✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. পাতসংস্থান তত্ত্বে ‘প্লেট’ বা ‘পাত’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(a) মার্কিন বিজ্ঞানী ম্যাকেঞ্জি। (b) উলিয়াম মরগান। (c) কানাডার ভূপদার্থবিদ তুজো উইলসন। (d) ফরাসি বিজ্ঞানী এক্স লি পিঁচো।
উত্তর: (c) কানাডার ভূপদার্থবিদ তুজো উইলসন।
২. ভারতের মালনাদ যে প্রকার মালভূমির উদাহরণ তা হল –
(a) লাভা মালভূমি। (b) ব্যবচ্ছিন্ন মালভূমি। (c) শিল্ড মালভূমি। (d) পর্বতবেষ্টিত মালভূমি।
উত্তর: (d) পর্বতবেষ্টিত মালভূমি।
৩. লোয়েস সমভূমি দেখা যায় –
(a) গঙ্গা অববাহিকায়। (b) হোয়াংহো অববাহিকায়। (c) ইয়াংসি কিয়াং অববাহিকায়। (d) আমুর অববাহিকায়।
উত্তর: (b) হোয়াংহো অববাহিকায়।
৪. ভূ-আলোড়ন প্রক্রিয়া হল –
(a) অন্তর্জাত প্রক্রিয়া। (b) বহির্জাত প্রক্রিয়া। (c) মহাজাগতিক প্রক্রিয়া। (d) সৌর প্রক্রিয়া।
উত্তর: (a) অন্তর্জাত প্রক্রিয়া।
৫. ‘হটস্পট’ যে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত তা হল –
(a) সমভূমি। (b) আগ্নেয় ভূমিরূপ। (c) ক্ষয়জাত পৰ্বত। (d) ভঙ্গিল পর্বত।
উত্তর: (b) আগ্নেয় ভূমিরূপ।
৬. চ্যুতি কথাটি জড়িত –
(a) ভঙ্গিল পর্বতের সঙ্গে। (b) আগ্নেয় পর্বতের সঙ্গে। (c) স্তূপ পর্বতের সঙ্গে। (d) ক্ষয়জাত পর্বতের সঙ্গে।
উত্তর: (c) স্তূপ পর্বতের সঙ্গে।
৭. আর্দ্র ও উষ্ণ জলবায়ু অঞ্চলে যে ধরনের আবহবিকারের প্রাধান্য দেখা যায় তা হল –
(a) যান্ত্রিক আবহবিকার। (b) রাসায়নিক আবহবিকার। (c) জৈবিক আবহবিকার। (d) শল্কমোচন।
উত্তর: (b) রাসায়নিক আবহবিকার।
৮. যে কোনোভাবে শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হয়ে সেখানেই পড়ে থাকলে তাকে বলে –
(a) ক্ষয়ীভবন। (b) আবহবিকার। (c) নগ্নীভবন। (d) রেগোলিথ।
উত্তর: (b) আবহবিকার।
৯. নগ্নীভবন হল –
(a) আবহিকার। (b) ক্ষয়ীভবন। (c) আবহবিকার ও ক্ষয়ীভবন। (d) বাষ্পীভবন।
উত্তর: (c) আবহবিকার ও ক্ষয়ীভবন।
১০. অঙ্গার যোজনের ফলে উৎপন্ন লালবর্ণের মৃত্তিকাকে বলে –
(a) টেরারোসা। (b) লোহিত মৃত্তিকা। (c) ল্যাটেরাইট। (d) চারনোজেম।
উত্তর: (b) লোহিত মৃত্তিকা।
১১. সম্পদের কার্যকারিতা তত্ত্বের ধারণার প্রবক্তা হলেন –
(a) মিচেল। (b) জিমারম্যান। (c) পিটারম্যান। (d) নিউটন।
উত্তর: (b) জিমারম্যান।
১২. “জ্ঞানই হল সকল সম্পদের সৃষ্টিকর্তা”—একথা বলেন –
(a) মিচেল। (b) জিমারম্যান। (c) ওয়ারিং। (d) জনসন।
উত্তর: (b) জিমারম্যান।
১৩. সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হল –
(a) ম্যাগনেটাইট। (b) হেমাটাইট। (c) লিমোনাইট। (d) সিডেরাইট।
উত্তর: (a) ম্যাগনেটাইট।
১৪. সাদা কয়লা বলা হয় –
(a) পারমাণবিক বিদ্যুৎকে। (b) জলবিদ্যুৎকে। (c) তাপবিদ্যুৎকে। (d) আণবিক বিদ্যুৎকে।
উত্তর: (b) জলবিদ্যুৎকে।
১৫. ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল –
(a) ডিগবয়। (b) মথুরা। (c) কয়ালি। (d) জামনগর।
উত্তর: (d) জামনগর।
১৬. একটি অন্তর্জাত প্রক্রিয়া হল –
(a) ভূমিকম্প। (b) বন্যা। (c) খরা।
উত্তর: (a) ভূমিকম্প।
১৭. একটি নবীন ভঙ্গিল পর্বতমালা হল –
(a) ভোজ। (b) অ্যাপেলেশিয়ান। (c) আন্দিজ।
উত্তর: (c) আন্দিজ।
১৮. পুঞ্জিত ক্ষয় –
(a) মাধ্যাকর্ষণের। (b) মহাকর্ষের। (c) বায়ুর চাপের জন্য হয়।
উত্তর: (b) মহাকর্ষের।
১৯. পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈলশহর ও পর্যটন কেন্দ্র দার্জিলিং –
(a) তাগদহ পেশক শৈলশিরা। (b) দার্জিলিং-লেবং শৈলশিরা। (c) বাগোরা ডাউহিল শৈলশিরার ওপর অবস্থান করছে।
উত্তর: (b) দার্জিলিং-লেবং শৈলশিরা।
২০. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলটির গড় উচ্চতা –
(a) 200। (b) 100। (c) 300 মিটারের বেশি।
উত্তর: (b) 100।
২১. মালদা জেলার দক্ষিণ-পশ্চিম অংশে গঙ্গা নদীর নবীন পলিগঠিত অঞ্চলটি –
(a) বরেন্দ্রভূমি। (b) তাল। (c) দিয়ারা নামে পরিচিত।
উত্তর: (c) দিয়ারা নামে পরিচিত।
২২. মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হল –
(a) ধাপ চাষ। (b) পশুপালন। (c) নগরায়ণ।
উত্তর: (a) ধাপ চাষ।
২৩. সুমেরু বৃত্ত ২৪ ঘণ্টা সূর্যের আলো পায় –
(a) ২২ ডিসেম্বর। (b) ২১ মার্চ। (c) ২১ জুন। (d) ২৩ সেপ্টেম্বর।
উত্তর: (c) ২১ জুন।
২৪. কাশ্মির উপত্যকা একটি –
(a) প্লাবন সমভূমি। (b) লোয়েস সমভূমি। (c) হ্রদ সমভূমি। (d) লাভা সমভূমি।
উত্তর: (c) হ্রদ সমভূমি।
২৫. মরু অঞ্চলের পর্বত পাদদেশীয় ভূমিভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় –
(a) বাজাদা। (b) ওয়াদি। (c) প্লায়া। (d) পেডিমেন্ট।
উত্তর: (a) বাজাদা।
২৬. লৌহ মিশ্রিত শিলায় ‘মরিচা পড়ার’ কারণ –
(a) অক্সিডেশান। (b) কার্বনেশান। (c) হাইড্রেশান। (d) হাইড্রোলিসিস।
উত্তর: (a) অক্সিডেশান।
২৭. পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ –
(a) দুর্গাপুর। (b) শিলিগুড়ি। (c) কার্শিয়াং। (d) ঝালদা।
উত্তর: (b) শিলিগুড়ি।
২৮. তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশীদার হল পশ্চিমবঙ্গ এবং –
(a) নেপাল, (b) ভুটান, (c) সিকিম, (d) বাংলাদেশ।
উত্তর: (c) সিকিম।
২৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা –
(a) উত্তর ২৪ পরগনা, (b) দক্ষিণ ২৪ পরগনা, (c) পশ্চিম মেদিনীপুর, (d) মুর্শিদাবাদ।
উত্তর: (b) দক্ষিণ ২৪ পরগনা।
৩০. জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর –
(a) আলিপুরদুয়ার, (b) দার্জিলিং, (c) জলপাইগুড়ি, (d) কোচবিহার।
উত্তর: (c) জলপাইগুড়ি।
৩১. একপ্রকার প্রাচীন পলিমাটির উদাহরণ –
(a) তাল, (b) দিয়ারা, (c) বারিন্দ, (d) বাগড়ি।
উত্তর: (c) বারিন্দ।
৩২. একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল—
(a) আরাবল্লী, (b) হিমালয়, (c) অ্যাপালেশিয়ান, (d) সাতপুরা।
উত্তর: (b) হিমালয়।
৩৩. ভূমিকম্পের কারণ হল—
(a) পাতের সঞ্চারণ, (b) অরণ্য হ্রাস, (c) সুনামি, (d) ভারী বৃষ্টিপাত।
উত্তর: (a) পাতের সঞ্চারণ।
৩৪. পশ্চিমবঙ্গে 'Nor Wester' দেখা যায়—
(a) গ্রীষ্ম, (b) বর্ষা, (c) শরৎ, (d) শীত ঋতুতে।
উত্তর: (a) গ্রীষ্ম।
৩৫. দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ—
(a) হলদি, (b) যমুনা, (c) রূপনারায়ণ, (d) দামোদর-নামে পরিচিত।
উত্তর:(c) রূপনারায়ণ।
৩৬. ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়—
(a) থার্মোমিটার, (b) ব্যারোমিটার, (c) হাইগ্রোমিটার, (d) সাইক্রোমিটার যন্ত্রে।
উত্তর: (b) ব্যারোমিটার।
৩৭. তিব্বত মালভূমি—
(a) লাভা গঠিত, (b) পর্বতবেষ্টিত, (c) ব্যবচ্ছিন্ন, (d) মহাদেশীয় মালভূমির উদাহরণ।
উত্তর: (b) পর্বতবেষ্টিত।
৩৮. একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল—
(a) অ্যাটলাসের মানচিত্র, (b) টোপোগ্রাফিক্যাল মানচিত্র, (c) উপগ্রহ চিত্র, (d) মৌজা মানচিত্র।
উত্তর: (a) অ্যাটলাসের মানচিত্র।
৩৯. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম অংশ—
(a) গুরুশিখর, (b) সান্দাকফু, (c) গোর্গাবুরু, (d) গির।
উত্তর: (b) সান্দাকফু।
৪০. কোনো একটি স্থান এবং তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের পার্থক্য—
(a) 6 ঘণ্টা, (b) 12 ঘণ্টা, (c) 24 ঘণ্টা, (d) 30 ঘণ্টা।
উত্তর: (b) 12 ঘণ্টা।
৪১. মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে ক্রিয়া করে—
(a) উল্লম্বভাবে, (b) অনুভূমিকভাবে, (c) তির্যকভাবে, (d) বক্রভাবে।
উত্তর: (a) উল্লম্বভাবে।
৪২. দামোদর নদের উৎস হল—
(a) চুম্বি উপত্যকা, (b) অযোধ্যা পাহাড়, (c) খামারপাত পাহাড়, (d) ত্রিকূট পাহাড়।
উত্তর: (c) খামারপাত পাহাড়।
৪৩. যে জাতীয় সড়কটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত তা হল –
(a) 31 নং, (b) 34 নং, (c) 2 নং, (d) 36 নং।
উত্তর: (a) 31 নং।
৪৪. ডানকুনি যে শিল্পের জন্য বিখ্যাত তা হল –
(a) দুগ্ধজাত শিল্প, (b) বস্ত্র শিল্প, (c) পাট শিল্প, (d) চিনি শিল্প।
উত্তর:(a) দুগ্ধজাত শিল্প।
৪৫. মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের –
(a) হাওড়ায়, (b) শিলিগুড়িতে, (c) ফলতায়, (d) হুগলিতে।
উত্তর: (c) ফলতায়।
৪৬. একটি বহির্জাত শক্তি হল –
(a) অগ্ন্যুৎপাত, (b) ভূমিকম্প, (c) সমুদ্র তরঙ্গ, (d) ভূমিধস।
উত্তর: (c) সমুদ্র তরঙ্গ।
৪৭. সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা হয় –
(a) ইনসেলবার্জ, (b) ড্রামলিন, (c) গৌর, (d) মোনাডনক।
উত্তর: (d) মোনাডনক।
৪৮. বিচূর্ণীভবন, বিয়োজন, অপসারণের সম্মিলিত প্রক্রিয়া হল –
(a) আবহবিকার, (b) ক্ষয়ীভবন, (c) নগ্নীভবন, (d) পুঞ্জিত ক্ষয়।
উত্তর: (c) নগ্নীভবন।
৪৯. সর্বাধিক জৈব আবহবিকার কার্যকরী অঞ্চল হল –
(a) নিরক্ষীয় জলবায়ু, (b) পার্বত্য জলবায়ু, (c) মরু জলবায়ু, (d) মেরু জলবায়ু।
উত্তর: (a) নিরক্ষীয় জলবায়ু।
৫০. কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয় 1950 সালের –
(a) 18 জানুয়ারি, (b) 19 জানুয়ারি, (c) 22 জুন, (d) 19 জুন।
উত্তর: (b) 19 জানুয়ারি।
৫১. ভুটানের প্রধান নদী হল –
(a) মেঘনা, (b) মানস, (c) কালিগণ্ডক, (d) মহাবলিগঙ্গা।
উত্তর: (b) মানস।
৫২. শুশুনিয়া পাহাড় অবস্থিত যে জেলায় তা হল –
(a) বীরভূম, (b) পুরুলিয়া, (c) বাঁকুড়া, (d) মেদিনীপুর।
উত্তর: (c) বাঁকুড়া।
৫৩. উত্তরের পার্বত্য অঞ্চলের নদী হল –
(a) মহানন্দা, (b) মাতলা, (c) দামোদর, (d) অজয়।
উত্তর: (a) মহানন্দা।
৫৪. চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় –
(a) রাঢ় অঞ্চলে, (b) মালভূমি অঞ্চল, (c) তরাই অঞ্চল, (d) পার্বত্য অঞ্চল।
উত্তর: (a) রাঢ় অঞ্চলে।
৫৫. পর্বতবেষ্টিত মালভূমি হল –
(a) ইরানের মালভূমি, (b) কলম্বিয়া মালভূমি, (c) ইথিওপিয়া মালভূমি, (d) দাক্ষিণাত্যের মালভূমি।
উত্তর: (a) ইরানের মালভূমি।
৫৬. দক্ষিণ গোলার্ধে যে নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণীত হয় তা হল –
(a) ক্যানোপাস, (b) ধ্রুবতারা, (c) পোলারিস, (d) হ্যাডলির অকট্যান্ট।
উত্তর: (a) ক্যানোপাস।
৫৭. যে অক্ষরেখাটির পরিধি সবচেয়ে বেশি সেটি হল –
(a) কর্কটক্রান্তি রেখা, (b) সুমেরু বৃত্ত, (c) নিরক্ষরেখা, (d) মকরক্রান্তি রেখা।
উত্তর: (c) নিরক্ষরেখা।
৫৮. পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনকারী রেখাটির নাম –
(a) দেশান্তর রেখা, (b) সমাক্ষরেখা, (c) আন্তর্জাতিক তারিখরেখা, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) আন্তর্জাতিক তারিখরেখা।
৫৯. ১ ঘণ্টায় পৃথিবী তার পরিধির –
(a) 15°, (b) 10°, (c) 21°, (d) 23½° দ্রাঘিমা অতিক্রম করে।
উত্তর: (a) 15°।
৬০. দক্ষিণ ভারতের মালনাদ মালভূমি হল একটি –
(a) লাভাগঠিত, (b) মহাদেশীয়, (c) ব্যবচ্ছিন্ন, (d) পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ।
উত্তর: (c) ব্যবচ্ছিন্ন।
৬১. ভূত্বকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলিকে বলা হয় –
(a) প্রতিসারী পাত, (b) অভিসারী পাত, (c) নিরপেক্ষ পাত, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) অভিসারী পাত।
৬২. পার্বত্য অঞ্চলে বাদামি রঙের একপ্রকার অ্যাসিডযুক্ত মাটিকে বলা হয় –
(a) ল্যাটেরাইট, (b) পড়জল, (c) লবণাক্ত, (d) পাললিক মৃত্তিকা।
উত্তর: (a) ল্যাটেরাইট।
৬৩. সুন্দরবন অঞ্চলে যে বিশেষ ধরনের উদ্ভিদ তুমি দেখতে পাবে তা হল –
(a) সরলবর্গীয়, (b) আল্পীয়, (c) ম্যানগ্রোভ, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) ম্যানগ্রোভ।
৬৪. দিঘা, জুনপুট ও শঙ্করপুরের সমুদ্রসৈকত –
(a) উত্তর 24 পরগনা, (b) দক্ষিণ 24 পরগনা, (c) পূর্ব মেদিনীপুর, (d) নদিয়া জেলায় অবস্থিত।
উত্তর: (c) পূর্ব মেদিনীপুর।
৬৫. কৃষ্ণনগর –
(a) মাদুর শিল্প, (b) বিড়ি শিল্প, (c) গুড় শিল্প, (d) মৃৎশিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: (d) মৃৎশিল্পের জন্য বিখ্যাত।
৬৬. তুরানের সমভূমি একপ্রকার –
(a) তরঙ্গকর্তিত সমভূমি, (b) অবনত সমভূমি, (c) উন্নত সমভূমি।
উত্তর: (b) অবনত সমভূমি।
৬৭. কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হল –
(a) হলদি, (b) রূপনারায়ণ, (c) দারকেশ্বর।
উত্তর:(c) দ্বারকেশ্বর।
৬৮. ফালুট ও সবরগ্রাম শৃঙ্গ দুটি অবস্থিত যে শৈলশিরায় তা হল –
(a) সান্দাকফু, (b) সিঙ্গালিলা, (c) দুরবিনদারা।
উত্তর: (b) সিঙ্গালিলা।
৬৯. কালিন্দি নদীর দক্ষিণের নবীন পলিগঠিত অঞ্চলকে বলে –
(a) দিয়ারা, (b) তাল, (c) বরেন্দ্রভূমি।
উত্তর: (a) দিয়ারা।
৭০. শল্কমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী হয় –
(a) ব্যাসল্ট শিলায়, (b) চুনাপাথর শিলায়, (c) গ্রানাইট শিলায়।
উত্তর:(c) গ্রানাইট শিলায়।
৭১. ভূগাঠনিক সমভূমি গড়ে ওঠার জন্য দায়ী –
(a) নদীর কার্য, (b) মহীভাবক আলোড়ন, (c) বায়ুর কার্য, (d) গিরিজনি আলোড়ন।
উত্তর: (a) নদীর কার্য।
৭২. পৃথিবীর উপরিভাগে সৃষ্ট ভূমিরূপের বিবর্তন ঘটায় –
(a) মহাজাগতিক প্রক্রিয়া, (b) পার্থিব প্রক্রিয়া, (c) বহির্জাত প্রক্রিয়া, (d) আরোহণ প্রক্রিয়া।
উত্তর: (b) পার্থিব প্রক্রিয়া।
৭৩. ইউরোপ ও এশিয়ার সীমান্তে ইউরাল পর্বত একটি –
(a) ভঙ্গিল পর্বত, (b) স্তূপ পর্বত, (c) সঞ্জয়জাত পর্বত, (d) ক্ষয়জাত পর্বত।
উত্তর: (a) ভঙ্গিল পর্বত।
৭৪. হেমাটাইট লিমোনাইটে পরিণত হয় –
(a) জারণ প্রক্রিয়ায়, (b) অঙ্গারযোজন প্রক্রিয়ায়, (c) জলযোজন প্রক্রিয়ায়, (d) আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়।
উত্তর:(c) জলযোজন প্রক্রিয়ায়।
৭৫. তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে কোন্ নদীর মাধ্যমে? –
(a) তিস্তা, (b) তোর্সা, (c) জলঢাকা, (d) মহানন্দা।
উত্তর: (a) তিস্তা।
৭৬. পশ্চিমবঙ্গে কোন্ জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা হয়েছে ? –
(a) দার্জিলিং, (b) জলপাইগুড়ি, (c) কোচবিহার, (d) উত্তর দিনাজপুর।
উত্তর: (b) জলপাইগুড়ি।
৭৭. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা –
(a) পুরুলিয়া, (b) বাঁকুড়া, (c) বীরভূম, (d) পশ্চিম মেদিনীপুর।
উত্তর: (a) পুরুলিয়া।
৭৮. পর্বতবেষ্টিত মালভূমিকে ‘মিডিয়ান মাস’ বলেছেন –
(a) পিঁচো, (b) কোবার, (c) মর্গ্যান, (d) ম্যাকেঞ্জি।
উত্তর: (c) মর্গ্যান।
৭৯. ‘পাত' কথাটি প্রথম ব্যবহার করেন –
(a) পিঁচো, (b) উইলসন, (c) পার্কার, (d) ওয়েগনার।
উত্তর: (b) উইলসন।
৮০. প্লায়া ও পেডিমেন্ট-এর মাঝে সৃষ্ট সমভূমি হল –
(a) বাজাদা, (b) হামাদা, (c) লোয়েস, (d) বদ্বীপ।
উত্তর: (a) বাজাদা।
৮১. রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় –
(a) আর্দ্র অঞ্চলে, (b) মরু অঞ্চলে, (c) পার্বত্য অঞ্চলে, (d) মেরু অঞ্চলে।
উত্তর: (a) আর্দ্র অঞ্চলে।
৮২. ‘ত্রাসের নদী' নামে পরিচিত –
(a) জলঢাকা, (b) দামোদর, (c) তিস্তা, (d) অজয়।
উত্তর: (b) দামোদর।
৮৩. আশ্বিনের ঝড় হয় –
(a) শীতকালে, (b) শরৎকালে, (c) গ্রীষ্মকালে, (d) বর্ষাকালে।
উত্তর: (b) শরৎকালে।
৮৪. "রূপসী বাংলা' প্রকল্পটি গ্রহণ করা হয়েছে যে শিল্পের জন্য, তা হল –
(a) পর্যটন, (b) লৌহ-ইস্পাত, (c) পাট, (d) চা।
উত্তর: (a) পর্যটন।
৮৫. প্রত্যেকটি অক্ষরেখা -
(a) অর্ধবৃত্ত, (b) পূর্ণবৃত্ত, (c) উপবৃত্ত, (d) মহাবৃত্ত।
উত্তর: (b) পূর্ণবৃত্ত।
৮৬. পৃথিবীর দীর্ঘতম পর্বত হল –
(a) আন্দিজ, (b) হিমালয়, (c) রকি, (d) আল্পস।
উত্তর: (a) আন্দিজ।
৮৭. কোন্ ভূপ্রাকৃতিক অংশে সবচেয়ে বেশি মানুষ বাস করে? –
(a) সমভূমি, (b) মালভূমি, (c) পর্বত, (d) মরুভূমি।
উত্তর: (a) সমভূমি।
৮৮. অযোধ্যা পাহাড় রয়েছে –
(a) পুরুলিয়ায়, (b) বাঁকুড়ায়, (c) বর্ধমানে, (d) বীরভূমে।
উত্তর: (a) পুরুলিয়ায়।
৮৯. প্রদত্ত কোন্ নদীতে জোয়ার-ভাটা খেলে? –
(a) দামোদর, (b) অজয়, (c) তোর্সা, (d) মাতলা।
উত্তর: (d) মাতলা।
৯০. পশ্চিমবঙ্গের কোন্ ভূপ্রাকৃতিক অংশে বালিয়াড়ি দেখা যায়? –
(a) তরাই, (b) মালভূমি, (c) রাঢ়, (d) উপকূল।
উত্তর: (d) উপকূল।
৯১. পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় –
(a) গ্রীষ্ম কালে, (b) শরৎ কালে, (c) শীত কালে, (d) বর্ষা কালে।
উত্তর: (a) গ্রীষ্ম কালে।
৯২. সমপ্রায়ভূমির অনুচ্চ টিলাগুলি হল –
(a) মোনাডনক, (b) ইনসেলবার্জ, (c) পেডিমেন্ট, (d) বাজাদা।
উত্তর:(a) মোনাডনক।
৯৩. ক্রনোমিটারে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময়–
(a) সকাল ১টা বেজে 30 মিনিট, (b) বিকেল 5টা বেজে 30 মিনিট, (c) রাত 12টা, (d) সকাল টো।
উত্তর: (b) বিকেল 5টা বেজে 30 মিনিট।
৯৪. মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূপৃষ্ঠের 500 মিটার দূরত্ব বোঝালে, RF হবে –
(a) 1:5,00,000, (b) 1:1,00,000, (c) 1:50,000, (d) 1:25,000
উত্তর: (a) 1:5,00,000।
(কারণ: 500 মিটার = 50,000 সেমি → RF = 1:50,000)
৯৫. পশ্চিমবঙ্গে ‘পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায় –
(a) গ্রীষ্মকালে, (b) শীতকালে, (c) শরৎকালে, (d) বসন্তকালে
উত্তর: (b) শীতকালে।
৯৬. পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান –
(a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) চতুর্থ।
উত্তর: (a) প্রথম।
৯৭. পলাশ, শিমুল প্রভৃতি গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের –
(a) পার্বত্য, (b) উপকূলীয়, (c) তরাই, (d) মালভূমি অঞ্চলে।
উত্তর: (d) মালভূমি অঞ্চলে।
৯৮. শল্কমোচন ঘটে মূলত –
(a) ব্যাসল্ট শিলায়, (b) গ্রানাইট শিলায়, (c) চুনাপাথরে।
উত্তর: (b) গ্রানাইট শিলায়।
৯৯. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম –
(a) ময়ূরাক্ষী, (b) তোর্সা, (c) বিদ্যাধরী।
উত্তর: (a) ময়ূরাক্ষী।
১০০. ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি একটি –
(a) পর্বতবেষ্টিত মালভূমি, (b) লাভা মালভূমি, (c) ব্যবচ্ছিন্ন মালভূমি।
উত্তর: (c) ব্যবচ্ছিন্ন মালভূমি।
১০১. অ্যাটলাস পর্বত একটি –
(a) আগ্নেয় পর্বত, (b) ভঙ্গিল পর্বত, (c) স্তূপ পর্বত, (d) ক্ষয়জাত পর্বত।
উত্তর: (b) ভঙ্গিল পর্বত।
১০২. অ্যান্টার্কটিকা অঞ্চলে কোন্ আবহবিকার বেশি দেখা যায়?
(a) তুষারের কার্য, (b) জারণ, (c) জলযোজন
উত্তর: (a) তুষারের কার্য।
১০৩. অবরোহণ প্রক্রিয়ায় –
(a) ভূমির উচ্চতা বাড়ে, (b) ভূমির উচ্চতা কমে, (c) একই থাকে
উত্তর: (b) ভূমির উচ্চতা কমে।
১০৪. ভারতের কোন্ অঞ্চলে অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা আছে?
(a) হিমালয়, (b) আন্দামান ও নিকোবর, (c) ডেকান ট্র্যাপ
উত্তর: (b) আন্দামান ও নিকোবর।
১০৫. অযোধ্যা পাহাড় রয়েছে –
(a) পুরুলিয়া জেলায়, (b) বাঁকুড়া জেলায়, (c) বীরভূম জেলায়
উত্তর: (a) পুরুলিয়া জেলায়।
১০৬. ভারতের প্রথম কার্পাস কলটি গড়ে ওঠে পশ্চিমবঙ্গের –
(a) রিষড়ায়, (b) ঘুসুড়িতে, (c) বিষ্ণুপুরে
উত্তর: (a) রিষড়ায়।
১০৭. নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয় বলে একে গঠনকারী পাত সীমান্ত বলে –
(a) অভিসারী পাতসীমান্তে, (b) নিরপেক্ষ পাতসীমান্তে, (c) প্রতিসারী পাতসীমান্তে, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) প্রতিসারী পাতসীমান্তে।
১০৮. গ্রানাইট টর সৃষ্টি হয় –
(a) শল্কমোচনে, (b) কার্বনেশনে, (c) জলযোজনে, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) শল্কমোচনে।
১০৯. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাটি হল –
(a) মুরশিদাবাদ, (b) মালদা, (c) বর্ধমান, (d) বাঁকুড়া।
উত্তর: (c) বর্ধমান।
১১০. উত্তরবঙ্গের অধিকাংশ নদী প্রবেশ করেছে –
(a) নেপালে, (b) ভুটানে, (c) বাংলাদেশে, (d) চিনে।
উত্তর: (c) বাংলাদেশে।
১১১. গ্রস্ত উপত্যকা দেখা যায় –
(a) স্তূপ পর্বতে, (b) আগ্নেয় পর্বতে, (c) ভঙ্গিল পর্বতে।
উত্তর: (a) স্তূপ পর্বতে।
১১২. শল্কমোচন প্রধানত দেখা যায় –
(a) বেলেপাথরে, (b) চুনাপাথরে, (c) গ্র্যানাইট শিলায়।
উত্তর: (c) গ্র্যানাইট শিলায়।
১১৩. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত –
(a) হিমালায়, (b) আল্পস, (c) আন্দিজ।
উত্তর: (c) আন্দিজ।
১১৪. পৃথিবীর কোরিওলিস বলের পরিমাণ সর্বাধিক –
(a) মেরুতে, (b) নিরক্ষরেখায়, (c) সুমেরুবৃত্তে।
উত্তর: (b) নিরক্ষরেখায়।
১১৫. ১° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য –
(a) 2 মিনিট, (b) 4 মিনিট, (c) 15 মিনিট।
উত্তর: (b) 4 মিনিট।
১১৬. পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে –
(a) নিরক্ষরেখা, (b) কর্কটক্রান্তি রেখা, (c) মকরক্রান্তি রেখা।
উত্তর: (b) কর্কটক্রান্তি রেখা।
১১৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ –
(a) ফালুট, (b) টাইগার হিল, (c) সান্দাকফু।
উত্তর: (c) সান্দাকফু।
১১৮. পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে –
(a) দার্জিলিং মহালধিরাম শৈলশিরা, (b) সান্দাকফু শৈলশিরা, (c) সিঙ্গালিলা শৈলশিরা।
উত্তর: (c) সিঙ্গালিলা শৈলশিরা।
১১৯. পাগলাঝোরা প্রস্রবণ থেকে সৃষ্টি হওয়া নদীটি হল –
(a) মহানন্দা, (b) তিস্তা, (c) তোর্সা।
উত্তর: (b) তিস্তা।
১২০. দার্জিলিং জেলাকে বিভক্ত করে সম্প্রতি যে নতুন জেলাটি গঠন করা হয়েছে সেটি হল –
(a) কালিম্পং, (b) মিরিক, (c) কার্শিয়াং।
উত্তর: (a) কালিম্পং।
১২১. সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে –
(a) মরুপ্রায় অঞ্চলে, (b) তুন্দ্রা অঞ্চলে, (c) নিরক্ষীয় অঞ্চলে, (d) ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে।
উত্তর: (c) নিরক্ষীয় অঞ্চলে।
১২২. মহাদেশীয় পাতের নীচে সামুদ্রিক পাতটি যে রেখা বরাবর অনুপ্রবেশ করেছে তাকে বলে –
(a) পরিচলন স্রোত, (b) ত্ৰিপাত সম্মেলন, (c) সূচার লাইন, (d) ম্যাগমা চেম্বার।
উত্তর: (b) ত্ৰিপাত সম্মেলন।
১২৩. নিরক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার দূরত্ব –
(a) 110 কিমি, (b) 111.30 কিমি, (c) 1013 কিমি, (d) 96 কিমি।
উত্তর: (b) 111.30 কিমি।
১২৪. পাগলাঝোরা প্রস্রবণ থেকে সৃষ্টি হওয়া নদীটি হল –
(a) তিস্তা, (b) তোর্সা, (c) মহানন্দা, (d) জলঢাকা।
উত্তর: (a) তিস্তা।
১২৫. প্রদত্ত যে নদীটির জল লবণাক্ত নয় তা হল –
(a) অজয়, (b) মাতলা, (c) পিয়ালি, (d) গোসাবা।
উত্তর: (a) অজয়।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. মহাদেশ কোন্ ভূ-আলোড়নে সৃষ্টি হয়?
উত্তর: অন্তঃভাগীয় ভূ-আলোড়নে (Endogenic force)।
২. টেথিস নামক অগভীর সমুদ্রকে ভূ-বিজ্ঞানীরা কী নাম দেন?
উত্তর: টেথিস সাগর(Tethys Sea)।
৩. সমপ্রায় সমভূমির মাঝে শক্ত শিলায় গঠিত উঁচু টিলাগুলিকে কী বলে?
উত্তর: ইনসেলবার্গ।
৪. ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থাটির নাম কী?
উত্তর: NTPC (National Thermal Power Corporation)।
৫. কয়লা কোন্ কোন্ ভূতাত্ত্বিক যুগে সৃষ্টি হয়েছিল?
উত্তর: প্রধানত কার্বনিফেরাস যুগে (Carboniferous period)।
৬. ONGC-এর সদর দপ্তর কোন্ শহরে অবস্থিত?
উত্তর: নয়াদিল্লি।
৭. হাসপাতাল কী জাতীয় সম্পদ?
উত্তর: সামাজিক (Social) সম্পদ।
৮. লোহার মরিচা পড়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: জারণ(Oxidation)।
৯. আবহবিকারের পরবর্তী প্রক্রিয়াটি কী?
উত্তর: ক্ষয় (Erosion)।
১০. রেগোলিথ কী?
উত্তর: আবহবিকারিত ও ক্ষয়িত খনিজ ও শিলার স্তর।
১১. কংসাবতী ও কেলেঘাই নদী দুটি যুক্ত হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে?
উত্তর: হলদি নদী।
১২. পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কোন মৃত্তিকা গড়ে উঠতে দেখা যায়?
উত্তর: লোনা ও কাদামাটি (Saline and Clayey soil)।
১৩. জলঢাকা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর:সিকিমের গ্যাংটক জেলার কুপুপের বিটাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে।
১৪. ভূগর্ভের ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কী বলে?
উত্তর: লাভা (Lava) প্রবাহ।
১৫. পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত পর্বতবেষ্টিত মালভূমিটির নাম কী?
উত্তর: আনাতোলিয়ান মালভূমি।
১৬. সমপ্রায় ভূমির মাঝে অবশিষ্ট কঠিন শিলায় গঠিত টিলাগুলিকে কী বলে?
উত্তর:মোনাডনক ।
১৭. উচ্চ অক্ষাংশ অঞ্চলের উত্তর প্রান্তের অক্ষাংশের মান কত?
উত্তর: ৯০° উত্তর অক্ষাংশ।
১৮. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ।
উত্তর: আরাবল্লী পর্বতমালা।
১৯. আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূ-আস্তরণকে কী বলে?
উত্তর: রেগোলিথ (Regolith)।
২০. পুরুলিয়া জেলায় দুটি নদীর মাঝে অবস্থিত উচ্চভূমির স্থানীয় নাম কী?
উত্তর:ডুমরি" বা "বায়েদ" নামে পরিচিত।
২১. কলকাতার প্রতিপাদস্থান কোথায় অবস্থিত?
উত্তর: গ্রীনউইচ মান সময় (GMT) অনুযায়ী ৮৮°২০' পূর্ব দ্রাঘিমাংশে।
২২. প্রাচীন ক্ষয়প্রাপ্ত মহাদেশীয় মালভূমির নাম কী?
উত্তর: প্রাচীন ক্ষয়প্রাপ্ত মহাদেশীয় মালভূমির একটি উদাহরণ হলো "কানাডীয় শিল্ড"।
২৩. তুষার খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে কী বলে?
উত্তর: তুষার খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে প্রতিলয় বা ফ্ল্যাকেট বলা হয়।
২৪. উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: তিস্তা নদী।
২৫. কত তারিখে জলাভূমি দিবস পালিত হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি।
২৬. পশ্চিমবঙ্গের ত্রিস্তর প্রশাসনিক বিভাগ ও শাসনব্যবস্থার প্রধান হলেন কে?
উত্তর: পশ্চিমবঙ্গের ত্রিস্তর প্রশাসনিক বিভাগে প্রধান হলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং জেলা আধিকারিকরা।
২৭. কোন যন্ত্রের দ্বারা ভূমিকম্প তরঙ্গের গতিবিধি ও উৎস নির্ণয় করা হয়?
উত্তর: সিসমোগ্রাফ (Seismograph)।
২৮. পৃথিবীর বৃহত্তম বদ্বীপটির নাম লেখো।
উত্তর: অ্যামাজন বদ্বীপ।
২৯. কোন্ কোন্ পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়?
উত্তর: ইউরেশিয়ান এবং আফ্রিকান পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালা সৃষ্টি হয়।
৩০. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।
উত্তর: পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হল: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।
৩১. কোন্ সংস্থা ভারতীয় টেপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করেন?
উত্তর: ভারতীয় ভূতাত্ত্বিক সার্ভে (Geological Survey of India)।
৩২. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
উত্তর: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় 'হারিকেন' নামে পরিচিত।
৩৩. টেপোগ্রাফিক্যাল মানচিত্রে ‘নদীখাতের রাস্তা'র প্রচলিত প্রতীক চিহ্নটি অঙ্কন করো।
উত্তর: নদীখাতের রাস্তার প্রতীক চিহ্নটি সাধারণত একটি সোজা রেখা যা নদীর সাথে মিলিত হয়, এবং উপরের দিকে সমান্তরাল রেখা দিয়ে চিহ্নিত হয়।
৩৪. প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে?
উত্তর: ৯০ ডিগ্রি কোণে।
৩৫. মহারাষ্ট্রের লাভা মালভূমি কী নামে পরিচিত?
উত্তর:মহারাষ্ট্রের লাভা মালভূমি 'ডেকান ট্র্যাপস' নামে পরিচিত।
৩৬. গাঙ্গেয় বদ্বীপের কোন্ অঞ্চল বাগড়ি নামে পরিচিত?
উত্তর: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিছু অঞ্চল বাগড়ি নামে পরিচিত।
৩৭. পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড় হয় তার নাম কী?
উত্তর: পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড় হয়, তাকে "আশ্বিনের ঝড়" বলা হয়।
৩৮. পশ্চিমবঙ্গের কোথায় সফ্টওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছে?
উত্তর: পশ্চিমবঙ্গে মূলত দুটি স্থানে সফ্টওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছে - সল্টলেক এবং নিউটাউন।
৩৯. পৃথিবীতে মোট কটি অক্ষরেখা টানা সম্ভব?
উত্তর: ১৮১টি (নিরক্ষরেখা সহ, ৯০টি উত্তর ও ৯০টি দক্ষিণ গোলার্ধে)।
৪০. টেথিস মহীখাতের উত্তরের ভূখণ্ডটির নাম কি?
উত্তর: অ্যাঙ্গারাল্যান্ড (Angaraland)।
৪১. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর: রূপনারায়ণ নদী।
৪২. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি?
উত্তর: আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৩০০০-৩৮০০ মিমি।
৪৩. পশ্চিমবঙ্গে সংকর ইস্পাত তৈরির কারখানা গড়ে উঠেছে কোথায়?
উত্তর: দুর্গাপুরে।
৪৪. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি?
উত্তর: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপ।
৪৫. রাসায়নিক আবহবিকার কোন্ জলবায়ু অঞ্চলে বেশি হয়?
উত্তর: উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে।
৪৬. কত সালে ২৪ পরগনা জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তৈরি হয়?
উত্তর: ১৯৮৬ সালে।
৪৭. পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু।
৪৮. পশ্চিমবঙ্গে কীরূপ জলবায়ু পরিলক্ষিত হয়?
উত্তর: ঋতুভিত্তিক বা মৌসুমি জলবায়ু (Tropical Monsoon Climate)।
৪৯. এলাহাবাদের সোনঘাট ও কোকনদের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখাটিকে কল্পনা করা হয়েছে?
উত্তর: ৮০° দ্রাঘিমা রেখা।
৫০. তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?
উত্তর: আনাতোলিয়ান মালভূমি।
৫১. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচেয়ে বেশি লোক বাস করে?
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা।
৫২. পশ্চিমবঙ্গের প্রথম লৌহ-ইস্পাত কারখানা স্থাপিত হয় বর্ধমান জেলার কোন স্থানে?
উত্তর:পশ্চিমবঙ্গের প্রথম লৌহ-ইস্পাত কারখানা, বার্ণপুর, বর্ধমান জেলার আসানসোল উপবিভাগে অবস্থিত. এই কারখানাটি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (IISCO) নামে পরিচিত এবং এটি ভারতের অন্যতম প্রাচীন লৌহ-ইস্পাত কারখানা ।
৫৩. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?উত্তর: পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটি হলো পুরুলিয়ার তোরাং গ্রাম। এখানে গ্রীষ্মকালে মার্চ থেকে মে মাস পর্যন্ত গড় তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস থাকে।
৫৪. কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত?
উত্তর: ১২ ঘণ্টা।
৫৫. ভারতে অবস্থিত সর্বাপেক্ষা প্রাচীন ভঙ্গিল পর্বতটির নাম করো।
উত্তর: আরাবল্লী পর্বত।
৫৬. ভারতের একটি উপহ্রদের উদাহরণ দাও।
উত্তর: চিল্কা হ্রদ (ওড়িশা)।
৫৭. শান্তিনিকেতন এবং বক্রেশ্বর শহর দুটি পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অবস্থিত?
উত্তর: বীরভূম জেলা।
৫৮. একটি ওজন সংযোগকারী কাঁচামালের উদাহরণ দাও।
উত্তর: লোহা।
৫৯. 82° পূর্ব-এর প্রতিপাদস্থানের মান কত?
উত্তর:82° পূর্বের প্রতিপাদস্থানের মান হলো 98° পশ্চিম।
৬০. মালদা জেলা কোন্ বিভাগের অন্তর্গত?
উত্তর:মালদা জেলা মালদহ বিভাগের অন্তর্গত।
৬১. বাদা ও আবাদা কী?
উত্তর: "বাদা" হলো সুন্দরবন অঞ্চলের নিচু, জলমগ্ন, বা অবাদি জমি যেখানে ধান চাষ করা হয়। "আবাদা" হলো সেই জমি যা চাষযোগ্য বা আবাদ করা হয়।
৬২. ভারতের একটি লাভাগঠিত মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।
উত্তর: ভারতে, দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভাগঠিত মালভূমি, আর ছোটনাগপুর মালভূমি হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।
৬৩. শিলা মধ্যস্থ ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইডে পরিণত হয় কোন্ আবহবিকার প্রক্রিয়ায়?
উত্তর:শিলা মধ্যস্থ ফেরাস অক্সাইড (FeO) ফেরিক অক্সাইডে (Fe₂O₃) পরিণত হওয়ার প্রক্রিয়াটি মূলত জারণ (oxidation) প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, যা আবহবিকারের একটি অংশ।
৬৪. মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে কত ধরনের পাত?
উত্তর:মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর মূলত দুটি ধরনের পাত রয়েছে: ইউরেশীয় পাত ও উত্তর আমেরিকান পাত।
৬৫. সমপ্রায় ভূমিতে অবস্থিত অবশিষ্ট পাহাড় কি নামে পরিচিত?
উত্তর: সমপ্রায় ভূমিতে অবস্থিত অবশিষ্ট পাহাড় "মোনাডনক" বা "ইনসেলবার্জ" নামে পরিচিত।
৬৬. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূত্বকের ওপর যে আলগা আস্তরণ তৈরি করে তাকে কি বলে?
উত্তর: শিলাচূর্ণের ওপর তৈরি আলগা আস্তরণকে রেগোলিথ (Regolith) বলা হয়।
৬৭. কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক?
উত্তর: এঁটেল মাটি (Clay soil) এর জলধারণ ক্ষমতা সর্বাধিক।
৬৮. অনুপ্রবেশের সময় মহাসাগরীয় পাত গলে জ্বলন্ত ম্যাগমা পলির সঙ্গে মিশে কি সৃষ্টি করে?
উত্তর: আগ্নেয় শিলার স্তর (Igneous rock layer) সৃষ্টি করে।
৬৯. পুরুলিয়া জেলায় অযোধ্য ও বাগমুণ্ডি পাহাড় রয়েছে, এদের স্থানীয় নাম কি?
উত্তর: পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের স্থানীয় নাম "অযোধ্যা পাহাড়" (Ajodhya Pahar) এবং বাগমুণ্ডি পাহাড়ের স্থানীয় নাম "বাগমুণ্ডি" (Bagmundi)।
৭০. সিকিমের দিচু ও লীচু নদীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর:জলঢাকা নদী।
৭১. রকি ও আন্দিজ পর্বতমালা বরাবর অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে কেন?
উত্তর: কারণ এই অঞ্চলে মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষে সাবডাকশন (subduction) ঘটে।
৭২. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণাগার গড়ে উঠেছে?
উত্তর:পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কেন্দ্রটি (সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস - CRIJAF) ব্যারাকপুরে অবস্থিত।
৭৩. সমপ্রায় ভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে কী বলে?
উত্তর: মোনাডনক (Monadnock) বলা হয়।
৭৪. পৃথিবীর প্রাচীনতম পর্বত কোনটি?
উত্তর: আরাবল্লী পর্বত।
৭৫. ভারতের উচ্চতম মালভূমি কোনটি?
উত্তর: লাদাখ মালভূমি।
৭৬. যান্ত্রিক আবহবিকারের কোন প্রক্রিয়ায় শব্দ উৎপন্ন হয়?
উত্তর: এক্সফোলিয়েশন বা পাতলা পাতলা খোলা প্রক্রিয়ায় (Exfoliation)।
৭৭. ল্যাটেরাইট মাটির ওপরের আবরণকে কি বলে?
উত্তর:ল্যাটেরাইট মাটির ওপরের আবরণকে ল্যাটেরিটিক মৃত্তিকা (Lateritic Soil) বলে।
৭৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: সুন্দরবন।
৭৯. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণাগার আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের
পাট গবেষণাগার কেন্দ্রটি (সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড
অ্যালাইড ফাইবারস - CRIJAF) ব্যারাকপুরে অবস্থিত।
৮০. কোন শহরকে 'কালো হিরের শহর' বলে?
উত্তর:আসানসোল শহরটিকে 'কালো হিরের শহর' বলা হয়। এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এবং কয়লার জন্য বিখ্যাত।
৮১. পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা” কাকে বলে ?
উত্তর: বর্ধমান জেলা।
৮২. কোন্ ফসলকে ‘সোনালি তন্তু” বলে ?
উত্তর: পাট (Jute)।
৮৩. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?
উত্তর: শিলিগুড়ি (শিলিগুড়ি করিডোর)।
৮৪. পশ্চিমবঙ্গের কোথায় ভূ-তাপ বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে?
উত্তর: বক্রেশ্বর (Birbhum জেলায়)।
৮৫. রাসায়নিক আবহবিকারের কোন্ প্রক্রিয়ায় লোহায় মরিচা পড়ে?
উত্তর: অক্সিডেশন (Oxidation)।
৮৬. পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি ?
উত্তর: আন্দিজ পর্বতমালা (Andes Mountains)।
৮৭. পৃথিবীর বৃহত্তম শিল্ড কোটি?
উত্তর: কানাডিয়ান শিল্ড (Canadian Shield)।
৮৮. পেনিপ্লেন নামকরণ কে করেন?
উত্তর: উইলিয়াম মরিস ডেভিস।
৮৯. সুন্দরবন নামকরণ হয়েছে কোন গাছের জন্য?
উত্তর: সুন্দরী গাছের (Heritiera fomes) জন্য।
৯০. দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর: রূপনারায়ণ নদী।
৯১. নিরক্ষরেখার অপর নাম কি?
উত্তর: বিষুবরেখা (Equator)।
৯২. ভারতের কোন্ অঞ্চলে আগ্নেয়গিরি আছে?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (যেমন ব্যারেন দ্বীপ)।
৯৩. কোন্ দুটি নদীর মিলিত প্রবাহ হলদি?
উত্তর: কংসাবতী ও কেলেঘাই নদী।
৯৪. পৃথিবীর একেবারে মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কী ?
উত্তর: নিরক্ষরেখা (Equator)।
৯৫. পশ্চিমবঙ্গে কোন ঋতুর ঝড়বৃষ্টিকে ‘আশ্বিনের ঝড়’ বলে?
উত্তর: শরৎ ঋতুর।
৯৬. কোন অঞ্চল ধস প্রবণ হয়?
উত্তর: পার্বত্য ও পাহাড়ি অঞ্চল (যেমন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং)।
৯৭. হুদ হুদ সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি কিসের নাম?
উত্তর: একটি ঘূর্ণিঝড় (Cyclone Hudhud)।
৯৮. অনেক মানচিত্র সম্বলিত বইকে কি বলে?
উত্তর: অ্যাটলাস (Atlas)।
৯৯. মকরক্রান্তি রেখার অক্ষাংশের মান কত?
উত্তর: ২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ।
১০০. একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।
উত্তর: তেল নির্গমন (Oil Spill)।
১০১. IST-এর সম্পূর্ণ কথাটি কী ?
উত্তর: Indian Standard Time (ভারতীয় মান সময়)।
১০২. ব্লিজার্ড কী ?
উত্তর: একটি তীব্র তুষারঝড়, যা হিমশীতল বায়ু ও ভারী তুষারপাত নিয়ে আসে।
১০৩. টর্নেডো কী জাতীয় দুর্যোগ ?
উত্তর: একটি আবহাওয়াজনিত (atmospheric) দুর্যোগ।
১০৪. কোন্ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?
উত্তর: পূর্ব বর্ধমান জেলা।
১০৫. পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত?
উত্তর: মনাডনক (Monadnock)।
১০৬. ময়ূরাক্ষীর বামদিকের একটি উপনদীর নাম লেখো।
উত্তর: ব্রাক্ষ্মণী নদী।
১০৭. আসামের রাজধানীর নাম লেখো।
উত্তর: দিসপুর।
১০৮. কোন্ ধরনের হ্রদকে কেন্দ্র করে বাজাদা সমভূমি গড়ে ওঠে?
উত্তর: বাজাদা সমভূমি প্লায়া হ্রদ (Playa lake)কে কেন্দ্র করে গড়ে ওঠে।
১০৯. চুনাপাথর অঞ্চলে সৃষ্ট বড়ো গর্তকে কী বলে ?
উত্তর:চুনাপাথর অঞ্চলে সৃষ্ট বড়ো গর্তকে সিঙ্কহোল (sinkhole) বলা হয়।
১১০. World Disaster Report অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হবে?
উত্তর: ১০ জন বা তার বেশি মানুষ মারা গেলে।
১১১. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র আছে?
উত্তর: ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা)।
১১২. দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: পালামৌ মালভূমি (ঝাড়খণ্ড রাজ্যে)।
১১৩. রাঢ় অঞ্চলের মাটির রং কী?
উত্তর: লাল।
১১৪. মানচিত্রে দূরত্ব ও ভূপৃষ্ঠে ওই একই দূরত্বের অনুপাতকে কী বলে?
উত্তর: স্কেল (Scale)।
১১৫. দুটি পর্বতের মাঝের নীচু স্থানকে কি বলে?
উত্তর: উপত্যকা।
১১৬. আগ্নেয়গিরির কেন্দ্রীয় নলের নীচে যে অংশ থেকে ম্যাগমা বেরিয়ে আসে তাকে কি বলে?
উত্তর: ম্যাগমা চেম্বার।
১১৭. কোন ভূ-আলোড়নের ফলে চ্যুতির সৃষ্টি হয়?
উত্তর: ভূপৃষ্টে অনুভূমিক বা উলম্ব চাপজনিত ভূমিকম্পের ফলে।
১১৮. পশ্চিমবঙ্গের জনবিরল জেলার নাম কী?
উত্তর: ঝাড়গ্রাম।
১১৯. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটি হলো গোরগাবুরু। এটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত এবং এর উচ্চতা ৬৭৭ মিটার।
১২১. পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মৃত্তিকা দেখা যায়?
উত্তর: সুন্দরবন অঞ্চলে।
১২২. পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কোন্ পর্বতশ্রেণি অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে সিঙ্গালিলা পর্বতশ্রেণী অবস্থিত।
১২৩. আশ্বিনের ঝড় কোন্ ঋতুতে দেখা যায়?
উত্তর: শরৎ ঋতু।
১২৪. পশ্চিমবঙ্গের কোথায় আল্পীয় উদ্ভিদ দেখা যায়?
উত্তর: দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে।
১২৫. দামোদরের প্রধান শাখানদী কোনটি?
উত্তর: দামোদরের প্রধান শাখানদী হলো বরাকর। বরাকর নদী দামোদর নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী, যা প্রধানত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত।
১২৬. পশ্চিমবঙ্গের কোন ঋতুতে আশ্বিনের ঝড় দেখা যায়?
উত্তর: শরৎ ঋতু।
১২৭. আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলে?
উত্তর: আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে নগ্নীভবন বা নির্মোচন (Denudation) বলে।
১২৮. কোন আগ্নেয়গিরিকে 'ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' বলা হয়?
উত্তর: ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' নামে পরিচিত আগ্নেয়গিরিটি হলো ইতালির স্ট্রোম্বলি।
১২৯. গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ির নাম কি?
উত্তর: গ্রিনিচ মান সময় (GMT)।
১৩০. তরাই ও ডুয়ার্সের উদ্ভিদ চিরহরিৎ কেন?
উত্তর: এখানে উচ্চ আর্দ্রতা ও উষ্ণতা থাকায় উদ্ভিদ চিরহরিৎ।
১৩১. ইলুভিয়েশন কাকে বলে?
উত্তর: এটি মাটির উপরিভাগের একটি স্তর, যা পানি বা বাতাস দ্বারা স্থানান্তরিত শিলা ও মৃত্তিকার ক্ষুদ্র কণা দ্বারা তৈরি হয়।
১৩২. পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: ব্যারাকপুরে।
১৩৩. রেগোলিথ কী?
উত্তর: এটি পৃথিবীর মাটি বা শিলার ওপরে একটি স্তর যা ক্ষয় ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয়।
১৩৪. পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপের শ্রেণিবিভাগ করো।
উত্তর: গাঙ্গেয় বদ্বীপের শ্রেণিবিভাগ তিনটি প্রধান অঞ্চলে করা হয়: পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং সুন্দরবন।