✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ষোড়শ লুই, (b) দশম চার্লস, (c) লুই ফিলিপ, (d) অষ্টাদশ লুই-এর।
উত্তর: (b) দশম চার্লস এর।
২. ফ্রান্সে 'দ্বিতীয় প্রজাতন্ত্র' কবে স্থাপিত হয়?
(a) সন্ত্রাসের শাসনের অবসানের পর, (b) নেপোলিয়নের পতনের পর, (c) জুলাই বিপ্লবের পর, (d) ফেব্রুয়ারি বিপ্লবের সময়।
উত্তর: (d) ফেব্রুয়ারি বিপ্লবের সময়।
৩. ‘রিসর্জিমেন্টো' কথাটির অর্থ কী?
(a) পুনর্জাগরণ, (b) পুনরুত্থান, (c) নবজাগরণ, (d) পুনরাবির্ভাব।
উত্তর: (b) পুনরুত্থান।
৪. ‘হেটাইরিয়া ফিলিকে' কী?
(a) শিক্ষা প্রতিষ্ঠান, (b) আইন, (c) গুপ্ত সমিতি, (d) শহর।
উত্তর: (c) গুপ্ত সমিতি।
৫. বেলজিয়ামের শিল্পায়নে কোন্ দেশ সাহায্য করেছিল?
(a) জার্মানি, (b) ইংল্যান্ড, (c) ফ্রান্স, (d) রাশিয়া।
উত্তর: (b) ইংল্যান্ড।
৬. 'দাস ক্যাপিটাল' -এর রচয়িতা কে?
(a) কার্ল মার্কস, (b) ফ্রেডারিখ এঙ্গেলস, (c) রবার্ট আওয়েন, (d) লুই ব্ল্যাঙ্ক।
উত্তর: (a) কার্ল মার্কস।
৭. কঙ্গোয় কাদের উপনিবেশ ছিল?
(a) জার্মানির, (b) ইংল্যান্ডের, (c) ফ্রান্সের, (d) বেলজিয়ামের।
উত্তর: (d) বেলজিয়ামের।
৮. জারতন্ত্রের অবসান ঘটেছিল কবে?
(a) 1905 খ্রিস্টাব্দে, (b) 1900 খ্রিস্টাব্দে, (c) 1917 খ্রিস্টাব্দে, (d) 1927 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1917 খ্রিস্টাব্দে।
৯. মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) রুজভেল্ট, (b) জনসন, (c) হুভার, (d) উড্রো উইলসন।
উত্তর: (c) হুভার।
১০. 1905 খ্রিস্টাব্দের কোন্ তারিখকে 'রক্তাক্ত রবিবার' বলা হয়?
(a) 3 জানুয়ারি, (b) 6 জানুয়ারি, (c) 9 জানুয়ারি, (d) 23 জানুয়ারি।
উত্তর: (c) 9 জানুয়ারি।
১১. কত খ্রিস্টাব্দে জুলাই অর্ডিন্যান্স জারি হয়?
(a) 1824 খ্রিস্টাব্দে, (b) 1830 খ্রিস্টাব্দে, (c) 1832 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1830 খ্রিস্টাব্দে।
১২. The Age of Revolution বইটি কার লেখা?
(a) হবসবম্, (b) আর্নল্ড টয়েনবি, (c) ফিলিস ডীন।
উত্তর: (a) হবসবম্।
১৩. 1801 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে ইউরোপে যেটি পরিবর্তনমুখী শক্তির অন্তর্গত ছিল না, সেটি হল –
(a) ধনতন্ত্র, (b) গণতন্ত্র, (c) জাতীয়তাবাদ, (d) রাজতন্ত্র।
উত্তর: (d) রাজতন্ত্র।
১৪. সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে বলে ঘোষণা করেছিলেন –
(a) রাজতন্ত্র, (b) প্রজাতন্ত্র, (c) সমাজতন্ত্র, (d) একনায়কতন্ত্র।
উত্তর: (b) প্রজাতন্ত্র।
১৫. ইউরোপে বিপ্লবের বছর বলা হয় –
(a) 1789 খ্রিস্টাব্দকে, (b) 1815 খ্রিস্টাব্দকে, (c) 1830 খ্রিস্টাব্দকে, (d) 1848 খ্রিস্টাব্দকে।
উত্তর: (d) 1848 খ্রিস্টাব্দকে।
১৬. ইউরোপে মেটারনিথ যুগ বলা হয় –
(a) 1815-1830 খ্রিস্টাব্দ, (b) 1815-1848 খ্রিস্টাব্দ, (c) 1815-1840 খ্রিস্টাব্দ, (d) 1815-1856 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে।
উত্তর: (b) 1815-1848 খ্রিস্টাব্দ।
১৭. শিল্প সমাজের উল্লেখযোগ্য দিক হল –
(a) বুদ্ধিজীবী শ্রেণি, (b) অভিজাত শ্রেণি, (c) কৃষক শ্রেণি, (d) শ্রমিক শ্রেণি।
উত্তর: (d) শ্রমিক শ্রেণি।
১৮. আর্নল্ড টয়েনবির মতে শিল্পবিপ্লবের উড্ডয়ন কাল হল –
(a) 1750-1760 খ্রিস্টাব্দ, (b) 1760-1770 খ্রিস্টাব্দ, (c) 1770-1780 খ্রিস্টাব্দ, (d) 1780-1800 খ্রিস্টাব্দ।
উত্তর: (d) 1780-1800 খ্রিস্টাব্দ।
১৯. রাশিয়ায় শিল্পবিপ্লবের গতি আনেন –
(a) প্রথম নিকোলাস, (b) দ্বিতীয় নিকোলাস, (c) প্রথম আলেকজান্ডার, (d) দ্বিতীয় আলেকজান্ডার।
উত্তর: (d) দ্বিতীয় আলেকজান্ডার।
২০. লুডাইট আন্দোলন ছিল -
(a) মেশিন ভাঙার আন্দোলন, (b) ঘেটো বিরোধী আন্দোলন, (c) মজুরি বৃদ্ধির আন্দোলন, (d) শিল্প গড়ার আন্দোলন।
উত্তর: (a) মেশিন ভাঙার আন্দোলন।
২১. 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে বিপ্লব হয়েছিল –
(a) একটি, (b) দুটি, (c) তিনটি, (d) চারটি।
উত্তর: (b) দুটি।
২২. মহামন্দার পর আমেরিকাতে নববিন্যাস চালু করেন -
(a) হুভার, (b) কুলিজ, (c) হার্ডিং, (d) রুজভেল্ট।
উত্তর: (d) রুজভেল্ট।
২৩. ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল -
(a) 1789 খ্রিস্টাব্দে, (b) 1815 খ্রিস্টাব্দে, (c) 1830 খ্রিস্টাব্দে, (d) 1848 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1830 খ্রিস্টাব্দে।
২৪. ‘কার্বোনারি’ নামক গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল -
(a) ইংল্যান্ডে, (b) ইতালিতে, (c) ফ্রান্সে, (d) রাশিয়ায়।
উত্তর: (b) ইতালিতে।
২৫. 'কনফেডারেশন অব দ্য রাইন' গঠন করেছিলেন –
(a) নেপোলিয়ন বোনাপার্ট, (b) হিটলার, (c) মুসোলিনি, (d) বিসমার্ক।
উত্তর: (a) নেপোলিয়ন বোনাপার্ট।
২৬. সুয়েজ খাল উন্মুক্ত করা হয় -
(a) 1859 খ্রিস্টাব্দে, (b) 1869 খ্রিস্টাব্দে, (c) 1879 খ্রিস্টাব্দে, (d) 1870 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1869 খ্রিস্টাব্দে।
২৭. শিল্পবিপ্লব সর্বপ্রথম ঘটেছিল –
(a) আমেরিকা যুক্তরাষ্ট্রে, (b) ফ্রান্সে, (c) জার্মানিতে, (d) ইংল্যান্ডে।
উত্তর: (d) ইংল্যান্ডে।
২৮. ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে -
(a) 1838 খ্রিস্টাব্দে, (b) 1848 খ্রিস্টাব্দে, (c) 1860 খ্রিস্টাব্দে, (d) 1867 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1848 খ্রিস্টাব্দে।
২৯. 'এপ্রিল থিসিস'-এর প্রবক্তা হলেন –
(a) কার্ল মার্কস, (b) লেনিন, (c) হিটলার, (d) মুসোলিনি।
উত্তর: (b) লেনিন।
৩০. ‘ভাইমার প্রজাতন্ত্র' প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) ইতালিতে, (b) জার্মানিতে, (c) ভিয়েনায়, (d) স্পেনে।
উত্তর: (b) জার্মানিতে।
৩১. হেজ-এর মতে জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয়সাধনই হল -
(a) জনসমাজ, (b) জনসমষ্টি, (c) জাতি-রাষ্ট্র, (d) জাতীয়তাবাদ।
উত্তর: (c) জাতি-রাষ্ট্র।
৩২. ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে -
(a) রাজতন্ত্রের, (b) প্রজাতন্ত্রের, (c) অভিজাততন্ত্রের, (d) সামন্ততন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়।
উত্তর: (b) প্রজাতন্ত্রের।
৩৩. ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন -
(a) ম্যাৎসিনি, (b) গ্যারিবল্ডি, (c) ঝান্ডুর, (d) বিসমার্ক।
উত্তর: (a) ম্যাৎসিনি।
৩৪. আধুনিক সমাজবাদের জনক হলেন -
(a) সাঁ সিমোঁ, (b) রবার্ট আওয়েন, (c) কার্ল মার্কস, (d) টমাস মোর।
উত্তর: (a) সাঁ সিমোঁ।
৩৫. আধুনিক রাশিয়ার জনক বলা হয় -
(a) মিখাইল রোসানওকে, (b) জার পিটার দা গ্রেটকে, (c) চতুর্থ আইভানকে, (d) জার তৃতীয় আলেকজান্ডারকে।
উত্তর: (b) জার পিটার দা গ্রেটকে।
৩৬. যাঁর নৈরাজ্যবাদ জনসাধারণের মনে নতুন চেতনার সঞ্চার ঘটায় তিনি হলেন -
(a) মিখাইল বাকুনিন, (b) টলস্টয়, (c) ম্যাক্সিম গোর্কি, (d) প্লেখানভ।
উত্তর: (a) মিখাইল বাকুনিন।
৩৭. শিল্পবিপ্লব প্রথম হয়েছিল -
(a) জার্মানিতে, (b) ইংল্যান্ডে, (c) রাশিয়ায়, (d) অস্ট্রিয়ায়।
উত্তর: (b) ইংল্যান্ডে।
৩৮. ফ্লাইং শাটল আবিষ্কার করেন -
(a) আর্করাইট, (b) কার্টরাইট, (c) জন কে, (d) হারগ্রিভস।
উত্তর: (c) জন কে।
৩৯. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে বিশ্বের কটি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে মিলিত হন?
(a) 42টি, (b) 32টি, (c) 52টি, (d) 62টি।
উত্তর: (b) 32টি।
৪০. চ্যান্সেলার ব্রুনিং-এর ব্যর্থ সরকারকে -
(a) কমিউনিস্ট সরকার, (b) ফ্যাসিবাদী সরকার, (c) ক্ষুধার্ত সরকার, (d) প্রগতিশীল সরকার নামে ব্যঙ্গ করা হয়।
উত্তর: (c) ক্ষুধার্ত সরকার।
৪১. কোন্ দেশকে ইউরোপের রুগ্ণ মানুষ বলা হত?
(a) ফ্রান্স, (b) ইংল্যান্ড, (c) তুরস্ক, (d) অস্ট্রিয়া-কে।
উত্তর: (c) তুরস্ক।
৪২. ভিয়েনা বন্দোবস্ত অনুসারে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) অরেঞ্জ রাজবংশের শাসন, (b) বুরবোঁ রাজবংশের শাসন, (c) রোমানভ বংশের শাসন, (d) অটোমান বংশের শাসন।
উত্তর: (b) বুরবোঁ রাজবংশের শাসন।
৪৩. পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন?
(a) দশম চার্লসের, (b) অষ্টাদশ লুইয়ের, (c) ষোড়শ লুইয়ের, (d) লুই ফিলিপের।
উত্তর: (a) দশম চার্লসের।
৪৪. ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন –
(a) স্কুপাস, (b) চার্লস অ্যালবার্ট, (c) প্রথম ফ্রান্সিস, (d) কাউন্ট বেনিদিতি।
উত্তর: (d) কাউন্ট বেনিদিতি।
৪৫. ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র বলে অভিহিত করেন –
(a) ট্যালিরান্ড, (b) মেটারনিখ্, (c) লর্ড ক্যানিং, (d) জার প্রথম নিকোলাস।
উত্তর: (b) মেটারনিখ্।
৪৬. ‘সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি লিখেছেন –
(a) লুই ব্ল্যাঙ্কি, (b) লেনিন, (c) কার্ল মার্কস, (d) রবার্ট আওয়েন।
উত্তর: (b) লেনিন।
৪৭. ‘সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন –
(a) জেমস ওয়াট, (b) জন কে, (c) জেমস হারগ্রিভস, (d) হামফ্রি ডেভি।
উত্তর: (d) হামফ্রি ডেভি।
৪৮. লুডাইট আন্দোলন ছিল –
(a) মেশিন ভাঙার আন্দোলন, (b) মেশিন প্রতিষ্ঠার আন্দোলন, (c) মজুরি বৃদ্ধির আন্দোলন, (d) ঘেটো বিরোধী আন্দোলন।
উত্তর: (a) মেশিন ভাঙার আন্দোলন।
৪৯. ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ প্রকাশিত হয়েছিল –
(a) 1840 খ্রিস্টাব্দে, (b) 1847 খ্রিস্টাব্দে, (c) 1848 খ্রিস্টাব্দে, (d) 1850 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1848 খ্রিস্টাব্দে।
৫০. ‘ওয়েল্ট পলিটিক’ নীতি গ্রহণ করেছিলেন –
(a) অটো ফন বিসমার্ক, (b) কাইজার দ্বিতীয় উইলিয়াম, (c) ক্লিমেশোঁ, (d) হিবার্ট।
উত্তর: (b) কাইজার দ্বিতীয় উইলিয়াম।
৫১. ইউরোপের রক্ষণশীল জনক বলা হয় –
(a) প্রথম ফ্রান্সিস, (b) জার প্রথম আলেকজান্ডার, (c) প্রিন্স মেটারনিখ, (d) ক্যাসলরি-কে।
উত্তর: (c) প্রিন্স মেটারনিখ।
৫২. ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় –
(a) 1848 খ্রিস্টাব্দে, (b) 1850 খ্রিস্টাব্দে, (c) 1852 খ্রিস্টাব্দে, (d) 1856 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1852 খ্রিস্টাব্দে।
৫৩. সানস্টিফানের সন্ধি স্বাক্ষরিত হয় –
(a) 1856 খ্রিস্টাব্দে, (b) 1865 খ্রিস্টাব্দে, (c) 1877 খ্রিস্টাব্দে, (d) 1878 খ্রিস্টাব্দে।
উত্তর: (d) 1878 খ্রিস্টাব্দে।
৫৪. ‘শিল্পবিপ্লব’ কথাটি প্রথম ব্যবহার করেন –
(a) অগাস্তে ব্ল্যাঙ্কি, (b) আর্নল্ড টয়েনবি, (c) স্টুয়ার্ট মিল, (d) কার্ল মার্কস।
উত্তর: (b) আর্নল্ড টয়েনবি।
৫৫. ‘রক্তাক্ত রবিবার’ বলা হয় –
(a) 21 জানুয়ারি, (b) 22 জানুয়ারি, (c) 21 জুলাই, (d) 22 জুলাই তারিখটিকে।
উত্তর: (b) 22 জানুয়ারি।
৫৬. আধুনিক চিনের জনক বলা হয় –
(a) কোয়াংসুকে, (b) মাও-সে-তুংকে, (c) চিয়াং-কাই-শেককে, (d) সান-ইয়াৎ-সেনকে।
উত্তর: (d) সান-ইয়াৎ-সেনকে।
৫৭. সুয়েজ খাল খনন সম্পন্ন হয় –
(a) 1856 খ্রিস্টাব্দে, (b) 1862 খ্রিস্টাব্দে, (c) 1864 খ্রিস্টাব্দে, (d) 1869 খ্রিস্টাব্দে।
উত্তর: (d) 1869 খ্রিস্টাব্দে।
৫৮. ‘মেনশেভিক’ কথাটির অর্থ –
(a) উদারপন্থী, (b) রক্ষণশীল, (c) সংখ্যালঘু, (d) সংখ্যাগরিষ্ঠ।
উত্তর: (c) সংখ্যালঘু।
৫৯. USSR গড়ে ওঠে –
(a) 1917 খ্রিস্টাব্দে, (b) 1918 খ্রিস্টাব্দে, (c) 1921 খ্রিস্টাব্দে, (d) 1922 খ্রিস্টাব্দে।
উত্তর: (d) 1922 খ্রিস্টাব্দে।
৬০. ইউরোপ জুড়ে ‘বিজয় দিবস’ পালিত হয় 1945 খ্রিস্টাব্দের –
(a) 7 মে, (b) 7 জুন, (c) 7 জুলাই, (d) ৪ আগস্ট।
উত্তর: (a) 7 মে।
৬১. শিল্পবিপ্লব প্রথম শুরু হয় –
(a) ফ্রান্সে, (b) জার্মানিতে, (c) ইংল্যান্ডে, (d) রাশিয়ায়।
উত্তর: (c) ইংল্যান্ডে।
৬২. জন কে আবিষ্কার করেন –
(a) মিউল, (b) স্পিনিং জেনি, (c) ফ্লাইং শাটল, (d) ওয়াটার ফ্রেম।
উত্তর: (c) ফ্লাইং শাটল।
৬৩. সমাজতন্ত্রবাদের প্রথম প্রবক্তা ছিলেন –
(a) শার্ল ফ্যুরিয়ার, (b) রবার্ট আওয়েন, (c) কার্ল মার্কস, (d) বাকুনিন।
উত্তর: (b) রবার্ট আওয়েন।
৬৪. ‘মূল্যতত্ত্ব’ মতবাদের প্রবক্তা হলেন –
(a) ফ্রেডারিখ এঙ্গেলস, (b) কার্ল মার্কস, (c) লেনিন, (d) স্ট্যালিন।
উত্তর: (b) কার্ল মার্কস।
৬৫. বিশ্বের কারখানা বলা হয় –
(a) রাশিয়াকে, (b) জার্মানিকে, (c) ফ্রান্সকে, (d) ইংল্যান্ডকে।
উত্তর: (d) ইংল্যান্ডকে।
৬৬. রাশিয়ার জার বলা হত –
(a) রাজাকে, (b) রানিকে, (c) পুরোহিতকে, (d) প্রধান বিচারপতিকে।
উত্তর: (a) রাজাকে।
৬৭. ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়েছিল –
(a) 1910 খ্রিস্টাব্দে, (b) 1911 খ্রিস্টাব্দে, (c) 1912 খ্রিস্টাব্দে, (d) 1914 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1912 খ্রিস্টাব্দে।
৬৮. চোদ্দো দফা নীতির প্রবক্তা ছিলেন –
(a) লেনিন, (b) চার্চিল, (c) উড্রো উইলসন, (d) লয়েড জর্জ।
উত্তর: (c) উড্রো উইলসন।
৬৯. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় –
(a) 1919 খ্রিস্টাব্দে, (b) 1920 খ্রিস্টাব্দে, (c) 1921 খ্রিস্টাব্দে, (d) 1922 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1920 খ্রিস্টাব্দে।
৭০. রুশ বিপ্লবের জনক ছিলেন –
(a) লেনিন, (b) মুসোলিনি, (c) হিটলার, (d) তোজো।
উত্তর: (a) লেনিন।
৭১. জার্মানিতে নাৎসিবাদের নায়ক ছিলেন –
(a) হিটলার, (b) লেনিন, (c) মুসোলিনি, (d) দ্বিতীয় উইলিয়াম।
উত্তর: (a) হিটলার।
৭২. ইউরোপের ইতিহাসে মেটারনিখের যুগ হিসেবে চিহ্নিত –
(a) 1789-1800 খ্রিস্টাব্দ, (b) 1800-1815 খ্রিস্টাব্দ, (c) 1815-1848 খ্রিস্টাব্দ, (d) 1830-1848 খ্রিস্টাব্দ।
উত্তর: (c) 1815-1848 খ্রিস্টাব্দ।
৭৩. ইউরোপের ‘রুগ্ন মানুষ' বলা হয় –
(a) গ্রিসকে, (b) তুরস্ককে, (c) রুমানিয়াকে, (d) বুলগেরিয়াকে।
উত্তর: (b) তুরস্ককে।
৭৪. ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য' প্রতিষ্ঠা করেন –
(a) তৃতীয় নেপোলিয়ন, (b) নেপোলিয়ন বোনাপার্ট, (c) যোসেফ নেপোলিয়ন, (d) লুই ফিলিপ।
উত্তর: (a) তৃতীয় নেপোলিয়ন।
৭৫. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয় –
(a) চিনি শিল্পে, (b) কয়লা শিল্পে, (c) লৌহ ইস্পাত শিল্পে, (d) বস্ত্র শিল্পে।
উত্তর: (d) বস্ত্র শিল্পে।
৭৬. ‘বিশ্বের কারখানা’ (The workshop of the world) বলা হয় –
(a) ইংল্যান্ডকে, (b) ফ্রান্সকে, (c) রাশিয়াকে, (d) জার্মানিকে।
উত্তর: (a) ইংল্যান্ডকে।
৭৭. ‘দাস ক্যাপিটাল’-এর রচয়িতা ছিলেন –
(a) রবার্ট আওয়েন, (b) লুই ব্ল্যাঙ্কি, (c) কার্ল মার্কস, (d) ফ্রেডারিখ এঙ্গেলস।
উত্তর: (c) কার্ল মার্কস।
৭৮. 1905 খ্রিস্টাব্দে ‘পোর্টসমাউথের সন্ধি' স্বাক্ষরিত হয় –
(a) ইংল্যান্ড ও জাপানের মধ্যে, (b) রাশিয়া ও জাপানের মধ্যে, (c) চিন ও জাপানের মধ্যে, (d) রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
উত্তর: (b) রাশিয়া ও জাপানের মধ্যে।
৭৯. ‘এপ্রিল থিসিস’-এর প্রবক্তা ছিলেন –
(a) কেরেনস্কি, (b) স্ট্যালিন, (c) লেনিন, (d) ট্রটস্কি।
উত্তর: (c) লেনিন।
৮০. মিউল আবিষ্কার করেন –
(a) জেমস ওয়াট, (b) ক্রম্পটন, (c) আর্করাইট, (d) জন স্মিটন।
উত্তর: (b) ক্রম্পটন।
৮১. আফ্রিকার টিউনিসিয়া ছিল –
(a) ফরাসি উপনিবেশ, (b) ডাচ উপনিবেশ, (c) ব্রিটিশ উপনিবেশ, (d) জার্মান উপনিবেশ।
উত্তর: (a) ফরাসি উপনিবেশ।
৮২. মনরো নীতি প্রবর্তনকারী দেশটি হল –
(a) ইতালি, (b) ফ্রান্স, (c) মার্কিন যুক্তরাষ্ট্র, (d) রাশিয়া।
উত্তর: (c) মার্কিন যুক্তরাষ্ট্র।
৮৩. সোভিয়েত পার্লামেন্টের নাম –
(a) হোয়াইট হাউস, (b) ডুমা, (c) সেনেট, (d) ডায়েট।
উত্তর: (b) ডুমা।
৮৪. মহামন্দার সময়কালে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন –
(a) ফ্রাঙ্কলিন রুজভেল্ট, (b) হারবার্ট হুভার, (c) ওয়ারেন হার্ডিং, (d) স্যার টমাস রো।
উত্তর: (b) হারবার্ট হুভার।
৮৫. চেকা ছিল রাশিয়ার –
(a) সৈন্যবাহিনী, (b) গুপ্ত পুলিশবাহিনী, (c) সন্ত্রাসবাদী গোষ্ঠী, (d) অশ্বারোহী বাহিনী।
উত্তর: (b) গুপ্ত পুলিশবাহিনী।
৮৬. করফু দ্বীপটি দখল করেছিল –
(a) জার্মানি, (b) জাপান, (c) গ্রিস, (d) ইতালি।
উত্তর: (d) ইতালি।
৮৭. মিত্রপক্ষের প্রধান সেনাপতি ছিলেন –
(a) প্যাটন, (b) রোমেল, (c) আইজেনহাওয়ার, (d) মন্ট গোমারি।
উত্তর: (c) আইজেনহাওয়ার।
৮৮. পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম –
(a) ভিয়েনা সম্মেলন, (b) লন্ডন সম্মেলন, (c) বার্লিন সম্মেলন।
উত্তর: (a) ভিয়েনা সম্মেলন।
৮৯. ফ্রাঙ্কফোর্ট-এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল –
(a) 1848 খ্রিস্টাব্দে, (b) 1859 খ্রিস্টাব্দে, (c) 1871 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1871 খ্রিস্টাব্দে।
৯০. ‘এমস টেলিগ্রাম’-কে কেন্দ্র করে যে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, তারা হল –
(a) জার্মানি-অস্ট্রিয়া, (b) প্রাশিয়া-ফ্রান্স, (c) ফ্রান্স-রাশিয়া।
উত্তর: (b) প্রাশিয়া-ফ্রান্স।
৯১. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি প্রকাশিত হয় –
(a) 1867 খ্রিস্টাব্দে, (b) 1868 খ্রিস্টাব্দে, (c) 1869 খ্রিস্টাব্দে।
উত্তর: (a) 1867 খ্রিস্টাব্দে।
৯২. পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা ছিলেন –
(a) ভিক্টর ইমান্যুয়েল, (b) প্রথম উইলিয়াম, (c) দ্বিতীয় নিকোলাস।
উত্তর: (a) ভিক্টর ইমান্যুয়েল।
৯৩. সেরাজেভোর হত্যাকাণ্ড হয়েছিল 1914 খ্রিস্টাব্দের –
(a) 28 জুন, (b) 28 জুলাই, (c) 28 আগস্ট।
উত্তর: (a) 28 জুন।
৯৪. ‘লুডাইট দাঙ্গা’ হয়েছিল –
(a) ফ্রান্সে, (b) ইংল্যান্ডে, (c) রাশিয়ায়।
উত্তর: (b) ইংল্যান্ডে।
৯৫. মুক্তিদাতা জার বলা হয় –
(a) প্রথম আলেকজান্ডারকে, (b) দ্বিতীয় আলেকজান্ডারকে, (c) তৃতীয় নেপোলিয়নকে।
উত্তর: (b) দ্বিতীয় আলেকজান্ডারকে।
৯৬. স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল –
(a) 1936-39 খ্রিস্টাব্দ, (b) 1936-40 খ্রিস্টাব্দ, (c) 1938-40 খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তর: (a) 1936-39 খ্রিস্টাব্দ।
৯৭. রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনীকে বলা হয় –
(a) ইসক্রা, (b) চেকা, (c) গেস্টাপো।
উত্তর: (b) চেকা।
৯৮. রাষ্ট্রকে ‘যুক্তি প্রতিমূর্তি’ ও বাস্তবতা ‘নৈতিকবোধের বাস্তব রূপ' বলে অভিহিত করেছেন –
(a) বোঁদা, (b) হেগেল, (c) রবীন্দ্রনাথ ঠাকুর, (d) কার্ল মার্কস।
উত্তর: (b) হেগেল।
৯৯. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় –
(a) 1815 খ্রি 14 নভেম্বর, (b) 1815 খ্রি 15 নভেম্বর, (c) 1814 খ্রি 15 নভেম্বর, (d) 1816 খ্রি 14 নভেম্বর।
উত্তর: (c) 1814 খ্রি 15 নভেম্বর।
১০০. প্রিন্স মেটারনিখ ছিলেন –
(a) জাতীয়তাবাদের সমর্থক, (b) সাম্যনীতির সমর্থক, (c) জাতীয়তাবাদের ঘোর বিরোধী, (d) উদারনীতিবাদের সমর্থক।
উত্তর: (c) জাতীয়তাবাদের ঘোর বিরোধী।
১০১. ‘ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প’ – একথা বলেন –
(a) ক্যাভুর, (b) গ্যারিবল্ডি, (c) কেটেলবি, (d) মেটারনিখ।
উত্তর: (c) কেটেলবি।
১০২. জার্মানিতে ‘কূটনীতির জাদুকর’ ছিলেন –
(a) বিসমার্ক, (b) হিটলার, (c) মেটারনিখ, (d) কাইজার দ্বিতীয় উইলিয়াম।
উত্তর: (a) বিসমার্ক।
১০৩. জার্মানি ফ্রান্সকে পরাজিত করেছিল –
(a) স্যাডোয়ার যুদ্ধে, (b) সেডানের যুদ্ধে, (c) ডেনমার্কের যুদ্ধে, (d) উপদ্বীপের যুদ্ধে।
উত্তর: (b) সেডানের যুদ্ধে।
১০৪. ‘আধুনিক যুগের সর্বাপেক্ষা ও অপ্রয়োজনীয় নিষ্ফলা যুদ্ধ ছিল ক্রিমিয়ার যুদ্ধ’ – একথা মনে করেন –
(a) ডেভিড টমসন, (b) প্রথম নিকোলাস, (c) রবার্ট মাপিয়ার, (d) দ্বিতীয় আলেকজান্ডার।
উত্তর: (a) ডেভিড টমসন।
১০৫. “শিল্পবিপ্লব” কথাটিকে জনপ্রিয় করে তোলেন –
(a) লুই অগাস্তে ব্ল্যাঙ্কি, (b) আর্নল্ড টয়েনবি, (c) উইলিয়াম কোল, (d) ফ্রেডারিখ এঙ্গেলস।
উত্তর: (b) আর্নল্ড টয়েনবি।
১০৬. সর্বপ্রথম শিল্পবিপ্লব দেখা দেয় –
(a) জার্মানিতে, (b) ইতালিতে, (c) ইংল্যান্ডে, (d) ফ্রান্সে।
উত্তর: (c) ইংল্যান্ডে।
১০৭. ‘দুনিয়ার শ্রমিক এক হও, শৃঙ্খল ছাড়া তোমাদের হারাবার আর কিছু নেই।’ এই মতটি –
(a) রবার্ট আওয়েন, (b) কার্ল মার্কস, (c) সেন্ট সাইমন, (d) লুই ব্ল্যাঙ্ক-এর।
উত্তর: (b) কার্ল মার্কস।
১০৮. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি রচনা করেন –
(a) কার্ল মার্কস, (b) চার্লস ফারিয়ের, (c) সাঁ সিমোঁ, (d) ফ্রেডারিখ এঙ্গেলস।
উত্তর: (a) কার্ল মার্কস।
১০৯. ‘কমিউনিস্ট লিগ’ প্রতিষ্ঠিত হয় –
(a) 1747 খ্রিস্টাব্দে, (b) 1847 খ্রিস্টাব্দে, (c) 1848 খ্রিস্টাব্দে, (d) 1947 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1847 খ্রিস্টাব্দে।
১১০. ‘ঔপনিবেশিক সংঘাত উত্তেজনা বাড়ায়’ – এই কথাটি বলেন –
(a) হেগেল, (b) ডেভিড টমসন, (c) শার্ল ফ্যুরিয়ের, (d) লুই ব্ল্যাঙ্ক।
উত্তর: (b) ডেভিড টমসন।
১১১. ‘লোহা গলাবার চুল্লি’ যন্ত্রটি আবিষ্কার করেন –
(a) জেমস ওয়াট, (b) স্টিফেনসন, (c) জন কে, (d) স্মিটন।
উত্তর: (d) স্মিটন।
১১২. দ্বিতীয় বলকান যুদ্ধ হয় –
(a) 1912 খ্রিস্টাব্দে, (b) 1913 খ্রিস্টাব্দে, (c) 1914 খ্রিস্টাব্দে, (d) 1918 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1913 খ্রিস্টাব্দে।
১১৩. নেপোলিয়নের পতনে কোন্ দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল?
(a) অস্ট্রিয়া (b) প্রাশিয়া (c) ইংল্যান্ড (d) রাশিয়া।
উত্তর: (c) ইংল্যান্ড।
১১৪. জুলাই বিপ্লবের সময় কোন্ ভারতীয় ফ্রান্সের জাতীয় পতাকাকে অভিবাদন জানান?
(a) টিপু সুলতান (b) রাজা রামমোহন রায় (c) পেশোয়া দ্বিতীয় বাজিরাও (d) মাইকেল মধুসূদন দত্ত।
উত্তর: (b) রাজা রামমোহন রায়।
১১৫. জাতীয়তাবাদ ইউরোপে পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করে –
(a) আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর (b) ফরাসি বিপ্লবের পর (c) রুশ বিপ্লবের পর (d) প্রথম বিশ্বযুদ্ধের পর।
উত্তর: (b) ফরাসি বিপ্লবের পর।
১১৬. ‘কার্লসবাড ডিক্রি’ চালু হয় –
(a) ইংল্যান্ডে (b) অস্ট্রিয়ায় (c) জার্মানিতে (d) ইতালিতে।
উত্তর: (c) জার্মানিতে।
১১৭. দশম চার্লসের শাসনকে, ‘ধর্মযাজকদের দ্বারা, ধর্মযাজকদের মাধ্যমে, ধর্মযাজকদের জন্য সরকার' বলেছেন –
(a) পলিগন্যাক (b) ভিলিল (c) থিয়ার্স (d) ওয়েলিংটন।
উত্তর: (a) পলিগন্যাক।
১১৮. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় –
(a) 1858 খ্রিস্টাব্দে (b) 1848 খ্রিস্টাব্দে (c) 1838 খ্রিস্টাব্দে (d) 1868 খ্রিস্টাব্দে।
উত্তর: (b) 1848 খ্রিস্টাব্দে।
১১৯. ক্লোরিন আবিষ্কার করেন –
(a) ফরাসি বৈজ্ঞানিক (b) ইংরেজ বৈজ্ঞানিক (c) চিনা বৈজ্ঞানিক (d) আমেরিকান বৈজ্ঞানিক।
উত্তর: (a) ফরাসি বৈজ্ঞানিক।
১২০. ‘অলিভার টুইস্ট’ লিখেছেন –
(a) রুশো (b) গোর্কি (c) চার্লস ডিকেন্স (d) টলস্টয়।
উত্তর: (c) চার্লস ডিকেন্স।
১২১. ‘সমাজতন্ত্রের বাইবেল' বলা হয় –
(a) ইউটোপিয়া (b) এপ্রিল থিসিস (c) দ্য মাদার (d) দাস ক্যাপিটাল।
উত্তর: (d) দাস ক্যাপিটাল।
১২২. নাসের কোন্ দেশের রাষ্ট্রপতি ছিলেন?
(a) মিশর (b) তুরস্ক (c) ইরাক (d) আফগানিস্তান।
উত্তর: (a) মিশর।
১২৩. আটলান্টিক কেবল পাতা হয় –
(a) 1866 খ্রিস্টাব্দে (b) 1867 খ্রিস্টাব্দে (c) 1868 খ্রিস্টাব্দে (d) 1869 খ্রিস্টাব্দে।
উত্তর: (a) 1866 খ্রিস্টাব্দে।
১২৪. রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন –
(a) নৈবেদ্য (b) কণিকা (c) সোনার তরী (d) মানসী।
উত্তর: (c) সোনার তরী।
১২৫. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1815 খ্রিস্টাব্দে (b) 1816 খ্রিস্টাব্দে (c) 1817 খ্রিস্টাব্দে (d) 1818 খ্রিস্টাব্দে।
উত্তর: (a) 1815 খ্রিস্টাব্দে।
১২৬. জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল –
(a) জার্মানিতে (b) রাশিয়াতে (c) ফ্রান্সে (d) ইংল্যান্ডে।
উত্তর: (c) ফ্রান্সে।
১২৭. শিল্পবিপ্লব সর্বপ্রথম ঘটেছিল –
(a) ব্রিটেনে (b) ফ্রান্সে (c) রাশিয়াতে (d) জার্মানিতে।
উত্তর: (a) ব্রিটেনে।
১২৮. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি প্রকাশিত হয় –
(a) 1867 খ্রিস্টাব্দে (b) 1866 খ্রিস্টাব্দে (c) 1868 খ্রিস্টাব্দে (d) 1865 খ্রিস্টাব্দে।
উত্তর: (a) 1867 খ্রিস্টাব্দে।
১২৯. সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল –
(a) 1867 খ্রিস্টাব্দে (b) 1868 খ্রিস্টাব্দে (c) 1869 খ্রিস্টাব্দে (d) 1870 খ্রিস্টাব্দে।
উত্তর: (c) 1869 খ্রিস্টাব্দে।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. রাশিয়াতে ‘মুক্তির ঘোষণাপত্র' জারি হয়েছিল কবে?
উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দে।
২. ম্যাৎসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতিটির নাম কী ছিল?
উত্তর: ইয়ং ইটালি (Young Italy)।
৩. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে।
৪. ‘রক্ত ও লৌহ’ নীতির প্রবর্তক কে?
উত্তর: ওটো ভন বিসমার্ক।
৫. কার সিংহাসন ত্যাগের মাধ্যমে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রী সরকার গঠিত হয়?
উত্তর: লুই ফিলিপ।
৬. ১৮৭১ খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ জার্মানির প্রধান শত্রু কে ছিল?
উত্তর: ফ্রান্স।
৭. বার্লিন কংগ্রেস আহ্বান করেছিলেন কে?
উত্তর: ওটো ভন বিসমার্ক।
৮. ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাকে বিশ্বযুদ্ধে পরিণত করার জন্য দায়ী কে ছিল?
উত্তর: জার্মানি।
৯. বসনিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: সারায়েভো।
১০. কোন সমস্যাকে কেন্দ্র করে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে বিবাদ বেধেছিল?
উত্তর: প্যান-স্লাভিক আন্দোলন।
১১. কোন সন্ত্রাসবাদী সংস্থার হাতে অস্ট্রিয়ার যুবরাজ ও তাঁর পত্নী নিহত হন?
উত্তর: ব্ল্যাক হ্যান্ড (Black Hand)।
১২. কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস-এর যুগ্মভাবে রচিত গ্রন্থটির নাম কী?
উত্তর: The Communist Manifesto।
১৩. অষ্টাদশ লুই-এর পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন?
উত্তর: দশম শার্ল্স (Charles X)।
১৪. ‘ব্যাংক অব ফ্রান্স' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
১৫. ‘শিল্পবিপ্লব’ কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: আরনল্ড টয়নবি (Arnold Toynbee)।
১৬. ফ্রান্সে জুলাই বিপ্লব কবে হয়েছিল?
উত্তর: ১৮৩০ খ্রিস্টাব্দে।
১৭. ভিয়েনা কোন্ দেশের রাজধানী?
উত্তর: অস্ট্রিয়া।
১৮. রুশ ভাষায় 'নারোদ' কথার অর্থ কী?
উত্তর: জনগণ বা People।
১৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে।
২০. 'গেস্টাপো' কী?
উত্তর: হিটলারের নাৎসি গোপন পুলিশ বাহিনী।
উত্তর:
২১. লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন?
উত্তর: অরলেয়াঁ বংশের।
২২. কোন্ বিপ্লব ফ্রান্সের বুরবোঁ রাজতন্ত্রের পতন ঘটায়?
উত্তর: ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব।
২৩. রোমে কে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে?
উত্তর: ম্যাৎসিনি।
২৪. স্বাধীন ইতালির রাজধানীর নাম কী?
উত্তর: রোম।
২৫. উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?
উত্তর: জন কে (John Kay)।
২৬. কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়?
উত্তর: ১৮৫০ খ্রিস্টাব্দে।
২৭. 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত লেনিনের গ্রন্থটির নাম কী?
উত্তর: Imperialism, the Highest Stage of Capitalism।
২৮. কত খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ হয়?
উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে।
২৯. কোন্ তারিখে সেরাজেভো হত্যাকাণ্ড হয়?
উত্তর: ২৮ জুন, ১৯১৪ খ্রিস্টাব্দে।
৩০. নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: হার্জেন ও চেরনিশেভস্কি।
৩১. ডুমা কী?
উত্তর: রুশ পার্লামেন্ট বা জাতীয় পরিষদ।
৩২. কে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?
উত্তর: উড্রো উইলসন।
৩৩. বেলজিয়াম কোন দেশের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়?
উত্তর: নেদারল্যান্ডস (Dutch) বা হল্যান্ডের অধীনতা থেকে।
৩৪. হাঙ্গেরিতে মূলত কোন জাতির লোক বসবাস করত?
উত্তর: মাজার (Magyar) জাতির লোক।
৩৫. শিল্পবিপ্লবের ফলে সমাজে কোন শ্রেণির আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর: পুঁজিপতি শ্রেণি (Bourgeoisie)।
৩৬. 'সমাজবাদের জনক' রূপে কাকে অভিহিত করা হয়?
উত্তর: রবার্ট ওয়েন (Robert Owen)।
৩৭. ‘আধুনিক রাশিয়ার জনক' কাকে বলা হয়?
উত্তর: পিটার দ্য গ্রেট (Peter the Great)।
৩৮. রুশ ভাষায় 'নারোদ' কথার অর্থ কী?
উত্তর: জনগণ।
৩৯. 'ব্রেস্ট লিটোভস্ক'-এর সন্ধি কাদের মধ্যে হয়?
উত্তর: বলশেভিক রাশিয়া ও জার্মানি-অস্ট্রিয়া মিত্রদের মধ্যে।
৪০. নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: জেনেভা শহরে (সুইজারল্যান্ড)।
৪১. শিল্পবিপ্লবের সূচনাকাল কখন?
উত্তর: ১৭৬০ খ্রিস্টাব্দের দিকে, ইংল্যান্ডে।
৪২. নিহিলিজম কথার অর্থ কী?
উত্তর: নিহিলিজম অর্থ হলো সব ধরনের প্রথা, ধর্ম, নীতির প্রতি অবিশ্বাস বা অস্বীকৃতি।
৪৩. মুসোলিনি নিজেকে কী বলে ঘোষণা করেন?
উত্তর: ডুচে (Il Duce) অর্থাৎ নেতা।
৪৪. সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কিসের প্রতীক?
উত্তর: বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক।
৪৫. নব্য সাম্রাজ্যবাদের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮৭০ খ্রিস্টাব্দে।
৪৬. রাশিয়ান শিল্পায়নে গতি আসে কার আমলে?
উত্তর: স্তালিনের আমলে।
৪৭. হেরেনফোক তত্ত্ব কার মস্তিষ্ক প্রসূত?
উত্তর: অ্যাডলফ হিটলারের।
৪৮. ১৯৪৪ খ্রিস্টাব্দের কোন দিনটি 'Day of Deliverance বা মুক্তি দিবস' নামে পরিচিত?
উত্তর: ৬ জুন ১৯৪৪, ডি-ডে (D-Day)।
৪৯. 'জুলাই রাজতন্ত্র' নামে কোন্ শাসনব্যবস্থা পরিচিত?
উত্তর: লুই ফিলিপ-এর শাসনব্যবস্থা।
৫০. প্লমবিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে।
৫১. ‘ওয়াটার ফ্রেম' নামক যন্ত্রটির উদ্ভাবন কে করেন?
উত্তর: রিচার্ড আরক্রাইট (Richard Arkwright)।
৫২. 'ঘেটো' কী?
উত্তর: ঘেটো হলো শহরের এমন একটি এলাকা যেখানে নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর লোকেরা জোরপূর্বক বসবাস করতে বাধ্য হতো, বিশেষত ইহুদিদের জন্য নির্ধারিত অঞ্চল।
৫৩. সমাজতন্ত্রের ‘আদি প্রবন্ধা’ কাকে বলা হয়?
উত্তর: ‘কমিউনিস্ট মেনিফেস্টো’-কে।
৫৪. ‘প্যারি কমিউন' কোন্ দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ফ্রান্সে।
৫৫. কোন সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধবিরতি ঘটায়?
উত্তর: ব্রেস্ট-লিটোভস্ক সন্ধি।
৫৬. জাতিসংঘের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে।
৫৭. হেটাইরিয়া ফিলিকে বলতে কী বোঝায়?
উত্তর: হেটাইরিয়া ফিলি ছিল গ্রিকদের একটি গোপন বিপ্লবী সংগঠন, যা তুর্কি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষ্যে গঠিত হয়।
৫৮. ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৮৫৩ থেকে ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৫৯. চিনে ‘মুক্তদ্বার নীতি' কে ঘোষণা করেন?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র (বিশেষ করে, জন হে – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী)।
৬০. ১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লবকালে হাঙ্গেরীয় বিপ্লবের প্রধান নেতা ছিলেন লুই কসুথ। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
উত্তর: সত্য।
৬১. ‘সমাজতন্ত্রবাদ’ কথাটি প্রথম প্রচলন করেন কে?
উত্তর: রবার্ট ওয়েন (Robert Owen)।
৬২. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে।
৬৩. মেটারনিখ্ কে ছিলেন?
উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ, যিনি ভিয়েনা সম্মেলনের প্রধান সংগঠক ছিলেন।
৬৪. নারদনিকরাই কে ছিলেন?
উত্তর: রাশিয়ার বিপ্লবী তরুণ-তরুণীদের একটি গোষ্ঠী যারা গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারা প্রচার করতেন।
৬৫. ক্রিমিয়ার যুদ্ধ শুরু কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।
৬৬. রক্তাক্ত রবিবার কি?
উত্তর: ১৯০৫ সালের ২২ জানুয়ারি তারিখে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সংঘটিত এক ভয়ংকর হত্যাকাণ্ড, যখন শান্তিপূর্ণ প্রতিবাদরত শ্রমিকদের উপর জার সেনারা গুলি চালায়।
৬৭. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্লেমেন্স ভন মেটারনিখ।
৬৮. জোলভেরাইন কী?
উত্তর: জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে গঠিত একটি কাস্টমস ইউনিয়ন বা শুল্ক সংঘ, যা অর্থনৈতিক ঐক্যের ভিত্তি স্থাপন করেছিল।
৬৯. ভারতে রেলপথের জনক কে?
উত্তর: লর্ড ডালহৌসি।
৭০. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে ‘চোদ্দো দফা নীতি' ঘোষণা করেন?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson)।
৭১. কাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত?
উত্তর: আফ্রিকা মহাদেশকে।
৭২. রাশিয়ায় শিল্পায়নে গতি আসে কার আমলে?
উত্তর: সার্জ উইটে-র আমলে।
৭৩. ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: আরনল্ড টয়নবি (Arnold Toynbee)।
৭৪. রাশিয়ার কোন বংশের রাজারা 'জার' উপাধি গ্রহণ করতেন?
উত্তর: রোমানভ বংশের রাজারা।
৭৫. কোন সন্ধিকে 'জবরদস্তিমূলক সন্ধি' বলা হয়?
উত্তর: ভার্সাই চুক্তিকে (Treaty of Versailles)।
৭৬. হিটলার বিনাযুদ্ধে চেকোশ্লোভাকিয়ার কোন অঞ্চল দখল করেন?
উত্তর: সুডেটেনল্যান্ড।
৭৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্স কোন নীতি গ্রহণ করেন?
উত্তর: তুষ্টিকরণ নীতি (Policy of Appeasement)।
৭৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোড়ামাটি নীতি ব্যবহার করেছিল কারা?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
৭৯. পলিগন্যাক ছিলেন কার প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী?
উত্তর: চার্লস দশম-এর।
৮০. ‘রক্ত ও লৌহ নীতির' প্রবর্তক ছিলেন কে?
উত্তর: অটো ভন বিসমার্ক।
৮১. জার্মানির একটি গুপ্ত সমিতির নাম লেখো।
উত্তর: ইয়ং জার্মানি (Young Germany)।
৮২. গ্যাস্টিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে।
৮৩. বাষ্পচালিত রেলইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে?
উত্তর: জর্জ স্টিফেনসন।
৮৪. জার্মানিতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৮৫. সুয়েজ খাল কোন্ দুটি দেশ খনন করেছিল?
উত্তর: ফ্রান্স ও মিশর।
৮৬. ‘রিসর্জিমেন্টো' কথাটির অর্থ কী?
উত্তর: পুনরুত্থান বা জাতীয় পুনর্জাগরণ।
৮৭. প্রাশিয়ায় কত খ্রিস্টাব্দে জোলভেরাইন গড়ে ওঠে?
উত্তর: ১৮৩৪ খ্রিস্টাব্দে।
৮৮. নেপোলিয়ন 'কনফেডারেশন অব দ্য রাইন' কোথায় গড়ে তোলেন?
উত্তর: জার্মানিতে।
৮৯. ‘মুক্তিদাতা জার' কাকে বলা হয়?
উত্তর: জার আলেকজান্ডার দ্বিতীয়-কে।
৯০. ‘দ্য অরগানাইজেশন অব লেবার’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: লুই ব্লাঁ।
৯১. বিসমার্ক রাশিয়ার সঙ্গে ‘রিইনসুরান্স চুক্তি' কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত করেন?
উত্তর: ১৮৮৭ খ্রিস্টাব্দে।
৯২. স্পিনিং জেনি যন্ত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: জেমস হারগ্রিভস।
৯২. ‘ফেব্রুয়ারি বিপ্লব’ সংঘটিত হয়েছিল কখন?
উত্তর: ১৮৪৮ খ্রিস্টাব্দে।
৯৩. কোন সময়কাল পর্যন্ত ইউরোপে ‘মেটারনিখের যুগ’ নামে পরিচিত?
উত্তর: ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৯৪. রাশিয়ায় ‘মুক্তির ঘোষণাপত্র' জারি করেছিলেন কে?
উত্তর: জার আলেকজান্ডার দ্বিতীয়।
৯৫. স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন কে?
উত্তর: জেমস হারগ্রিভস।
৯৬. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল কি?
উত্তর: অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্দ ও তাঁর পত্নী সাফিয়া হত্যার ঘটনাটি।
৯৭. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কখন?
উত্তর: ১৮৪৮ খ্রিস্টাব্দে।
৯৮. ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল কোন দুটি দেশের মধ্যে?
উত্তর: রাশিয়া ও তুরস্ক।
৯৯. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: জেমস ওয়াট।
১০০. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি কার রচনা?
উত্তর: কার্ল মার্কস।
১০১. কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত?
উত্তর: আফ্রিকা।
১০২. ম্যাৎসিনি কোন্ সমিতির সদস্য ছিলেন?
উত্তর: ইতালীয় জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলন (Young Italy)।
১০৩. রাশিয়ায় মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়েছিল?
উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দে।
১০৪. ‘রক্ত ও লৌহ’ নীতির প্রবর্তক কে ছিলেন?
উত্তর: অটো ভন বিসমার্ক।
১০৫. সর্বহারা শ্রেণিতে কারা পরিণত হয়েছিল?
উত্তর: শ্রমজীবী বা প্রলেতারিয়েত শ্রেণি।
১০৬. কোন্ সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?
উত্তর: ভার্সাই চুক্তি (Treaty of Versailles)।
১০৭. ‘ওয়াটার ফ্রেম’ কে আবিষ্কার করেন?
উত্তর: রিচার্ড আর্করাইট।
<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>