✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. 1 গ্রাম-পরমাণু অক্সিজেন – (a) 16 গ্রাম অক্সিজেন, (b) 32 গ্রাম অক্সিজেন, (c) ৪ গ্রাম অক্সিজেন, (d) 1 গ্রাম অক্সিজেন।
উত্তর: a) 16 গ্রাম অক্সিজেন।
২. নীচের কোন্ ক্ষেত্রে মোলসংখ্যা সবচেয়ে বেশি? – (a) ৪ গ্রাম হাইড্রোজেন, (b) 18 গ্রাম জল, (c) 34 গ্রাম অ্যামোনিয়া, (d) 71 গ্রাম ক্লোরিন।
উত্তর: a) ৪ গ্রাম হাইড্রোজেন।
৩. উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা – (a) বাড়ে, (b) কমে, (c) প্রথমে বাড়ে, পরে কমে, (d) প্রথমে কমে, পরে বাড়ে।
উত্তর: b) কমে।
৪. একটি ইমালসন কারক হল – (a) অ্যারারুট, (b) ডেটল, (c) কডলিভার তেল, (d) জিলেটিন।
উত্তর: d) জিলেটিন।
৫. হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির রৈখিক ভরবেগ বেশি? (a) ভারী, (b) সমান, (c) হালকা, (d) বলা যাবে না।
উত্তর: (a) ভারী।
৬. m ভরের বস্তুকে h উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে, ভূমিতে স্পর্শ করার পূর্বমুহূর্তে গতিশক্তি হবে – (a) 0, (b) mgh, (c) mgh/2 (d) mgh/4।
উত্তর: b) mgh।
৭. ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে, আপেক্ষিক আর্দ্রতার মান হবে – (a) 0%, (b) 70%, (c) 100%, (d) 85%।
উত্তর: c) 100%।
৮. কোনটি স্পর্শ করলে বেশি ঠান্ডা মনে হয়? – (a) 0°C জল, (b) 0°C বরফ, (c) বরফ ও জলের মিশ্রণ, (d) বরফ ও নুনের মিশ্রণ।
উত্তর: d) বরফ ও নুনের মিশ্রণ।
৯. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
(ক) 6.024×10²⁰ (খ) 0.6023×10²² (গ) 0.6022×10²⁴ (ঘ) 0.623×10²³।
উত্তর: (গ) 0.6022×10²⁴।
১০. একটি ত্রি-পরমাণুক গ্যাসের 0.1 mol-এ পরমাণুর সংখ্যা কত?
(ক) 6.023×10²² (খ) 1.806×10²³ (গ) 3.600×10²³ (ঘ) 6.022×10¹⁸।
উত্তর: (খ) 1.806×10²³।
১১. 1 মোল অক্সিজেন পরমাণু বলতে কী বোঝায়?
(ক) 6.022×10²³ সংখ্যক O-অণু (খ) 2×6.022×10²³ সংখ্যক O-পরমাণু (গ) ½×6.022×10²³ সংখ্যক O-পরমাণু (ঘ) 6.022×10²³ সংখ্যক O-পরমাণু।
উত্তর: (ঘ) 6.022×10²³ সংখ্যক O-পরমাণু।
১২. 1 amu -এর মান কত?
(ক) 1.66×10⁻²⁴kg (খ) 1.66×10⁻²⁵g (গ) 0.166×10⁻²³g (ঘ) 1.66×10⁻²⁰g।
উত্তর: (গ) 0.166×10⁻²³g।
১৩. প্রমাণ উষ্ণতা ও চাপে (STP) যে কোনো গ্যাসের মোলার আয়তন কত?
(ক) 1L (খ) 11.1L (গ) 22.4L (ঘ) 5.6L।
উত্তর: (গ) 22.4L।
১৪. STP-তে 22.4L আয়তনের ভর 44g — এমন গ্যাসটি কোনটি?
(ক) NH₃ (খ) H₂S (গ) CO₂ (ঘ) CH₄।
উত্তর: (গ) CO₂।
১৫. সংকেত ভর 106 — এমন যৌগ কোনটি?
(ক) CaCO₃ (খ) CaCl₂ (গ) NaCl (ঘ) Na₂CO₃।
উত্তর: (ঘ) Na₂CO₃।
১৬. “সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5” — এই উক্তি কেন ভুল?
(ক) এটি তেজস্ক্রিয় পদার্থ (খ) এটি একটি কঠিন পদার্থ (গ) NaCl অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই (ঘ) ওপরের কোনোটিই নয়।
উত্তর: (গ) NaCl অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই।
১৭. 1 গ্রাম-পরমাণু অক্সিজেনের ভর কত?
(ক) 32g (খ) 16g (গ) 8g (ঘ) 64g।
উত্তর: (খ) 16g।
১৮. কোন মৌলের গ্রাম-আণবিক ভর ও গ্রাম-পরমাণু ভর সমান?
(ক) সালফার (খ) নাইট্রোজেন (গ) জেনন (ঘ) ওজোন।
উত্তর: (গ) জেনন।
১৯। নিচের কোনটি ইমালসনের একটি উদাহরণ?
(ক) কুয়াশা (খ) সাবানের ফেনা (গ) জেলি (ঘ) দুধ।
উত্তর – (ঘ) দুধ – ইমালসন।
২০। নিচের কোন দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায় না?
(ক) সাবানের দ্রবণ (খ) পেনের কালি (গ) চিনির দ্রবণ (ঘ) স্টার্চের দ্রবণ।
উত্তর – (গ) চিনির দ্রবণ – টিন্ডাল প্রভাব দেখা যায় না।
২১। নিচের কোনটি একটি ইমালসন কারক?
(ক) অ্যারারুট (খ) জিলেটিন (গ) ডেটল (ঘ) কড লিভার অয়েল।
উত্তর – (খ) জিলেটিন – একটি ইমালসন কারক।
২২। কোলয়েড দ্রবণে দশার সংখ্যা কতটি হয়?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪।
উত্তর – (খ) ২ – কোলয়েড দ্রবণে দশার সংখ্যা।
২৩। নিচের কোনটি প্রলম্বন (Suspension)?
(ক) দুধ (খ) মিল্ক অব ম্যাগনেশিয়া (গ) নুন জল (ঘ) ভিনিগার।
উত্তর – (খ) মিল্ক অব ম্যাগনেশিয়া – প্রলম্বন।
২৪। তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে কী হয়?
(ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) প্রথমে বাড়ে পরে কমে (ঘ) একই থাকে।
উত্তর – (খ) হ্রাস পায় – তরলে গ্যাসের দ্রাব্যতা।
২৫। নিচের কোন বিষয়ের উপর কঠিন পদার্থের দ্রাব্যতা নির্ভর করে না?
(ক) দ্রাবের প্রকৃতি (খ) দ্রাবকের প্রকৃতি (গ) দ্রবণের উষ্ণতা (ঘ) দ্রাবকের পরিমাণ।
উত্তর – (ঘ) দ্রাবকের পরিমাণ – নির্ভর করে না।
২৬। নিচের কোনটি দিয়ে জলে অতিপৃক্ত দ্রবণ তৈরি করা যায়?
(ক) CuSO₄·5H₂O (খ) Na₂SO₄·10H₂O (গ) FeSO₄·7H₂O (ঘ) Na₂S₂O₃·5H₂O।
উত্তর – (ঘ) Na₂S₂O₃·5H₂O – দিয়ে অতিপৃক্ত দ্রবণ তৈরি হয়।
২৭। নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব কী হবে?
(ক) বাড়বে (খ) কমবে (গ) একই থাকবে (ঘ) কোনোটিই নয়।
উত্তর – (গ) একই থাকবে – দ্রবণের ঘনত্ব।
২৮। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয় তরল হলে সেই কোলয়েডকে কী বলা হয়?
(ক) সল (খ) জেল (গ) ইমালসন (ঘ) ফোম।
উত্তর – (গ) ইমালসন – উভয় দশা তরল হলে।
২৯। একটি গাড়ি অমসৃণ অনুভূমিক রাস্তায় ১৫ মিটার/সেকেন্ড বেগে চলছে। যদি রাস্তায় ঘর্ষণ বল হয় ৫০০ নিউটন, তবে ইঞ্জিনের ক্ষমতা কত হবে?
(ক) ২.৫ কিলোওয়াট (খ) ৭.৫ কিলোওয়াট (গ) ৫ কিলোওয়াট (ঘ) ১০ কিলোওয়াট
উত্তর – (খ) ৭.৫ কিলোওয়াট।
৩০। ঊর্ধ্বে নিক্ষিপ্ত একটি বস্তুর যান্ত্রিক শক্তি কখন সর্বাধিক হয়?
(ক) সর্বোচ্চ বিন্দুতে (খ) সর্বনিম্ন বিন্দুতে (গ) ভূমিতে পড়ার সময় (ঘ) সব অবস্থানেই সমান
উত্তর – (ঘ) সব অবস্থানেই সমান।
৩১। যদি কোনো বস্তুর গতিশক্তি ৪ গুণ বেড়ে যায়, তবে তার অন্তিম ও প্রাথমিক ভরবেগের অনুপাত কত হবে?
(ক) ২ : ১ (খ) ৪ : ১ (গ) ১ : ২ (ঘ) ১ : ৪
উত্তর – (ক) ২ : ১।
৩২। একটি ১০ গ্রাম ভরের বুলেটের গতি ৪০০ মিটার/সেকেন্ড হলে, তার গতিশক্তি কত হবে?
(ক) ১০০ জুল (খ) ৪০০ জুল (গ) ৮০০ জুল (ঘ) ২০০ জুল
উত্তর – (গ) ৮০০ জুল।
৩৩। যদি Z = কার্য / ক্ষমতা, তবে Z কোন রাশি নির্দেশ করে?
(ক) সময় (খ) রৈখিক ভরবেগ (গ) গতিশক্তি (ঘ) স্থিতিশক্তি
উত্তর – (ক) সময়।
৩৪। কোনো বস্তুর গতিশক্তি নির্ভর করে কোন বিষয়ের ওপর?
(ক) শুধুমাত্র ভরের ওপর (খ) শুধুমাত্র গতির ওপর (গ) ভর ও গতির ওপর (ঘ) উভয়ের ওপর নয়
উত্তর – (গ) ভর ও গতির ওপর।
৩৫। যদি ১০০ গ্রাম ভরের একটি বস্তুর বেগ হয় ১ মিটার/সেকেন্ড, তবে তার গতিশক্তি কত হবে?
(ক) ১০০ জুল (খ) ০.০৫ জুল (গ) ০.৫ জুল (ঘ) ৫ জুল
উত্তর – (খ) ০.০৫ জুল।
৩৬। যদি m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২h গভীরে নামানো হয়, তবে তার স্থিতিশক্তি হবে –
(ক) -mgh (খ) mgh (গ) ২mgh (ঘ) -২mgh
উত্তর – (ঘ) -২mgh।
৩৭। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী?
(ক) ১ J = ১০ আর্গ (খ) ১ J = ১০১০ আর্গ (গ) ১ J = ১০⁷ আর্গ (ঘ) ১ J = ১০⁵ আর্গ
উত্তর – (গ) ১ J = ১০⁷ আর্গ।
৩৮। একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে, তার গতিশক্তি কত গুণ হবে?
(ক) চার গুণ (খ) অর্ধেক (গ) দশ গুণ (ঘ) আট গুণ
উত্তর – (ঘ) আট গুণ।
৩৯। ১০ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু ৫ মিটার সরালে কাজের পরিমাণ কত হবে?
(ক) ২ জুল (খ) ৫০ জুল (গ) ৫ জুল (ঘ) ১৫ জুল
উত্তর – (খ) ৫০ জুল।
৪০। একসঙ্গে নিক্ষিপ্ত দুইটি বস্তুর বেগ যদি সমান হয়, তবে কোন বস্তুর গতিশক্তি বেশি হবে?
(ক) ভর বেশি হলে (খ) ভর কম হলে (গ) যেটি হালকা (ঘ) বেগের ওপর নির্ভর করে না
উত্তর – (ক) ভর বেশি হলে।
৪১। একটি ১ কেজি ভরের বস্তু মাটি থেকে ১০ মিটার উচ্চতায় উঠালে তার স্থিতিশক্তি কত হবে? (g = ১০ m/s² ধরা হয়েছে)
(ক) ১০ জুল (খ) ২০ জুল (গ) ১০০ জুল (ঘ) ১ জুল
উত্তর – (গ) ১০০ জুল।
৪২। যান্ত্রিক শক্তি বলতে বোঝায় –
(ক) গতিশক্তি (খ) স্থিতিশক্তি (গ) গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল (ঘ) বল × সময়
উত্তর – (গ) গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল।
৪৩। ঘর্ষণবিহীন অবস্থায় যান্ত্রিক শক্তি –
(ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) অপরিবর্তিত থাকে (ঘ) শূন্য হয়
উত্তর – (গ) অপরিবর্তিত থাকে।
৪৪। শক্তির একক কোনটি?
(ক) নিউটন (খ) জুল (গ) ওয়াট (ঘ) কুলম্ব
উত্তর – (খ) জুল।
৪৫। ক্ষমতা নির্ভর করে –
(ক) সময়ের ওপর (খ) শক্তির ওপর (গ) কাজের ওপর (ঘ) কাজ ও সময় উভয়ের ওপর
উত্তর – (ঘ) কাজ ও সময় উভয়ের ওপর।
৪৬। ১ ওয়াট ক্ষমতা মানে –
(ক) প্রতি সেকেন্ডে ১ জুল কাজ (খ) প্রতি মিনিটে ১ জুল কাজ (গ) প্রতি ঘণ্টায় ১ জুল কাজ (ঘ) প্রতি দিনে ১ জুল কাজ
উত্তর – (ক) প্রতি সেকেন্ডে ১ জুল কাজ।
৪৭। ১ হর্স পাওয়ার সমান –
(ক) ৫৪৬ ওয়াট (খ) ৭৪৬ ওয়াট (গ) ১০০০ ওয়াট (ঘ) ৭৪৬ কিলোওয়াট
উত্তর – (খ) ৭৪৬ ওয়াট।
৪৮। কোন রাশিকে বল × সরণ দ্বারা প্রকাশ করা হয়?
(ক) ভর (খ) শক্তি (গ) কাজ (ঘ) ক্ষমতা
উত্তর – (গ) কাজ।
৪৯। শক্তির রূপান্তর ঘটে কোথায়?
(ক) ব্যাটারিতে (খ) বৈদ্যুতিক পাখায় (গ) বৈদ্যুতিক বাল্বে (ঘ) উপরিউক্ত সবগুলোতেই
উত্তর – (ঘ) উপরিউক্ত সবগুলোতেই।
৫০। কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, কারণ—
(ক) বল প্রয়োজন (খ) সময় প্রয়োজন (গ) সরণ প্রয়োজন (ঘ) বল × সরণ = কাজ
উত্তর – (ঘ) বল × সরণ = কাজ।
৫১। ১ কিলোওয়াট-ঘণ্টা = কত জুল?
(ক) ৩.৬ × ১০⁵ জুল (খ) ৩.৬ × ১০⁶ জুল (গ) ৩.৬ × ১০⁷ জুল (ঘ) ৩.৬ × ১০⁸ জুল
উত্তর – (গ) ৩.৬ × ১০⁷ জুল।
৫২। ১ জুল কাজ মানে—
(ক) ১ নিউটন বল প্রয়োগে ১ মিটার সরানো (খ) ১ কেজি বস্তু তোলা (গ) ১ সেকেন্ডে ১ ওয়াট ক্ষমতা (ঘ) ১ মিটার প্রতি সেকেন্ডে চলা
উত্তর – (ক) ১ নিউটন বল প্রয়োগে ১ মিটার সরানো।
৫৩। যখন বল ও সরণ বিপরীত দিকে, তখন—
(ক) কাজ ধনাত্মক (খ) কাজ শূন্য (গ) কাজ ঋণাত্মক (ঘ) শক্তি বৃদ্ধি পায়
উত্তর – (গ) কাজ ঋণাত্মক।
৫৪। একটি বস্তু যদি ২ সেকেন্ডে ৩০ জুল কাজ করে, তবে তার ক্ষমতা—
(ক) ৬ ওয়াট (খ) ১৫ ওয়াট (গ) ৬০ ওয়াট (ঘ) ১০ ওয়াট
উত্তর – (খ) ১৫ ওয়াট।
৫৫। স্থিতিশক্তির সূত্র কোনটি?
(ক) ½mv² (খ) mgh (গ) F×d (ঘ) W/t
উত্তর – (খ) mgh।
৫৬। গতিশক্তির সূত্র কোনটি?
(ক) mgh (খ) Fd (গ) ½mv² (ঘ) P×t
উত্তর – (গ) ½mv²।
৫৭। ৫ নিউটন বল দিয়ে ২ মিটার সরালে কাজ হয়—
(ক) ১০ জুল (খ) ৭ জুল (গ) ৫ জুল (ঘ) ২.৫ জুল
উত্তর – (ক) ১০ জুল।
৫৮। ক্ষমতার মাত্রা কোনটি?
(ক) 〖ML〗²T⁻³ (খ) 〖ML〗²T⁻² (গ) 〖ML〗T⁻² (ঘ) 〖ML〗²T⁻¹
উত্তর – (ক) 〖ML〗²T⁻³।
৫৯। একটি ইলেকট্রিক মোটর প্রতি সেকেন্ডে ৪০০ জুল কাজ করে, তার ক্ষমতা কত?
(ক) ৪০০ ওয়াট (খ) ৪০ ওয়াট (গ) ৪০ কিলোওয়াট (ঘ) ৪০০ কিলোওয়াট
উত্তর – (ক) ৪০০ ওয়াট।
৬০। ১ হর্সপাওয়ার সমান—
(ক) ৭৪৬ ওয়াট (খ) ৭৬৪ ওয়াট (গ) ৬৪৭ ওয়াট (ঘ) ৭৪৪ ওয়াট
উত্তর – (ক) ৭৪৬ ওয়াট।
৬১। কার্য করার সময় বল ও সরণের মধ্যবর্তী কোণ ৬০°, বল ১০ নিউটন, সরণ ২ মিটার। কাজ কত হবে?
(ক) ১০ জুল (খ) ২০ জুল (গ) ১০√৩ জুল (ঘ) ১০√২ জুল
উত্তর – (গ) ১০√৩ জুল।
৬২। নিচের কোনটি বলের বিপক্ষে কাজের উদাহরণ?
(ক) সিঁড়ি দিয়ে নামা (খ) সিঁড়ি দিয়ে ওঠা (গ) ঢালু পথে গাড়ি নামানো (ঘ) ফ্রিতে চলা গাড়ি
উত্তর – (খ) সিঁড়ি দিয়ে ওঠা।
৬৩। একটি বস্তু ১০ সেকেন্ডে ৫০০ জুল কাজ করল। ক্ষমতা কত?
(ক) ৫০ ওয়াট (খ) ৫ ওয়াট (গ) ৫০০ ওয়াট (ঘ) ১০ ওয়াট
উত্তর – (ক) ৫০ ওয়াট।
৬৪। কাজ ও শক্তি উভয়ের এসআই একক—
(ক) ওয়াট (খ) নিউটন (গ) জুল (ঘ) ক্যালোরি
উত্তর – (গ) জুল।
৬৫। কোন ধরনের বল কাজ করে না?
(ক) কার্যকর বল (খ) বলের বিপরীত বল (গ) কার্যহীন বল (ঘ) বলের পক্ষে বল
উত্তর – (গ) কার্যহীন বল।
৬৬। ১ ক্যালোরি = কত জুল?
(ক) ৪.২ জুল (খ) ৪.১৮ জুল (গ) ৪.৮ জুল (ঘ) ৪.৫ জুল
উত্তর – (খ) ৪.১৮ জুল।
৬৭। একটি দড়ির সঙ্গে লটকে থাকা বালতিকে উঠাতে বল ও সরণের কোণ কত হয়?
(ক) ৯০° (খ) ১৮০° (গ) ৬০° (ঘ) ০°
উত্তর – (ঘ) ০°।
৬৮। ১০ কেজি ভরের একটি বস্তুকে ২ মিটার উচ্চতায় তুললে কাজ হবে—
(ক) ২০০ জুল (খ) ২০ জুল (গ) ১০০ জুল (ঘ) ১২০ জুল
উত্তর – (ক) ২০০ জুল। [ধরা হয়েছে g = ১০ m/s²]
(ক) তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ
(খ) মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ
(গ) তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ
(ঘ) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ
উত্তর – (ঘ) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ।
৭০। অম্লবৃষ্টির প্রভাবে কৃষিজমির pH মাত্রায় কী পরিবর্তন হয়?
(ক) বৃদ্ধি পায় (খ) হ্রাস পায় (গ) পরিবর্তন হয় না (ঘ) কখনো বাড়ে কখনো কমে
উত্তর – (খ) হ্রাস পায়।
৭১। নিচের কোন অ্যাসিডকে নিরুদক বলা হয়?
(ক) গাঢ় H2PO4 (খ) গাঢ় H2SO4 (গ) গাঢ় HNO3 (ঘ) গাঢ় HCl
উত্তর – (খ) গাঢ় H2SO4।
৭২। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ মিশিয়ে দিলে সেটি হলুদ রঙ ধারণ করে। এর pH কত?
(ক) ৭ (খ) ৪ (গ) ৭-এর বেশি (ঘ) ৭-এর কম
উত্তর – (গ) ৭-এর বেশি।
৭৩। বেকিং পাউডার হল একটি—
(ক) অ্যাসিড (খ) ক্ষার (গ) অ্যাসিড লবণ (ঘ) সাধারণ লবণ
উত্তর – (গ) অ্যাসিড লবণ।
৭৪। কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে?
(ক) কপার (খ) ম্যাগনেসিয়াম (গ) জিংক (ঘ) আয়রন
উত্তর – (গ) জিংক।
৭৫। N₂O₅ গ্যাসটি কোন শ্রেণির অক্সাইড?
(ক) অ্যাসিডিক অক্সাইড (খ) ক্ষারকীয় অক্সাইড (গ) উভধর্মী অক্সাইড (ঘ) নিরপেক্ষ অক্সাইড
উত্তর – (ক) অ্যাসিডিক অক্সাইড।
৭৬। বলয় পরীক্ষার মাধ্যমে কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়?
(ক) HCl (খ) H₂SO₄ (গ) NaOH (ঘ) HNO₃
উত্তর – (ঘ) HNO₃।
৭৭। ২৫°C তাপমাত্রায় pH স্কেলের মান কত হয়?
(ক) ০-১০ (খ) ০-১৪ (গ) ০-১২ (ঘ) ১-১৪
উত্তর – (খ) ০-১৪।
৭৮। অ্যান্টাসিড হিসেবে নিচের কোন যৌগটি ব্যবহৃত হয়?
(ক) Ca(OH)₂ (খ) Mg(OH)₂ (গ) ZnO (ঘ) NaOH
উত্তর – (খ) Mg(OH)₂।
৭৯। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
(ক) CH₄ (খ) NO₂ (গ) N₂O (ঘ) O₃
উত্তর – (খ) NO₂।
৮০। স্টার্চ বা শ্বেতসার থেকে গ্লুকোজ তৈরি করতে কোন রাসায়নিক ব্যবহৃত হয়?
(ক) HCl (খ) KOH (গ) NaOH (ঘ) Al(OH)₃
উত্তর – (ক) HCl।
৮১। মাটির অম্লতা বৃদ্ধি পেলে কী মিশিয়ে তা নিরপেক্ষ করা যায়?
(ক) ব্লিচিং পাউডার (খ) তুঁতে (গ) চুন (ঘ) গোবর সার
উত্তর – (গ) চুন।
৮২। “রাসায়নিক পদার্থের রাজা” (King of Chemicals) বলা হয়—
(ক) NaOH (খ) HNO₃ (গ) HCl (ঘ) H₂SO₄
উত্তর – (খ) HNO₃।
৮৩। নিচের কোনটি একটি সমযোজী যৌগ, যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী?
(ক) CH₄ (খ) CCl₄ (গ) HCl (ঘ) NH₃
উত্তর – (ঘ) NH₃।
৮৪। জিংক হাইড্রোক্সাইড কোন শ্রেণির যৌগ?
(ক) অ্যাসিড (খ) ক্ষার (গ) উভধর্মী (ঘ) লবণ
উত্তর – (গ) উভধর্মী।
৮৫। কোন অক্সাইড বৃষ্টির জলে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে?
(ক) CO₂ (খ) SO₂ (গ) NO (ঘ) সবকটি
উত্তর – (ঘ) সবকটি।
৮৬। কোন ক্ষারকে “caustic soda” নামে ডাকা হয়?
(ক) NaOH (খ) KOH (গ) Ca(OH)₂ (ঘ) Mg(OH)₂
উত্তর – (ক) NaOH।
৮৭। জলে দ্রবীভূত হওয়ার পর কোনটি উচ্চতর pH সৃষ্টি করে?
(ক) NaCl (খ) HCl (গ) NaOH (ঘ) CH₃COOH
উত্তর – (গ) NaOH।
৮৮। কোনটি জলে দ্রবীভূত হলে তীব্রভাবে অম্লীয় ধর্ম প্রদর্শন করে?
(ক) HCl (খ) NaOH (গ) NH₃ (ঘ) NaCl
উত্তর – (ক) HCl।
৮৯। ল্যাম্পের পলতের মধ্যে দিয়ে তেল উপরের দিকে ওঠে এবং জ্বলতে থাকে, এর পেছনে মূলত কোন ধর্ম কাজ করে?
(ক) ঘনত্ব (খ) সান্দ্রতা (গ) পৃষ্ঠটান (ঘ) অভিকর্ষ
উত্তর: (গ) পৃষ্ঠটান
৯০। একটি ধাতব খণ্ড বায়ুতে ২০০ গ্রাম-ওজন এবং জলে পুরোপুরি নিমজ্জিত অবস্থায় ১৫০ গ্রাম-ওজন দেখায়। ধাতব খণ্ডটির আপেক্ষিক গুরুত্ব কত?
(ক) ৩ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৪
উত্তর: (ঘ) ৪
৯১। দ্রুতগতিতে চলা একটি ট্রেনের কাছাকাছি দাঁড়ানো একজন ব্যক্তি ট্রেনের দিকে আকৃষ্ট হয়, এই ঘটনাটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?
(ক) স্টোকস-এর সূত্র (খ) বার্নৌলির উপপাদ্য (গ) নিউটনের সূত্র (ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) বার্নৌলির উপপাদ্য
৯২। যদি একটি ব্যারোমিটারকে চাঁদে নিয়ে যাওয়া হয়, তবে সেটির পাঠ কত হবে?
(ক) ৭৬ সেমি (খ) ৩৮ সেমি (গ) ০ (ঘ) ১৯ সেমি
উত্তর: (গ) ০
৯৩। একটি তরলে দুটি স্তরের মধ্যে কার্যকর সান্দ্র বল স্তরগুলোর আপেক্ষিক বেগের উপর কী প্রভাব ফেলে?
(ক) বেগ বাড়ায় (খ) বেগ কমায় (গ) অপরিবর্তিত রাখে (ঘ) কখনো বাড়ায়, কখনো কমায়
উত্তর: (গ) অপরিবর্তিত রাখে
৯৪। একটি ব্লেড জলের ওপর ভেসে থাকতে পারে—এই ঘটনার প্রধান কারণ কী?
(ক) সান্দ্রতা (খ) অভিকর্ষ (গ) প্লবতা (ঘ) পৃষ্ঠটান
উত্তর: (ঘ) পৃষ্ঠটান
৯৫। একই উপাদানে তৈরি দুটি তারের মধ্যে একটি তার (A) অন্যটির (B) তুলনায় বেশি লম্বা। তাহলে তাদের ইয়ং মডুলাস (Young's Modulus) কেমন হবে?
(ক) YA = YB (খ) YA > YB (গ) YB > YA (ঘ) YA = YB = 0
উত্তর: (ক) YA = YB
৯৬। নিচের কোনটি চাপের একক নয়?
(ক) N⋅m⁻² (খ) বার (গ) টর (ঘ) নিউটন
উত্তর: (ঘ) নিউটন
৯৭। একটি স্প্রিং তুলা দিয়ে একটি ব্লক বায়ুতে ঝুলিয়ে দিলে তার ওজন ৬০ নিউটন দেখা যায়। কিন্তু ব্লকটিকে জলে ডুবিয়ে দিলে ওজন হয় ৪০ নিউটন। ব্লকের আপেক্ষিক গুরুত্ব কত?
(ক) ৩ (খ) ৬ (গ) ২ (ঘ) ৩
উত্তর: (ঘ) ৩
৯৮। বার্নৌলির উপপাদ্যটি কোন মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি?
(ক) শক্তির সংরক্ষণ (খ) ভরের সংরক্ষণ (গ) ভরবেগ সংরক্ষণ (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) শক্তির সংরক্ষণ।
৯৯। কোনো বস্তুর ওপর কাজ করা প্লবতা কোন বিষয়ের উপর নির্ভর করে না?
(ক) তরলের মধ্যে বস্তুটির গভীরতা। (খ) নিমজ্জিত অংশের আয়তন। (গ) অভিকর্ষজ ত্বরণ। (ঘ) অপসারিত তরলের ঘনত্ব।
উত্তর: (ক) তরলের মধ্যে বস্তুটির গভীরতা।
১০০। প্রবাহী বলতে কী বোঝায়?
(ক) কঠিন, তরল ও গ্যাস। (খ) কঠিন ও তরল। (গ) তরল ও গ্যাস। (ঘ) কঠিন ও গ্যাস।
উত্তর: (গ) তরল ও গ্যাস।
১০১। কোনো তরলকে নাড়ালে এটি শেষপর্যন্ত স্থির হয়ে যায়, কারণ –
(ক) জাড্য। (খ) পৃষ্ঠটান। (গ) সান্দ্রতা। (ঘ) ঘর্ষণ।
উত্তর: (গ) সান্দ্রতা।
১০২। ঘাতের SI একক হল –
(ক) নিউটন-মিটার। (খ) নিউটন। (গ) নিউটন/মিটার। (ঘ) N⋅m⁻²।
উত্তর: (খ) নিউটন।
১০৩। একটি বদ্ধপাত্রে কাঠের টুকরো জলে ভাসছে। যদি কিছু বাতাস বের করে নেওয়া হয়, তাহলে –
(ক) কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে। (খ) কাঠের টুকরোটি আরও একটু ভেসে উঠবে। (গ) নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকবে। (ঘ) প্রথমে ভেসে উঠলেও পরে নিমজ্জিত হবে।
উত্তর: (ক) কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে।
১০৪। স্থিতিস্থাপক সীমার মধ্যে ধ্রুবক থাকে –
(ক) পীড়ন × বিকৃতি। (খ) বিকৃতি/পীড়ন। (গ) পীড়ন। (ঘ) বিকৃতি।
উত্তর: (খ) বিকৃতি/পীড়ন।
১০৫। প্রমাণচাপের সংজ্ঞায় কোন অক্ষাংশ থাকে?
(ক) ৩০°। (খ) ৪৫°। (গ) ৬০°। (ঘ) ৯০°।
উত্তর: (খ) ৪৫°।
১০৬। পৃষ্ঠটানের SI একক হল –
(ক) N। (খ) N⋅m। (গ) N⋅m⁻¹। (ঘ) N⋅m⁻²।
উত্তর: (গ) N⋅m⁻¹।
১০৭। নিচের কোন রাশির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য রয়েছে?
(ক) সান্দ্রতা। (খ) পৃষ্ঠটান। (গ) প্লবতা। (ঘ) তিনটিই।
উত্তর: (ক) সান্দ্রতা।
১০৮। ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে কী বোঝায়?
(ক) ঝড়ের সম্ভাবনা। (খ) বৃষ্টিপাতের সম্ভাবনা। (গ) আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার। (ঘ) তাপমাত্রা হ্রাস পায়।
উত্তর: (খ) বৃষ্টিপাতের সম্ভাবনা।
১০৯। ৫১ গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা –
(ক) 51 × 6.022 × 10²³। (খ) 17 × 6.022 × 10²³। (গ) 4 × 6.022 × 10²³। (ঘ) 3 × 6.022 × 10²³।
উত্তর: (ঘ) 3 × 6.022 × 10²³।
১১০। ১ মোল CaCl₂ থেকে প্রাপ্ত Cl⁻ আয়নের সংখ্যা –
(ক) ২টি। (খ) 6.022 × 10²³টি। (গ) 12.046 × 10²³টি। (ঘ) 3 × 6.022 × 10²³টি।
উত্তর: (গ) 12.046 × 10²³টি।
১১১। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান –
(ক) সর্বোচ্চ। (খ) শূন্য। (গ) একই থাকে। (ঘ) ঋণাত্মক হয়ে যায়।
উত্তর: (খ) শূন্য।
১১২। ইনভারের উয়তা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা ধর্ম –
(ক) হ্রাস পায়। (খ) বৃদ্ধি পায়। (গ) একই থাকে। (ঘ) থাকে না।
উত্তর: (ক) হ্রাস পায়।
১১৩। উয়তা বৃদ্ধিতে জলে CaSO₄-এর দ্রাব্যতা –
(ক) হ্রাস পায়। (খ) বৃদ্ধি পায়। (গ) একই থাকে। (ঘ) দ্রুত বৃদ্ধি পায়।
উত্তর: (ক) হ্রাস পায়।
১১৪। স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহার হয় –
(ক) HCl। (খ) NaOH। (গ) H₂SO₄। (ঘ) HNO₃।
উত্তর: (গ) H₂SO₄।
১১৫। লঘু ও শীতল HNO₃-এর সঙ্গে বিক্রিয়ায় H₂ গ্যাস উৎপন্ন করে –
(ক) Mg। (খ) Cu। (গ) Zn। (ঘ) All।
উত্তর: (ঘ) All।
১১৬। কোনো বস্তুর যান্ত্রিক শক্তির মোট পরিমাণ –
(ক) সর্বদা স্থির থাকে। (খ) স্থানভেদে পরিবর্তনশীল। (গ) শূন্য। (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) সর্বদা স্থির থাকে।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. জলকে 0°C থেকে 10°C পর্যন্ত উত্তপ্ত করলে জলের কোন্ ধর্মের সাংখ্যমান প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায় ?
উত্তর:জলকে 0°C থেকে 10°C পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তন প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়।
২. লীনতাপের মাত্রীয় সংকেত কী ?
উত্তর: লীন তাপের মাত্রা হল L²T-²
৩. তুমি বিদ্যালয়ের দোতলা থেকে তিন তলায় উঠলে। তোমার কোন্ শক্তি বৃদ্ধি পেল ?
উত্তর: বিভব শক্তি।
৪. একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান। কে বেশি কার্য করতে পারে?
উত্তর: ভারী বস্তুটি।
৫. কেলাসন পদ্ধতির --------- এর মাধ্যমে ফটকিরি কেলাস উৎপন্ন হয়।
উত্তর: শীতলীকরণের।
৬. 1 মোল Na⁺ আয়ন কত গ্রাম Na⁺ -কে বোঝায় ?
উত্তর: ২৩ গ্রাম।
৭. জলের একটি অণুর ভর কত ?
উত্তর:
৮। অ্যাভোগ্রাম বলতে কী বোঝায়?
উত্তর – একটি কার্বন-১২ (¹²C) পরমাণুর ভরের অংশকে অ্যাভোগ্রাম বলা হয়। এর পরিমাণ প্রায় 1.6605 × 10⁻²⁴ গ্রাম। এটিকেই 1 amu বা একটি পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয়।
৯। "সোডিয়ামের পারমাণবিক ভর ২৩"—এই কথাটির ব্যাখ্যা কী?
উত্তর – সোডিয়ামের একটি পরমাণুর ভর হল কার্বন-১২ আইসোটোপের এক পরমাণুর ভরের তুলনায় ২৩ গুণ বেশি। অর্থাৎ, এর আপেক্ষিক পারমাণবিক ভর ২৩।
১০। কোন ধরনের যৌগের ক্ষেত্রে ‘ফর্মুলা ভর’ শব্দটি ব্যবহৃত হয়?
উত্তর – ‘ফর্মুলা ভর’ শব্দটি সাধারণত আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে অণুর নির্দিষ্ট গঠন থাকে না কিন্তু একটি এমপিরিক্যাল ফর্মুলা দ্বারা তা প্রকাশ করা যায়।
১১। একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত? (৮O¹⁶)
উত্তর – অক্সিজেন (O¹⁶) পরমাণুর প্রকৃত ভর হল ১৬ amu। একে গ্রামে প্রকাশ করলে হয়:
16 × 1.6605 × 10⁻²⁴ g = 26.568 × 10⁻²⁴ g
১২। ভর, মোলার ভর ও মোল সংখ্যার মধ্যে সম্পর্ক কী?
উত্তর – এই তিনটির মধ্যে সম্পর্ক হলো—
ভর (m) = মোল সংখ্যা (n) × মোলার ভর (M)
১৩। ১ মোল ইলেকট্রনের মোট বৈদ্যুতিক আধান কত?
উত্তর – ১ মোল ইলেকট্রনের মোট চার্জ হয় ১ ফ্যারাডে, যার মান 96,485 কুলম্ব।
১৪। ১ মোল NH₃-এ মোট কতটি পরমাণু থাকে?
উত্তর – একটি NH₃ অণুতে থাকে ১টি নাইট্রোজেন ও ৩টি হাইড্রোজেন পরমাণু, মোট ৪টি।
তাই, ১ মোল NH₃-এ মোট পরমাণু সংখ্যা = 6.022 × 10²³ × ৪ = 24.088 × 10²³ টি।
১৫। মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ও কণার সংখ্যার মধ্যে সম্পর্ক কী?
উত্তর – কণার সংখ্যা = মোল সংখ্যা × অ্যাভোগাড্রো সংখ্যা।
বা, মোল সংখ্যা = কণার সংখ্যা / অ্যাভোগাড্রো সংখ্যা।
১৬। ১ মোল পদার্থে কতটি কণা থাকে?
উত্তর – ১ মোল পদার্থে 6.022 × 10²³ টি কণা (পরমাণু, অণু বা আয়ন) থাকে। এই সংখ্যাটিই অ্যাভোগাড্রো সংখ্যা নামে পরিচিত।
১৭। অ্যাভোগাড্রো সংখ্যার মান সর্বপ্রথম কে নির্ধারণ করেন?
উত্তর – মার্কিন পদার্থবিদ রবার্ট মিলিকান প্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ধারণ করেন তাঁর তেল ফোঁটা পরীক্ষার মাধ্যমে।
১৮। নির্দিষ্ট উষ্ণতায় এমন একটি দ্রবণ, যাতে আরও দ্রাব যোগ করে দ্রবীভূত করা যায়, তাকে কী বলা হয়?
উত্তর – এমন দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে, কারণ তাতে এখনও অতিরিক্ত দ্রাব দ্রবীভূত হওয়ার সুযোগ থাকে।
১৯। দ্রবণের শক্তিমাত্রা বলতে কী বোঝায়?
উত্তর – নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণে দ্রাবের যে আপেক্ষিক পরিমাণ বা ঘনত্ব থাকে, তাকেই দ্রবণের শক্তিমাত্রা বলা হয়।
২০। বায়ুতে ভাসমান ধূলিকণাগুলো কী ধরনের কোলয়েড গঠিত করে?
উত্তর – এরা কঠিন এরোসোল গঠন করে, যেখানে কঠিন কণাগুলি গ্যাসীয় মাধ্যমে ছড়িয়ে থাকে।
২১। প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস সাধারণত কত হয়?
উত্তর – প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস 10⁻⁸ সেন্টিমিটারের কম বা 0.1 ন্যানোমিটারের সমান হয়ে থাকে।
২২। হেনরির সূত্র কীভাবে ব্যাখ্যা করা হয়?
উত্তর – হেনরির সূত্র অনুসারে, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা সেই গ্যাসের উপর প্রয়োগ করা চাপে সরাসরি নির্ভরশীল।
২৩। বাতাসে দ্রাবক ও দ্রাব কোনগুলো?
উত্তর – বাতাসের প্রধান দ্রাবক হলো নাইট্রোজেন গ্যাস এবং দ্রাব হিসেবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস থাকে।
২৪। চাপ কমালে জলে গ্যাসের দ্রাব্যতা কীভাবে প্রভাবিত হয়?
উত্তর – চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে যায়, কারণ চাপ কমার ফলে গ্যাসের অণুগুলি তরলে কম পরিমাণে মিশে থাকে।
২৫। আইসক্রিমে কোন কোলয়েডজাত সংরক্ষক ব্যবহৃত হয়?
উত্তর – আইসক্রিমে জিলেটিন নামক একটি কোলয়েড উপাদান সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়, যা এর গঠন মসৃণ করে।
২৬। যদি কোনো সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ানো হয়, তবে কী ঘটে?
উত্তর – তাপমাত্রা বাড়ালে একটি সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্তে রূপান্তরিত হয়, কারণ অধিক তাপে দ্রাব দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাড়ে।
২৭। ১৫% Na₂CO₃ দ্রবণ বলতে ঠিক কী বোঝায়?
উত্তর – এর অর্থ, ১০০ মিলিলিটার দ্রবণে ১৫ গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে।
২৮। ধনুক থেকে তির ছোঁড়ার সময় শক্তির রূপান্তর কীভাবে ঘটে?
উত্তর – ধনুকের ছিলায় সঞ্চিত স্থিতিশক্তি তির ছেড়ে দেওয়ার সময় তিরের গতিশক্তিতে পরিণত হয়।
২৯। বল ও সরণের গুণফলে স্কেলার রাশি পাওয়া যায় – এরকম একটি উদাহরণ দাও।
উত্তর – বল ও সরণ – উভয়ই ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল অর্থাৎ কার্য একটি স্কেলার রাশি।
৩০। ৫ অশ্বক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিনের মান কত ওয়াট?
উত্তর – যেহেতু ১ অশ্বক্ষমতা = ৭৪৬ ওয়াট, তাই ৫ অশ্বক্ষমতা = ৭৪৬ × ৫ = ৩৭৩০ ওয়াট।
৩১। কার্যের একক SI ও CGS পদ্ধতিতে কী কী?
উত্তর – SI পদ্ধতিতে কার্যের একক হল জুল (J) এবং CGS পদ্ধতিতে এর একক হল আর্গ (erg)।
৩২। যান্ত্রিক শক্তির কোন ধরণের মান ঋণাত্মক হতে পারে?
উত্তর – যান্ত্রিক শক্তির উপাদানগুলির মধ্যে স্থিতিশক্তির মান ঋণাত্মক হতে পারে, বিশেষ করে গাণিতিকভাবে।
৩৩। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি কখন প্রযোজ্য হয়?
উত্তর – যখন কোনো শক্তি অপচয়কারী বল যেমন ঘর্ষণ বা প্রতিরোধ নেই, তখন যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি প্রযোজ্য হয়।
৩৪। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে?
উত্তর – বাঁধের জলে অভিকর্ষজনিত স্থিতিশক্তি সঞ্চিত থাকে, যা পরে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
৩৫। অশ্বক্ষমতা কোন পদ্ধতির একক?
উত্তর – অশ্বক্ষমতা হল FPS পদ্ধতির একটি ব্যবহারিক ক্ষমতার একক।
৩৬। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হয়?
উত্তর – কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ হয় ৯০°।
৩৭। ১.২ কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি পাম্প বলতে কী বোঝায়?
উত্তর – এর অর্থ, পাম্পটি প্রতি সেকেন্ডে ১.২ কিলোজুল বা ১২০০ জুল পরিমাণ কাজ করতে পারে।
৩৮। অ্যাকোয়া রিজিয়া কী?
উত্তর – গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যথাক্রমে ১:৩ অনুপাতে মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বলে। এটি অম্লরাজ নামেও পরিচিত এবং সোনাও দ্রবীভূত করতে পারে।
৩৯। জল ও বেঞ্জিন – কোন দ্রাবকে অ্যাসিড আয়নিত হয় না এবং কেন?
উত্তর – বেঞ্জিন একটি অধ্রুবীয় দ্রাবক, ফলে এতে অ্যাসিড আয়নিত হতে পারে না।
৪০। কোন লবণে কোনো ধাতু থাকে না?
উত্তর – অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl) একটি লবণ হলেও এতে কোনো ধাতু থাকে না।
৪১। pH এর মান ৭-এর বেশি হলে দ্রবণের প্রকৃতি কী হবে?
উত্তর – যদি কোনো দ্রবণের pH এর মান ৭-এর বেশি হয়, তবে সেটি ক্ষারীয় প্রকৃতির হয়।
৪২। স্বর্ণকারদের দোকান থেকে কী ধরনের গ্যাস নির্গত হয়?
উত্তর – স্বর্ণকারদের দোকানে প্রক্রিয়ার সময় নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) গ্যাস নির্গত হয়।
৪৩। প্রশমন বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়?
উত্তর – অ্যাসিড ও ক্ষার একত্রে প্রতিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, এটিই প্রশমন বিক্রিয়া।
৪৪। সাধারণভাবে বৃষ্টির জলের pH কত হয়?
উত্তর – সাধারণভাবে প্রাকৃতিক বৃষ্টির জলের pH প্রায় ৫.৬ হয়, যা সামান্য অম্লীয়।
৪৫। জল কী ধরণের অক্সাইড হিসেবে পরিচিত?
উত্তর – জল একটি প্রশম অক্সাইড, কারণ এটি অ্যাসিড ও ক্ষারের সাথে প্রতিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ গঠন করে।
৪৬। স্টোন ক্যান্সার বলতে কী বোঝায়?
উত্তর – যখন অম্লবৃষ্টি মার্বেল বা পাথরের সঙ্গে রাসায়নিক প্রতিক্রিয়া করে ক্ষয় সৃষ্টি করে, তখন তাকে স্টোন ক্যান্সার বলা হয়।
৪৭। ‘মিল্ক অব ম্যাগনেশিয়া’ কী?
উত্তর – ‘মিল্ক অব ম্যাগনেশিয়া’ হল ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের একটি জলীয় প্রলম্বন, যা সাধারণত অম্লত্ব দূর করতে ব্যবহৃত হয়।
৪৮। ১ মোল NH₃-তে মোট কতটি পরমাণু থাকে?
উত্তর – এক মোল অ্যামোনিয়া (NH₃)-তে থাকে ১ মোল নাইট্রোজেন ও ৩ মোল হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ, মোট পরমাণু সংখ্যা = (1 + 3) × 6.022 × 10²³ = 4.008 × 10²⁴ টি।
৪৯। চাপের মাত্রীয় সংকেত কী?
উত্তর – চাপের মাত্রীয় সংকেত হলো – [M L⁻¹ T⁻²]।
৫০। এক ফোঁটা জল কেন গোলাকার আকৃতি নেয়?
উত্তর – জলপৃষ্ঠে পৃষ্ঠটান বল কাজ করে, যা ফোঁটাটিকে সর্বনিম্ন পৃষ্ঠ আয়তনে আনতে চায়। ফলে জল গোলাকার রূপ নেয়, কারণ গোলকই সর্বনিম্ন পৃষ্ঠ আয়তনযুক্ত আকৃতি।
৫১। লোহার স্থিতিস্থাপকতা বাড়াতে কোন ধাতু মেশানো হয়?
উত্তর – লোহার সঙ্গে নিকেল বা ক্রোমিয়াম মেশালে এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়।
৫২। প্রলম্বনে দ্রবণের কণাগুলোর ব্যাস কত হয়?
উত্তর – প্রলম্বনে দ্রবণ কণার ব্যাস সাধারণত ১০⁻⁷ সেমি থেকে ১০⁻⁵ সেমি-এর মধ্যে হয়।
৫৩। pH স্কেলে পরিমাপের মান কত থেকে কত?
উত্তর – pH স্কেলের পরিসীমা ০ থেকে ১৪ পর্যন্ত হয়।
৫৪। কার্য কী ধরনের রাশি?
উত্তর – কার্য একটি স্কেলার রাশি, কারণ এর মাত্রা আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই।
৫৫। CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?
উত্তর – CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান ৪.১৮ × ১০⁷ আর্গ/ক্যালরি।
৫৬। ১ জুল পরিমাণ কার্য সম্পাদিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়?
উত্তর – ১ জুল = ০.২৪ ক্যালোরি (আনুমানিক) তাপ উৎপন্ন হয়।
৫৭। ০°C উষ্ণতার জলে, ০°C উষ্ণতার বরফের চেয়ে কত বেশি তাপ থাকে?
উত্তর – ০°C উষ্ণতার জলে, ০°C বরফের তুলনায় লীনতাপমাত্রায় সঞ্চিত অতিরিক্ত তাপ থাকে, যার মান প্রতি গ্রাম বরফের জন্য ৮০ ক্যালোরি।
৫৮। লীনতাপ কোনো পদার্থের তাপমাত্রাকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর – লীনতাপ গ্রহণ বা বর্জনের সময় কোনো পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে।
৫৯। পরম আর্দ্রতা কাকে বলে?
উত্তর – নির্দিষ্ট আয়তনের বাতাসে যে পরিমাণ জলের বাষ্প প্রকৃতপক্ষে বিদ্যমান থাকে, তাকে পরম আর্দ্রতা বলে।