জুল (Joule)।
২৮. কলাপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়?
উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস।
২৯. ORS-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর: Oral Rehydration Solution।
৩০. তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফলের ব্যবহারিক প্রয়োগের দুটি উদাহরণ দাও।
উত্তর: বৈদ্যুতিক ঘণ্টা ও বৈদ্যুতিক মোটর।
৩১. বেগ কাকে বলে?
উত্তর: একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে।
৩২. দৈনন্দিন জীবনে দেখা যায় এমন একটি স্থিতিজাড্যের উদাহরণ দাও।
উত্তর: চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনে হেলে পড়ে।
৩৩. কার্যের SI এককটি লেখো।
উত্তর: জুল (Joule)।
৩৪. কলশপত্রী গাছের কোন অংশ পতঙ্গ শিকারে সক্ষম?
উত্তর: পাতার কলস আকৃতির অংশ।
৩৫. পাতা ও কাণ্ড যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে?
উত্তর: অক্ষ (Axil)বলে।
৩৬. যদি কোশের মধ্যের দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের চেয়ে বেশি হয় তাহলে বাইরের দ্রবণটাকে কোশের তুলনায় কি বলা হয়?
উত্তর: অপসারিত দ্রবণ (Hypotonic solution)।
৩৭. বেলের শাখাকণ্টক কী ধরনের কাণ্ড?
উত্তর: রূপান্তরিত কাণ্ড।
৩৮. আমের কোন্ অংশকে আঁটি বলে ?
উত্তর: বীজ (Seed)।
৩৯. রূপান্তরিত কাণ্ড কাকে বলে ?
উত্তর: কোন গাছের স্বাভাবিক কাণ্ডের পরিবর্তে কাণ্ড যখন অন্যান্য কাজ যেমন খাদ্যসংগ্রহ, সংরক্ষণ বা অভিযোজনের কাজ করে, তখন তাকে রূপান্তরিত কাণ্ড বলে।
৪০. কী শর্তে কোনো বস্তুর প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই গঠিত হয়?
উত্তর: একটি বস্তুর প্রচ্ছায়া এবং উপচ্ছায়া উভয়ই তখনই গঠিত হয় যখন আলোর উৎসটি বড় হয় এবং বস্তুটিও আলোর উৎসের চেয়ে বড় হয়।
৪১. LED-তে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: তড়িৎ শক্তি → আলোক শক্তি।
৪২. চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কী বোঝো ?
উত্তর: চুম্বকের মধ্যবর্তী অংশ যেখানে চৌম্বক শক্তি প্রায় শূন্য, তাকে উদাসীন অঞ্চল (Neutral zone) বলে।
৪৩. পাথরকুচি পাতার মূল কী কাজে সাহায্য করে?
উত্তর: পাথরকুচি পাতার মূল মূলত উদ্ভিদের প্রজননে সাহায্য করে। এটি একটি শাখাবিহীন গুল্ম যা পাতার কিনারা থেকে নতুন চারা তৈরি করে।
৪৪. তাপ আমাদের শরীরে কী কাজ করে?
উত্তর: তাপ আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের বিপাকীয় কার্যক্রমে সাহায্য করে।
৪৫. গাঢ় নুন জল লোহিত কণিকার সাপেক্ষে কেমন?
উত্তর: গাঢ় নুন জল লোহিত কণিকাকে সংকুচিত করে, এটি জলস্রাবের মতো আচরণ করে।
৪৬. বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে কি ব্যাহত হচ্ছে?
উত্তর: হ্যাঁ, বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাব সৃষ্টি হচ্ছে, যা পরাগায়নের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছে।
৪৭. চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য x ------।
উত্তর: চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য x৫/৬
৪৮. সমমেরু পরস্পরকে --------- ও বিপরীত মেরু পরস্পরকে ----------- করে।
উত্তর: সমমেরু পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে।
৪৯. ATM-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: ATM-এর সম্পূর্ণ নাম হলো "অটোমেটেড টেলার মেশিন"।
৫০. একাধিক সেল-এর সমবায়ে তৈরি হয় -------।
উত্তর: একাধিক সেল-এর সমবায়ে তৈরি হয় ব্যাটারি।
৫১. LED-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: LED-এর সম্পূর্ণ নাম হলো "লাইট এমিটিং ডায়োড"।
৫২. LED-তে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: LED-তে বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হয়।
৫৩. চোখে কোন্ তরল থাকে?
উত্তর: চোখে অ্যাকুইয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার নামে দুটি তরল থাকে।
৫৪. খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়—এখানে জলের ভূমিকা কী?
উত্তর: খাদ্যকে দ্রবীভূত ও তরল করে হজমে সহায়তা করা।
৫৫. বীজত্বকের কাজ লেখো।
উত্তর: বীজত্বক বীজকে বাহ্যিক ক্ষতি ও শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে।
৫৬. দুটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও।
উত্তর: আনারস ও কাঁঠাল।
৫৭. তোমার সুতির পোশাক ও চটের বস্তা কী থেকে তৈরি?
উত্তর: সুতির পোশাক তুলো গাছ থেকে এবং চটের বস্তা পাট গাছ থেকে তৈরি।
৫৮. কচুরিপানার খর্বধাবক কী ধরনের কাণ্ড?
উত্তর: এটি একটি রূপান্তরিত কাণ্ড—মূলত কাণ্ডের রূপান্তরিত রূপ।
৫৯. মূলের ডগার টুপিরমতো অংশটির নাম কী?
উত্তর: মূলত্র।
৬০. দুটি গাছের নাম লেখো যে গাছগুলির পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে।
উত্তর: শালপাতা ও তালপাতা।
৬১. একটি ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে কী ধরনের পরাগসংযোগ হয়?
উত্তর: স্বপরাগযোগ (Self-pollination)।
৬২. বীজের পর্বসন্ধির নীচের অংশকে কী বলে?
উত্তর: বীজপত্রাবকান্ড বা হাইপোকটাইল (Hypocotyl)।
৬৩. গর্ভাশয়ের ভেতর দানারমতো অংশকে কী বলে?
উত্তর: ভ্রূণ (Embryo)।
৬৪. পেন জলে ডোবালে পেনটি বাঁকা লাগে, এটি আলোর কোন্ ঘটনার জন্য?
উত্তর: আলোর প্রতিসরণ।
৬৫. অন্তরক কাকে বলে?
উত্তর: যে পদার্থ তড়িৎ প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ যার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয় না, তাকে অন্তরক বলে। যেমন: রাবার, কাঁচ।
৬৬. অচৌম্বক পদার্থের একটি উদাহরণ দাও।
উত্তর: কাঠ।
৬৭. ফুলের কোন্ অংশ ফলে ও কোন্ অংশ বীজে পরিণত হয়?
উত্তর: ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বাণু বীজে পরিণত হয়।
৬৮. কিসমিসকে জলে ভিজিয়ে রাখলে কিসমিস ফুলে ওঠে এটি ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ। (বাক্যটি শুদ্ধ করে লেখো)
উত্তর: কিসমিসকে জলে ভিজিয়ে রাখলে কিসমিস ফুলে ওঠে—এটি অভিস্রবণ প্রক্রিয়ার একটি উদাহরণ।
৬৯. LED-এর পুরো নাম কী?
উত্তর: Light Emitting Diode.
৭০. তাপশক্তি আলোকশক্তিতে বদলে গেলে উৎপন্ন হয়--------।
উত্তর: আলো।
৭১. বালবের ফিলামেন্ট তৈরি হয় ----------ধাতু দিয়ে।
উত্তর: টাংস্টেন ধাতু দিয়ে।
৭২. প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটি হল--------।
উত্তর: উপচ্ছায়া।
৭৩. বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব--------------।
উত্তর: সমান।
৭৪. মূলের ডগার টুপির মতো অংশটির নাম কী ?
উত্তর: মূলত্র।
৭৫. একটি রূপান্তরিত কাণ্ডের নাম লেখো।
উত্তর: আলু।
৭৬. বৃতির প্রত্যেকটা অংশকে কী বলা হয় ?
উত্তর: বৃত্যাংশ।
৭৭. কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে বলে---------।
উত্তর: পর্ব।
৭৮. সাপের তালুতে থাকে------অরগ্যান।
উত্তর: জেকবসন অরগ্যান।
৭৯. পাতার গোড়ায় যে সরু ডাঁটির মতো থাকে সেটি---------।
উত্তর: পত্রবৃন্ত।
৮০. আমের বীজে---------বীজপত্র থাকে।
উত্তর: দুটি বীজপত্র।
৮১. একটি সরলফলের নাম লেখো।
উত্তর: আম।
৮২. বীজ থেকে চারাগাছ তৈরি হবার প্রক্রিয়ার নাম কী?
উত্তর: অঙ্কুরোদ্গম।
৮৩. সূচিছিদ্র ক্যামেরায় ------------গঠিত হয়।
উত্তর: প্রতিফলন চিত্র।
৮৪. SI-তে কার্যের একক কী ?
উত্তর: জুল (Joule)।
৮৫. পটাশিয়ামের চিহ্ন লেখো।
উত্তর: K।
৮৬. SI-তে বলের একক কী ?
উত্তর: নিউটন (Newton)।
৮৭. একটি খাদ্যশৃঙ্খল অন্যান্য খাদ্যশৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তৈরি করে ------।
উত্তর: খাদ্যজাল।
৮৮. -----------গভীরতা যত বাড়ে শব্দের প্রাবল্য তত কমে।
উত্তর: জল।
৮৯. শক্তি এবং রোগ প্রতিরোধক উপাদানের উৎস হল-------------।
উত্তর: ভিটামিন।
৯০. রক্তে অক্সিজেন পরিবহণে সাহায্য করে কোন্ খনিজ মৌল ?
উত্তর: লোহা (Iron)।
৯১. মশা দ্বারা সংক্রামিত একটি রোগের নাম লেখো।
উত্তর: ম্যালেরিয়া।
৯২. চুম্বকের সমমেরু পরস্পরকে--------করে।
উত্তর: বিকর্ষণ করে।
৯৩. ‘সেল’-এর সংখ্যা বাড়ালে বর্তনীতে তড়িৎশক্তির পরিমাণ--------।
উত্তর: বৃদ্ধি পায়।
৯৪. সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে-----বলে।
উত্তর: ত্বরণ (Acceleration)।
৯৫. SI-তে কার্যের একক----------।
উত্তর: জুল (Joule)।
৯৬. জাড্যধর্ম কাকে বলে ?
উত্তর: বস্তু একে অপরের প্রতি আছড়ে পড়ে যাওয়ার প্রতিরোধী ক্ষমতাকে জাড্যধর্ম বলে।
৯৭. একটি চুম্বকের উত্তর মেরুর কাছে অপর একটি চুম্বকের উত্তর মেরুকে আনলে কী ঘটবে?
উত্তর: পরস্পরকে বিকর্ষণ করবে।
৯৮. তড়িৎচুম্বকের একটি ব্যবহার লেখো।
উত্তর: তড়িৎচুম্বককে ইলেকট্রিক মোটর ও জেনারেটরের মধ্যে ব্যবহার করা হয়।
৯৯. বায়ুশক্তির ব্যবহারের একটি সুবিধা লেখো।
উত্তর: এটি নবায়নযোগ্য শক্তির উৎস, যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না।
১০০. লালারসের pH-এর মান কত?
উত্তর: প্রায় ৬.৮।
১০১. ফরমিক অ্যাসিডের সংকেত লেখো।
উত্তর: HCOOH।
১০২. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি?
উত্তর: টাংস্টেন (Tungsten) ধাতু দিয়ে।
১০৩. একটি অচিরাচরিত শক্তির নাম লেখো।
উত্তর: সৌরশক্তি (Solar Energy)।
১০৪. তেঁতুলে কী অ্যাসিড থাকে?
উত্তর: টারটারিক অ্যাসিড (Tartaric Acid)।
১০৫. সোলার ক্যালকুলেটরে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে ?
উত্তর: সৌরশক্তি থেকে তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
১০৬. কোনো চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ৪ সেমি হলে চুম্বক দৈর্ঘ্যের মান কত?
উত্তর: চৌম্বক দৈর্ঘ্য = 4 সেমি × 0.85
চৌম্বক দৈর্ঘ্য = 3.4 সেমি।
১০৭. আলোকরশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?
উত্তর: ০°, কারণ আপতন কোণ ০° হলে প্রতিফলন কোণও ০° হয়।
১০৮. ফিউজ তার কী ?
উত্তর: এমন একটি পাতলা ধাতব তার যা উচ্চ প্রবাহিত তড়িৎপ্রবাহে গলে গিয়ে সার্কিটকে সুরক্ষিত করে।
১০৯. গাজর হল প্রকৃতপক্ষে উদ্ভিদের---------।
উত্তর: মূল।
১১০. পাতা ও কাণ্ডের মাঝের কোণ অংশকে বলে------।
উত্তর: অক্ষ।
১১১. আলুর স্ফীতকন্দ হল রূপান্তরিত-------।
উত্তর: কাণ্ড।
১১২. তেঁতুল পাতাকে বলে---------।
উত্তর: পক্ষল যৌগিক পত্র।
১১৩. গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে----------।
উত্তর: ভ্রূণথলি বা ডিম্বাণু।
১১৪. ‘ORS’-এর পুরো কথাটি কী ?
উত্তর: Oral Rehydration Solution (ওরাল রিহাইড্রেশন সলিউশন)।
১১৫. 'আম সরল ফল' কেন?
উত্তর: কারণ আম একটি ফুল থেকে উৎপন্ন হয় এবং একটিমাত্র ডিম্বাণু থেকে বীজ তৈরি হয়।
১১৬. অঙ্কুরোদ্গমের শর্তগুলি উল্লেখ করো।
উত্তর:
১. জল
২. বায়ু (অক্সিজেন)
৩. উপযুক্ত উষ্ণতা
১১৭. চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ সবচেয়ে বেশি তাকে কী বলে ?
উত্তর: মেরু।
১১৮. চুম্বকের আবেশ আকর্ষণের পূর্বে হয় না পরে হয় ?
উত্তর: পরে হয়।
১১৯. কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় তা মাপা হয়--------রাশির সাহায্যে।
উত্তর: pH রাশির সাহায্যে।
১২০. -----------একটি নির্দেশক।
উত্তর: লিটমাস (Litmus) একটি নির্দেশক।
১২১. ফুলের কোন্ অংশটি বীজে পরিণত হয়?
উত্তর: ডিম্বাণু।
১২২. কক্ষ কাকে বলে ?
উত্তর: কোষের অভ্যন্তরের তরল পদার্থসহ আবদ্ধ জায়গাকে কক্ষ বলে।
১২৩. আমের কোন্ অংশ আমরা খেয়ে থাকি ?
উত্তর: পরিপক্ব বীজাধার ।
১২৪. অর্ধভেদ্য পর্দা কাকে বলে ?
উত্তর: যে পর্দা কিছু পদার্থকে পার হতে দেয় এবং কিছুকে দেয় না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। (যেমন: কোষঝিল্লি)।
১২৫. একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ১২ সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত?
উত্তর: ১২ × ৫/৬ = ১০ সেমি।
১২৬. আকাশে রংধনু সৃষ্টির কারণ কী?
উত্তর: আলোর বিচ্ছুরণের ফলে রংধনু তৈরি হয়।
১২৭. LED-তে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: তড়িৎ শক্তি → আলোক শক্তি।
১২৮. আমের মধ্যত্বক-এর প্রকৃতি কীরূপ?
উত্তর: মাংসল।
১২৯. শক্তির প্রধান প্রাকৃতিক উৎসের নাম লেখো।
উত্তর: সূর্য।
১৩০. ফুলের কোন্ অংশটি থেকে ফল তৈরি হয়?
উত্তর: ডিম্বাশয়।
১৩১. ----------তলে আলোর নিয়মিত প্রতিফলন হয়।
উত্তর: সমতল তলে।
১৩২. একাধিক সেল-এর সমবায়ে তৈরি হয়-------।
উত্তর: ব্যাটারি।
১৩৩. LED-তে তড়িৎশক্তি -------- শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: আলোক শক্তি।
১৩৪. জেলিফিস-এর দেহে --------- উৎপাদন ব্যবস্থা আছে।
উত্তর: বিদ্যুৎ।
১৩৫. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে ----- করে।
উত্তর: আকর্ষণ করে।
১৩৬. আকাশের ------------ হল আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা।
উত্তর: রামধনু।
১৩৭. স্যার আইজাক নিউটন-এর লেখা বিখ্যাত গ্রন্থ -----------------।
উত্তর: Principia Mathematica।
১৩৮. জোয়ারভাটার শক্তি হল ---------- শক্তি।
উত্তর: নবীকরণযোগ্য শক্তি (বা জলীয় শক্তি)।
১৩৯. শামুক দ্বারা পরাগযোগ ঘটে এমন একটি গাছের নাম লেখো।
উত্তর: শামুক দ্বারা পরাগযোগ ঘটে এমন একটি গাছের উদাহরণ হলো কচু।
১৪০. ফুলের কোন্ অংশ থেকে ফল তৈরি হয়?
উত্তর: ডিম্বাশয়।
১৪১. জীবজগতে অভিস্রবণের একটি গুরুত্ব লেখো।
উত্তর: উদ্ভিদের শিকড় মাটি থেকে জল শোষণ করে অভিস্রবণের মাধ্যমে।
১৪২. ব্যাপন ও অভিস্রবণের একটি পার্থক্য লেখো।
উত্তর: ব্যাপন হল দ্রাবক কণিকার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গমন, আর অভিস্রবণ হল অর্ধভেদ্য পর্দা দিয়ে দ্রাবকের প্রবেশ।
১৪৩. সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র যত ছোটো হয়, প্রতিবিম্ব তত------হয়।
উত্তর: স্পষ্ট।
১৪৪. ওজোনস্তর সূর্যরশ্মির-------রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়।
উত্তর: অতিবেগুনি (UV)।
১৪৫. চুম্বকের একটি ব্যবহার লেখো।
উত্তর: দরজার লক সিস্টেমে ব্যবহৃত হয়।
১৪৬. চুম্বকের শক্তি বাড়ানোর একটি উপায় লেখো।
উত্তর: চুম্বকের শক্তি বাড়ানোর একটি সহজ উপায় হলো তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ বৃদ্ধি করা।
১৪৭. ইলেকট্রিক বালবের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
উত্তর: টাংস্টেন।
১৪৮. পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল দেখতে পাওয়া যায়?
উত্তর: পশ্চিমবঙ্গে প্রধানত দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ এ বায়ুকল দেখা যায়।
১৪৯. অভিস্রবণ কাকে বলে ?
উত্তর: দ্রাবকের অর্ধভেদ্য পর্দা দিয়ে উচ্চ জল সম্ভার থেকে নিম্ন জল সম্ভারে গমন।
১৫০. কীরূপ রোগীকে ORS খাওয়ানো উচিত ?
উত্তর: যাদের ডায়রিয়া বা জলস্বল্পতা হয়েছে এমন রোগীকে।
১৫১. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত উল্লেখ করো।
উত্তর: রামধনু।
১৫২. LED-এর মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের ফলে কোন্ শক্তি থেকে কোন্ শক্তিতে রূপান্তর ঘটে ?
উত্তর: তড়িৎশক্তি থেকে আলোকশক্তিতে।
১৫৩. একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে?
উত্তর: একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি এর চৌম্বক দৈর্ঘ্য কত? চৌম্বক দৈর্ঘ্য = 7 × 0.86 সেমি = 6.02 সেমি।
১৫৪. দুটি অপ্রচলিত পরিবেশবান্ধব শক্তির উল্লেখ করো।
উত্তর: সৌরশক্তি ও বায়ুশক্তি।
১৫৫. একটি চুম্বককে সমান 5 টি টুকরো করা হলে মোট কটি মেরু তৈরি হবে?
উত্তর: ১০টি মেরু (প্রতিটি টুকরোয় ২টি করে মেরু)।
১৫৬. আয়নায় P, A, C, O, M, T, S অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না ?
উত্তর: A, H, I, M, O, T, U, V, W, X, Y (এইগুলির মধ্যে A, O, M, T সঠিক উত্তর)।
১৫৭. ইলেকট্রিক কলিংবেলে--------চুম্বক ব্যবহার করা হয়।
উত্তর: তড়িৎচুম্বক।
১৫৮. ট্রেসিং পেপার আলোকের একটি-----মাধ্যম।
উত্তর: অর্ধস্বচ্ছ।
১৫৯. জীবাশ্ম জ্বালানির মধ্যে সঞ্চিত শক্তি হল-----।
উত্তর: রাসায়নিক শক্তি।
১৬০. ইলেকট্রিক বালবের ফিলামেন্ট------ধাতু দিয়ে তৈরি।
উত্তর: টাংস্টেন।
১৬১. চুম্বকের যে স্থানে আকর্ষণ ক্ষমতা নেই তাকে--------অঞ্চল বলে।
উত্তর: উদাসীন অঞ্চল।
১৬২. মটর বীজের ডিম্বকনাভির ওপরের ছিদ্রকে----বলে।
উত্তর: মাইক্রোপাইল।
১৬৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস থাকে?
উত্তর: জালিকা শিরাবিন্যাস।
১৬৪. এককপত্র কাকে বলে ?
উত্তর: যেসব বীজে একটি বীজপত্র থাকে, তাকে এককপত্র বীজ বলে।
১৬৫. পরিণত ডিম্বাশয়কে কী বলা হয় ?
উত্তর: ফল।